Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Commonwealth Games: পঞ্চম দিনে নয়টি সোনার হাতছানি! কমনওয়েলথে ইতিহাস গড়ার পথে দেশ

    Commonwealth Games: পঞ্চম দিনে নয়টি সোনার হাতছানি! কমনওয়েলথে ইতিহাস গড়ার পথে দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথে গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন মোট তিনটি পদক জিতেছে ভারত। দুটি পদক এল জুডোতে। একটি ভারোত্তোলনে। সব মিলিয়ে পদক সংখ্যা পৌঁছল ৯। ভারোত্তোলনে ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ হরজিন্দর কৌরের। জুডোতে রুপো সুশীলা দেবী (Sushila Devi) এবং ব্রোঞ্জ জিতলেন বিজয় যাদব (Vijay Kumar Yadav)।

    চতুর্থ দিনে তিনটি পদক জিতলেও পঞ্চম দিনে ভারতের সামনে পাঁচটি সোনার হাতছানি। ইতিমধ্যে লন বল মহিলা ফোরস ইভেন্টে, মিশ্র দল ব্যাডমিন্টন এবং পুরুষদের টেবিল টেনিসে রুপো  নিশ্চিত করেছে ভারত। সোমবার পুরুষদের টেবিল টেনিসে টিম ইভেন্টে নাইজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারায় ভারত। গোল্ড মেডেল ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-০ হারিয়েছে ভারত। গোল্ড মেডেল ম্যাচে ভারতের সামনে মালয়েশিয়া। 

    কমনওয়েলথ গেমসে প্রথমবার লন বল খেলায় পদক নিশ্চিত করেছে ভারতের মহিলা লন বল টিম। মঙ্গলবার ফাইনাল। সোনা না হয় রুপো একটা আসছেই। অর্থাৎ ইতিহাস গড়ে ফেলেছে ইন্ডিয়ান ওমেন্স ফোরস লন বল টিম।

    আরও পড়ুন: রাজ্যের মন্ত্রী কি জানতেন গ্রামের ছেলে বিশ্ব মঞ্চে লড়াই করছে! প্রশ্ন সোনা জয়ী অচিন্ত্যর দাদার

    আজ মঙ্গলবার ব্যাডমিন্টন, টেবল টেনিস, ডিসকাস থ্রো, জিমন্যাস্টিক, ভারোত্তোলন, লন বল- সব মিলিয়ে গেমসের পঞ্চম দিনে একাধিক ফাইনাল রয়েছে। পঞ্চম দিনে ভারতীয় ক্রীড়াবিদদের সূচি-

    সাঁতার:

    পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক হিট দুইয়ে – শ্রীহরি নটরাজ (বেলা ৩.০৪)

    পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল হিট – অদ্বৈত পেজ, কুশাগরা রাওয়াত (বিকেল ৪.১০)

    আর্টিস্টিক জিমন্যাস্টিক্স:

    পুরুষদের ভল্ট ফাইনাল – সত্যজিৎ মন্ডল (বিকেল ৫.৩০)

    পুরুষদের প্যারালাল বারস ফাইনাল – সাইফ সাদিক তাম্বোলি (সন্ধ্যে ৬.৩৫)

    অ্যাথলেটিক্স:

    পুরুষদের লং জাম্প কোয়ালিফাইং রাউন্ড – এম শ্রীশঙ্কর, মুহম্মদ আনিস ইয়াহিয়া (দুপুর ২.৩০)

    পুরুষদের হাই জাম্প কোয়ালিফাইং রাউন্ড – তেজস্বিন শঙ্কর (বেলা ১২.০৩)

    মহিলাদের ডিসকাস থ্রো ফাইনাল – সীমা পুনিয়া, নভজিত কাউর ঢিলন (মাধরাত ১২.৫২)

    ব্যাডমিন্টন:

    মিশ্র দলের ফাইনাল – ভারত বনাম মালয়েশিয়া (রাত ১০.০০)

    বক্সিং:

    পুরুষদের ৬৭ কেজি রাউন্ড অফ ১৬ – রোহিত টোকাস (রাত ১১.৪৫)

    হকি:

    মহিলাদের পুল এ – ভারত বনাম ইংল্যান্ড (বিকেল ৬.৩০)

    লন বল:

    মহিলাদের জোড়া রাউন্ড ১ – ভারত বনাম নিউজিল্যান্ড (বেলা ১.০০)

    মহিলাদের ট্রিপল রাউন্ড ১ – ভারত বনাম নিউজিল্যান্ড

    পুরুষদের একক রাউন্ড ১ – মৃদুল বোরগোহাঁই (বিকেল ৪.১৫)

    মহিলাদের ফোরস গোল্ড মেডেল ম্যাচ – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (বেলা ৪.১৫)

    পুরুষদের ফোরস রাউন্ড ১ – ভারত বনাম ফিজি (রাত ৮.৪৫)

    মহিলাদের ট্রিপল রাউন্ড ২ – ভারত বনাম ইংল্যান্ড (রাত ৮.৪৫)

    স্কোয়াশ:

    মহিলাদের একক প্লেট সেমি-ফাইনাল – সুনয়না সারা কুরুভিলা (রাত ৮.৩০)

    পুরুষদের একক সেমি-ফাইনাল – সৌরভ ঘোষাল (রাত ৯.১৫)

    টেবিল টেনিস:

