Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Antim Panghal: লক্ষ্য অলিম্পিক, এটা সবে শুরু! বললেন অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অন্তিম পাঙ্ঘাল

    Antim Panghal: লক্ষ্য অলিম্পিক, এটা সবে শুরু! বললেন অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অন্তিম পাঙ্ঘাল

    মাধ্যম নিউজ ডেস্ক: বুলগেরিয়ার সোফিয়ায় ইতিহাস গড়লেন অন্তিম পাঙ্ঘাল। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (U-20 world wrestling championships) সোনা জিতলেন তিনি। হরিয়ানার ১৮ বছর বয়সী অন্তিম ৫৩ কেজি বিভাগে, কাজাখাস্তানের কুস্তিগীরকে হারিয়ে সোনা জেতেন। ৩৪ বছরের ইতিহাসে প্রথম মহিলা ভারতীয় কুস্তিগীর হিসেবে এই খেতাব জিতলেন অন্তিম।

    হরিয়ানার হিসারের মেয়ে অন্তিম ৫৩ কেজি বিভাগে কাজাখস্তানের আলটিন শাগায়েভাকে ৮-০ ব্যবধানে হারান। অন্তিম এই টুর্নামেন্টে প্রথম বাউটে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে (১১-০) হারিয়ে দেন জার্মানির আ্যমোরি অলিভিয়া আ্যন্ড্রিচকে। কোয়ার্টার ফাইনালে তিনি হারান জাপানের আয়াকা কিমুকাকে। এরপর ইউক্রেনের নাতালিয়া ক্লিভচুটস্কাকে (১১-২) হারিয়ে ফাইনালের উঠেছিলেন অন্তিম।

    ইতিহাস গড়ার জন্য অন্তিমকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটবার্তায় তিনি লেখেন, “সোনা জয়ের মুহূর্ত গর্বের। ইতিহাস তৈরির জন্য এবং অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা হওয়ার জন্য অন্তিম পাঙ্ঘালকে অভিনন্দন। ভারত তোমার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতিকে সমর্থন করে। তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা, উজ্জ্বল থেকো।”

    আরও পড়ুন: আর বাড়ি ফেরা হল না! প্রয়াত কিংবদন্তি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়

    সোনার মেয়ে অন্তিমের দাবি, রেকর্ডের ব্যপারে তিনি কিছুই জানতেন না। তিনি বলেন, “ফাইনালে জেতার পর আমার কোচের কাছ থেকে জানতে পারি, আমি প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর, যে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলাম। সকলের জন্যই এটা গর্বের মুহূর্ত। আমাকে কুস্তিতে মনোনিবেশ করতে দেওয়ার জন্য আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমি আমার দিদিকে (সরিতা) ধন্যবাদ জানাতে চাই। ও আমাকে বরাবর সমর্থন করে গেছে।”  নিজের লক্ষ্য সম্পর্কে স্থির ১৮ বছরের তরুণী। তিনি বলেন, “আমার লক্ষ্য দেশের হয়ে অলিম্পিকে পদক জেতা। এটা তার শুরু।”

     

  • India Vs World XI Cricket Match: বিরাট-রোহিতদের সামনে বাবর-ওয়ার্নাররা! ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ চাইছে কেন্দ্র

    India Vs World XI Cricket Match: বিরাট-রোহিতদের সামনে বাবর-ওয়ার্নাররা! ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ চাইছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বছরভর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (Azadi ka Amrit Mahotsav) পালন করছে কেন্দ্র। সেই পরিকল্পনারই অংশ হিসাবে আগামী ২২ আগস্ট ভারত বনাম বিশ্ব একাদশের ম্যাচ চাইছে সংস্কৃতি মন্ত্রক। ইতিমধ্যেই বিসিসিআইকে (BCCI) এই ধরনের ম্যাচ আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

