Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Jasprit Bumrah: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    Jasprit Bumrah: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ৩৬তম অধিনায়ক হচ্ছেন যশপ্রীত বুমরাহ। কপিল দেবের পর তিনিই প্রথম ভারতীয় পেসার, যিনি এই দায়িত্ব পেলেন। হঠাৎ করে নেতৃত্ব পাওয়া, তাও আবার ইংল্যান্ডর (England) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্টে। যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে অনেকেই দ্বন্দে ভুগছেন। ভারতীয় সমর্থকদের কারও কারও মনে এই প্রশ্নটা উঁকি দিচ্ছে যে, বুমরাহ কি পারবেন প্রত্যাশা পূরণ করতে?

    রোহিত শর্মার (Rohit Sharma) অবর্তমানে ভারতীয় দলের অধিনায়ক হয়ে বেশ রোমাঞ্চিত বুমরাহ। চাপ নয়, বরং তিনি এই দায়িত্ব উপভোগ করতে চান। বুমরাহ একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ করেই তিনি এগিয়ে যেতে চান। ভাতের নবনিযুক্ত অধিনায়কের (captain of India) কথায়, ‘কোনও দায়িত্ব সহজ নয়। চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যেতে চাই। তবে ভারতের অধিনায়ক হওয়ার জন্য আমার উপর বাড়তি কোনও চাপ নেই। বরং এই দায়িত্ব আমি উপভোগ করতে চাই। চাপ কাটিয়ে যে সাফল্য আসে, তার আনন্দ অনেক বেশি। আমি কখনও দায়িত্ব এড়িয়ে যায়নি। একজন ক্রিকেটারের সামনে প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জে ভরা থাকে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। সবাই এভাবেই এগিয়ে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনির (Dhoni) সঙ্গে গল্প করতে করতেই জেনেছিলাম মাহিভাই কখনওই ক্যাপ্টেনই হয়নি ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার আগে। কিন্তু তিনিই কিনা বিশ্বের সফলতম অধিনায়ক। তাই অন্য কিছু নিয়ে ভাবছি না। দলকে কীভাবে সহায্য করতে পারি, সেটাই মনে মনে ভাবছি।’

    আরও পড়ুন: বুমরাহর মুকুটে নতুন পালক! দেখে নিন আর কোন বোলাররা ভারতকে নেতৃত্ব দেন

    ২০১৮ সালে টেস্টে অভিষেক হয়েছিল যশপ্রীত বুমরাহর। চার বছরের মধ্যেই তিনি অধিনায়কের দায়িত্ব পেলেন। শুধু তাই নয়, ১৯৮৭ সালে কপিল দেবের পর কোনও পেস বোলার হিসেবে টেস্টে অধিনায়ক হওয়ার নজির গড়লেন তিনি। এই প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘আমি স্বপ্ন দেখতাম দেশের হয়ে টেস্ট খেলার। সুযোগ পেয়েছি এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার। এটা আমার ক্রিকেট জীবনে অনেক বড় প্রাপ্তি।’

  • Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কারণ কী?

    Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কারণ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক:  ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্লাবকে তিনি এই বিষয়ে জানিয়েছেন যে উপযুক্ত প্রস্তাব পেলে ক্লাব ছেড়ে যেতে পারেন তিনি। আগামী মরসুমে চ্যাম্পিয়ন লিগে খেলতে চান তিনি। তাই  পোর্তুগিজ মহাতারকা ক্লাবের কাছে এই আবেদন করেছেন যে তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করেছেন তাঁর এখন দল ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি। গত শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমের থেকে এই খবরই উঠে এসেছে। 

    আরও পড়ুন: চিনে নিন বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের

    রোনাল্ডো জুভেন্টাসের হয়ে ইতালিতে তিন বছর কাটিয়ে আসেন ইংল্যান্ডের এই ক্লাবে। তিনি সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৪টি গোল করেছেন। এছাড়া ইউনাইটেডের কাছে গোটা মরশুমই ছিল হতাশার। ব্যক্তিগতভাবে তিনি ভাল খেললেও দলের পুরো পারফরম্যান্স ভাল ছিল না। যার জন্যে চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পায়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত বছরের ইউনাইটেডের টপ স্কোরার ও প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থাকলেও ইউনাইটেড ম্যাঞ্চেস্টার ক্লাব রোনাল্ডোকে নিয়ে হতাশ। আর এই নিয়েই বেশকিছুদিন ধরেই শোরগোল চলছে বিশ্ব ফুটবল দুনিয়ায়। 