    পুরুষদের দল গোল্ড মেডেল ম্যাচ (সন্ধ্যে ৬.০০)

    ভারোত্তোলন:

    মহিলাদের ৭৬ কেজি – পুনম যাদব (দুপুর ২.০০)

    পুরুষদের ৯৬কেজি – বিকাশ ঠাকুর (সন্ধ্যে ৬.৩০)

    মহিলাদের ৮৭ কেজি – উষা বান্নুর এনকে (রাত ১১.০০)

  • Asia Cup: প্রতীক্ষার অবসান! এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষিত, ২৮ অগাস্ট মুখোমুখি ভারত-পাকিস্তান

    Asia Cup: প্রতীক্ষার অবসান! এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষিত, ২৮ অগাস্ট মুখোমুখি ভারত-পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের শেষ রবিবার মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022) শুরু ২৭ অগস্ট থেকে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ভারত-পাকিস্তান ম্যাচ। এ বছর শ্রীলঙ্কাতে (Sri Lanka) এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার কারণে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। টুর্নামেন্টের তিনটি ম্যাচ হবে শারজায়। বাকি সমস্ত ম্যাচ আয়োজিত হবে দুবাই স্টেডিয়ামে। সবকটি ম্যাচ হবে স্থানীয় সময় সন্ধে ৬টায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। আর পরের দিন অর্থাৎ ২৮ আগস্ট রোহিত শর্মার (Rohit Sharma) ভারত নামবে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে।

    এদিন টুর্নামেন্টের সূচি প্রকাশ করে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ লেখেন, “অপেক্ষার অবসান। এশিয়া কাপের সূচি জানিয়ে দিল ACC। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট দারুণ প্ল্যাটফর্ম হতে চলেছে।” গ্রুপ এ-তে রয়েছে ভারত ও পাকিস্তান। সেই গ্রুপে আরও একটি দল আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। সেই দলের সঙ্গে ভারতের ম্যাচ ৩১ অগাস্ট। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে ভারতের দু’টি ম্যাচই হবে দুবাইতে। ফাইনালও দুবাইয়ে। বি গ্রুপের দলগুলি হল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ৩০ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোরের ম্যাচ শুরু হবে ৩ সেপ্টেম্বর। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। 

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    ১৫তম এশিয়া কাপ প্রতিযোগিতাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে দলগুলি। শেষ বার ২০১৮ সালে রোহিত শর্মার নেতৃত্বেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের দলকে সাফল্য এনে দেওয়ার গুরু দায়িত্ব তাঁর কাঁধেই। প্রথমে ঠিক ছিল ২০২০ সালে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজিত হবে। কিন্তু পাকিস্তানে খেলতে আপত্তি জানায় ভারত। এরই মধ্যে করোনা মহামারীও আঘাত হানে। যার ফলে সাময়িকভাবে স্থগিত রেখে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয় টুর্নামেন্ট। ঠিক করা হয় ২০২১ সালের জুন মাসে এশিয়া কাপ আয়োজন করা হবে। কিন্তু তখনও করোনার জেরে তা আয়োজন সম্ভব হয়নি। তারপর অনেক ভাবনা চিন্তার পর এ বছর বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত মার্চে সেই সিদ্ধান্তে সরকারি সিলমোহরও পড়ে। এবার অপেক্ষা ঢাকে কাঠি পড়ার।
  • Commonwealth Games: রাজ্যের মন্ত্রী কি জানতেন গ্রামের ছেলে বিশ্ব মঞ্চে লড়াই করছে! প্রশ্ন সোনা জয়ী অচিন্ত্যর দাদার

    Commonwealth Games: রাজ্যের মন্ত্রী কি জানতেন গ্রামের ছেলে বিশ্ব মঞ্চে লড়াই করছে! প্রশ্ন সোনা জয়ী অচিন্ত্যর দাদার

    মাধ্যম নিউজ ডেস্ক: অভাবকে হারিয়ে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছে ভাই অচিন্ত্য। এরকম আনন্দের দিনেও উচ্ছ্বাসে ভাসতে পারছেন না দাদা অলোক শিউলি। ভাইয়ের লক্ষ্য যে অলিম্পিক। প্যারিস অলিম্পিকে যেতে হবে তাঁকে। কিন্তু তার জন্য দরকার টাকা। “এখানকার কেউ তো সাহায্য করে না।” ক্ষোভ অলোকের গলায়। মুখ্যমন্ত্রী ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন তো! তাহলে হয়তো এবার সাহায্য আসতে পারে। তবুও নিশ্চিত নয় দাদা অলোক। ভাইয়ের সাফল্যের দিনে তাঁর গলায় ক্ষোভের সুর। বললেন, ‍‘‍‘অভাবকে হারিয়ে আমি না পারলেও ভাই সেই যুদ্ধে জিতেছে। হরিয়ানা-সহ অন্য রাজ্যে এ রকম সাফল্য আনলে সরকার পুরস্কার দেয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ,  কী করবেন জানি না! যুব বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিল ভাই। এই সাফল্যের পরে কেউ খোঁজই নেননি। গত বছর জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল ও। দ্বিতীয় হওয়া ছেলেটিকে তাঁর রাজ্য কিন্তু পুরস্কৃত করেছে। আমাদের স্থানীয় সাংসদ বা বিধায়করা তো চেনেনই না অচিন্ত্য শিউলিকে! আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী বোধহয় জানেনই না ভাই কমনওয়েলথের আসরে নেমেছে।”

