Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট সপ্তদশ আইপিএল (IPL 2024)। গ্রুপস্তরের শেষ লগ্নে এখন হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটা দলের আর একটা বা দুটো ম্যাচ খেলা বাকি। ১০ দলের মধ্যে মাত্র কলকাতা নাইট রাইডার্স প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। রাজস্থান রয়্যালস ফের হেরে যাওয়ায় তারা ১৬ পয়েন্ট নিয়ে আটকে আছে। আর চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যাল়েঞ্জার্স বেঙ্গালুরু গত ম্যাচে জেতায় তারা এখন একে অপরের সঙ্গে লড়াইয়ের দিকে তাকিয়ে। 

    প্লে-অফে কলকাতা

    বৃষ্টিস্নাত শনিবাসরীয় ইডেনে মুম্বইকে ধরাশায়ী করে ইতিমধ্যেই প্লে-অফ (IPL 2024) নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের পয়েন্ট ১৮। ১২ ম্যাচ খেলে কেকেআর নয়টাতে জিতেছে। সোমবার ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। শ্রেয়স আইয়ার বনাম শুভমান গিলের দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমিরা। কলকাতা এই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে চায়। তবে গুজরাটের কাছে এটা ডু অর ডাই ম্যাচ। প্লেঅফের লড়াইয়ে থাকতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে শুভমান গিল, রাশিদ খানদের। 

    পয়েন্ট টেবিলে কে কোথায়

    চলতি আইপিএল (IPL 2024) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। নয় ম্যাচে তাদের পয়েন্ট ১৬। বাকি দুটোর মধ্যে একটা জিততে পারলেই তারা নিশ্চিত করবে প্লে অফ। যদি জিততে না পারে সেক্ষেত্রে ১৬ পয়েন্ট নিয়ে তারা পরের রাউন্ডে যাবে। তবে প্রথম দুই দলের মধ্যে থাকার সম্ভবনা কম। শেষ ম্যাচে জিতে সানরাইজার্সকে টপকে তৃতীয় স্থানে চলে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদের পয়েন্ট ১৪। সানরাইজার্সের থেকে নেট রান রেটে বেশি থাকা চেন্নাই এগিয়ে গিয়েছে। তবে তাদের শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচ জিতলে তবেই প্লে অফে যেতে পারবে ধোনিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুরন্ত প্রত্যাবর্তন করেছে। এখন ১৩ ম্যাচে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোহলিরা। সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনউ-এর হাতে এখনও রয়েছে ২টো করে ম্যাচ। সেগুলো জিততে পারলে তারাও লড়াইয়ে থাকবে। গুরুত্বপূর্ণ হতে পারে নেট রানরেটও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    T20 World Cup 2024: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল শেষ হতেই শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। এ বারের টি২০ বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। ২০১০ সালের পরে এই প্রথম ২০ ওভারের বিশ্বকাপের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে আমেরিকায় এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে। এবারের বিশ্বকাপে সুযোগ পেতে চলেছে মোট ২০টি দল। বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচ খেলা হবে দুই দেশের ৯টি স্টেডিয়ামে। সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজে। বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দু’দফায় আমেরিকায় যাবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারেরা।

    কখন, কারা যাবে

    বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, দু’দফায় আমেরিকায় পাঠানো হবে ভারতীয় দলের সদস্যদের। বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে থাকা যে ক্রিকেটারেরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন না, তাঁরা ২৪ মে বিশ্বকাপ খেলতে যাবেন। মুম্বই বা বেঙ্গালুরু দু দলই প্লে অফে উঠছে না বলা যায়। সেই অনুযায়ী প্রথম দফাতেই আমেরিকায় চলে যাবেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কোচ রাহুল দ্রাবিড়-সহ অন্য কোচিং স্টাফেরা। যাঁরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন তাঁরা আমেরিকার বিমানে উঠবেন ২৬ মে আইপিএল ফাইনালের পরে। বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে জয় শাহ বলেন, ‘‘মনে করুন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাট করছে। তাদের বিরুদ্ধে বল করছে যশপ্রীত বুমরা। এর থেকে ভাল অনুশীলন আর কী হতে পারে।’’ 

    আরও পড়ুন: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    ভারতের ম্যাচ কবে 

    এবারের বিশ্বকাপে (T20 World Cup 2024) এ গ্রুপে রয়েছে ভারত। ভারতের গ্রুপে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড পাকিস্তান এবং আমেরিকা। গ্রুপ পর্বে ভারত ৪টে ম্যাচই খেলবে আমেরিকায়। বিশ্বকাপে ভারত নামছে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে, তার পরে ৯ এবং ১২ জুন পাকিস্তান এবং আমেরিকার বিরুদ্ধে নামবে ভারত। ভারতের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। শেষ ম্যাচে ভারত কানাডার বিরুদ্ধে নামবে ফ্লোরিডায়। ভারতের গ্রুপ পর্বের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত ৮টায়। খেলা চলবে সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: সচিনের আইপিএল রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন, চেন্নাইয়ের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিং গিলের