    রোনাল্ডো ২০০৯ ও ২০১৮ সালে জুভেন্টাসের ও ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন লিগে জয়লাভ করেছিলেন ও তিনবার প্রিমিয়ার লিগে জয়ী হয়েছিলেন। যদিও খবরসূত্রে জানা যায়, আগামী বছর পর্যন্ত রোনাল্ডোর এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে। কিন্তু তার আগেই তাঁর ক্লাব ছাড়া নিয়ে বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে খেলার জগতে। তবে এরপর ক্লাব ছাড়লে কোন কোন ক্লাব থেকে তাঁর প্রস্তাব আসবে ও তিনি কোন ক্লাবে শেষপর্যন্ত যোগদান করবেন সেটিই এখন দেখার। সম্প্রতি ইউরোপা লিগে (Europa League) খেলবে ম্যান ইউ। সেই লিগে কোনও দিন খেলেননি রোনাল্ডো। বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রোনাল্ডোর সম্পর্ক কোন পথে এগোয় সেটি দেখতেই অপেক্ষায় বসে রয়েছে ফুটবলপ্রেমীরা। 

    আরও পড়ুন: সুনীলদের কোচ কী থাকবেন স্টিমাচ? দিলেন শর্ত

     

  • Neeraj Chopra: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    Neeraj Chopra: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) জ্যাভলিনে (Javelin) ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ফের একবার বিস্ময়কর কাজ করে ভারতীয়দের মন জয় করলেন। ডায়মন্ড লিগে (Diamond League) দুর্দান্ত পারফর্ম করে  জাতীয় রেকর্ড (National Record) গড়ে তুললেন। এখানেই থেমে নয়, নিজের  রেকর্ডও ভেঙে দিলেন নিজেই। ডায়মন্ড লিগে নীরজ প্রথম থ্রোতেই জ্যাভলিন ছুঁড়ে ৮৯.৯৪ মিটার দূরত্বে পাঠান। ৯০ মিটারের গন্ডি ছুঁতে মাত্র ৬ সেমি বাকি ছিল। এদিন প্রতিযোগিতায় শীর্ষে থাকতে না পারলেও জাতীয় রেকর্ড করে রুপো জিতে নিলেন নীরজ।

    আরও পড়ুন: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

    এদিন গ্রেনাডার (Grenada) অ্যান্ডারসন পিটারস (Anderson Peters) ৯০.৩১ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে শীর্ষ স্থান অধিকার করেন। কিছুদিন আগে অর্থাৎ ১৪ জুনে তুরকুতে (Turuku) পাভো নুরমি গেমসেও (Paavo Nurmi Games) নীরজ জাতীয় রেকর্ড গড়েছিলেন। তিনি এদিন ৮৯.৩০ মিটারের দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন। সেই পারফরম্য়ান্সকেও ছাপিয়ে গেলেন ডায়মন্ড লিগে।

    ৯০ মিটারে পৌঁছতে না পারলেও নীরজ এদিন নিজের পারফরম্যান্সে খুশি। তাই নীরজ সংবাদমাধ্যমে জানান, প্রথম রাউন্ডে তিনি ৮৯.৯৪ দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে খুব ভালো লাগেছে তাঁর, যা ৯০ মিটারের খুব কাছাকাছি ছিল। তিনি ভেবেছিলেন, এদিনই তিনি ৯০ মিটারের বেশি দূরত্বে পাঠাতে পারবেন। তবে চলতি বছরে অনেক প্রতিযোগিতাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। পিটারসকে এদিন তিনি অভিনন্দনও জানান কারণ তিনি ৯০ মিটারের বেশি দূরত্বে থ্রো করে জয়ী হন। তিনি আরও জানান, তিনি আজ প্রথম স্থানে না থাকতে পারলেও তাঁর ভালো লাগছে কারণ তিনি তাঁর নিজের সেরাটা দিতে পেরেছেন।