    আরও পড়ুন: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

    বাবা রিকশা চালাতেন। অচিন্ত্যর তখন ৮ বছর বয়স। বাবা মারা গেলেন। অলোক একটু বড়। স্বামীর মৃত্যুর পর সেলাই, জরির কাজ করা শুরু করেন অচিন্ত্যর মা পূর্ণিমা শিউলি। দুই ভাইও সময় পেলেই মাকে সাহায্য করত। তাঁদের সাপ্তাহিক আয় ছিল মাত্র ৫০০ টাকা। সেই টাকাতেই চলত সংসার। বাবার মৃত্যুর ধাক্কা, সংসার সামলে পড়াশোনা, কাজ ও ভারোত্তোলক হওয়ার স্বপ্নে ক্ষান্ত দেন অলোক। তবে ভাই অচিন্ত্যর ভারোত্তোলক হওয়ার স্বপ্নে ধুলো জমতে দেননি। চলতি কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি বিভাগে সোনা জয়ের পর সে কথা জানাতে ভোলেননি ভাই অচিন্ত্য। প্রতিক্রিয়ায় অচিন্ত্য বললেন, “এই পদক উৎসর্গ করছি দাদাকে।” যাঁর পরিশ্রম, উৎসাহ ছাড়া এতটা পথ হয়তো আসাই হত না। যাঁর জন্য পাতিয়ালায় জাতীয় শিবিরে নিশ্চিন্তে অনুশীলনে মগ্ন থাকতে পারতেন। বললেন, “দাদা ভারোত্তোলক হতে চেয়েছিল। বাবার মৃত্যুর পর তা হয়ে ওঠেনি। আমাকে সাপোর্ট করতে দিনরাত পরিশ্রম করে গিয়েছে। এখনও পরিবারের দায়িত্ব একমাত্র দাদার কাঁধে। এই সোনার পদক দাদা এবং আমার কোচদের উৎসর্গ করছি।” 

    এখন অচিন্ত্য ভারতীয় সেনাবাহিনীতে হাবিলদারের কাজ করেন। ন্যাশনাল ওয়েট লিফটিং প্রতিযোগিতায় অচিন্ত্য চতুর্থ হওয়ার পরেই সেনাবাহিনীর নজরে পড়ে যান তিনি। পরে অল ইন্ডিয়া ট্রায়ালে অংশ নিয়ে সে সেখানে সুযোগ পান। পরে ২০১৪ সালে হরিয়ানায় ন্যাশানাল গেমসে তৃতীয় হয়ে সেনাবাহিনীর স্পোর্টস ইন্সটিটিউটে (Military Sports Institute) যোগ দেন। এরপরে পাতিয়ালায় ভারতীয় শিবিরে ডাক পান অচিন্ত্য। ইতিমধ্যেই অচিন্ত্য ২০১৫ সালে ভারতে যুব কমনওয়েলথ গেমসে রূপো, ২০১৭ সালে ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে রূপো, ২০১৯ সালে জুনিয়র বিভাগে সোনার পদক, ২০২১ সালে ওয়ার্ল্ড জুনিয়র প্রতিযোগিতায় রূপো এবং জুনিয়র ও সিনিয়র বিভাগে জোড়া সোনার পদক জয় করেছেন। এবার লক্ষ্য ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে পদক জেতা। 

  • Commonwealth Games: বাবাই প্রেরণা! চানু দিদি উৎসাহ দেন, জানালেন কমনওয়েলথে সোনা জয়ী রোনাল্ডোর ভক্ত লালরিনুঙ্গা

    Commonwealth Games: বাবাই প্রেরণা! চানু দিদি উৎসাহ দেন, জানালেন কমনওয়েলথে সোনা জয়ী রোনাল্ডোর ভক্ত লালরিনুঙ্গা

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় স্তরে জুনিয়র বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন আইজলের বক্সার লালমাইথুয়াভা রালতে। কোনওদিন সিনিয়র পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারেননি। পরিবারের দায়িত্ব কাঁধে চাপায় বক্সিংয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন বিসর্জন দিয়ে পিডব্লিউডিতে কাজ শুরু করেন। পরিবারে স্ত্রী ও পাঁচ ছেলে। নিজের অপূর্ণ স্বপ্ন ছেলেদের মাধ্যমে পূরণ করতে চেয়েছিলেন। চার ছেলে বক্সার হলেও ব্যতিক্রম জেরেমি লালরিনুঙ্গা (Jeremy Lalrinnunga)। তবে, বক্সিংয়ের পাঞ্চে নাই বা হল, ৩০০ কেজি ওজন তুলে সে-ই বাবার স্বপ্ন পূরণ করল। কমনওয়েলথ গেমসে  বাজিমাত করলেন ১৯ বছরের জেরেমি। জয় উৎসর্গ করলেন বাবাকে। বললেন, “বাবাই ছিল প্রেরণা। ছোটবেলা থেকে বাবা নিজের লড়াইয়ের গল্প বলত। জয়ের স্বপ্ন দেখাত। বাবার চেষ্টাতেই আজ এই সাফল্য।”  