    বোর্ডের তরফে জানা গিয়েছে, গোটা বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। আয়োজন এবং যাতায়াতই মূল সমস্যা। বোর্ডের এক সূত্রের খবর, “ভারত সরকারের থেকে এ রকম প্রস্তাব আমরা পেয়েছি। ভারত একাদশ তৈরি করা যাবে। কিন্তু বিশ্ব একাদশের ক্ষেত্রে অন্তত ১৩-১৪ ক্রিকেটারকে তৈরি রাখতে হবে এবং তাঁদের পাওয়া যাবে কি না, সেটা দেখতে হবে।” সেই সময়ে ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট (English County)চলবে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও (CPL)শুরু হয়ে যাচ্ছে। সব ক্রিকেটারকে পাওয়া যাবে কি না, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশ ছাড়লেও ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিতে ব্যস্ত থাকতে পারেন। সেদিকেই লক্ষ্য রাখতে হবে। ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে কিনা সেটাও একটা ব্যাপার। বোর্ড সূত্রের খবর, আগামী ২২ থেকে ২৬ জুলাই আইসিসির (ICC) বার্ষিক কনফারেন্স আছে। বোর্ড কর্তারা সেই কনফারেন্সে থাকবেন। সেখানেই অন্যান্য বোর্ডের আধিকারিকদের সঙ্গে তাঁরা কথা বলবেন। বিদেশি ক্রিকেটারদের পেলে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে সমস্যা হবে না বলে জানিয়েছে বিসিসিআই। দেশের স্বাধীনতা উদযাপনের জন্য দেশীয় ক্রিকেটার সর্বদাই খেলতে প্রস্তুত বলে বোর্ড সূত্রে খবর। এমনিতেই ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ের সিরিজ শেষ হচ্ছে ২০ অগস্ট। সেই সিরিজের ক্রিকেটারদের হয়তো পাওয়া যাবে না। তবে আশার কথা, ওই সিরিজে ভারতের প্রথম সারির ক্রিকেটাররা কেউই হয়তো খেলবেন না। সে ক্ষেত্রে কোহলি-রোহিতদের পাওয়া যেতে পারে।

    আরও পড়ুন: আইএসএসএফ শুটিং বিশ্বকাপে স্বর্ণপদক পেয়ে জয়ী ভারতের অর্জুন বাবুতা

    ভারত বনাম বিশ্ব একাদশ বা এশিয়া একাদশ ম্যাচ সচরাচর হয় না। তবে এই ধরনের ম্যাচ ঘিরে দর্শকদের উদ্দীপনা থাকে প্রচুর। তাই স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ভারত বনাম বিশ্ব একাদশের ম্যাচ চাইছে কেন্দ্র।  কেন্দ্রের তরফে বিসিসিআইকে এই ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে। তবে, কোথায় খেলা হবে এবং কোন ফরম্যাটে খেলা হবে তা এখনও ঠিক হয়নি। প্রাথমিকভাবে খবর, টি-টোয়েন্টি ফরম্যাটে দিল্লির ফিরোজ শা কোটলা মাঠে খেলার সম্ভাবনা বেশি। 

  • Arjun Babuta: আইএসএসএফ শুটিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতলেন ভারতের অর্জুন বাবুতা

    Arjun Babuta: আইএসএসএফ শুটিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতলেন ভারতের অর্জুন বাবুতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খেলায় সোনা জিতে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করল আরও এক খেলোয়াড়। তিনি হলেন শুটার অর্জুন বাবুতা (Arjun Babuta)। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) নীরজ চোপড়ার (Neeraj Chopra) সোনা জেতার পর সোমবার আইএসএসএফ শুটিং বিশ্বকাপের (ISSF Shooting World Cup 2022) ফাইনালে ১০ মিটার এয়ার রাইফেল (Air Rifle) বিভাগে সোনা জিতলেন ভারতের অর্জুন বাবুতা। অর্জুন ছাড়াও ফাইনালে উঠেছিলেন আরেক ভারতীয় পার্থ মাখিজা (Parth Makhija), যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন। টোকিও অলিম্পিকে সিলভার জয়ী লুকাস কোজেনেস্কিকে (Lucas Kozeniesky) হারিয়ে দেন ভারতের এই তরুণ শুটার। তিনি তাঁকে ১৭-৯ ব্যবধানে হারিয়েছেন এদিন।