    আরও পড়ুন: ভাঙল ১২৯ বছরের রেকর্ড! প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য কীর্তি বাংলার

    দীর্ঘ চারবছর পর নীরজ ডায়মন্ড লিগে খেলতে নেমেছিলেন। তিনি মোট ৭টি ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেছিলেন। আগামী ১০ অগাস্টে মনাকো (Monaco)-তে  পরবর্তী ডায়মন্ড লিগের  জ্যাভলিন থ্রো -এর আয়োজন করা হবে। যদিও এটি কনফার্ম নয় যে নীরজ সেটিতে অংশগ্রহণ করবেন কিনা।

     

     

  • Virat Kohli: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    Virat Kohli: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনায় (Covid-19) আক্রান্ত বিরাট কোহলি (Kohli)। সূত্রের খবর, মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে এখন অনেকটাই সুস্থ।

    করোনার কারণে লন্ডন সফরে যাননি রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin)। গত সপ্তাহেই ইংল্যান্ডে পৌঁছয় ভারতীয় দল (Team India)। লন্ডন পৌঁছনোর পর নিয়মমাফিক করোনা টেস্ট করার পর কোভিড রিপোর্ট পজিটিভ আসে কোহলির। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আপাতত তিনি পুরোপুরি সুস্থ বলেই জানা গিয়েছে।

    আরও পড়ুন: লেজেন্ড লেজেন্ডই থাকেন, কোহলির বিরাট প্রশংসা মহিলা ক্রিকেট অধিনায়কের 

    গতবছর করোনার কারণে ইংল্যান্ডের সাথে ভারতের পঞ্চম টেস্ট সাময়িক বাতিল হয়ে যায়। বাতিল হওয়া সেই টেস্টই খেলতে ইংল্যান্ড গেছে ভারতীয় দল। অদ্ভুতভাবে আবার একের পর এক ভারতীয় ক্রিকেটারের আক্রান্ত হওয়া খবর সামনে আসছে। আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় দলের আরও কিছু ক্রিকেটারের করোনা আক্রান্ত হতে পারেন। লন্ডনে ভক্তদের খুব কাছাকাছি দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাই রোহিতদের মাস্ক পরে বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন 

    চলতি মাসের শুরুতেই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মলদ্বীপ পাড়ি দিয়েছিলেন কোহলি। গত ১৩ জুন দেশে ফিরে আসেন। এরপর ফের ১৬ জুন ইংল্যান্ড উড়ে যান বিরাট। ইংল্যান্ড পৌঁছেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। অনেকে মনে করেছিলেন অনুষ্কা দ্বিতীয়বারের জন্য সন্তানসম্ভবা। তবে পরে জানা যায়, বিরাট স্ত্রীকে নিয়ে কোভিডের চিকিৎসা করাতে গিয়েছিলেন।    

    তবে এখন পুরোপুরি সুস্থ তিনি। দলের সঙ্গে গত দু-তিন দিন ধরে অনুশীলনও করছেন। নেটে তাঁকে ব্যাট করতেও দেখা গিয়েছে। ২৩ জুন শুক্রবার থেকে লেস্টাশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।  সেই ম্যাচে বিরাট খেলবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি। 

    আগামী ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট। এর আগে প্রস্তুতি ম্যাচে হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিরাটকে খেলতে নামাবেন কিনা এখন সেই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে।   

     

  • Rambai Dadi: ১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড ভাঙলেন হরিয়ানার ‘রামবাই দাদি’

    Rambai Dadi: ১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড ভাঙলেন হরিয়ানার ‘রামবাই দাদি’

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪৫.৪০ সেকেন্ডেই বাজিমাত। হয়ে গেলেন দেশের ‘সুপার গ্র্যান্ডমা’। বয়স যে শুধুই সংখ্যা বই আর কিছুই না, তা আরও একবার প্রমাণিত। এক মিনিটের কম সময়ে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়লেন হরিয়ানার ১০৫ বছরের রামবাই। সবার কাছে তিনি পরিচিত ‘রামবাই দাদি’ (Rambai Dadi) নামে।   

