Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Paris Olympics 2024: তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে দীপিকারা, প্রথমেই নজর কাড়লেন অঙ্কিতা

    Paris Olympics 2024: তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে দীপিকারা, প্রথমেই নজর কাড়লেন অঙ্কিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল প্যারিস অলিম্পিক্স ২০২৪ (Paris Olympics 2024)। আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই, শুক্রবার। তার আগে বৃহস্পতিবার তিরন্দাজিতে (Indian Women Archery) মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। সেখানেই দীপিকা, অঙ্কিতা ও ভজন চতুর্থ স্থানে শেষ করেন। তাঁরা মোট ১৯৮৩ পয়েন্ট স্কোর করেন। তার মধ্যে অঙ্কিতা সবচেয়ে বেশি ৬৬৬ পয়েন্ট স্কোর করেন। ভজন স্কোর করেন ৬৫৯। দীপিকা ৬৫৮ স্কোর করেন। 

    কারা কোথায়

    বৃহস্পতিবার, নজর কাড়লেন ভারতের মহিলা তিরন্দাজেরা (Indian Women Archery)। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রথম সাফল্য পেল ভারত। যোগ্যতা অর্জন পর্ব খেলে তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর সরাসরি শেষ আটে খেলতে নামবেন। দলগত বিভাগে প্রথম স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। তারা স্কোর করে ২০৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে চিন। ১৯৯৬ পয়েন্ট স্কোর করে তারা। তিন নম্বরে শেষ করে মেক্সিকো। তারা স্কোর করে ১৯৮৬। অর্থাৎ, মাত্র ৩ পয়েন্টের জন্য চতুর্থ স্থানে শেষ করতে হয় ভারতকে। শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার থেকে ৬৩ পয়েন্ট কম স্কোর করে ভারত। র‌্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক্স রেকর্ড করেছে দক্ষিণ কোরিয়া।

    ব্যক্তিগত বিভাগে ফল ভালো না

    দলগত বিভাগে ভালো করলেও ব্যক্তিগত বিভাগে বিশেষ ভালো ফল করেননি ভারতীয় তিরন্দাজেরা (Indian Women Archery) । ৬৬৬ পয়েন্ট স্কোর করে ১১তম স্থানে শেষ করেছেন বাংলার মেয়ে অঙ্কিতা। ভজন রয়েছেন ২২তম স্থানে। তিনি ৬৫৯ পয়েন্ট স্কোর করেছেন। ৬৫৮ পয়েন্ট স্কোর করে ২৩তম স্থানে রয়েছেন দীপিকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: রাত পোহালেই অলিম্পিক্সের ঢাকে কাঠি, এবারের ভারতীয় দলে বৈচিত্র্যের ছোঁয়া

    Paris Olympics 2024: রাত পোহালেই অলিম্পিক্সের ঢাকে কাঠি, এবারের ভারতীয় দলে বৈচিত্র্যের ছোঁয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। অবশ্য অফিসিয়ালি গ্রেটেস্ট শো অন দ্য আর্থের প্রথম দিন এখনও আসেনি। ২৬ জুলাই হবে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। ভারত থেকে প্যারিস অলিম্পিক্সে ২৫৭ সদস্যের দল গিয়েছে। যার মধ্যে ১১৭ জন অ্যাথলিট এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ রয়েছেন। ১৬টি খেলায় ৯৬টি বিভাগে নামবেন তাঁরা। 

    সবচেয়ে কমবয়সী অ্যাথলিট: এবার ভারতের হয়ে মাত্র ১৪ বছর বয়সেই সাঁতারে প্রতিনিধিত্ব করবেন সাঁতারু ধিনিধি দেশিংগু। প্যারিস অলিম্পিক্সে ভারতের সবচেয়ে কমবয়সী প্রতিযোগী। তিনি ইউনিভার্সালিটি কোটার মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন এবং ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে প্রতিযোগিতা করবেন।

    সবচেয়ে বয়স্ক অ্যাথলিট: টেনিসে নতুন ইতিহাস তৈরি করেছেন ভারতের রোহন বোপান্না। সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসাবে টেনিসে বিশ্বের এক নম্বর হয়ে গিয়েছেন তিনি।  এবার ৪৪ বছর বয়সে অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে নামবেন রোহন। 

    সোনার পদক জয়ী: টোকিওতে মাইলফলক গড়েছিলেন নীরজ চোপড়া। জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় সেটাই অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত সোনা। এবারও ভারতের সবচেয়ে বড় বাজি নীরজই।

    মাল্টিপল অলিম্পিক্স পদক: ভারতের খেলাধুলোর ইতিহাসে প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জিতেছেন পুসারেল্লা বেঙ্কট সিন্ধু। টোকিওতে গোটা টুর্নামেন্টে একটাও গেমে না হারলেও সেমিফাইনালে স্ট্রেট গেমে পরাজিত হয়েছিলেন। এবারও ভারতের হয়ে অলিম্পিক্সে নামছেন সিন্ধু।