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    সিনিয়র বিভাগে এই প্রথম সোনা পেলেন অর্জুন। এর আগে ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপে(Junior World Cup 2016) আজারবাইজানের (Azerbaijan) গাবালায় (Gabala) ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। ২৩ বছর বয়সী এই তরুণ শুটার ২০১৬ সাল থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এদিন তিনি শেষপর্যন্ত ২৬১.১ স্কোরে শেষ করে প্রথম স্থান অধিকার করেন ও কোজেনেস্কি ২৬০.৪ স্কোর করে দ্বিতীয় হন। আবার ২৫৯.৯ স্কোর করে সার্জারি রিখটার (Sergaery Richter) তৃতীয় স্থানে উঠে আসে ও ব্রোঞ্জ জিতে নেন। আরেক ভারতীয় পার্থ মাখিজা ২৫৮.১ পয়েন্ট করে চতুর্থ স্থান অধিকার করেন। বাবুতা মোট ৬৩০.৫, কোজেনেস্কি ৬২৮.২, রিখটার ৬৩১.৬ ও মাখিজা ৬২৮.৪০ স্কোর করছিলেন।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

    ক্রিকেট, ফুটবলের মত শুটিংও বর্তমানে জনপ্রিয় খেলা হয়ে উঠেছে। ফলে এই খেলা থেকেও অনেক প্রতিভান খেলোয়াড় উঠে আসছে যাঁরা বিশ্বমঞ্চে খেলে ভারতের মুখ উজ্জ্বল করে তুলছে। এদের মধ্যে একজন অর্জুন বাবুতা। অন্যদিকে পার্থ মাখিজাও রয়েছেন, যিনি চতুর্থ হলেও এই বিশ্বকাপে এক অন্যতম জায়গা গড়ে তুলেছে।

     

  • FIFA 2022: কাতারে নতুন বিয়ার পলিসি! না কি ফুটবল বিশ্বকাপের আসরে স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ

    FIFA 2022: কাতারে নতুন বিয়ার পলিসি! না কি ফুটবল বিশ্বকাপের আসরে স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের নভেম্বরে কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। ৯২ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মুসলিম অধ্যুষিত দেশে হবে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022)। কাতারে (Qatar) মদ বিক্রি হয়। তবে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা (Beer Policy) রয়েছে। এই পরিস্থিতিতে ফিফা ও বিশ্বকাপের আয়োজকদের ভেবেচিন্তে পা ফেলতে হচ্ছে। বিশ্বের বেশিরভাগ ফুটবল দর্শক বিশেষ করে ইউরোপিয়ান ও লাতিন আমেরিকান দর্শকরা বিয়ার পান করতে করতে ফুটবল দেখায় অভ্যস্ত। কিন্তু কাতারে স্টেডিয়ামের ভিতরে বিয়ার নিষিদ্ধ। পানীয় প্রস্তুতকারক সংস্থা বুডউইজার আবার বিশ্বকাপের অন্যতম স্পনসর। 

    ফিফা ও আয়োজকদের আশা, ফুটবল মহাযুদ্ধের সাক্ষী থাকতে ১২ লক্ষ দর্শক কাতারে যাবেন। ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ ওই পানীয় প্রস্তুতকারী সংস্থা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিফা বিশ্বকাপে দর্শকাসনে বসে ফুটবলপ্রেমীরা বুডউইজার জিরো ও বুডউইজার পান করতে পারবেন। এতেই মনে করা হচ্ছে, দর্শকাসনে নন-অ্যালকোহলিক পানীয় পান করতে হবে ফুটবলপ্রেমীদের। তবে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রক্ষনশীল কাতারে বান্ধবী নিয়ে এসে বিশ্বকাপ দেখার সম্ভবনায় দাঁড়ি টেনেছে উদ্যোক্তা দেশ।  কাতারের প্রচলিত আইন অনুযায়ী হোটেলে  স্ত্রী ছাড়া অন্য কোনও নারীর সঙ্গে চেক ইন করায় নিষেধাজ্ঞা আছে।  সেই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বিশ্বকাপ এর সময়েও। এবার বিয়ারে কোপ পড়লে দর্শকদের মনোরঞ্জনে খামতি থেকে যাবে বলে মনে করছে ক্রীড়া ট্যুরিজম সংস্থাগুলি। তাই নিয়মে কিছু বদল আনতে চাইছে ফিফা। আর্থিক চুক্তি ও স্পনসরদের কথাও ভাবতে হচ্ছে তাদের।