    কমনওয়েলথে পোডিয়াম ফিনিশের পর জেরেমির মনে পড়ে যাচ্ছে নানান কথা। দু’বছর বাড়ি যাননি। পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করা হয়নি, সেটাও নয় নয় করে পাঁচবছর হয়ে গেল। তবে অ্যথলিট দলেই নিজের পরিবার খুঁজে পেয়েছেন জেরেমি। জানালেন দিদি চানুর কথা। বললেন, “এদিন ম্যাচ শুরু হওয়া থেকেই দর্শকাসনের প্রথম সারিতে ছিলেন চানু দিদি। হাতে তেরঙা নিয়ে উৎসাহ দিচ্ছিলেন। তাঁর আশাপূরণ করতে পেরে আমি খুশি।” ভারোত্তলন ছাড়া ভাল লাগে ফুটবল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত জেরেমি পাহাড় প্রমাণ কাঠিন্যকে সঙ্গে নিয়ে এবার অলিম্পিকের স্বপ্নে ডুব দিতে চান।

    চানু দিদির পরিবারেও এখন খুশির আমেজ। এ বারের কমনওয়েলথ থেকে মীরাবাঈ ভারতকে প্রথম সোনার পদক এনে দেওয়ার পর, দেশের সকলের মতোই স্বাভাবিকভাবেই তাঁর পরিবারের সদস্যরাও ভীষণ খুশি। আর সেই খুশি ফুটে উঠেছে চানুর শেয়ার করা ভিডিওতে। সেই ভিডিওতে দেখা যায় চানুর মা ও তাঁর আত্মীয়রা হাতে হাত রেখে নাচ করছেন গোল করে। সঙ্গে রয়েছে ভারতের পতাকাও। সেই ভিডিওর ক্যাপশনে মীরাবাঈ লেখেন, “আমার বাড়িতে আমার মা এবং আত্মীয়েরা আমার জয় উদযাপন করছে।”

    কমনওয়েলথে চানুর সোনা জয়ের পরই তাঁর পরিবারের সদস্যরা মেতে উঠেছেন উৎসবে। তেরঙ্গা উড়িয়ে রীতিমতো মীরাবাঈ চানুর বিজয়োৎসবে সামিল হয়েছেন তাঁর প্রিয়জনেরা। নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে চানুর শেয়ার করা ভিডিও। 

  • Commonwealth Games: কমনওয়েলথে ইতিহাস! প্যারা পাওয়ারলিফটিংয়ে সোনা সুধীরের, লং জাম্পে রুপো মুরলী শ্রীশংকরের

    Commonwealth Games: কমনওয়েলথে ইতিহাস! প্যারা পাওয়ারলিফটিংয়ে সোনা সুধীরের, লং জাম্পে রুপো মুরলী শ্রীশংকরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারোত্তলনের মতোই প্যারা পাওয়ারলিফটিংয়েও (Para Powerlifting) সোনা ভারতের (India)। হরিয়ানার সোনিপতের ছেলে সুধীর (Sudhir) বৃহস্পতিবার মধ্যরাতে প্যারা পাওয়ারলিফটিংয়ে গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। শারীরিক প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে তাঁর এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। সুধীরকে অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    প্যারা পাওয়ারলিফটিংয়ে পয়েন্টের হিসেবে জেতা-হারা নির্ধারিত হয়। মোট তিনবার সুযোগ মেলে। ভার তোলা, শরীরের ওজন এবং টেকনিক অনুসারে পয়েন্ট দেওয়া হয়। শরীরের ওজনের থেকে ভার বেশি হলে সেক্ষেত্রে পয়েন্ট বেশি পাওয়া যায়। ৮৭.৩০ কেজির সুধীর প্রথম প্রয়াসে ২০৮ কিলো ওজন তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ২১২ কিলো। এরইসঙ্গে গেমসে নয়া রেকর্ড গড়েন তিনি। তবে তৃতীয় প্রচেষ্টায় ২১৭ কিলো ওজন তুলতে পারেননি তিনি। ১৩৪.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সোনা জিতে নেন ২৭ বছরের সুধীর। হরিয়ানার কৃষক পরিবারের ছেলে সুধীর। চার বছর বয়সেই পোলিও আক্রান্ত হন। তবু শারীরিক প্রতিবন্ধকতা তাঁর ইচ্ছেকে হারাতে পারেনি। ছোট থেকেই খেলাধুলোর প্রতি ভালোবাসা। ২০১৬ সালে প্রথম জাতীয় স্তরের প্রতিযোগিতায় সোনা জেতেন। আন্তর্জাতিক স্তরে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে ২০১৮ সালে। জাকার্তা প্যারা এশিয়ান গেমসে অভিষেকেই ব্রোঞ্জ পদক জিতে নেন। অ্যাথলেটিক মহলে ‘স্ট্রং ম্যান অব ইন্ডিয়া’ এই নামে ডাকা হয় সুধীরকে।

    চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটরা চমক দিয়েই যাচ্ছেন। এদিনই ইতিহাস গড়ে লং জাম্পে রুপো এনেছেন মুরলী শ্রীশংকর (M. Sreeshankar)। তাঁকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। এদিন অবশ্য খানিক দুর্ভাগ্যের শিকার হয়েছেন তিনি। সোনাজয়ীর সমান লাফিয়েও সোনা পাননি ভারতের লং জাম্পার। বৃহস্পতিবার বাহামাসের ল্যাকুয়ান নাইরনের মতো তিনিও ৮.০৮ মিটার লাফিয়েছেন। কিন্তু দ্বিতীয় সেরা লাফের বিচারে পিছিয়ে থাকায় রুপো জিতেছেন শ্রীশংকর। সুরেশ বাবু, অঞ্জু ববি জর্জ, এম এ প্রাজুসা এর আগে কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন। একমাত্র প্রাজুসা রুপো পেয়েছেন, বাকিরা ব্রোঞ্জ।