    অলিম্পিক্সে পদক বিজয়ী: নীরজ চোপড়া এবং পিভি সিন্ধু ছাড়াও, মীরাবাই চানু, লোভলিনা বোরগোহাইন, এবং ভারতের পুরুষ হকি দল ২০২০ টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিল।

    নতুন ইভেন্টে যাত্রা: জ্যোতি ইয়াররাজি মহিলাদের ১০০ মিটার হার্ডলসে যোগ্যতা অর্জনের মাধ্যমে একটি নতুন ইভেন্টে নামছেন। তিনি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। আরেকজন নতুন প্রতিযোগী হলেন রীতিকা হুডা। মহিলাদের ৭৬ কেজি রেসলিংয়ে এবার ভারত প্রথম প্রতিনিধিত্ব করবে।

    অলিম্পিক্সে প্রথম: ৭২ জন ভারতীয় অ্যাথলিট প্রথমবারের মতো অলিম্পিক গেমসে (Paris Olympics 2024) প্রতিযোগিতা করবেন। কিন্তু অলিম্পিক্সের বাইরে, ভারতীয় দলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩-পজিশন ইভেন্টে বিশ্ব রেকর্ডধারী সিফত কৌর সামরা সহ অনেক শক্তিশালী প্রতিযোগী রয়েছেন।

    একের অধিক ইভেন্টে লড়াই: শুটিং সেনসেশন মনু ভাকর ১০ মিটার এয়ার পিস্তল এবং ২৫ মিটার পিস্তল ইভেন্টে নামবেন। অন্যদিকে পারুল চৌধুরি মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ এবং ৫০০০ মিটারে দৌড়বেন।

    ক্রীড়াবিদ যোগ্যতা অর্জন করেও অংশ নিতে পারেনি: বোয়েনেশ মেন্ডিরাতা এবং মুরালি শ্রীশঙ্কর প্যারিস অলিম্পিক ২০২৪-এ অংশ নিতে পারেননি। মেন্ডিরাতা ট্র্যাপ ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন এবং মুরালি শ্রীশঙ্কর লং জাম্পে যোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু তারা চোটের কারণে অংশ নিতে পারেননি।

    ভারতীয় দলের বৃহত্তম স্কোয়াড: এবার ভারতের সবচেয়ে বড় স্কোয়াড অ্যাথলেটিক্সে। ২৯ জন ভারতীয় ক্রীড়াবিদ অ্যাথলেটিক্সের আসরে নামবেন। এর পরে শুটিংয়ে ২১ জন এবং হকিতে ১৯ জন ক্রীড়াবিদ রয়েছেন। 

    আরও পড়ুন: আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সেরা বাজি কারা?

    একমাত্র করে প্রতিনিধি: ভারোত্তোলন, জুডো, ইকুয়েস্ট্রিয়ান ও রোয়িং এবার অলিম্পিক্সের (Paris Olympics 2024) এই ৪টি ইভেন্টে মাত্র ১ জন করে ভারতীয় অ্যাথলিট পারফর্ম করবেন। প্যারিস অলিম্পিক্সে ভারোত্তোলনে ভারত থেকে একমাত্র অংশ নিচ্ছেন মীরাবাঈ চানু। তিনি টোকিও অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন। এবার প্যারিসে তাঁর নজর সোনায়। মণিপুরের মেয়ে মীরাবাঈ প্যারিস অলিম্পিকে ২০৫ কেজি ওজন তোলার পরিকল্পনা করেছেন। স্ন্যাচে ৯০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তাঁর লক্ষ্য ১১৫ কেজি ওজন তোলা। প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে একমাত্র অ্যাথলিট হিসেবে জুডোতে পারফর্ম করতে দেখা যাবে তুলিকা মানকে। তিনি ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন। কলকাতার ছেলে অনুষ আগরওয়ালা প্যারিস অলিম্পিক্স ইকুয়েস্ট্রিয়ানে পারফর্ম করবেন।  রোয়িংয়ে ভারতের একমাত্র প্রতিনিধি বলরাজ পানওয়ার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা! অস্ট্রেলিয়ার পাঁচ খেলোয়াড় আক্রান্ত

    Paris Olympics 2024: অলিম্পিক্সে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা! অস্ট্রেলিয়ার পাঁচ খেলোয়াড় আক্রান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিক্সের পর এবার প্যারিস। কোভিড চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না। অলিম্পিক্স (Paris Olympics 2024) শুরু হওয়ার আগেই এবার কোভিডে আক্রান্ত অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর মহিলা দলের পাঁচ খেলোয়াড়। প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজে প্রথমে অস্ট্রেলিয়ার এক অ্যাথলিটের কোভিড পজিটিভ (Covid positive) ধরা পড়ে। তাঁর সংস্পর্শে আসা বাকিদেরও আইসোলেশনে রাখা হয়। এরপর দলের বাকি খেলোয়াড়দেরও কোভিড পরীক্ষা শুরু হয়। তবে এই ঘটনার জন্য প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজেমেন্ট। জানা গিয়েছে, অন্যান্য ক্রীড়ার সঙ্গে যুক্ত অ্যাথলিটদের অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।  