    IPL 2024: সচিনের আইপিএল রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন, চেন্নাইয়ের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিং গিলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলে (IPL 2024) প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখার জন্য শুভমনদের মরিয়া ক্রিকেট উপহার দিল জোড়া শতরান। দুই ওপেনার শুভমন এবং সাই সুদর্শনের ব্যাট থেকে এল শতরানের ইনিংস। তৈরি হল রেকর্ডের পর রেকর্ড। ভেঙে গেল আইপিএলে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের রেকর্ডও। এল আইপিএলের শততম শতরান।

    ভাঙল সচিনের রেকর্ড

    আইপিএলের (IPL 2024) চলতি মরশুমে প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখতে হলে এদিন জিততেই হত গুজরাটকে (CSK vs GT)। এই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন দলের তরুণ তুর্কি সাই সুদর্শন (Sai Sudarshan)। ভেঙে ফেললেন ঋতুরাজ গায়কোয়াড় ও সচিন তেন্ডুলকরের রেকর্ড। ৩২ বলে এদিন নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন সাই সুদর্শন। দুরন্ত ছন্দে দেখাচ্ছে তাঁকে। সিএসকের বিরুদ্ধে এই ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন তিনি। দ্রুততম ভারতীয় হিসাবে আইপিএলে হাজার রানের গণ্ডি পার করলেন তিনি। এতদিন সচিন ও রুতুরাজের ৩১ ইনিংসে হাজার রানের গণ্ডি পার করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ছিল। কিন্তু মাত্র ২৫ ইনিংসেই হাজার রানের গণ্ডি পার করে ফেললেন সুদর্শন। অবশ্য সর্বকালীন তালিকায় শীর্ষ রয়েছেন শন মার্শ। তিনি ২১ ইনিংসে হাজার আইপিএল রান করেছিলেন। সর্বকালীন তালিকায় ম্যাথু হেডেনের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম হিসাবে হাজার রান করলেন গুজরাট তারকা।

    শুভমনের রেকর্ড

    আইপিএলের (IPL 2024) ইতিহাসে শততম শতরান হল শুক্রবার। গুজরাট টাইটান্স (CSK vs GT) অধিনায়ক শুভমন গিল শতরান করলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৫০ বলে করা তাঁর শতরান আইপিএলে শততম। একই সঙ্গে আইপিএলে নিজের চতুর্থ শতরানও করলেন শুভমন। একটা সময় দু’জনেই ৪৮ বলে ৯৬ রানে ছিলেন। তবে আগে শতরান পূর্ণ করেন গুজরাট অধিনায়ক। নিজের খেলা ৫০তম বলে চার মেরে শতরান পূর্ণ করেন শুভমন। পরে সুদর্শনও তাঁর খেলা ৫০তম বলে ছয় মেরে শতরান পূর্ণ করেন। গুজরাটের দুই ওপেনারের ব্যাটিংয়ে এমন মিল আইপিএলে দেখা যায়নি। এটি একটি বিরল রেকর্ড। গিল সেঞ্চুরিতে মেরেছেন নয়টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। পাশাপাশি সুদর্শন ১০০ রান নিতে মেরেছেন পাঁচটি চার ও সাতটি ছক্কা। 

    প্লে-অফের দৌড়ে টিকে গুজরাট

    জোড়া শতরানে‌ প্লে অফের লড়াইয়ে টিকে থাকল গুজরাট টাইটান্স। শুক্রবার রাতে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারালেন শুভমন গিলরা। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে গুজরাট। জবাবে ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের লাস্টবয় থেকে আট নম্বরে উঠে এল গুজরাট। জিইয়ে রাখল শেষ চারের আশা। অন্যদিকে হারলেও এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধোনিদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ! রাহুলরা কি গোয়েঙ্কাদের কর্মচারী?