    যারা মনে করেন ৩০-৩৫ বছর বয়সেই শরীর দুর্বল হয়ে পড়েছে, কর্মক্ষমতা হারাচ্ছেন তাঁদের জন্যে রামবাইয়ের দৌড়ের ভিডিওটি অনুপ্রেরণা হতে পারে। মনের জোর যে প্রকৃতিকেও হার মানায়, তার প্রমাণ রামবাই। মনের  জোরে বয়সকে হার  মানিয়েছেন এই ‘সুপার গ্র্যান্ডমা’। ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন (Athletics Federation of India) আয়োজিত ন্যাশনাল ওপেন মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (National Open Masters Athletics Championships) এক অনন্য রেকর্ড গড়লেন তিনি। ৪৫.৪০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙলেন জাতীয় রেকর্ড।

    আরও পড়ুন: “যোগ জীবনে শান্তি আনে” আন্তর্জাতিক যোগ দিবসে অভিমত মোদির

    ১৫ জুন ভদোদরায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ১০০ মিটার দৌড়ের প্রতিযোগিতায় রামাবাই একাই দৌড়েছিলেন। প্রকৃতপক্ষে ৮৫ বছরের বেশি বয়সী মাত্র একজন প্রতিযোগীই এখানে অংশ নিতে পারেন। সেই কারণে রামাবাই কোনও প্রতিযোগীকে পাশে পাননি। তিনি একা ৪৫.৪০ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেন এবং জাতীয় রেকর্ড ভেঙে দেন। প্রতিযোগিতায় ১০০ এবং ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন রামবাই দাদি।

    আরও পড়ুন: করোনা আক্রান্ত অশ্বিন! সংশয়ে ইংল্যান্ড সফর

    এর আগে এই রেকর্ড ছিল মন কৌরের নামে, যিনি ৭৪ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেছিলেন। রামবাই- এর লক্ষ্য এখন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর এদিন রামবাই বলেন, “খুব ভালো একটা অনুভূতি। আমি আবার দৌড়তে চাই।” রামাবাইয়ের নাতিকে তাঁর খাবার ও জীবনযাপন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, রামবাই একেবারে খাঁটি নিরামিষাশী। প্রতিদিন প্রায় ২৫০ গ্রাম ঘি এবং ৫০০ গ্রাম দই খান। সেই সঙ্গে দিনে দুবার ৫০০ মিলিলিটার করে বিশুদ্ধ দুধ খান।        

     

  • PV Sindhu: স্বপ্নপূরণ! কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    PV Sindhu: স্বপ্নপূরণ! কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “অধরা মাধুরী” ধরা দিল। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জিতলেন ভারতের পিভি সিন্ধু। ফাইনালে তিনি কানাডার মিশেল লি-কে হারালেন ২১-১৫, ২১-১৩ গেমে। এই প্রথম কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতলেন সিন্ধু। দু’বারের অলিম্পিক মেডেলিস্ট, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়ান গেমসে পদকজয়ীর ক্যাবিনেটে এবার কমনওয়েলথের সোনা। গোল্ড কোস্ট কমনওয়েলথে একটু জন্য সোনা হাতছাড়া করেছিলেন। হেরে যান সতীর্থ সাইনা নেহওয়ালের বিরুদ্ধে। গ্লাসগোতে ব্রোঞ্জ পদকে শেষ করেছিলেন। এবার আর কোনও ভুল নয়। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেয়েদের সিঙ্গলসে সোনা জিতলেন দেশের তারকা শাটলার। 

    ফাইনালের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হল দুই প্রতিযোগীর মধ্যে। বিশ্বের ১৩ নম্বর মিশেল ২০১৪ সালে গ্লাসগোয় আয়োজিত কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছিলেন। সোনার মেয়ে সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    ফাইনালে খাতায়কলমে এগিয়ে থেকেই শুরু করেছিলেন সিন্ধু। যদিও তাঁকে কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। তবে শুরুতে লড়াই চালালেও পরে আর স্নায়ুচাপ ধরে রাখতে পারেনি লি। শেষ পর্যন্ত প্রতিপক্ষ মিশেল লি-কে ২১-১৫, ২১-১৩ গেমে হারিয়ে দেন সিন্ধু।

    এর আগে ২০১৪ কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে রুপো জেতেন সিন্ধু। এত দিন অধরা কমনওয়েলথ গেমসের সিঙ্গলসের সোনাও এ বার জিতে নিলেন তিনি। 