    মেনে চলা হচ্ছে কোভিড প্রোটোকল (Covid positive)  

    এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার শেফ ডি মিশন অ্যানা মিয়ার্স জানিয়েছেন, ”আমাদের দু’জন ওয়াটার পোলো খেলোয়াড় অসুস্থ। সোমবার রাতে রিপোর্ট পাওয়া গিয়েছে। ওদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দলের বাকিদের কোনও সমস্যা নেই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।কোভি ডকেও অন্যান্য রোগের মতোই দেখছি। তবে আমরা নিয়ম মেনেই চলতে চাই। অলিম্পিক্স গেমসে (Paris Olympics 2024) এর যাতে কোনও প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতে হবে। সে কারণেই সমস্ত বিধিনিষেধ মেনে চলা হচ্ছে।” কী প্রোটোকল মেনে চলা হচ্ছে তাও পরিষ্কার করেছেন অ্যানা মিয়ার্স। যেমন, আইসোলেশনে থাকা, বাকিরা যাতে সুরক্ষিত থাকে, সামাজিক দূরত্ব বজায় রাখে, সেদিকে নজর রাখা হচ্ছে।’ তবে কোভিড আক্রান্ত ওই ক্রীড়াবিদরা শেষ পর্যন্ত অলিম্পিক্সে নামবেন কিনা, সেটা মেডিক্যাল অফিসার নির্দেশ দিলেই জানা যাবে। 

    আরও পড়ুন: ভারতে কবে থেকে প্রচলন হয়েছিল আয়কর? কে চালু করেছিলেন, জানেন?

    ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য (Paris Olympics 2024)  

    অলিম্পিক্স আবহে এই কোভিড আতঙ্কে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রেডেরিক ভালেতো আশ্বস্ত করে জানিয়েছেন, “কোভিড ধরা পড়েছে ঠিকই। তবে আমরা ২০২০, ২০২১ বা ২০২২-এ দাঁড়িয়ে নেই। ঝুঁকি এড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। চিন্তার কিছু নেই।” উল্লেখ্য, এর আগে কোভিডের জন্য ২০২০ সালে অলিম্পিক্স আয়োজন করতে পারেনি জাপান। এক বছর পিছিয়ে ২০২১ সালে হয়েছিল টোকিয়ো অলিম্পিক্স। আর এ বারেও ফের অলিম্পিক্স শুরু হওয়ার আগেই কোভিড হানা দিল গেমস ভিলেজে। ফলে স্বাভাবিকভাবেই করোনা নিয়ে ভয় বাড়ছে অ্যাথলিটদের মধ্যে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে বিতর্কিত ম্যাচে হার আর্জেন্টিনার, জয় দিয়ে যাত্রা শুরু স্পেনের

    Paris Olympics 2024: অলিম্পিক্সে বিতর্কিত ম্যাচে হার আর্জেন্টিনার, জয় দিয়ে যাত্রা শুরু স্পেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সের (Paris Olympics 2024) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি, তবে তার আগেই ফুটবলে ধুন্ধুমার। অলিম্পিক্স, ক্রীড়া ক্ষেত্রে মেগা ইভেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই নানা ইভেন্ট শুরু হয়ে যায়। প্রথমেই শুরু হয়েছে অলিম্পিক্স ফুটবল। নজর ছিল কোপা আমেরিকা তথা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের দিকে। বাড়তি উন্মাদনা ছিল ইউরোপ সেরা স্পেনের ম্যাচ ঘিরেও। মরক্কোর বিরুদ্ধে বিতর্কিত ম্যাচে ১-২ । গোলে হেরে গেল লিয়োনেল মেসির দেশ। অন্যদিকে জয় দিয়েই শুরু করল স্পেন। উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারাল তারা। 

    আর্জেন্টিনা বনাম মরক্কো (Olympics 2024 Football)

    কোপা জয়ী দল প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রথম ম্যাচেই হেরে গেল মরক্কোর বিরুদ্ধে। সেই ফুটবল ম্যাচ ঘিরে তৈরি হল নানা নাটক। দু’ঘণ্টা ধরে বন্ধ থাকল ম্যাচ। খেলা শুরু হতেই আর্জেন্টিনার গোল বাতিল।  ১-২  মরক্কোর বিরুদ্ধে ৬৭ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সদ্য কোপা জয়ী দেশের বিরুদ্ধে তখন জয়ের স্বপ্ন দেখছিলেন মরক্কোর সমর্থকেরা। ৬৮ মিনিটে একটি গোল শোধ করেন জিউলিয়ানো সিমিয়নে। নির্ধারিত সময়ে এগিয়ে ছিল মরক্কো। কিন্তু ম্যাচে ১৫ মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়। সেই সময়ের শেষ মিনিটে গোল করেন মেদিনা। তাঁর করা গোলেই সমতা ফেরায় আর্জেন্টিনা। তার পরেই শুরু বোতলবৃষ্টি। ফুটবলারদের দিকে লক্ষ্য করে উড়ে আসে আতশবাজি। চমকে ওঠেন আর্জেন্টিনার ফুটবলারেরা। অভিযোগ, আর্জেন্টিনা গোল শোধ না করা পর্যন্ত খেলা চালিয়ে যান রেফারি। গ্যালারিতে প্রবল অশান্তি হয়। দীর্ঘ সময় ধরে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারিরা এই গোল নিয়ে পর্যালোচনা করেন। আর্জেন্টিনার গোল বাতিল করে দেওয়া হয়। মরক্কো ২-১ ব্যবধানে জেতে।