    IPL 2024: জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ! রাহুলরা কি গোয়েঙ্কাদের কর্মচারী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি লিগে সবই সম্ভব। রাতারাতি কোটিপতি হয়ে যান ক্রিকেটাররা। চলে আসেন প্রচারের আলোয়। তবে দিনের শেষে দলের সঙ্গে তাঁদের সম্পর্কটা মালিক-কর্মচারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। মোদ্দা কথা হল, আমি তোমার পিছনে কোটি কোটি টাকা খরচ করছি, যেমনটা চাইব সেভাবে চলতে হবে। পান থেকে চুন খসা যাবে না। দল ব্যর্থ হলেই নেমে আসবে খাড়া। অন স্পট বরখাস্ত করার ক্ষমতাও মালিকের হাতে। বড়ই নিষ্ঠুর আইপিএল (IPL 2024) মঞ্চ। এখানে কোনও আবেগ কাজ করে না। সেই কারণেই হয়তো প্রিয় দল হারলেও চোখে জল আসে না সমর্থকরদের। দিনের শেষে সবাই হইহুল্লোড় করতে করতেই বাড়ি ফিরে যান। আসলে সবাই যে ক্রিকেট আর বিনোদনের ককটেল তারিয়ে তারিয়ে উপভোগ করার জন্যই মাঠে আসেন।

    বড়ই নিষ্ঠুর আইপিএল মঞ্চ

    প্রদীপের নীচে অন্ধকার থাকে। ক্রিকেটাররা (IPL 2024) কোটি কোটি টাকা উপার্জন করেও ভয় পান চাকরি হারানোর। সেই অবস্থা এখন লোকেশ রাহুলের। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হেরে প্লে-অফে অনিশ্চিত হয়ে পড়েছে লখনউ সুপার জায়ান্টস। স্বাভাবিকভাবেই রোষানলে ক্যাপ্টেন লোকেশ রাহুল। সাত হাজার কোটি টাকা দিয়ে দল কেনার পর ফল যদি এরকম হয়, কোন মালিকের মাথা ঠিক থাকবে! তাই সটান ভিআইপি বক্স থেকে ম্যাচ শেষে মাঠে ছুটে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (LSG Owner Sanjeev Goenka)। ক্যাপ্টেন লোকেশ রাহুলকে তিনি চড়া ধাতে বুঝিয়ে দিয়েছেন, দলের পারফরম্যান্সে তিনি খুশি নন। মালিক যখন উত্তপ্ত, তখন চুপ করে থাকাই শ্রেয়। লোকেশ তাই চুপ করে শুনে গিয়েছেন। তবে সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে উত্তেজিত হয়ে হাত নাড়ছিলেন, তা দেখে শঙ্কিত ক্রিকেট মহল। অনেকেই ভদ্রলোকের ক্রিকেটে এমন আচরণে বিস্মিত এবং ক্ষুব্ধ। কেউ কেউ বলছেন, এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয়। যদি কিছু বলার থাকে সেটা চার দেওয়ালের মধ্যেই বলা যেত। 

    সমালোচনায় ফ্র্যাঞ্চাইজি মালিক

    এই ঘটনা অন্য ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও উদ্ধত (IPL 2024) করে তুলবে। ক্রিকেটাররা আশঙ্কায় ভুগবে। তার প্রভাব পড়বে পারফরম্যান্সে। আখেরে ক্ষতি হবে দেশের। কারণ, লোকেশ রাহুলরা তো দিনের শেষে ভারতের ক্রিকেটার। লিগ শেষে ফের গায়ে চাপাবেন নীল জার্সি। কিন্তু এই অপমান কি মন থেকে ঘুচিয়ে ফেলা যাবে? 

    লোকেশ রাহুলের ভবিষ্যৎ 

    প্রশ্ন উঠছে লোকেশ রাহুলের ভবিষ্যৎ নিয়েও। স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। কারণ, মালিক রুষ্ট (LSG Owner Sanjeev Goenka)। চাকরি যাওয়ার সম্ভাবনা প্রবল। লখনউয়ের বাকি দু’টি ম্যাচ। শোনা যাচ্ছে, ব্যাটসম্যান হিসেবে নাকি লোকেশকে খেলানো হবে। সেক্ষেত্রে অধিনাকত্ব করবেন নিকোলাস পুরান। শুধু তাই নয়, পরের মরশুমে লোকেশ রাহুলকে আর হয়তো লখনউ শিবিরে (IPL 2024) দেখা যাবে না। সেটাই তো প্রত্যাশিত। দল তাড়িয়ে না দিলেও লোকেশের উচিত মুখের উপর না বলা। এই অপমান সহ্য করে কি টাকার জন্য খেলা চালিয়ে যাওয়া সম্ভব?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: হায়দরাবাদের জয়ে স্বপ্নভঙ্গ হার্দিকদের, প্লে-অফের দৌড় থেকে বিদায় মুম্বইয়ের

    IPL 2024: হায়দরাবাদের জয়ে স্বপ্নভঙ্গ হার্দিকদের, প্লে-অফের দৌড় থেকে বিদায় মুম্বইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার শহর কলকাতায় খেলবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কেকেআর-এর সঙ্গে ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে মুম্বই। তার আগেই চলতি টুর্নামেন্ট থেকে ছিটকে গেল হার্দিকরা। বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের খেলা শেষ হওয়ার পরেই প্রথম দল হিসাবে চলতি আইপিএল থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