    আরও পড়ুন: পদক তালিকায় সপ্তম স্থানে ভারত! একনজরে বার্মিংহামের অষ্টম দিন

    এদিকে পুরুষদের হকিতে (Men’s Hockey) পুল ‘বি’-এর ম‌্যাচে ভারতীয় দল ৪-১ ব‌্যবধানে ওয়েলসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। হ‌্যাটট্রিক করেছেন ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত। অন্যদিকে, বক্সিংয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন ভারতের চার বক্সার। পুরুষদের ৫১ কেজি বিভাগে অমিত পাঙ্ঘাল, ৯২ কেজি বিভাগে সাগর অহলত, ৬৭ কেজি বিভাগে রোহিত টোকাস এবং মহিলাদের ৬০ কেজি বিভাগে জেসমিন ল‌্যাম্বোরিয়া শেষ চারে পৌঁছেছেন। 

  • Commonwealth Games: পদক তালিকায় সপ্তম স্থানে ভারত! একনজরে বার্মিংহামের অষ্টম দিন

    Commonwealth Games: পদক তালিকায় সপ্তম স্থানে ভারত! একনজরে বার্মিংহামের অষ্টম দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) আপাতত পদক তালিকায় সপ্তম স্থানে (7th in medal tally) রয়েছে ভারতীয় দল। ইতিমধ্য়েই ছয়টি সোনা, সাতটি রুপো এবং সমসংখ্যক ব্রোঞ্জ মিলিয়ে মোট ২০টি পদক জিতে নিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। তবে গতবার গোল্ড কোস্টে তৃতীয় স্থানে শেষ করলেও, গেমসের প্রথম সপ্তাহ শেষে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত।  প্রথম দুই স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তারা যথাক্রমে ৫০টি সোনা-সহ মোট ১৩০ টি পদক ও ৪২টি সোনা-সহ মোট ১১৫টি স্বর্ণপদক জিতে অনেকের থেকেই এগিয়ে গিয়েছে। কানাডা ও নিউজিল্যান্ড যথাক্রমে পদক তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। তবে আসন্ন দিনে ভারত পদক তালিকায় বেশ কিছুটা এগোতে পারে, বলে মনে করা হচ্ছে।

    আজ, শুক্রবার চলতি কমনওয়েলথ গেমসের আট নম্বর দিন। এই আসরে এখনও পর্যন্ত নিষ্ফলা দিন কাটায়নি ভারত। রোজই দেশের ঝুলিতে এসেছে পদক। আজ থেকে নামবেন দেশের কুস্তিগীররা। বজরং পুনিয়া, দীপক পুনিয়া, সাক্ষী মালিকদের থেকে দেশবাসীর প্রত্যাশা অনেক। এছাড়া রয়েছে মেয়েদের হকির সেমিফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতা মানেই পদক নিশ্চিত। রয়েছে টেবল টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ, অ্যাথলেটিক্সও। একনজরে অষ্টম দিনের ক্রীড়াসূচি: 

    অ্যাথলেটিক্স

    মেয়েদের ১০০ মিটার হার্ডলস (দুপুর ২:৫৬)

    পুরুষদের ৪x৪০০ মিটার রিলে (নোয়া টম, জ্যাকব, নাগানাথন পান্ডি, মহম্মদ আনাস) বিকেল ৪.০৭

    মেয়েদের লং জাম্প কোয়ালিফিকেশন (বিকেল ৪.১০)

    মেয়েদের ২০০ মিটার সেমিফাইনাল- হিমা দাস (রাত ১২.৪৫)

    আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষিত, ২৮ অগাস্ট মুখোমুখি ভারত-পাকিস্তান

    ব্যাডমিন্টন

    মেয়েদের সিঙ্গলস – রাউন্ড অব ১৬ ম্যাচ- পিভি সিন্ধু বনাম হুসিনা কোবুগাবে (বিকেল ৩.৩০)

    পুরুষদের সিঙ্গলস ম্যাচ – রাউন্ড অব ১৬ – কিদাম্বী শ্রীকান্ত বনাম দুমিন্দু অ্যাবেউইকরামা (বিকেল ৩.৩০)

    পুরুষদের সিঙ্গলসের ম্যাচ – রাউন্ড অব ১৬ –  লক্ষ্য সেন (রাত ১১টা)

    এছাড়া পুরুষ ও মহিলাদের ডাবলস ম্যাচ রয়েছে।

    হকি

    মেয়েদের সেমিফাইনাল – ভারত বনাম অস্ট্রেলিয়া (দুপুর ১২.৪৫)

    স্কোয়াশ

    মেনস ডাবলস – রাউন্ড অব ১৬- বিকেল ৫.১৫

    মিক্সড ডাবলস –  কোয়ার্টার ফাইনাল (জ্যোৎস্না চিনাপ্পা ও হরিন্দর পাল সান্ধু) রাত ৮.১৫

