Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Archery World Cup: বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতীয় তিরন্দাজদের, তিনটি সোনা, রুপো-সহ পাঁচটি পদক

    Archery World Cup: বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতীয় তিরন্দাজদের, তিনটি সোনা, রুপো-সহ পাঁচটি পদক

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) ভারতের জয়জয়কার।  চিনের সাংহাইয়ে বিশ্বকাপ তিরন্দাজির কমপাউন্ড বিভাগে তিনটি সোনা জয় করলেন তিন ভারতীয়। মহিলা বিভাগে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা, অদিতি স্বামী ও পর্ণিত কাউর। শুধু মেয়েরাই নন, এই বিশ্বমিটে পাল্লা দিয়ে সোনা জিতেছেন ছেলেরাও। পুরুষ বিভাগে সোনা জিতেছেন অভিষেক ভার্মা, প্রিয়াংশরা। ব্যাক্তিগত বিভাগে রুপোও জিতেছেন প্রিয়াংশ।  এই সাফল্য প্যারিস অলিম্পিক্সের আগে ভারতীয় তিরন্দাজদের মনোবল অনেকটাই বেড়ে গেল।

    জ্যোতির সাফল্য

    একের পর এক সোনা এনে দিলেন জ্যোতি সুরেখা ভেন্নম। তীরন্দাজি বিশ্বকাপের (Archery World Cup) স্টেজ ওয়ানে করলেন সোনার পদকের হ্যাটট্রিক। একাই জিতলেন তিনটি স্বর্ণপদক, আলাদা ইভেন্টে বিভিন্ন পার্টনারকে নিয়ে। এবারের বিশ্বকাপের প্রথম ইভেন্ট থেকেই ছন্দে ছিলেন তিনি। এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী জ্যোতি ব্যক্তিগত, দলগত বিভাগের তিন ইভেন্টেই তীরন্দাজি বিশ্বকাপে দেশকে এনে দিলেন সোনা। অন্ধ্র প্রদেশের ২৭ বছর বয়সি জ্যোতি ব্য়ক্তিগত ইভেন্টে হারিয়ে দিলেন মেক্সিকোর আন্দ্রি বেরেক্কাকে। নির্ধারিত সময় ফল না আসায়, টাইব্রেকার হয়। সেখানেই অনবদ্য ছন্দে মেক্সিকান প্রতিপক্ষকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেন জ্যোতি। 

    প্রিয়াংশদের পদক

    মহিলাদের পাশাপাশি সাফল্য পান ভারতীয় পুরুষ তিরন্দাজরাও। টিম গেমে নেদারল্যান্ডকে ২৩৮-২৩১ পয়েন্টে হারিয়ে সোনা জয় করেন অভিষেক ভর্মা, প্রিয়াংশ এবং প্রথমেশ ফিউজ। মিক্সড টিমেও বাকিদের পিছনে ফেলে সোনা ঘরে তুলল ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিসেল ও রবিনকে হারিয়ে প্রথম স্থান দখল করেন জ্যোতি ও অভিষেক। ম্যাচের ফল ১৫৮-১৫৭। বিশ্ব মিটে এই সাফল্যে খুশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

    রবিবারের ইভেন্ট

    রবিবারও তীরন্দাজি বিশ্বকাপের (Archery World Cup) স্টেজ ওয়ানে রয়েছে একাধিক ইভেন্ট। যার মধ্যে রয়েছে অলিম্পিক্সে থাকা ইভেন্টও। অর্থাৎ রবিবারে ইভেন্টে প্রিয়াংশরা যদি ভারতের হয়ে জিততে পারেন সেক্ষেত্রে প্যারিস অলিম্পিক্সের আগে ভারতীয় তীরন্দাজরা ঠিক কী অবস্থায় রয়েছে তা বোঝা যাবে। ভারতের সামনে দুটি স্বর্ণপদক জয়ের সুযোদ রয়েছে দুই বিভাগে। স্বর্ণপদকের লক্ষ্যে ভারতীয় পুরুষ দল খেলবে দঃ কোরিয়ার বিপক্ষে, অন্যদিকে রিকার্ভ ইভেন্টে মহিলাদের তীরন্দাজিতে ভারতের অন্যতম সেরা খেলোয়াড় দীপিকা কুমারি সেমিফাইনালে মুখোমুখি হবেন কোরিয়ান প্রতিপক্ষের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: বেয়ারস্টোর বাজিমাত! ইডেনে নজিরের পর নজির, কোথায় গেলেন বাদশা?