    বিদায় মুম্বইয়ের

    আইপিএলের (IPL 2024) ইতিহাসে অন্য়তম সফল দল মুম্বই। পাঁচ বারের চ্যাম্পিয়ন তারা। পাঁচ বারই রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুমে সেই রেকর্ডে ভাগ বসায় চেন্নাই সুপার কিংস। তারাও পঞ্চম আইপিএল ট্রফি জেতে। তেমনই মহেন্দ্র সিং ধোনি পাঁচ বার আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে রোহিতের পাশেই। এবার রোহিতের বদলে হার্দিককে ক্যাপ্টেন করে নীতা আম্বানির দল। টুর্নামেন্টের শুরু থেকেই ছন্নছাড়া দেখায় মুম্বইকে। দলে তারকার আধিপত্য থাকলেও চলতি টুর্নামেন্টে কখনওই দলগত পারফরম্যান্স মেলে ধরতে পারেনি মুম্বই।

    বুধবার ঘরের মাঠে লখনউকে হারিয়েছে হায়দারাদ। তার ফলে ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট হয়েছে প্যাট কামিন্সদের। এদিন ঘরের মাঠে ২০ ওভারের খেলা হায়দরাবাদ শেষ করে দিল ১০ ওভারেই। লখনউয়ের দেওয়া ১৬৬ রানের টার্গেটকে তুচ্ছ মনে হল হেডদের সামনে। ১০ উইকেটে ম্যাচ জিতলেন ট্রাভিস হেড-অভিষেক শর্মারা। আইপিএলের (IPL 2024) পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্টও ১৬। তিন নম্বরে রয়েছে হায়দরাবাদ। চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনিদের পয়েন্ট ১২। পাঁচ নম্বরে থাকা লখনউ সুপার জায়ান্টসের পয়েন্টও ১২। ছ’নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থদের পয়েন্টও ১২। মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে নবম স্থানে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৮। মুম্বই ইন্ডিয়ান্সের মাত্র দুটি ম্যাচ বাকি। দু-ম্যাচ যত বড় ব্যবধানেই জিতুক মুম্বই, ১২ পয়েন্টের বেশি সম্ভব নয়। ফলে এ বারের মতো প্লে-অফ অভিযান শেষ মুম্বই ইন্ডিয়ান্সের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: রবীন্দ্রজয়ন্তীতে বিশেষ পোস্ট, আইপিএল প্লে অফের আগে বিশ্বনাথ দর্শনে নাইটরা

    IPL 2024: রবীন্দ্রজয়ন্তীতে বিশেষ পোস্ট, আইপিএল প্লে অফের আগে বিশ্বনাথ দর্শনে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) প্লে অফ প্রায় নিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের। তাই প্লে-অফে ভাল ফলের আশায় বিশ্বনাথ দর্শন করে এল নাইটরা। বৃষ্টি বিড়ম্বনায় সোমবার শহরে ফিরতে পারেনি টিম কেকেআর। প্রতিকূল আবহাওয়ার কারণে নাইটদের চাটার্ড বিমান কলকাতায় অবতরণের অনুমতি না পেয়ে চলে গিয়েছিল গুয়াহাটি ৷ সেখান থেকে ফেরার সময়ও বিপত্তি নাইটদের বিমান এবার চলে যায় বেনারস। বারাণসী পৌঁছে কি আর হোটেল বন্দি থাকা যায়? বারাণসীতে পৌঁছেই  অনুকূল রায়, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, চেতন শাকারিয়া, মনীশ পাণ্ডের মতো ক্রিকেটাররা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন ৷ 

    বারাণসী ভ্রমণ

    মঙ্গলবার হঠাৎ সুযোগ পেয়ে দৈবিক কৃপালাভের আশায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন নাইটরা। একই সঙ্গে বারাণসীর বিখ্যাত গঙ্গার ঘাটগুলিও ঘুরে দেখেন ৷ নৌকা বিহার করতেও দেখা যায় কেকেআর ক্রিকেটারদের। কেকেআর-এর পরের খেলা ১১ মে, শনিবার ৷ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ৷ জয়ের হ্যাটট্রিক করে প্লে অফে প্রায় প্রবেশ করে ফেলেছে কেকেআর ৷ টানা খেলার ঝক্কি সামলে সম্ভবত বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবে নাইটরা ৷

    রবীন্দ্রনাথকে স্মরণ

    পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। এই দিনটি স্মরণীয় করে রাখতে, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, অভিনেতা এবং আরও অনেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে পোস্ট শেয়ার করেছেন। এই তালিকায় বাদ পড়েনি বাংলার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও। তারা আজ রবীন্দ্রনাথ ঠাকুরেরে কয়েকটি বিখ্যাত লাইন শেয়ার করে নিজেদের শ্রদ্ধা জানিয়েছে। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরও একটি ভিডিও শেয়ার করেছেন।

    যোগ দিচ্ছেন গুরবাজ

    প্লে-অফের আগেই বিরাট স্বস্তিতে কেকেআর শিবির। তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ শীঘ্রই নাইট রাইডার্সে যোগ দেবেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মায়ের অসুস্থতার জন্য লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর দেশ আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন। ফের স্কোয়াডে যোগ দেবেন বলে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে  যাবে ভারত! কী শর্ত দিল বিসিসিআই?

    Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত! কী শর্ত দিল বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে পাকিস্তানে যেতে পারে ভারত। কেন্দ্র সরকারের অনুমতি মিললে লাহোরে ম্যাচ খেলতে যাবেন রোহিতরা বিসিসিআই -এর তরফে এমনই জানানো হয়েছে। 

    কী বলল বিসিসিআই

    ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় দল। ভারত-পাকিস্তান শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০১২-২০১৩ মরসুমে। ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। কয়েক মাস আগেই আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে ভারতে। সেখানে অনেক শর্ত আরোপের পর খেলতে এসেছিল বাবররা। তার আগে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। ভারতীয় দল না যাওয়ায় হাইব্রিড মডেলে হয় টুর্নামেন্ট। ফাইনাল সহ ভারতের সব ম্যাচই শ্রীলঙ্কায় হয়েছিল। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা পাকভূমে। 

    ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল বলেছেন, একটা শর্তেই পাকিস্তানে খেলতে যাবে ভারত। বোর্ডের সহ সভাপতি পরিষ্কার বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রসঙ্গে আমরা একটা কথাই বলতে পারি, সরকার যা বলবে আমরা তাই করব। সরকার অনুমতি দিলে অবশ্যই টিম পাঠানো হবে। সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতির উপরই।’

    আরও পড়ুন: জাতীয় দলে মোহনবাগানের ৮ ফুটবলার! স্টিমাচের শিবিরে ৪১ জন

    ভারত যদি না যায়

    ২০১৭ সালের পর আর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) হয়নি। আগামী বছর পাকিস্তানকে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। কিন্তু পাকিস্তানে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা, এ নিয়ে ধোঁয়াশা থাকছেই। ভারতীয় দল যদি খেলতে না যায়, সেক্ষেত্রে টুর্নামেন্ট হতে পারে হাইব্রিড মডেলেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, ভারতীয় দল খেলতে যাক। আইসিসির কাছে খসরা সূচিও দিয়েছে পাকিস্তান। মোট তিনটি ভেনু বাছাই করা হয়েছে। এর মধ্যে ভারতের ম্যাচ রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। এই ভেনুতে ফাইনালও হওয়ার কথা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • FIFA World Cup Qualifiers 2026: জাতীয় দলে মোহনবাগানের ৮ ফুটবলার! স্টিমাচের শিবিরে ৪১ জন

    FIFA World Cup Qualifiers 2026: জাতীয় দলে মোহনবাগানের ৮ ফুটবলার! স্টিমাচের শিবিরে ৪১ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup Qualifiers 2026) খেলার জন্য মোট ৪১ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন ইগর স্টিমাচ। মঙ্গলবার ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শিবিরের জন্য দ্বিতীয় দফায় দল বেছে নিয়েছে এআইএফএফ। জাতীয় শিবিরে ডাক পেলেন মোহনবাগানের ৮ জন ফুটবলার। ভুবনেশ্বরে ১০ মে থেকে শুরু হবে প্রস্তুতি শিবির। 

    কবে থেকে শুরু শিবির

    প্রথম পর্যায়ে ২৬ জন ফুটবলার নিয়ে দল ঘোষণা করা হয়েছিল। প্রথম পর্বের দলে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র ফুটবলারদের রাখা হয়নি। দ্বিতীয় পর্বে আইএসএলের ফাইনালে খেলা দু’দলের ১৫ ফুটবলারকে রেখেছেন স্টিমাচ। মোহনবাগানের আট জন ফুটবলারকে রাখা হয়েছে দলে। মুম্বই থেকে সুযোগ পেয়েছেন সাত জন। ৪১ জনের দলে এই দুই ক্লাব থেকেই সব থেকে বেশি ফুটবলার রয়েছেন। চার সপ্তাহের শিবির শুরু হবে চলতি মাসের ১০ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে। প্রথম পর্বের ২৬ ফুটবলার ১০ তারিখই শিবিরে যোগ দেবেন। দ্বিতীয় পর্বের ১৫ ফুটবলারকে অতিরিক্ত বিশ্রাম দেওয়া হয়েছে। ১৫ মে থেকে শিবিরে যোগ দেবেন তাঁরা। এখান থেকেই চূড়ান্ত দল বেছে নেবেন স্টিমাচ। 