  • England ODI Record: ৫০ ওভারে ৪৯৮ রান! একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

    England ODI Record: ৫০ ওভারে ৪৯৮ রান! একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ODI) সর্বোচ্চ রানের ইনিংসের বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড (England)। নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলে ৪ উইকেটে ৪৯৮ রান করে জয়লাভ করে অইন মর্গ্যান (Eoin Morgan)-এর দল। শতরান করেন তিন জন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    শুধু তাই নয়, এদিন নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিল ইংল্যান্ড। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড। এক দিনের ক্রিকেটে এত দিন সেটাই ছিল এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

    [tw]


    [/tw]

    এদিনের ম্যাচে জস বাটলারকে (Jos Buttler)  এক অন্য রূপেই দেখা যায়। তিনি এদিন ৭০ বলে ১৬২ রান করেন। তিনি এদিন দ্রুততম ১৫০ রান করে একদিনের ম্যাচের ইতিহাসে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তিনি সাতটি চার এবং ১৪টি ছয় মারেন। ছয় নম্বরে নেমে লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) ১৭ বলে ৫০ রান করেন যা ইংল্যান্ডের একদিনের ম্যাচে  দ্রুততম ৫০ রান করে এক ইতিহাস তৈরী করেছে। তিনি মোট ২২ বলে ৬৬ রান করেন।

    আরও পড়ুন: ভাঙল ১২৯ বছরের রেকর্ড! প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য কীর্তি বাংলার

    নেদারল্যান্ডের বিরুদ্ধে ওপেনার জেসন রয় (Jason Roy) ব্যর্থ হলেও পরে  রান তোলেন ইংল্যান্ডের ব্যাটাররা। ফিল সাল্ট ( Phil Salt) ৯৩ বলে ১২২ রান করেছেন। দাউইদ মালান (Dawid Malan) করেছেন ১০৯ বলে ১২৫ রান। এই ম্যাচে অধিনায়ক অইন মর্গ্যান কোনও রান করতে ব্যর্থ হন। সাল্ট ও মালান একসঙ্গে জুটিতে ২২২ রান করেছেন। আবার মালান ও বাটলার জুটিতে ওঠে ১৮৪ রান। এই ম্যাচে প্রতি ওভারে গড়ে ৯.৯৬ রান করেছেন ইংল্যান্ডের ব্যাটাররা।

     

  • R Ashwin: করোনা আক্রান্ত অশ্বিন! সংশয়ে ইংল্যান্ড সফর

    R Ashwin: করোনা আক্রান্ত অশ্বিন! সংশয়ে ইংল্যান্ড সফর

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা (Covid-19 Positive) আক্রান্ত ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতীয় টেস্ট দলের সঙ্গে তিনি ইংল্যান্ডে যেতে পারেননি। দলীয় সূত্রে খবর, নিভৃতবাসে রয়েছেন ভারতীয় স্পিনার। না-ও খেলতে পারেন অনুশীলন ম্যাচে।

    দু’দফায় ইংল‌্যান্ড সফরের উদ্দেশ‌্যে রওনা হয়েছে ভারতীয় দল। প্রথমে বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, মহম্মদ শামিরা চলে যান। রোহিত শর্মা যান দু’একদিন পর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে কোচ রাহুল দ্রাবিড়,ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার সোমবার ইংল্যান্ড উড়ে গিয়েছেন।  কিন্তু অশ্বিন এখনও যাননি। খবর যা, তাতে ভারতীয় অফস্পিনার এখন নিভৃতবাসে । কোভিড প্রোটোকল মেনে চলছেন। তবে ভারত বনাম ইংল‌্যান্ড একমাত্র টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা অশ্বিনের। তত দিনে তিনি সুস্থ হয়ে যাবেন, বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। 