    IPL 2024: বেয়ারস্টোর বাজিমাত! ইডেনে নজিরের পর নজির, কোথায় গেলেন বাদশা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে ইতিহাস তৈরি হল শুক্রবার। পয়েন্ট তালিকায় অনেক পিছনে থাকা পাঞ্জাবের কাছে হারটা যেন মেনে নিতে পারছিল না কলকাতার ক্রিকেট ভক্তরা।  কিন্তু হার মানলেও এই ম্যাচ যেন ছিল ঘোরের মতো। টি-টোয়েন্টি ক্রিকেটের আসল নির্যাসটুকু ধরে রাখল এই ম্যাচ। বন্যা বইল চার-ছয়ের। এক দল আগে ব্যাট করে করল ২৬১ রান। অপর দল সেই রান তাড়া করে দিল ৮ বল বাকি থাকতেই। অতীতে এত রান তাড়া করে কোনও দল জিততে পারেনি। এই নজির অবশ্য মেনে নিতে পারেননি কেকআর কর্ণধার শাহরুখ খান। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন তিনি। কেকেআর হারলেও ভগ্ন হৃদয়ে একবার বাদশা-কে দেখার আশায় রাত ১২টা পর্যন্ত ইডেনের গ্যালারিতে অপেক্ষা করছিলেন দর্শকরা। তিনি যে বাজিগর, ‘হার কর জিত যাতে হ্যায়’। হারলেও বারবার অনুরাগীদের মন জিতেছেন বাদশা। কিন্তু শুক্রবার ইডেনে যেন উলাট পুরান। নজিরের পর নজির। 

    রেকর্ড রান তাড়া করে জয়

    শুক্র-রাতে ইডেন গার্ডেন্স ব্যাটিং প্যারাডাইসে পরিণত হয়েছিল। কেকেআরের দেওয়া ২৬২ রানের টার্গেট যে কারণে সফল ভাবে তাড়া করতে পেরেছে পঞ্জাব কিংস। টি-২০ ক্রিকেটে এটাই সর্বাধিক রান তাড়ার রেকর্ড। গত মার্চে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৫৯ রানের টার্গেট তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ড ভেঙে গেল ইডেনে। আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নিরিখে এটি প্রথম স্থানে। এর আগে ২০২০ সালে রাজস্থান শারজায় ২২৪ তাড়া করে জিতেছিল এই পঞ্জাবের বিরুদ্ধে। এ বছর ইডেনে কিছু দিন আগে এই রাজস্থানই ২২৪ রান তাড়া করে জিতেছিল কলকাতার বিরুদ্ধে। ২০২১ সালে ২১৯ তাড়া করে চেন্নাইকে হারিয়েছিল মুম্বই।

    সর্বাধিক ছয়

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি ম্যাচে সর্বাধিক ছয়ের রেকর্ড হচ্ছে চলতি আইপিএলে। কলকাতা-পঞ্জাব ম্যাচে মোট ৪২টি ছয় রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচ। দু’টিতেই ৩৮টি করে ছয় হয়েছে। আইপিএলের একটি ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড হয়েছে ইডেনে (কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে)। কেকেআরের বিরুদ্ধে ২৪টি ছয় মেরেছে পাঞ্জাব কিংস।

    কেকেআরের ওপেনিং জুটিতে সর্বাধিক রান

    আইপিএলে দুই দলের করা সর্বাধিক রানের দিক থেকে আজকের ম্যাচ দ্বিতীয় স্থানে। কেকেআর ও পঞ্জাব মিলে ৫২৩ রান করেছে। চলতি আইপিএলেই হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও মোট ৫২৩ রান হয়েছিল। সর্বাধিক ৫৪৯ রান হয়েছিল আরসিবি বনাম সানরাইজার্স ম্যাচে। চলতি আইপিএলে কেকেআরের হয়ে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি রান করেছেন সুনীল নারিন এবং ফিল সল্ট। পঞ্জাবের বিরুদ্ধে তাঁরা ১৩৮ রানের পার্টনারশিপ গড়েছেন। যা আবার কেকেআরের হয়ে সর্বাধিক ওপেনিং পার্টনারশিপের তালিকায় দ্বিতীয়। এই তালিকায় প্রথমে রয়েছেন গৌতম গম্ভীর ও ক্রিস লিন। তাঁরা ২০১৭ সালে রাজকোটে ১৮৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 Cricket: ৩ ওভার ০ রান ৭ উইকেট! টি-২০ ক্রিকেটে নজির ইন্দোনেশিয়ার কিশোরীর