    কাতারে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের বড় বড় ইভেন্ট হয়ে থাকে। তার মধ্যে অন্যতম ছিল ২০১৯ সালে অনুষ্ঠিত ক্লাব ওয়ার্ল্ড কাপ। তখনও বিশেষ অ্যালকোহল পলিসি তৈরি করা হয়েছিল। ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় সুরাপ্রেমীদের জন্য ড্রিঙ্কিং জোন তৈরি করা হয়েছিল দোহার কাছেই একটি গল্ফ ক্লাবে। সেখানে বিয়ার মিলেছিল শহরের নামী হোটেলগুলির তুলনায় অনেকটাই কম দামে। এবার সেরকম কিছু করার কথাই ভাবা হচ্ছে। 

    উল্লেখ্য, ২৯টি দল নিয়ে গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বাকি ৩ দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজানো হয়। শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। ৩২টি দল নিয়ে ফুটবল বিশ্বযুদ্ধ শুরু হবে ২১ নভেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। 

  • Jasprit Bumrah: বুমরাহর মুকুটে নতুন পালক! দেখে নিন আর কোন বোলাররা ভারতকে নেতৃত্ব দেন

    Jasprit Bumrah: বুমরাহর মুকুটে নতুন পালক! দেখে নিন আর কোন বোলাররা ভারতকে নেতৃত্ব দেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত (India)। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডক হারিয়ে চতুর্থবার বিলেতের মাটিতে টেস্ট সিরিজ জেতার সুযোগ কোহলিদের সামনে। তবে রোহিত শর্মা (Rohit Sharma) করোনায় (Covid-19) আক্রান্ত। এই ম্যাচে তিনি খেলতে পারবেন না। তাই ভারতকে নেতৃত্ব দেবেন পেসার যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মাত্র চার বছর আগে টেস্টে অভিষেক হয়েছিল ভারতীয় বোলারটির। তার মধ্যেই পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। কালের নিয়মেই বুমরাহর মুকুটে যোগ হলো আরও একটি পালক। নেতা হিসেবে দলকে বুমরাহ সাফল্য এনে দিতে পারবেন কি না তা সময় বলবে। তবে পরিসংখ্যান বলছে, ১৯৮৭ সালে কপিল দেব (Kapil Dev) শেষবার কোনও পেস বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। অনেক সময়ই বলা হয়, ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা। সেই ধারা বজায় থেকেছে ভারতীয় দলের অধিনায়ক চয়নের ক্ষেত্রেও। তবে কখনও কখনও বোলরারও দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন।

    ফিরে দেখা:

    কপিল দেব: বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন কপিল দেব। শুধু তাই নয়, দেশের প্রথম পেস বোলার হিসেবে টেস্টে অধিনাকত্ব করে নজির গড়েছিলেন তিনি। যদিও তাঁর ক্যাপ্টেন্সিতে ৩৪ ম্যাচের মধ্যে ভারত জিতেছিল মাত্র চারটিতে। ড্র হয়েছিল ২২টি ম্যাচ। পরাজয়ের সংখ্যা ৭। তবে কপিলের নেতৃত্বেই ১৯৮৩ তে প্রথম বিশ্বকাপ জেতে ভারত।

    আরও পড়ুন: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    অনিল কুম্বলে: টেস্ট (Test) এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ODI) মিলিয়ে ভারতের সর্বাধিক উইকেট সংগ্রহকারী অনিল কুম্বলে। ২০০৭-০৮ মরশুমে তিনি ভারতের অধিনায়ক হয়েছিলেন। তাঁর ক্যাপ্টেন্সিতে ১৪টি টেস্টে ভারত জিতেছিল তিনটিতে।