    ওমেন্স ডাবলস – কোয়ার্টার ফাইনাল (জ্যােৎস্না চিনাপ্পা ও দীপিকা পাল্লিকাল) রাত ১০.৩০

    ওমেন্স ডাবলস – কোয়ার্টার ফাইনাল (অনাহত সিং-সুনয়না কুরুভিলা) রাত ১১.১৫

    মিক্সড ডাবলস – কোয়ার্টার ফাইনাল (দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল) রাত ১২টা

    আরও পড়ুন: আদালতের হস্তক্ষেপে বার্মিংহাম যাত্রা! বাকিটা ইতিহাস, কমনওয়েলথে হাই জাম্পে প্রথম পদক, ব্রোঞ্জ তেজস্বীনের

    টেবল টেনিস

    মেয়েদের ডাবলস – রাউন্ড অব ৩২ (মনিকা বাত্রা ও দিয়া চিতালে) বিকেল ৪.৩০

    পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (সাথিয়ান গণেশেখরন) বিকেল ৫.৪৫

    পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (শরথ কমল)  বিকেল ৫.০০টা

    পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (সানিল শেট্টি) বিকেল ৫.৪৫

    মেয়েদের ডাবলস – রাউন্ড অব ৩২ (সৃজা আকুলা-রীথ টেনিসন) রাত ৯.৩০

    কুস্তি

    পুরুষদের ১২৫ কেজি বিভাগ – মোহিত গারেওয়াল – বিকেল ৩.০০

    পুরুষদের ৬৫ কেজি বিভাগ – বজরং পুনিয়া

    মহিলাদের ৫৭ কেজি বিভাগ – অংশু মালিক

    পুরুষদের ৮৬ কেজি বিভাগ – দীপক পুনিয়া

    মহিলাদের ৬৮ কেজি বিভাগ – দিব্যা কাকরান

    মহিলাদের ৬২ কেজি – সাক্ষী মালিক

     
  • Indian Hockey Team: ঘানাকে ১১-০ গোলে হারিয়ে কমনওয়েলথ গেমসে অভিযান শুরু ভারতীয় হকি দলের

    Indian Hockey Team: ঘানাকে ১১-০ গোলে হারিয়ে কমনওয়েলথ গেমসে অভিযান শুরু ভারতীয় হকি দলের

    মাধ্যম নিউজ জেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) পুরুষদের হকিতে দারুণভাবে তাঁদের যাত্রা শুরু করল ভারত (India)। ১১টি গোল করে উড়িয়ে দিল ঘানার (Ghana) হকি দলকে। রবিবার কমনওয়েলথ গেমসে পুল বি-এর ম্যাচে ভারত পরাজিত করল ঘানাকে। এদিন ভারতের সামনে ঘানা হকি দল এক মুহূর্তও টিকতে পারেনি। একটি গোলও করতে পারেননি তাঁরা। গতকালের ম্যাচে ভারতীয় হকি দল ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে দেখছে। চলেছে একের পর এক গোল। এর উত্তরে একটিও গোল করতে পারেনি ঘানা।

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    তবে কমনওয়েলথ গেমসে এখনও সোনা পাওয়া হয়নি। তাই তাঁদের এরপরের লক্ষ্যই সোনা জয় করা। তাই এদিন প্রথম থেকেই দুর্দান্ত পারফর্ম করতে শুরু করে মনপ্রীত সিংরা। ম্যাচের প্রথম গোলটি করেন অভিষেক। এরপরেই পেনাল্টি কর্নার পান হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) এবং একে কাজে লাগিয়ে প্রথম কোয়ার্টারের দ্বিতীয় গোলটি করেন। তৃতীয় গোলটি করেন শামসের (Shamsher)। দ্বিতীয় কোয়ার্টারে অক্ষদ্বীপ সিং (Akashdeep Singh) ও যুগরাজ সিং  (Jugraj Singh) একটি করে গোল করেন। তৃতীয় কোয়ার্টারে আরও চারটি গোল করে ভারত। গোল করেন হরমনপ্রীত সিং, নীলকান্ত শর্মা, বরুণ কুমার ও যুগরাজ সিং। এই তৃতীয় কোয়ার্টারেই হরমনপ্রীত তাঁর দ্বিতীয় গোলটি করেন। বরুণ পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে গোল করতে পারেন। এরপেই চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ম্যাচের ১০ নম্বর গোলটি করেন মনদ্বীপ সিং (Mandeep Singh)। তারপর ম্যাচের ফাইনাল গোলটি করেন হরমনপ্রীত সিং। প্রথম ম্যাচেই হ্য়াটট্রিক করে ফেললেন তিনি।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: অর্থের জন্য খেলা ছেড়েছিলেন দাদা! জানুন কী বললেন কমনওয়েলথে বাংলার সোনার ছেলে অচিন্ত্য

    এরপরেই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন ভারতীয় হকি দল। তবে ঘানার বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের অনেকটা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলে মনে করছে সবাই। এদিন ঘানার বিরুদ্ধে বড় ব্যবধানে জয়লাভে পুরো দেশবাসী উচ্ছ্বসিত। আজকের ম্যাচে ভারতীয় দল কেমন খেলবেন তারই অপেক্ষায় বসে রয়েছে দেশবাসী। ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ৮ টা নাগাদ আজকের ম্যাচ শুরু হবে।

     