    স্পেন বনাম উজবেকিস্তান (Olympics 2024 Football) 

    একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে দল গড়ে ইউরো কাপে নজর কেড়েছিল স্পেন। তাদের দ্রুতগতির পাসিং ফুটবল, প্রতিপক্ষকে বিব্রত করে ছেড়েছিল। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। অলিম্পিক্সে অনূর্ধ্ব ২৩ ফুটবলার খেলানোর নিয়ম। তবে ২৩-এর বেশি বয়সি তিন ফুটবলারকে রাখা যায়। স্পেন কার্যত ইউরো জয়ী স্কোয়াডকেই অলিম্পিক্সে (Paris Olympics 2024) নামিয়েছে। তাঁর সুফলও পেল। অলিম্পিক্সে গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করল স্পেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Drone Spy Scandal: অলিম্পিক্সে ড্রোন স্পাই কেলেঙ্কারিতে আটক কানাডা ফুটবল দলের সদস্য

    Drone Spy Scandal: অলিম্পিক্সে ড্রোন স্পাই কেলেঙ্কারিতে আটক কানাডা ফুটবল দলের সদস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে অলিম্পিক্সে মেয়েদের ফুটবলে অভিযান শুরু করবে কানাডা। আর তার জন্যই ফ্রান্সের সেন্ট–এঁতিয়েনে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত নিউজিল্যান্ডের মহিলা ফুটবল দল। আর এই প্রস্তুতির সময়ই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, এই অনুশীলনে গত সোমবার বিনা অনুমতিতে কানাডিয়ান ফুটবলের এক ‘সাপোর্ট স্টাফ’ ড্রোন (Drone Spy Scandal) চালিয়ে নিউজিল্যান্ডের অনুশীলন রেকর্ড করেছিলেন। এবার সেই আচরণের পরিপ্রেক্ষিতেই পুলিশের হাতে আটক হল ওই কানাডা ফুটবল দলের সদস্য (Canada football team member)। 

    ঠিক কী ঘটেছিল? (Drone Spy Scandal) 

    এ প্রসঙ্গে নিউজিল্যান্ড অলিম্পিক্স কমিটির (NZOC) বিবৃতিতে বলা হয়, ”প্র্যাকটিস চলাকালীন নিউজিল্যান্ডের মহিলা ফুটবল দলকে রেকর্ড করার জন্য একটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। যিনি ড্রোন চালিয়েছেন, তাঁকে কানাডা মহিলা ফুটবল দলের সাপোর্ট স্টাফ সদস্য (Canada football team member) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পরেই তাঁকে ধরিয়ে দিতে দলের সদস্যরা তৎক্ষনাত ঘটনাটি পুলিশকে জানিয়েছেন।” নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি বলেছে যে, তারা এই পরিস্থিতি দেখে গভীরভাবে হতাশ হয়েছে। একইসঙ্গে নিউজিল্যান্ড আনুষ্ঠানিকভাবে এই ঘটনাটির সম্পূর্ণ পর্যালোচনার জন্য পুলিশকে অনুরোধ করেছে।

    আরও পড়ুন: ‘দু’দুবার, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়’, বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

    ফরাসি প্রধানমন্ত্রীর মন্তব্য 

    অন্যদিকে এই ঘটনার প্রসঙ্গে, ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল জানিয়েছেন, ‘ফরাসি নিরাপত্তা বাহিনী ড্রোন ওড়ানোর ওপর নজর রাখছে। তবে অনেক ক্ষেত্রেই ছবি তোলার জন্য পর্যটকদের দ্বারাও অনেক সময় ড্রোন পরিচালিত হয়। তাই মানুষকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে, ড্রোন (Drone Spy Scandal) ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।’   
    যদিও এ প্রসঙ্গে কানাডা দল ক্ষমা চেয়ে স্বীকার করেছে যে, তাদের দলের ‘অনুমোদনহীন’ এক সদস্য নিউজিল্যান্ড দলের অনুশীলন রেকর্ড করতে ড্রোন (Drone Spy Scandal) চালিয়েছেন। কানাডা অলিম্পিক্স কমিটির (COC) বিবৃতিতে বলা হয়, ‘কানাডিয়ান অলিম্পিক্স কমিটি ন্যায্য খেলার পক্ষে এবং আমরাও বিস্মিত ও হতাশ। নিউজিল্যান্ড ফুটবল, খেলোয়াড়েরা ও নিউজিল্যান্ড অলিম্পিক্স কমিটির কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি।’
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Women’s Asia Cup 2024: নেপালকে ৮২ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মেয়েরা