    বিষেণ সিং বেদি: চার বছর ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন বেদি। নেতৃত্ব দিয়েছিলেন ২২টি টেস্টে। তার মধ্যে ভারত জয়ী হয়েছিল ছ’টি ম্যাচে। 

    এস বেঙ্কটরাঘবন: ১৯৭৪-৭৯, এই সময় ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ছিলেন প্রাক্তন স্পিনার এস বেঙ্কটরাঘবন। তাঁর নেতৃত্বে ভারতীয় দল দু’টি টেস্ট হারলেও, ড্র করেছিল তিনটিতে।

  • IND vs ENG 5th Test: সিরিজ জয় অসম্পূর্ণ! ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হার ভারতের

    IND vs ENG 5th Test: সিরিজ জয় অসম্পূর্ণ! ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: হার এড়াতে পারল না টিম ইন্ডিয়া। এজবাস্টন টেস্টে যশপ্রীত বুমরার ভারতকে হারিয়ে ৭ উইকেটে জিতল ইংল্যান্ড। চতুর্থ দিনের খেলা যেখানে শেষ করেছিলেন,পঞ্চম দিন সকালে সেখান থেকেই শুরু করেছিলেন দুই অপরাজিত ব্যাট্সম্যান জো রুট এবং জনি বেয়ারস্টো। এক দিনের মেজাজে ব্যাট করে মধ্যহ্নভোজের বিরতির আগেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা। ৩ উইকেট হারিয়েই শেষ ইনিংসে প্রয়োজনীয় ৩৭৮ রান তুলল ইংল্যান্ড। কোনও প্রত্যাঘাত করতে পারল না ভারতীয় দল (India Edgbaston)। মাত্র দেড় ঘন্টার মধ্যেই মঙ্গলবার হার মানল ভারত।

    ৩৭৮ রান করতে হবে, সেই লক্ষ্যে ইংল্যান্ডের (England) দুই ব্যাটসম্যান জো রুট (১৭৩ বলে ১৪২) ও জনি বেয়ারস্টো (১৪৫ বলে ১১৪) মিলে সহজে রান তুলে দিয়েছেন। দুই ব্রিটিশ তারকাকে দু’দিনে আউটই করতে পারলেন না ভারতীয় বোলাররা। কেন ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হল না, তা নিয়েও প্রশ্নও উঠছে। সমালোচনা চলছে বুমরার (Jasprit Bumrah) অধিনায়কত্ব নিয়েও। সময়মতো বোলিং পরিবর্তন করতে ব্যর্থ হন বুমরা। এমনকি ফিল্ড পজিশনেও গলদ ছিল বলে অভিমত ক্রীড়া বিশেষজ্ঞদের। প্রথম ইনিংসে ভাল ব্যাট করেও ছন্দ ধরে রাখতে পারল না ভারত। 

    ২০০৭ সালের পর আশা করা হয়েছিল ফের ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। ম্যাচের শুরুতে সে সম্ভাবনা থাকলেও,  ম্যাচের শেষ দিনে এসে পুরো চিত্রটাই যেন পাল্টে গেল। বার্মিংহামের এজবাস্টনে ভারতকে হারিয়ে কার্যত ইতিহাস রচনা করল ইংল্যান্ড ক্রিকেট দল। এই জয়ের ফলে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় রান তাড়া করে জিতল ইংল্যান্ড। এর আগে কখনই টেস্টে ৩৬০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি ইংল্যান্ড। এ দিন এজবাস্টনে সেই রেকর্ড ভেঙেই জিতল বেন স্টোকসের দল। অন্যদিকে এই প্রথমবার ভারতের বিরুদ্ধে ৩৪০ রানের বেশি তাড়া করে জিতল ব্রিটিশ ব্রিগেড। সেইসঙ্গে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়ে গেল। 