    আরও পড়ুন: কোচ থাকছেন হাবাস! মোহনবাগানে আসছেন অস্ট্রেলিয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন

    বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup Qualifiers 2026) এই রাউন্ডে দু’টি ম্যাচ বাকি ভারতের। ৬ জুন কলকাতায় কুয়েত ও ১১ জুন দোহায় কাতারের বিরুদ্ধে খেলবে তারা। এই দুই ম্যাচের উপরে ভারতের পরের রাউন্ডে যাওয়া নির্ভর করছে। আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে হেরে যাওয়ায় এই মুহূর্তে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তাদের বাকি দু’টি ম্যাচ জিততেই হবে। 

    ৪১ জনের দলে কারা

    নতুন ১৫ জন ফুটবলার:

    গোলরক্ষক- টেম্পা লাচেম্পা, বিশাল কাইথ।

    ডিফেন্ডার- আকাশ মিশ্র, আনোয়ার আলি, মেহেতাব সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস।

    মিডফিল্ডার- অনিরুদ্ধ থাপা, দীপক টাংড়ি, রালতে, ছাংতে, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ।

    ফরোয়ার্ড- মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং

    ভারতের প্রথম পর্বের দল:

    গোলরক্ষক- অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু।

    ডিফেন্ডার- অময় গণেশ রানাওয়াডে, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মুহম্মদ হাম্মাদ, নরেন্দ্র গহলৌত, নিখিল পুজারি, রোশন সিং।

    মিডফিল্ডার- ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, ইমরান খান, ইশাক ভানলালরুয়াতফেলা, জিকসন সিং, মহেশ নাওরেম, মহম্মদ ইয়াসির, নন্দকুমার, রাহুল কান্নোলি, সুরেশ সিং, ভিবিন মোহনন।

    ফরোয়ার্ড- ডেভিড, জিতীন মাদাথিল, লালরিনজুয়ালা, পার্থিব গগৈ, রহিম আলি, সুনীল ছেত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hybrid Pitch: ধর্মশালায় তৈরি হল দেশের প্রথম হাইব্রিড ক্রিকেট পিচ! নয়া প্রযুক্তিতে কার লাভ?

    Hybrid Pitch: ধর্মশালায় তৈরি হল দেশের প্রথম হাইব্রিড ক্রিকেট পিচ! নয়া প্রযুক্তিতে কার লাভ?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ধর্মশালা মাঠে বসল হাইব্রিড পিচ। সোমবার উদ্বোধনী অনুষ্ঠান হল জাঁকজমক করে। হাইব্রিড পিচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল চেয়ারম্যান অরুন ধুমল, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা আইসিসি কর্তা পল টেলার সহ ভারতীয় ক্রিকেট প্রশাসনের একাধিক নামি ব্যক্তিত্ব।

    হাইব্রিড পিচ আসলে কী?

    ৫ শতাংশ সিন্থেটিক ফাইবারের সঙ্গে আসল ঘাস মিশিয়ে তৈরি করা হয়েছে এই পিচ। এর উদ্দেশ্য, টানা বর্ষা কিংবা টানা খেলা হলে যাতে পিচের চরিত্র বদলে না যায়। আইসিসির অনুমোদন নিয়েই এই ধরনের পিচ ব্যবহার হচ্ছে। ধর্মশালা স্টেডিয়াম প্রসঙ্গ পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড। ৯ মে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই মাঠেই খেলা রয়েছে। সেদিন হাইব্রিড পিচে খেলায় কী তফাৎ তা বোঝা যাবে।

    ক্রিকেট প্রশাসকের বক্তব্য

    আইপিএল চেয়ারম্যান আনন্দ ধুমল জানিয়েছেন, “ইংল্যান্ডে  লর্ডস এবং ওভাল স্টেডিয়ামে হাইব্রিড পিচে আগেও খেলা হয়েছে। এবং কোন সমস্যা আসেনি। এই দুটি মাঠে সাফল্যের পর এবার ভারতেও হাইব্রিড পিচের ব্যবহার করার চিন্তাভাবনা শুরু হয়। প্রাকৃতিক টার্ফ এবং কৃত্রিম ফাইবার মিশিয়ে হাইব্রিড পিচ তৈরি করা হয়। এর ফলে যারা মাঠ তৈরি করেন তাদের উপর চাপ কমবে। একই সঙ্গে খেলার পরিস্থিতি বৃষ্টি হওয়ার পরেও অনেকটাই সমান থাকবে। ফলে বৃষ্টির পর পিচের চরিত্র কম বদলাবে। বৃষ্টির পর পিচ স্লো হওয়ার সমস্যা থেকে বাঁচা যাবে। বর্তমানে বৃষ্টির পর বেশিরভাগ ক্ষেত্রে পিচে বোলার ও ব্যাটসম্যান উভয়ের কিছু অসুবিধা হয়। সাধারণত বোলিং টিম অতিরিক্ত সুবিধা পায়। অনেক ক্ষেত্রেই একটি টিম বাড়তি অসুবিধা কিংবা সুবিধা পেয়ে যায় এই ধরনের অভিযোগ ওঠে।  হাইব্রিড পিচে এই অভিযোগ কমবে।