    Women’s Asia Cup 2024: নেপালকে ৮২ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে বিধ্বংসী মেজাজে নেপালকে ৮২ রানে হারিয়ে (India vs Nepal) সেমিফাইনালে উঠল ভারতীয় মেয়েরা। মঙ্গলবার এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পুরোপুরি নিশ্চিত করলেন স্মৃতি মন্ধানারা। অন্যদিকে ভারতের এই জয়ের সঙ্গে মেয়েদের এশিয়া কাপের (Women’s Asia Cup 2024) সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তানও। 

    ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বে স্মৃতি মন্ধনা 

    এশিয়া কাপে (Women’s Asia Cup 2024) মঙ্গলবার ভারত-নেপাল ম্যাচ (India vs Nepal) হয়েছে শ্রীলঙ্কার ডাম্বুলা শহরের রণগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নেপালের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত। হরমনপ্রীত কৌর এই ম্যাচে খেলেননি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন মন্ধানা। মন্ধানার নেতৃত্বে শেফালি বর্মার সঙ্গে পাঠানো হয় দয়ালান হেমালতাকে। তাঁরা মিলে ১২২ রানের জুটি গড়েন। প্রথম উইকেট হিসেবে আউট হন হেমলতাই। ৪২ বলে ৪৭ রানে মূলত ইনিংস অ্যাঙ্কর করেন।

    আরও পড়ুন: অলিম্পিক্স ফুটবলের প্রথম দিনই মাঠে নামছে ইউরো জয়ী স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা

    অল্পের জন্য সেঞ্চুরি মিস শেফালির (Women’s Asia Cup 2024) 

    অন্যদিকে মেয়েদের এশিয়া কাপে একমাত্র সেঞ্চুরি হয়েছে দু-দিন আগেই। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ইতিহাস গড়েছেন। এদিনের ম্যাচেও হয়তো দ্বিতীয় সেঞ্চুরিয়ও পাওয়া যেত। বিধ্বংসী ব্যাটিং করছিলেন শেফালি ভার্মা। কিন্তু নেপালের বাঁ হাতি স্পিনার শর্ট লেন্থে বোলিং করেন, অফ স্টাম্পের বেশ কিছুটা বাইরে। শেফালি স্টেপ আউট করেছিলেন। বড় শট খেলার চেষ্টা করলেও বলের লাইন মিস হয়। তবে স্টাম্পিং মিস করেননি নেপালের কিপার। ফলে ৪৮ বলে ৮১ রানে খেলা শেষ করেন শেফালি। তিনি আউট হন ইনিংসের ১৬তম ওভারে। ফলে সেঞ্চুরির দুর্দান্ত সুযোগ মিস করে শেফালি।  
    উল্লেখ্য, এদিন নিয়মিত ব্যবধানে উইকেট নিয়ে দ্রুত ম্যাচ (Women’s Asia Cup 2024) শেষ করাই টার্গেট ছিল ভারতীয় বোলারদের। যদিও নেপালকে অলআউট করতে পারেনি ভারত। ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান করে নেপাল। ভারতীয় বোলারদের মধ্যে অভিজ্ঞ অফস্পিনার দীপ্তি শর্মা মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: আজ শুরু অলিম্পিক্স ফুটবল, নামছে ইউরো জয়ী স্পেন, কোপা জয়ী আর্জেন্টিনা

    Paris Olympics 2024: আজ শুরু অলিম্পিক্স ফুটবল, নামছে ইউরো জয়ী স্পেন, কোপা জয়ী আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৬ জুলাই, শুক্রবার। তবে তার দুদিন আগেই ফুটবল (Olympic Football)-সহ কিছু খেলা চালু হয়ে যাচ্ছে। বুধবার প্রথম দিনেই মাঠে নামছে ইউরো কাপ জয়ী স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। স্পেন খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। এবারের প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে অংশ নেবেন মোট ১১৭ জন প্রতিযোগী।

    কোন কোন দেশ অংশ নিচ্ছে? (Paris Olympics 2024) 