  • Rashid Latif: এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন লতিফ

    Rashid Latif: এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন লতিফ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের থেকে বেশি শক্তিশালী দল পাকিস্তান (Pakistan)। তারাই জিতবে এশিয়া কাপের (Asia Cup) ট্রফি। বহু প্রতীক্ষিত ভারত-পাক দ্বৈরথের আগে এমনই মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif)। এই মুহূর্তে ক্রিকেট মাঠে একে অপরের সঙ্গে দেখা হয় না এই দুই প্রতিবেশী দেশের। রাজনৈতিক চাপানউতোরের কারণে এখন শুধু বহুদেশীয় টুর্নামেন্টগুলিই খেলে এই দুই দেশ। তাই ২৭ অগাস্টের ভারত-পাক দ্বৈরথের দিকে তাকিয়ে আছে দুই দেশ তথা গোটা বিশ্ব। তার আগে নিজের দেশের দলকে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী লতিফ।   

    পাকিস্তানকে এগিয়ে রাখলেও ভারতকে খাটো করে দেখছেন না কিংবদন্তি ক্রিকেটার। রশিদ বলেন, “নিঃসন্দেহে অন্যান্য দলগুলোও প্রতিদ্বন্দ্বিতামূলক। তবে ২০২২ এশিয়া কাপের মূল প্রতিযোগিতা হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। আমি আশাবাদী পাকিস্তান আসন্ন এশিয়া কাপ জিতবে।”

    আরও পড়ুন: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    লতিফ আরও বলেন, “গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাকিস্তান দলে আছেন শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম এবং রিজওয়ানের মতো বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড়, আইসিসি যাদের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিয়েছে।”

    আরও পড়ুন: ৫০ ওভারে ৪৯৮ রান! একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের     

    তবে এবার ভেতর ভেতর বদলার আগুনে ফুঁসছে ভারতও। শেষ হার ভোলেনি ভারত। ক্রিকেট সমালোচকরা অনেকেই পাকিস্তানের থেকে ভারতকে এগিয়ে রাখছেন। 

    কিন্তু একদম উল্টো সুরেই কথা বলছেন লতিফ। পূর্ব অভিজ্ঞতাই তাঁর এই আত্মবিশ্বাসের কারণ বলে মনে করছেন অনেকে। দ্বিপক্ষীয় সিরিজে এখন পর্যন্ত বেশি ম্যাচ জিতেছে পাকিস্তান। 

    তবে বিশ্ব আসরের হিসাব বলছে অন্য কথা। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বমঞ্চে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।   

    গত ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজওয়ানদের কল্যাণে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। রশিদের বিশ্বাস, সে ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আসন্ন এশিয়া কাপে দারুণ কিছু করবে পাকিস্তান।   

    চার বছর পর এবার এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। শেষবার ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সর্বোচ্চ ৭ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে এবার টুর্নামেন্ট হবে টি টোয়েন্টি ফরম্যাটে। ২২ গজে ঠিক কতটা আক্রমনাত্মক হতে পারে পাকিস্তান সে বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে ভারতের। তবে ‘বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী’ ছাড়তে এক্কেবারে রাজি নয় ‘মেন ইন ব্লু’। তাই এবার লড়াই  সেয়ানে সেয়ানে। 

     

  • Jasprit Bumrah: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    Jasprit Bumrah: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ৩৬তম অধিনায়ক হচ্ছেন যশপ্রীত বুমরাহ। কপিল দেবের পর তিনিই প্রথম ভারতীয় পেসার, যিনি এই দায়িত্ব পেলেন। হঠাৎ করে নেতৃত্ব পাওয়া, তাও আবার ইংল্যান্ডর (England) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্টে। যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে অনেকেই দ্বন্দে ভুগছেন। ভারতীয় সমর্থকদের কারও কারও মনে এই প্রশ্নটা উঁকি দিচ্ছে যে, বুমরাহ কি পারবেন প্রত্যাশা পূরণ করতে?