  • Commonwealth Games: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

    Commonwealth Games: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়েছেন হাওড়ার অ্যাথলিট। কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারোত্তোলনে সোনা জিতেছেন অচিন্ত্য শিউলি (Achintya Sheuli)। বাংলার ভারোত্তোলককে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার রাতে বাংলার ভারোত্তোলক ৭৩ কেজি বিভাগে সোনা জেতার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীর ট্যুইট, ‘কমনওয়েলথ গেমস খেলতে রওনা হওয়ার আগে অচিন্ত্য শিউলির সঙ্গে কথা হয়েছিল। ওঁর মা ও দাদার কাছে কীরকম সমর্থন পেয়েছেন, জানিয়েছিলেন। এবার আশা করি পদক জেতার পর একটা সিনেমা দেখার সুযোগ পাবেন’। অচিন্ত্যর শান্ত, নম্র স্বভাবেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ঠাণ্ডা মাথায়, একাগ্র চিত্তে নিজের লক্ষ্যে পৌঁছন অচিন্ত্য। এর জন্য কঠিন পথ পার হতে হয় তাঁকে। 

    ‘স্ন্যাচ’-এ এক নয়, দুই দুইবার কমনওয়েলথ গেমসের রেকর্ড ভাঙলেন ২০ বছরের ভারোত্তোলক অচিন্ত্য। প্রথম প্রয়াশে তিনি ‘স্ন্যাচ’-এ ১৪৩ কেজি ভারোত্তোলন করেন। এরপর ১৪৩ কেজি তুলে সেই রেকর্ডও ভেঙে দেন। এরপর তিনি ‘ক্লিন এন্ড জার্ক’-এ ১৬৬ কেজি তোলার পর সফলভাবে ১৭০ কেজি ওজন তুলে মোট ভারোত্তোলনের ক্ষেত্রেও গেমসের রেকর্ড ভেঙে দেন। সব মিলিয়ে মোট ৩১৩ কেজি ভারোত্তোলন করে গেমসের রেকর্ড ভেঙে ভারতকে তৃতীয় স্বর্ণপদক এবং সব মিলিয়ে ষষ্ঠ পদক এনে দিলেন অচিন্ত্য।

    আরও পড়ুন: অর্থের জন্য খেলা ছেড়েছিলেন দাদা! জানুন কী বললেন কমনওয়েলথে বাংলার সোনার ছেলে অচিন্ত্য

    এ বারের কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন ৪টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর সেই চারটি পদকই ভারোত্তোলন থেকে। বার্মিংহ্যাম থেকে মীরাবাঈ চানু দেশকে দিয়েছেন প্রথম সোনা। রুপো দিয়েছেন সংকেত মহাদেব সারগর ও বিন্দিয়ারানি দেবী। এবং ব্রোঞ্জ দিয়েছেন গুরুরাজা পূজারি। তৃতীয় দিনেও ভারোত্তোলন থেকেই ভারতের পদক লাভ। দুটিই সোনা। ৬৭ কেজি বিভাগে সোনা জিতলেন জেরেমি লালরিননুনগা। আর ৭৩ কেজি বিভাগে সোনা বাংলার ছেলে অচিন্ত্যর। 

    ভারতীয় ভারোত্তোলকদের এই পারফরমেন্সকে ‘যুবশক্তির জয়’ আখ্যা দেন মোদি। কমনওয়েলথ গেমসে ৬৭ কেজি বিভাগে জেরেমি লালরিননুনগার সোনা জয়ের পরই  ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “ইতিহাস সৃষ্টি করছে আমাদের যুবশক্তি! অনেক শুভকামনা জেরেমি। প্রথম কমনওয়েলথ- গেমসেই সোনা জিতে নিয়েছেন এবং সেই সঙ্গে একটি অসাধারণ গেমসে রেকর্ডও গড়েছেন। অল্প বয়সে এমন জয়। প্রচুর গর্ব হচ্ছে এবং অনেক গৌরব নিয়ে এসেছেন আপনি। ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা রইল”

  • Achinta, Jeremy Win Gold: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    Achinta, Jeremy Win Gold: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    মাধ্যম নিউজ ডেস্ক: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে এল ভারতের তৃতীয় সোনা। ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতলেন বাংলার অচিন্ত্য শিউলি। ৭৩ কেজি বিভাগে স্ন্যাচে প্রথম প্রয়াসে অচিন্ত্য তোলেন ১৩৭ কেজি, দ্বিতীয় প্রয়াসে ১৪০ কেজি ও তৃতীয় প্রয়াসে ১৪৩ কেজি তুলে নিজের গেমস রেকর্ড আরও বাড়িয়ে নেন অচিন্ত্য। 

    ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে অচিন্ত্য ১৬৬ কেজি তোলেন। দ্বিতীয় প্রয়াসে অচিন্ত্য ১৭০ কেজি তুলতে গিয়ে পারেননি। কিন্তু তখনও তিনি লিড ধরে রাখেন। এরপর তৃতীয় প্রয়াসে তিনি ১৭০ কেজি তুলে গেমস রেকর্ডকে আরও উন্নত করেন। তাঁর সম্মিলিত স্কোর দাঁড়ায় রেকর্ড ৩১৩ কেজি। এই ইভেন্টে অচিন্ত্যর থেকে ১০ কেজি পিছিয়ে থেকে রুপো জেতেন হিদায়াত মহম্মদ (৩০৩ কোজি)। সার্বিকভাবে ২৯৮ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন ডারসিগনি।