    আর্জেন্টিনার গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক এবং ইউক্রেন। স্পেনের গ্রুপে রয়েছে উজবেকিস্তান, মিশর এবং ডমিনিকান প্রজাতন্ত্র। ফ্রান্সের গ্রুপে রয়েছে আমেরিকা, গিনি এবং নিউ জিল্যান্ড। অপর গ্রুপটিতে রয়েছে জাপান, প্যারাগুয়ে, মালি এবং ইজরায়েল। ২০০৮ সালের পর অলিম্পিক্স ফুটবলে (Olympic Football) ফিরেছে আমেরিকা। আর্জেন্টিনা দলে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী দলের চার জন খেলোয়াড় রয়েছেন। এঁরা হলেন জুলিয়ান আলভারেস, নিকোলাস ওটামেন্ডি, জেরোনিমো রুলি এবং থিয়াগো আলমাদা। অলিম্পিক্সের ফুটবলে মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারেরাই খেলেন। সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। এই নিয়মের কারণে আলভারেস, ওটামেন্ডি এবং রুলি অলিম্পিক্সে খেলতে পারছেন। সোনার দাবিদার মনে করা হচ্ছে আর্জেন্টিনাকেই। তবে স্পেন, ফ্রান্স এবং মরক্কোও জোর টক্কর দিতে পারে। 
    অলিম্পিক্সে (Paris Olympics 2024) ১৯০০ সাল থেকে চালু হয়েছে ফুটবল। অর্থাৎ ফুটবল বিশ্বকাপেরও আগে থেকে। তবে একচ্ছত্র আধিপত্য কোনও দেশেরই নেই। সর্বোচ্চ তিন বার করে সোনার পদক জিতেছে হাঙ্গেরি এবং গ্রেট ব্রিটেন। দুবার করে সোনা জিতেছে ব্রাজিল, আর্জেন্টিনা, অবিভক্ত সোভিয়েত ইউনিয়ন এবং উরুগুয়ে। এ ছাড়া, অবিভক্ত যুগোশ্লাভিয়া, স্পেন, পোল্যান্ড, অধুনালুপ্ত পূর্ব জার্মানি, নাইজেরিয়া, পূর্বতন চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইটালি, সুইডেন, মেক্সিকো, বেলজিয়াম, কানাডা এবং ক্যামেরুন একটি করে সোনা জিতেছে।

    আরও পড়ুন: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

    সেজে উঠেছে প্যারিস

    উল্লেখ্য, গত কয়েকবছর ধরে ধীরে ধীরে সেজে উঠেছে প্যারিস। হাজারও বাধা-বিপত্তি কাটিয়ে শুক্রবার অলিম্পিক্সের (Paris Olympics 2024)  গ্র্যান্ড ওপেনিং। জানা গিয়েছে, এবার প্রথম স্টেডিয়ামের বাইরে খোলা আকাশে হবে অলিম্পিক্সের উদ্বোধন। আইফেল টাওয়ারের পূর্ব দিক থেকে শেইন নদীতে ৬ কিলোমিটার জুড়ে চলবে এই অ্যাথলেটদের প্যারেড। নদীবক্ষে বোটে অংশ নেবেন ৬০০০-৭০০০ অ্যাথলেট। এই অনুষ্ঠান দেখতে পাবেন প্রায় ৫ লক্ষ মানুষ। গ্র্যান্ড ওপেনিংয়ে একটি টিকিটের দাম ২৯০০ মার্কিন ডলার। অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে ১৬টি দল। চারটি করে দল রেখে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচও থাকছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics: গেমস উদ্বোধন শুক্রবার, একদিন আগেই তিরন্দাজির ইভেন্ট শুরু ভারতের

    Paris Olympics: গেমস উদ্বোধন শুক্রবার, একদিন আগেই তিরন্দাজির ইভেন্ট শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৬ জুলাই ঢাকে কাঠি পড়তে চলেছে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর (Paris Olympics)। গতবার টোকিওতে একটি সোনা সহ মোট সাতটি পদক জিতেছিল ভারতীয় দল। এবার তার থেকে অনেক বেশি পদক জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় খেলোয়াররা। আশায় বুক বাঁধছে গোটা দেশ। ভারতের হয়ে পদক জয়ের জন্য লড়াই করবেন নীরজ চোপড়া, পিভি সিন্ধু, অচিন্ত্য শরথ কমল, মনিকা বাত্রা, চিরাগ শেট্টি-সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, মীরাবাই চানু, মনু ভাকের সহ একাধিক তারকারা। 

    প্রথম দিনে তীরন্দাজরা

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) অফিসিয়ালি পর্দা উঠছে ২৬ জুলাই। কিন্তু তার আগেই বেশ কয়েকটি ইভেন্টের প্রাথমিক পর্ব শুরু হয়ে যাবে। প্রথম দিন ২৫ জুলাই, মহিলাদের ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ড (দুপুর ১টা) এবং পুরুষদের স্বতন্ত্র র‌্যাঙ্কিং রাউন্ডে নামবেন ভারতের তিরন্দাজরা। দীপিকা কুমারী, তরুণদীপ রাইদের লড়াই দেখার প্রতীক্ষায় রয়েছে ভারতবাসী। এবারের গেমসের সম্প্রচার ভারতে করবে জিও সিনেমা অ্যাপ এবং স্পোর্টস ১৮ চ্যানেল। হিন্দি, ইংরেজি সহ মোট চারটি ভাষাতে হবে এই সম্প্রচার। 

    প্যারিসে ভারতীয় অ্যাথলিটরা (Paris Olympics)