    রোহিত শর্মার (Rohit Sharma) অবর্তমানে ভারতীয় দলের অধিনায়ক হয়ে বেশ রোমাঞ্চিত বুমরাহ। চাপ নয়, বরং তিনি এই দায়িত্ব উপভোগ করতে চান। বুমরাহ একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ করেই তিনি এগিয়ে যেতে চান। ভাতের নবনিযুক্ত অধিনায়কের (captain of India) কথায়, ‘কোনও দায়িত্ব সহজ নয়। চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যেতে চাই। তবে ভারতের অধিনায়ক হওয়ার জন্য আমার উপর বাড়তি কোনও চাপ নেই। বরং এই দায়িত্ব আমি উপভোগ করতে চাই। চাপ কাটিয়ে যে সাফল্য আসে, তার আনন্দ অনেক বেশি। আমি কখনও দায়িত্ব এড়িয়ে যায়নি। একজন ক্রিকেটারের সামনে প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জে ভরা থাকে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। সবাই এভাবেই এগিয়ে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনির (Dhoni) সঙ্গে গল্প করতে করতেই জেনেছিলাম মাহিভাই কখনওই ক্যাপ্টেনই হয়নি ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার আগে। কিন্তু তিনিই কিনা বিশ্বের সফলতম অধিনায়ক। তাই অন্য কিছু নিয়ে ভাবছি না। দলকে কীভাবে সহায্য করতে পারি, সেটাই মনে মনে ভাবছি।’

    আরও পড়ুন: বুমরাহর মুকুটে নতুন পালক! দেখে নিন আর কোন বোলাররা ভারতকে নেতৃত্ব দেন

    ২০১৮ সালে টেস্টে অভিষেক হয়েছিল যশপ্রীত বুমরাহর। চার বছরের মধ্যেই তিনি অধিনায়কের দায়িত্ব পেলেন। শুধু তাই নয়, ১৯৮৭ সালে কপিল দেবের পর কোনও পেস বোলার হিসেবে টেস্টে অধিনায়ক হওয়ার নজির গড়লেন তিনি। এই প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘আমি স্বপ্ন দেখতাম দেশের হয়ে টেস্ট খেলার। সুযোগ পেয়েছি এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার। এটা আমার ক্রিকেট জীবনে অনেক বড় প্রাপ্তি।’

  • Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কারণ কী?

    Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কারণ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক:  ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্লাবকে তিনি এই বিষয়ে জানিয়েছেন যে উপযুক্ত প্রস্তাব পেলে ক্লাব ছেড়ে যেতে পারেন তিনি। আগামী মরসুমে চ্যাম্পিয়ন লিগে খেলতে চান তিনি। তাই  পোর্তুগিজ মহাতারকা ক্লাবের কাছে এই আবেদন করেছেন যে তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করেছেন তাঁর এখন দল ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি। গত শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমের থেকে এই খবরই উঠে এসেছে। 

    আরও পড়ুন: চিনে নিন বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের

    রোনাল্ডো জুভেন্টাসের হয়ে ইতালিতে তিন বছর কাটিয়ে আসেন ইংল্যান্ডের এই ক্লাবে। তিনি সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৪টি গোল করেছেন। এছাড়া ইউনাইটেডের কাছে গোটা মরশুমই ছিল হতাশার। ব্যক্তিগতভাবে তিনি ভাল খেললেও দলের পুরো পারফরম্যান্স ভাল ছিল না। যার জন্যে চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পায়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত বছরের ইউনাইটেডের টপ স্কোরার ও প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থাকলেও ইউনাইটেড ম্যাঞ্চেস্টার ক্লাব রোনাল্ডোকে নিয়ে হতাশ। আর এই নিয়েই বেশকিছুদিন ধরেই শোরগোল চলছে বিশ্ব ফুটবল দুনিয়ায়। 