    আরও পড়ুন: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    রোহিত শর্মা, বিরাট কোহলিরা ইতিমধ্যেই ইংল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছেন। কিন্তু ভারতেই থেকে যেতে হয়েছে অশ্বিনকে। ২৪ জুন থেকে লিস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার কথা ভারতের। সেই ম্যাচে অশ্বিনের না খেলার সম্ভাবনাই বেশি। ১ জুলাই থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। অশ্বিন ইংল্যান্ড যাবেন, তার আগে সব রকমের নিয়ম মেনে করোনামুক্ত হতে হবে তাঁকে। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, “করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড যেতে পারেননি অশ্বিন। আমরা আশাবাদী, টেস্ট শুরু হওয়ার আগে সুস্থ হয়ে যাবেন তিনি। অনুশীলন ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম।” গত বছর শুরু হওয়া এই টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলেনি ভারত। সে সময় ভারতীয় দলের একাধিক সদস্যের করোনা হওয়ায় সিরিজের শেষ ম্যাচ না খেলেই ইংল্যান্ড ছেড়েছিল ভারত। গত বছর করোনায় ইংল‌্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ যখন অর্ধসমাপ্ত অবস্থায় বন্ধ হয়, সিরিজে ২-১ এগিয়ে ছিল ভারত। 

    আইপিএল শেষ হলে তামিলনাড়ুর ক্লাব ক্রিকেটে খেলেন অশ্বিন। লাল বলের ক্রিকেটে প্রস্তুতি নেওয়ার জন্য ক্লাবের হয়ে খেলতে নেমে পড়েন তিনি। প্রসঙ্গত,ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর টেস্ট সিরিজে একটি ম্যাচেও খেলেননি অশ্বিন।

  • Commonwealth Games: হতাশ সৌরভ! কমনওয়েলথ ক্রিকেটে রুপো হরমনপ্রীতদের, সোনার স্বাদ পেলেন নিখাত, শরথ-সৃজারা

    Commonwealth Games: হতাশ সৌরভ! কমনওয়েলথ ক্রিকেটে রুপো হরমনপ্রীতদের, সোনার স্বাদ পেলেন নিখাত, শরথ-সৃজারা

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনার আশা জাগিয়েও রুপো নিয়ে দেশে ফিরছেন হরমনপ্রীত কৌররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ভারতের এই হার মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, খেলা হরমনপ্রীতদের হাতে ছিল। সেখান থেকে হারায় হতাশা আরও বেশি হবে ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পরে ট্যুইট করেন সৌরভ। রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানালেও নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি তিনি। সৌরভ লেখেন, ‘রুপো জেতার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। কিন্তু ওরা হতাশ হয়ে দেশে ফিরবে। কারণ খেলা ওদের হাতে ছিল।’

    কমনওয়েলথ গেমসের আসর থেকে ভারতকে ১৭তম সোনা  এনে দিলেন নিখাত জারিন। মহিলাদের বক্সিংয়ের লাইট ফ্লাইওয়েট বিভাগে (৪৮-৫০ কেজি) সোনা জিতলেন নিখাত। ফাইনালে হারালেন নর্দান আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে। ইস্তানবুলে আয়োজিত গত বিশ্বচ্যাম্পিয়নশিপে মহিলাদের ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতেছিলেন নিখাত। সেই থেকেই স্বপ্ন দেখা শুরু। এদিন নর্দান আয়ারল্যান্ডের প্রতিযোগীকে একের পর এক শক্তিশালী ঘুসিতে ঘায়েল করে দেন নিখাত। ফাইনালের পাঁচ বিচারকই ভারতীয় মহিলা বক্সারের পক্ষে রায় দিয়েছেন। রবিবার নিখাতের হাত ধরে এল বক্সিংয়ে ভারতের তৃতীয় সোনা। 

    আরও পড়ুন: আজ পাঁচটি সোনার হাতছানি! কমনওয়েলথের শেষ দিনে ভারতের বাজি সিন্ধু, শরথ কমলরা

    টেবিস টেনিসের ডাবলসে সোনা জয়ের স্বপ্ন পূরণ হল না অচিন্ত্য শরথ কমল-সাথিয়ান জ্ঞানশেখরন জুটির। ফাইনালে উঠলেও সোনা অধরা থাকল। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল শরথ-সাথিয়ান জুটিকে। ফাইনালে তাঁরা দুরন্ত লড়াই করেও ২-৩ গেমে হেরে গেলেন ইংল্যান্ডের পল ড্রিঙ্কহল-লিয়াম পিচফোর্ড জুটির কাছে। 