    কবে থেকে এই পিচের ব্যবহার শুরু

    জানা গিয়েছে ২০১৭ সালে এসআইএস গ্রাস এবং ইউনিভার্সাল মেশিন সংস্থার মাধ্যমে এই ধরনের পিচ তৈরি করা হয়েছিল। প্রথমে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের মাঠগুলিতে এই পিচ ব্যবহার করা হয়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচে হাইব্রিড পিচ ব্যবহার করার স্বীকৃতি দিয়েছে। চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপেও এই পিচ ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। প্রসঙ্গত ক্রিকেট এমন একটি খেলা যা নতুন প্রযুক্তি এবং নতুনত্বের ব্যবহারে কখনওই বাধা হয়নি। রিভিউ প্রথা ফুটবলে ব্যবহারের অনেক আগে থেকে ক্রিকেটে ব্যবহার হচ্ছে। ফলে এই হাইব্রিড পিচের ব্যবহারেও ক্রিকেট সংস্থাগুলির তরফে কোন ধরনের রক্ষণশীলতা নেই।

    কারা তৈরি করে হাইব্রিড পিচ

    জানা গিয়েছে, ব্রিটেনে অবস্থিত এসআইএস গ্রাস নামে একটি সংস্থা এই ধরনের পিচ তৈরি করে থাকে। তাঁরা সাফল্যের সঙ্গে বহু মাঠে এই পিচ তৈরি করেছে। হাইব্রিড পিচে আর্দ্রতা এবং ঘাসজনিত সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। আয়োজক যে ধরনের পিচ চাইবেন ঠিক সেই ধরনের পিচ তৈরি করা সম্ভব।

    টি-২০ বিশ্বকাপে জঙ্গি হামলার হুঁশিয়ারি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    হাইব্রিড পিচে অতিরিক্ত স্পিন ও বাউন্স পাওয়া যাবে

    হাইব্রিড পিচে অতিরিক্ত বাউন্স পাওয়া যায় যা বোলারদের সাহায্য করবে। বর্তমানে যে ধরনের বল ব্যবহার হয় তাতে ভারতীয় পরিস্থিতিতেও স্পিন কম হয়। কিন্তু হাইব্রিড স্পিন সংক্রান্ত কোনো সমস্যা হবে না। স্পিনারদের সোনালি দিন ফিরে আসবে হাইব্রিডের পিচের সৌজন্যে। সৌরভ গাঙ্গুলির আমলে তিন জন রেগুলার এবং আরো দুই থেকে তিনজন পার্ট টাইম স্পিনার খেলানোর চল ছিল। হাইব্রিড পিচে স্পিনারদের গুরুত্ব বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন হাইব্রিড পিচে গ্রাউন্ড স্টাফদের নিজের মত পিচ তৈরি করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohun Bagan: কোচ থাকছেন হাবাস! মোহনবাগানে আসছেন অস্ট্রেলিয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন

    Mohun Bagan: কোচ থাকছেন হাবাস! মোহনবাগানে আসছেন অস্ট্রেলিয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএল ট্রফি জিততে না পারলেও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। লিগ শিল্ড জিতেছে সবুজ-মেরুন (Mohun Bagan)। মুম্বইয়ের দাপটে ফাইনালে হারতে হলেও আগামী মরশুমে ট্রফি জয়ের লক্ষ্যে ইতিমধ্যে শক্তিশালী দল গঠনে ব্যস্ত সবুজ-মেরুন কর্তারা। কামিন্স, দিমিত্রির পরে আরও এক অস্ট্রেলীয়কে পছন্দ বাগান কর্তাদের। মেলবোর্ন সিটির নামী ফুটবলার জেমি ম্যাকলারেনকে সই করাতে পারে মোহনবাগান। বছরেই সাড়ে চার কোটি টাকা নেবেন বলে জানিয়েছেন জেমি। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে সদ্য আইএসএল জয়ী মুম্বইও। জেমি যে ক্লাবে বেশি অর্থ পাবেন, সেখানেই যাবেন বলে জানিয়েছেন তাঁর এজেন্ট।