    অলিম্পিক্সে অংশ নিতে ভারত থেকে ৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা প্রতিযোগী গিয়েছেন। এর মধ্যেই ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের জন্য বড় ঘোষণা করেছে বিসিসিআই। রবিবার জয় শাহ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, অলিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সমর্থনে ৮.৫ কোটি টাকা দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ১১৭ জন ভারতীয় প্রতিযোগীর সমর্থনেই এই টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড সচিব। প্যারিসে ২৯ জন অ্যাথলিট যাচ্ছেন ভারত থেকে। এর আগে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এত সংখ্যক প্রতিযোগী পাঠায়নি ভারত। শুটিংয়ে অংশ নেবেন ২১ জন। শুটিংয়েও এটাই ভারতের সবচেয়ে বড় দল। পুরুষদের হকি টিম, কুস্তি, তিরন্দাজি দল রয়েছে অলিম্পিক্সে। অলিম্পিক্স উদ্বোধনে একদম সামনের সারিতে থাকার কথা রয়েছে পিভি সিন্ধুর। ২৬ জুলাই থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে প্যারিস অলিম্পিক্স। 

    আরও পড়ুন: নারীশক্তির উন্নয়নে প্রাধান্য, মহিলাদের জন্য কী কী বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?

    অভিনব-সম্মান

    ২০০৬ সালের বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রা যা করেছিলেন, সেটি ছিল ভারতীয় ক্রীড়া মানচিত্রের একটা বিশেষ মাইলফলক। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক্সে প্রথম সোনা পেয়েছিলেন বিন্দ্রা। তিনি শুটিংয়ে প্রথম সোনা এনে দিয়েছিলেন দেশকে। তাই অলিম্পিক্স কমিটির কাছেও বিন্দ্রা হয়ে গিয়েছেন কিংবদন্তি। তারা সম্প্রতি প্যারিসে (Paris Olympics) এক বৈঠকের মাধ্যমে ভারতীয় শুটারকে দিয়েছেন অলিম্পিক্স অর্ডার অব মেরিট। আগামী ১০ অগস্ট প্যারিসে হবে অলিম্পিক্সের কর্মসমিতির বৈঠক। ওই সভা শেষে বিন্দ্রার হাতে স্মারক তুলে অভিনন্দন জানানো হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Women’s T20 World Cup: অক্টোবরে বাংলাদেশে হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ, আয়োজন ঘিরে চিন্তায় আইসিসি

    Women’s T20 World Cup: অক্টোবরে বাংলাদেশে হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ, আয়োজন ঘিরে চিন্তায় আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে অশান্তি অব্যাহত। অক্টোবর মাসে সে দেশে মেয়েদের টি২০ বিশ্বকাপের আসর বসার কথা। অক্টোবর ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ওই প্রতিযোগিতা। কিন্তু, ভারতের প্রতিবেশী দেশের বর্তমান অবস্থার উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। 

    ঢাকা ও সিলেটে হবে বিশ্বকাপ খেলা (Women’s T20 World Cup)

    ১৮ দিনে ২৩টি ম্যাচ খেলবে ১০টি দল। এবছর মেয়েদের টি-টোয়েন্টি (Women’s T20 World Cup) বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং আয়োজক দেশ বাংলাদেশ। মাত্র দুটি স্টেডিয়ামে খেলা হবে। একটি ঢাকার মিরপুরে অবস্থিত শের-এ-বাংলা স্টেডিয়াম অপরটি হল সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

    গ্রুপে ‘এ’-তে রয়েছে ভারত (ICC)

    টি-টোয়েন্টি (Women’s T20 World Cup) বিশ্বকাপে ভারত গ্রুপে ‘এ’-তে রয়েছে। এই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ও অস্ট্রেলিয়া। এই গ্রুপটি যথেষ্ট কঠিন। অন্যদিকে আয়োজক বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে রয়েছে। তাঁদের সঙ্গে ওই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। বাংলাদেশ পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দেশের পরিস্থিতি আর কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে। তবে তাতেও আইসিসির (ICC) আশঙ্কা কিছুতেই যাচ্ছে না। কারণ এর আগেও বিভিন্ন আন্দোলনের সময় দেখা গেছে, আন্দোলনের আগুন ধিকি ধিকি অনেক দিন ধরে জ্বলার প্রবণতা রয়েছে বাংলাদেশে। স্বাভাবিকভাবেই এক মাসের মধ্যে পরিস্থিতি পুরোপুরি আয়ত্তে না এলে মুখ পুড়বে বাংলাদেশের।

    পরিস্থিতির ওপর নজর আইসিসি-র

    চলতি মাসে কোটা বিরোধী আন্দোলনের জেরে দেশ জুড়ে হিংসাত্মক আন্দোলন শুরু হয়। ১৫৫ জনের বেশি মানুষের প্রাণহানি হয়। সরকার কোটা ব্যবস্থা সংস্কারের পক্ষে বলে জানায়। দেশের সুপ্রিম কোর্টের তরফেও কোটা ব্যবস্থা সংস্কার আনা হয়। তারপর আন্দোলন স্থিমিত হলেও দেশে এখনও কারফিউ রয়েছে। এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা। ফলে, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে আইসিসি। ইতিমধ্যেই, বাংলাদেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বোর্ডের সদস্যরা। আগামী কয়েকদিনে পরিস্থিতির উন্নতি না হলে, হয়ত বিকল্প জায়গা নিয়ে ভাবনাচিন্তা করতে পারে আইসিসি।