    তবে ডাবলসের খিদে মিক্সড ডাবলসে মেটালেন শরথ। সৃজা আকুলাকে নিয়ে শরথ কমল দেশকে এনে দিলেন এবারের গেমসের অষ্টাদশ সোনাটি। মিক্সড ডাবলসের ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার জুটি। জাভেন চুং ও কারেন লিনের বিরুদ্ধে আগাগোড়া দাপট বজায় রাখলেন শরথ ও সৃজা। ভারতীয় জুটির জয় এলো ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে।

    অন্যদিকে, ২০০৬ সালে মেলবোর্নে রুপো জয়ের ১৬ বছর পর ভারতীয় মহিলা হকি (Indian women hockey team) দল আবারও কমনওয়েলথ গেমসে পদক জিতল। রবিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে নিউজিল্যান্ডকে টাই ব্রেকারে ২-১ হারাল ভারতীয় দল। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাই ব্রেকারে হেরেই সোনা জেতার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় মহিলা হকি দলের। ভারতের হয়ে অসাধারণ পারফর্ম করলেন দলের গোলকিপার তথা অধিনায়িকা সবিতা পুনিয়া (Savita Punia)। 

  • Ranji Trophy: ভাঙল ১২৯ বছরের রেকর্ড! প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য কীর্তি বাংলার

    Ranji Trophy: ভাঙল ১২৯ বছরের রেকর্ড! প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য কীর্তি বাংলার

    মাধ্যম নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফি (Ranji Trophy) ২০২১-২২ এর কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনে ঝাড়খণ্ডের (Jharkhand) বিরুদ্ধে খেলতে গিয়ে অনন্য কীর্তি গড়ে তুলল বাংলার ছেলেরা। রঞ্জি ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার প্রথম ৯ ব্যাটারই পঞ্চাশ বা তাঁর বেশি রান করেছেন। ১৮৯৩ সালে অক্সফোর্ড-কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড সফররত অস্ট্রেলিয়া দলের প্রথম ৮ ব্যাটার সকলেই ৫০-র বেশি রান করেছিলেন। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে গেল বাংলা। প্রথম ৯ ব্যাটারই পঞ্চাশের বেশি রান করলেন।

    আরও পড়ুন:আজ শুরু ভারত-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ, নজরে কারা?

    অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও অভিষেক রমণ দুজনেই ধীরগতিতে খেলতে শুরু করলেও পরে সুদীপ ঘরামি (Sudip Kumar Gharami) ও অনুষ্টুপ মজুমদার দুজনেই শতরান করেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার হয়ে সর্বোচ্চ রান করেন সুদীপ ঘরামী। ১৮৬ রান করেন তিনি। অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) করেন ১১৭ রান। এর পাশাপাশি আরও ৭ ব্যাটার অর্ধশতরান করেন। অভিষেক রমণ (Abhishek Raman) ৬১, অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ৬৫, মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ৭৩, অভিষেক পোড়েল (Abhishek Porel) ৬৮, শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) ৭৮, সায়নশেখর মণ্ডল (Sayansekhar Mondal)  ৫৩ রান এবং আকাশদীপ (Akash Deep) ৫৩ রান করেন। তিনি আটটি ছক্কা মারেন। আকাশ দীপের দুর্দান্ত পারফরমেন্স এদিন সবার নজর কেড়েছে। আকাশ দীপ ৮টি ছক্কার সাহায্যে মাত্র ১৮ বলে ৫৩ রান করেন। সায়ন ৫৩ রানের পর ৩টি উইকেট নিতে পেরেছেন ও বাকি দুটি উইকেট নেন শাহবাজ। এদিন বাংলা, কোয়ার্টার ফাইনালে সাত উইকেট হারিয়ে ৭৭৩ রান করে। 

    আরও পড়ুন: জোড়া গোল সুনীল ছেত্রীর, কম্বোডিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    আগামী ১৪-১৮ জুনের মধ্যে রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। আর ২২-২৬ জুন  রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচটি বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) আয়োজন করা হবে। তবে এবারের রঞ্জি ট্রফি জয়ের ক্ষেত্রে বাংলার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আর সেদিকে তাকিয়েই দেশের মানুষ।

     

     

LinkedIn
Share