    T20 Cricket: ৩ ওভার ০ রান ৭ উইকেট! টি-২০ ক্রিকেটে নজির ইন্দোনেশিয়ার কিশোরীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়লেন ইন্দোনেশিয়ার ১৭ বছরের মেয়ে। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন রোমালিয়া। অভিষেক ম্যাচে ৩.২ ওভার বল করে একটিও রান না দিয়ে ৭ উইকেট তুলে নিলেন তিনি।

    অনন্য নজির

    মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের নজির তৈরি করলেন ইন্দোনেশিয়ার ১৭ বছরের অফ স্পিনার রোমালিয়া। অভিষেক ম্যাচে ৩.২ ওভার বল করেছেন ইন্দোনেশিয়ার অফ স্পিনার। তাঁর বলে একটি রানও নিতে পারেননি মঙ্গোলিয়ার ব্যাটারেরা। প্রথম বলেই উইকেট পেয়েছেন তিনি। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল রোমালিয়ার বলে আউট হওয়া সাত ব্যাটারই সাজঘরে ফিরেছেন কোনও রান না করে। এমন নজির পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও নেই। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ম্যাচে সেরা বোলিংয়ের নজির রয়েছে মালয়েশিয়ার সিয়াজরুল ইজাত ইদরুসের দখলে। গত বছর তিনি চিনের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন ৮ রান খরচ করে

    ১৭ বছর বয়সী এই অফ স্পিনারের আগে মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগার ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিকের নামে। তিনি ২০২১ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ জোন কোয়ালিফায়ারে ফ্রান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়েছিলেন। ৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন ফ্রেডেরিক। সেই নজির ছাপিয়ে গেলেন রোমালিয়া। তাঁর এই বোলিংয়ে ভর করে বালিতে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়া সহজেই জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে ইন্দোনেশিয়া ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে। তিনিই ম্যাচের সর্বোচ্চ স্কোরার হন। জবাবে মঙ্গোলিয়া ১৬.২ ওভারে মাত্র ২৪ রানে অলআউট হয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ISL 2023-24: যুবভারতীতে সমর্থকদের পাশে নিয়ে ওড়িশাকে উড়িয়ে দিতে বদ্ধ পরিকর মোহনবাগান

    ISL 2023-24: যুবভারতীতে সমর্থকদের পাশে নিয়ে ওড়িশাকে উড়িয়ে দিতে বদ্ধ পরিকর মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াই। ওড়িশার (ISL 2023-24) কাছে প্রথম পর্বে ১-২ গোলে হেরেছে মোহনবাগান। সরাসরি ফাইনালে উঠতে হলে যুবভারতীতে আগামী রবিবার অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হবে শুভাশিসদের। তবে এক গোলের ব্যবধানে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় ও টাইব্রেকারে। কিন্তু সরাসরি ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চায় সবুজ-মেরুন। তার জন্য মোহনবাগান ফুটবলারদের ভরসা যুবভারতীর শব্দব্রহ্ম। অধিনায়ক শুভাশিস বসু বলছিলেন, ‘‘আমরা ঘুরে দাঁড়াবোই। কলকাতায় নিজেদের দর্শকদের সামনে জিতে আইএসএলের ফাইনালে উঠব।’’ জনির কথায়, ‘‘সমর্থকরাই আমাদের অনুপ্রেরণা। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে যেমন যুবভারতীর গ্যালারি ভর্তি ছিল, একই ছবি দেখতে চাই ওড়িশা-দ্বৈরথেও।’’ 

    হাবাসের পরিকল্পনা

    চলতি মরশুমে তিনটে খেতাব জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান। তার জন্য রবিবার মোহন শিবিরের কাছে মরণ বাঁচন ম্যাচ। ওড়িশা-গাঁট টপকাতেই হবে। আন্তোনিয়ো লোপেস হাবাস থেকে জনি কাউকো— সকলেই আত্মবিশ্বাসী নির্ধারিত ৯০ মিনিটেই ওড়িশাকে হারিয়ে ফাইনালে ওঠার ব্যাপারে। হাবাস বললেন, ‘‘একটা গোল করলেই ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আমাদের লক্ষ্য ৯০ মিনিটের মধ্যে দু’গোল করে সরাসরি ফাইনালে যাওয়ার। তবে অতিরিক্ত সময়ে খেলার জন্যও মানসিক ভাবে প্রস্তুত হয়ে নামতে হবে।’’ তবে রক্ষণ নিয়ে বিরক্ত হাবাস বলেন, ‘‘রক্ষণে অনেক ভুল হয়েছে। ফুটবলারদের মধ্যে দূরত্ব প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। এই কারণেই দ্বিতীয় গোল হজম করতে হয়েছিল। কৃষ্ণের সঙ্গে হেক্তর যখন বল দখলের লড়াই করছিল, তখন ওর প্রয়োজন ছিল এক জন সেন্ট্রাল মিডফিল্ডারের সহায়তা। কিন্তু ওর ২৫ গজের মধ্যে কেউ ছিল না।’’ 