    আরও পড়ুন: রোহিত, সূর্যকুমার, পন্থ, কে এল রাহুলের দলবদলের সম্ভাবনা জোরদার, মেগা নিলামে এবার বড় চমক

    দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড খেলবে প্রথম ম্যাচ

    আইসিসির তরকে জানা গিয়েছে, এবার দশটি ম্যাচ হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে এই ওয়ার্ম আপ ম্যাচ আয়োজিত হবে।শেষ (Women’s T20 World Cup) বিশ্বকাপে দ্বিতীয় স্থান দখল করা দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড মেয়েদের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ খেলবে। শেষ বিশ্বকাপে জয়ী অস্ট্রেলিয়া দল ৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এদিনই তৃতীয় ম্যাচে সিলেট স্টেডিয়ামে ভারতীয় দল খেলবে  নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohun Bagan: মেসির বিপক্ষে খেলা, ৫ সোনার বুটের মালিক! মোহনবাগানে অসি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন

    Mohun Bagan: মেসির বিপক্ষে খেলা, ৫ সোনার বুটের মালিক! মোহনবাগানে অসি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন সই করলেন মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan)। ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে লিয়োনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার এ লিগে পাঁচ বার সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার বুট জিতেছিলেন ম্যাকলারেন (Jamie Maclaren)। চার বছরের চুক্তিতে এবার তাঁকে নিয়েছে সবুজ-মেরুন।

    ডার্বি খেলতে মুখিয়ে আছেন জেমি (Jamie Maclaren)

    আগামী ২৯ জুলাই মোহনবাগান (Mohun Bagan) দিবসে কলকাতায় আসতে চলেছেন জেমি ম্যাকলারেন। তারপর থেকেই শুরু করবেন প্র্যাকটিস। কলকাতায় খেলা এবং মোহনবাগানে সই করার বিষয়ে ম্যাকলারেন জানিয়েছেন, “বহু বছর ধরেই আমি কলকাতা তথা ভারতীয় ফুটবল ফলো করি। আইএসএল-এ এর আগে অনেক বিশ্বমানের ফুটবলাররা খেলে গিয়েছেন বিভিন্ন ক্লাবে। তবে আমি মোহনবাগানে এসেছি ওঁদের ট্রফি জেতার খিদে দেখে। সবুজ-মেরুন সমর্থকদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আশা করি নিজে আরও ট্রফি জিততে পারব আর দলকেও আরও সাফল্য এনে দিতে পারব।” ডার্বি খেলতে মুখিয়ে আছেন জেমি (Jamie Maclaren)। তিনি বলেছেন, “এই ম্যাচ আমি আগেও দেখেছি। একটা স্টেডিয়ামে ৬০,০০০ দর্শকের সামনে খেলা যে কোনও প্লেয়ারের স্বপ্ন। আর যে দেশই হোক, কোনও ডার্বি খেলা সবসময় আমার কাছে অন্যরকম একটা অনুভূতি দেয়।” ভারতীয় খাবারও তাঁর বেশ পছন্দ জানালেন  ম্যাকলারেন।

    মোহনবাগানে তিন বিশ্বকাপার (Mohun Bagan)

    ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার এ লিগের ইতিহাসে সর্বাধিক (১৫৪) গোল করেছেন। গত মরসুমেই মেলবোর্ন সিটির হয়ে ২৪টি গোল করেছেন তিনি। এই ক্লাবে টানা পাঁচ বছর খেলেছেন ম্যাকলারেন (Jamie Maclaren)। ১৪২টি ম্যাচে করেছেন ১০৩টি গোল, যা ক্লাবের ইতিহাসে সর্বাধিক। মেলবোর্নের আগে পার্থ গ্লোরি ও ব্রিসবেন রোয়ার্সের মতো দলেও খেলেছেন তিনি। আইএসএলের ইতিহাসে এই প্রথম কোনও ক্লাবের জার্সিতে একসঙ্গে তিন জন বিশ্বকাপার খেলবেন। আগেই দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংস মোহন বাগানে (Mohun Bagan) ছিলেন। এ বার দলে জুড়লেন ম্যাকলারেন।  অস্ট্রেলীয় ফুটবলার বলেন, “পেত্রাতোস ও কামিংসের সঙ্গে একই দলে ও বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমার আছে। ওদের খুব ভাল ভাবে চিনি। তাই আবার একই দলের হয়ে নামতে ভাল লাগবে। আশা করছি তিন জনে ক্লাবকে জেতাতে বড় ভূমিকা নেব। ওরা থাকায় বাকিদের সঙ্গে মানিয়ে নিতে আমার বেশি সময় লাগবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share