    রোনাল্ডো ২০০৯ ও ২০১৮ সালে জুভেন্টাসের ও ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন লিগে জয়লাভ করেছিলেন ও তিনবার প্রিমিয়ার লিগে জয়ী হয়েছিলেন। যদিও খবরসূত্রে জানা যায়, আগামী বছর পর্যন্ত রোনাল্ডোর এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে। কিন্তু তার আগেই তাঁর ক্লাব ছাড়া নিয়ে বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে খেলার জগতে। তবে এরপর ক্লাব ছাড়লে কোন কোন ক্লাব থেকে তাঁর প্রস্তাব আসবে ও তিনি কোন ক্লাবে শেষপর্যন্ত যোগদান করবেন সেটিই এখন দেখার। সম্প্রতি ইউরোপা লিগে (Europa League) খেলবে ম্যান ইউ। সেই লিগে কোনও দিন খেলেননি রোনাল্ডো। বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রোনাল্ডোর সম্পর্ক কোন পথে এগোয় সেটি দেখতেই অপেক্ষায় বসে রয়েছে ফুটবলপ্রেমীরা। 

    আরও পড়ুন: সুনীলদের কোচ কী থাকবেন স্টিমাচ? দিলেন শর্ত

     

  • Neeraj Chopra: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    Neeraj Chopra: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) জ্যাভলিনে (Javelin) ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ফের একবার বিস্ময়কর কাজ করে ভারতীয়দের মন জয় করলেন। ডায়মন্ড লিগে (Diamond League) দুর্দান্ত পারফর্ম করে  জাতীয় রেকর্ড (National Record) গড়ে তুললেন। এখানেই থেমে নয়, নিজের  রেকর্ডও ভেঙে দিলেন নিজেই। ডায়মন্ড লিগে নীরজ প্রথম থ্রোতেই জ্যাভলিন ছুঁড়ে ৮৯.৯৪ মিটার দূরত্বে পাঠান। ৯০ মিটারের গন্ডি ছুঁতে মাত্র ৬ সেমি বাকি ছিল। এদিন প্রতিযোগিতায় শীর্ষে থাকতে না পারলেও জাতীয় রেকর্ড করে রুপো জিতে নিলেন নীরজ।

    আরও পড়ুন: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

    এদিন গ্রেনাডার (Grenada) অ্যান্ডারসন পিটারস (Anderson Peters) ৯০.৩১ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে শীর্ষ স্থান অধিকার করেন। কিছুদিন আগে অর্থাৎ ১৪ জুনে তুরকুতে (Turuku) পাভো নুরমি গেমসেও (Paavo Nurmi Games) নীরজ জাতীয় রেকর্ড গড়েছিলেন। তিনি এদিন ৮৯.৩০ মিটারের দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন। সেই পারফরম্য়ান্সকেও ছাপিয়ে গেলেন ডায়মন্ড লিগে।

    ৯০ মিটারে পৌঁছতে না পারলেও নীরজ এদিন নিজের পারফরম্যান্সে খুশি। তাই নীরজ সংবাদমাধ্যমে জানান, প্রথম রাউন্ডে তিনি ৮৯.৯৪ দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে খুব ভালো লাগেছে তাঁর, যা ৯০ মিটারের খুব কাছাকাছি ছিল। তিনি ভেবেছিলেন, এদিনই তিনি ৯০ মিটারের বেশি দূরত্বে পাঠাতে পারবেন। তবে চলতি বছরে অনেক প্রতিযোগিতাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। পিটারসকে এদিন তিনি অভিনন্দনও জানান কারণ তিনি ৯০ মিটারের বেশি দূরত্বে থ্রো করে জয়ী হন। তিনি আরও জানান, তিনি আজ প্রথম স্থানে না থাকতে পারলেও তাঁর ভালো লাগছে কারণ তিনি তাঁর নিজের সেরাটা দিতে পেরেছেন।

    আরও পড়ুন: ভাঙল ১২৯ বছরের রেকর্ড! প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য কীর্তি বাংলার

    দীর্ঘ চারবছর পর নীরজ ডায়মন্ড লিগে খেলতে নেমেছিলেন। তিনি মোট ৭টি ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেছিলেন। আগামী ১০ অগাস্টে মনাকো (Monaco)-তে  পরবর্তী ডায়মন্ড লিগের  জ্যাভলিন থ্রো -এর আয়োজন করা হবে। যদিও এটি কনফার্ম নয় যে নীরজ সেটিতে অংশগ্রহণ করবেন কিনা।

     

     

LinkedIn
Share