    কে এই জেমি ম্যাকলারেন

    অস্ট্রেলিয়া (এ) লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা ৩০ বছর বয়সি ম্যাকলারেন। কাতার বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। গ্রুপ পর্বে টিউনিশিয়ার বিরুদ্ধে ৬৪ মিনিটে নেমেছিলেন। ডেনমার্কের বিরুদ্ধে নামেন ৮২ মিনিটে। আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ৭১ মিনিটে মাঠে নেমেছিলেন ম্যাকলারেন। মেলবোর্ন সিটির হয়ে ১৬৩ ম্যাচে ১১৫ গোল করেছেন তিনি। চার বার সোনার বুট পেয়েছেন তিনি। ট্রফি জিতেছেন ছ’টি। একটি ক্লাবের হয়ে ‘এ’ লিগে ১০০তম গোল করার নজিরও ম্যাকলারেনের দখলে।

    হাবাস কি থাকছেন

    সামনের মরশুমে সবুজ-মেরুন শিবিরে কোচের দায়িত্বে কে থাকবেন তা নিয়েও জল্পনা চলছে। শোনা গিয়েছিল, স্প্যানিশ কোচ হাবাস দলকে ট্রফি জিতিয়ে বিদায় নেবেন কিন্তু খেতাব অধরা থাকায় হয়তো আগামী বছরও মোহন-কোচের ভূমিকায় দেখা যাবে হাবাসকে। ক্লাব সূত্রে জানা গিয়েছে হাবাসকে আরও একবছর রাখতে চান কর্তারা। একটা হারে যে তাঁর সম্পর্কে ধারণা বদলাচ্ছে না, সেটি বেশ পরিষ্কার। মরশুমের মাঝপথে দায়িত্ব নিয়ে মোহনবাগানকে (Mohun Bagan) বদলে দিয়েছিলেন হাবাস-ই, তা ভুলতে নারাজ সবুজ-মেরুন কর্তারা। হাবাস নিজেও থাকতে চান মোহনবাগানে। তবে এও শোনা যাচ্ছে হাবাসকে দলের টিডি হিসেবে রেখে অন্য কোনও লাইসেন্স কোচকে আনা হবে। হাবাসও জানিয়েছেন তিনি ভারত থেকেই কোচিংয়ে ইতি টানবেন।

    হাবাসের বদলি

    সবুজ মেরুন ম্যানেজমেন্ট হাবাসকেই কোচ হিসেবে ধরে রাখতে মরিয়া নতুন মরশুমের জন্য। কিন্তু যদি তিনি সরে দাঁড়ান, তাহলে শোনা যাচ্ছে মোহনবাগানের (Mohun Bagan) কোচ হতে আগ্রহী সের্খিও লোবেরা। ওডিশা এফসির নতুন মরসুমে বাজেট কমাচ্ছে। সেখানে তাই থাকতে নারাজ আইএসএলের আর এক সফল কোচ লোবেরা। বাগান ম্যানেজমেন্টও চায় ভারতে কাজ করা কোনও সফল বিদেশি কোচকে। সেখানে লোবেরাই প্রথম চয়েস।

    আরও পড়ুন: কলকাতায় মুম্বইকে হারালেই প্লে অফে কেকেআর! লখনউ-এর বিপক্ষে বড় জয় নাইটদের

    দল গঠন নিয়ে আলোচনা

    আগামী মরশুমে আরও শক্তিশালী দল চায় মোহনবাগান। দলের তিন বিদেশি বদল হচ্ছেই। হেক্তর ইয়ুৎসে, ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে। তাঁদের রাখা হচ্ছে না। আর্মান্দো সাদিকুর সঙ্গে আর এক বছর চুক্তি থাকলেও চলতি মরশুমে পারফরম্যান্স খারাপ হওয়ার ক্লজ দেখিয়ে আগেই তাঁকে টার্মিনেট করতে পারে ক্লাব। প্রশ্ন, জনি কাউকোরও চুক্তি শেষ। মোহনবাগানে ভারতীয় ফুটবলার বদল হওয়ার খুব একটা সুযোগ নেই। চেন্নাইয়িন এফসি-তে যাচ্ছেন কিয়ান নাসিরি, লালরিনলিয়ানা হামতে। দীপেন্দু বিশ্বাস, রাজ বাস্ফোর, অভিষেক সূর্যবংশী, আমনদীপদের পরে জুনিয়র টিমের আরও কিছু ফুটবলারকে সিনিয়র টিমে তুলে আনতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব। রবিবার কলকাতা ছাড়ার আগে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস বললেন, ‘‘আরও শক্তিশালী দল গড়ব আমরা। ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ সূত্রের খবর, নেওয়া হতে পারে এক জন ভারতীয় ডিফেন্ডারও। আগামী সপ্তাহেই হাবাসের সঙ্গে দল গঠন নিয়ে আলোচনায় বসতে পারেন ক্লাব কর্তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

     

LinkedIn
Share