    অচিন্ত্যর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, গেমসে যাওয়ার আগে আমার সঙ্গে  অচিন্ত্যর কথা হয়েছিল। আমি জেনেছি, কীভাবে পরিবার ওকে সমর্থন করে এসেছে।

     

    অভিনন্দন জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। 

     

    এর আগে, ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন মণিপুরের ১৯ বছর বয়সী ভারোত্তোলক জেরেমি লালরিনুঙ্গা। তিনিও এদিন গেমস রেকর্ড সোনা জিতলেন। স্ন্যাচে ১৪০ কেজি ওজন তুলেছেন মিজোরামের এই ভারোত্তোলক। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে ছিলেন ১০ কেজি ব্যবধানে। ক্লিন অ্যান্ড জার্কে তিনি তোলেন ১৬০ কেজি। সব মিলিয়ে ৩০০ কেজি তুলে কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। তবে ক্লিন অ্যান্ড জার্কে বেশি ওজন তুলতে গিয়ে পেশিতে টান ধরে।

    চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। এ বার সোনা এল কমনওয়েলথ গেমসেও। স্ন্যাচিংয়ে তাঁর বিভাগে রেকর্ড গড়লেন জেরেমি। ১৪০ কিলো তোলেন তিনি। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে যা রেকর্ড। জেরেমিকে উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হয়েছিলেন মীরাবাই চানু, যিনি শনিবারই ভারতকে প্রথম সোনা এনে দিয়েছেন।

     

  • Commonwealth Games: জমজমাট রবিবার! কমনওয়েলথ ক্রিকেটের আসরে আজ ভারতের সামনে পাকিস্তান

    Commonwealth Games: জমজমাট রবিবার! কমনওয়েলথ ক্রিকেটের আসরে আজ ভারতের সামনে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) তৃতীয় দিনে জমজমাট বার্মিংহ্যাম। প্রতিযোগিতা শুরুর পর প্রথম রবিবারেই ঠাসা ক্রীড়াসূচি ভারতের। ক্রিকেট-হকি-বক্সিং-স্কোয়াশ ছাড়াও রয়েছে ভারোত্তোলন প্রতিযোগিতা। কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনের মূল আকর্ষণ ভারত-পাকিস্তানের দ্বৈরথ। ভারতের মেয়েরা মাঠে নামবেন চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। 

    টুর্নামেন্ট যাই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি আকর্ষণ থাকে। কমনওয়েলথ গেমসে এবারই যোগ হয়েছে মেয়েদের ক্রিকেট। ২০ ওভারের ফরম্যাট। এজবাস্টন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (INDWvPAKW)। দু দলই হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া।সেই ম্যাচে অজিদের কাছে হার মানে ভারত। পাকিস্তান গ্রুপ এ-তে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বার্বাডোজের কাছে। ভারতকে সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বার্মিংহ্যামে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচের জন্য সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। সুতরাং, হাউসফুল এজবাস্টন দেখার সম্ভাবনা। 

    রবিবারই মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় পুরুষ হকি দলও তাঁদের কমনওয়েলথ অভিযান শুরু করবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ঘানা। কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের তৃতীয় দিনের সূচি দেখে নিন —

    ক্রিকেট 

    ভারত বনাম পাকিস্তান (বিকেল ৩.৩০)

    সাঁতার

    পুরুষদের ২০০ মিটার বাটালফ্লাই- হিট থ্রি: সজন প্রকাশ (বিকেল ৩.০৭), পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক- হিট ৬: বিকেল ৩.৩১

    জিমন্যাস্টিক

    পুরুষদের অলরাউন্ড ফাইনাল- যোগেশ্বর সিংহ (দুপুর ১.৩০)

    ব্য়াডমিন্টন – মিক্সড টিম কোয়ার্টার ফাইনাল (রাত ১০)

    বক্সিং

    ৪৮-৫০ কেজি (লাইট ফ্লাইওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: নিখাত জারিন (বিকেল ৪.৪৫)

    ৬০-৬৩.৫ কেজি (লাইট ওয়েল্টারওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: শিভা থাপা (বিকেল ৫.১৫)

    ৭১-৭৫ কেজি (মিডলওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: সুমিত (সোমবার রাত ১২.১৫)

    ৯২ কেজি (সুপার হেভিওয়েট): সগর (সোমবার রাত ১)

    হকি (পুরুষ)

    ভারত বনাম ঘানা (রাত ৮.৩০)

    ভারোত্তোলন ৬৭ কেজি ফাইনাল

    জেরেমি লালরিনুনগা (দুপুর ২)

    মহিলাদের ৪৯ কেজি বিভাগে ফাইনাল

    পপি হাজারিকা (সন্ধে ৬.৩০)

    পুরুষদের ৭৩ কেজি বিভাগে ফাইনাল

    অচিন্ত্য শিউলি (রাত ১১)

    স্কোয়াশ

    মহিলাদের সিঙ্গলস: জোৎস্না চিনাপ্পা (সন্ধে ৬)

    পুরুষদের সিঙ্গল: সৌরভ ঘোষাল (সন্ধে ৬.৪৫)

    টেবিল টেনিস

    মহিলাদের দলগত সেমিফাইনাল: রাত ১১.৩০

    পুরুষদের কোয়ার্টার ফাইনাল: দুপুর ২টো

LinkedIn
Share