    ফিরছেন হামিল

    বৃহস্পতিবার থেকে যুবভারতীতে (ISL 2023-24) ফিরতি দ্বৈরথের প্রস্তুতি শুরু করেছেন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। ওড়িশা ম্যাচে প্রথম একাদশে খেলা ফুটবলার-রা হাল্কা অনুশীলন করেই উঠে যান। বাকিদের নিয়ে ঘণ্টা দেড়েক প্রস্তুতি সারলেন তিনি। নির্বাসন কাটিয়ে ব্রেন্ডন হামিল ফিরছেন। তাঁকে অনুশীলন ম্যাচে জেসন কামিংসদের বিরুদ্ধে খেলিয়ে দেখে নিলেন সবুজ-মেরুনের কোচ। 

    রয় কৃষ্ণকে আটকানোর ছক

    যুবভারতীতে রয় কৃষ্ণকে আর গোল করতে না দেওয়াই লক্ষ্য মোহনবাগানের। কলিঙ্গ স্টেডিয়ামে গত ম্যাচে ৩৯ মিনিটে হেক্টর ইউতসের ভুলেই গোল করে ওড়িশা এফসি-র জয় নিশ্চিত করেছিলেন মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ। ওড়িশার কাছে ১-২ গোলে হারের জন্য স্পেনীয় ডিফেন্ডার ইউতসেকেই কাঠগড়ায় তুলছেন সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু এবার অন্য ছক কষছেন হেক্টর। লা লিগায় লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমা-দের বিরুদ্ধে খেলা সবুজ-মেরুন তারকার হুঙ্কার, ‘‘যুবভারতীতে কৃষ্ণ আর গোল করতে পারবে না।’’ নিজের ভুল শুধরে নেওয়ার চ্যালেঞ্জ তাঁর গলায়। সবুজ-মেরুন তারকা দিমিত্রি পেত্রাতোসের মুখেও একই সুর। তিনি বলেন, ‘‘যুবভারতীতে ম্যাচে আমরাই এগিয়ে থাকব। রবিবার আমাদের অন্যরূপ দেখবেন।’’

    টিকিটের চাহিদা

    তৃতীয়বার ভারত সেরা হওয়ার লড়াই মোহনবাগানের সামনে। একটা ম্যাচের ফল দেখে এখনই হতাশ হতে নারাজ সমর্থকেরা। তাই দল পিছিয়ে থাকলেও রবিবার যুবভারতীতে টিকিটের চাহিদা কমেনি। টিকিটের জোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন মোহনবাগান কর্তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: স্টার্ককে নিয়ে জল্পনা, কেকেআর-এর চিন্তা বোলিং! বীর-জারার সাক্ষাতের অপেক্ষায় ইডেন

    IPL 2024: স্টার্ককে নিয়ে জল্পনা, কেকেআর-এর চিন্তা বোলিং! বীর-জারার সাক্ষাতের অপেক্ষায় ইডেন

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। সন্ধ্যা ৭টার পরেও বইছে গরম হাওয়া। এরই মধ্যে আইপিএলে শুক্রবার মুখোমুখি শাহরুখ খানের কেকেআর ও প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত উন্মাদনা নেই ক্রিকেট পাগল কলকাতার। গরমে নাজেহাল শহরবাসী। তবে তারই মধ্যে ইডেন চত্বরে ইতিউতি কান পাতলে শোনা যাবে শুক্রবার শহরে আসবেন তো কিং খান? প্রীতি পাঞ্জাবের প্রায় সব ম্যাচেই মাঠে থাকেন। ইডেনে ম্যাচ হলে শাহরুখও আসেন কিন্তু গত রবিবার বেঙ্গালুরুর ম্যাচে এই দাবদাহে মাঠমুখো হননি বাদশা। শুক্রবার আসবেন তো? আসলে কেকেআর পাঞ্জাব ম্যাচের থেকেও ইডেনের অপেক্ষা বীর-জারাকে দেখার।

    ভাল জায়গায় নাইটরা

    ইডেনে পাঞ্জাবের বিপক্ষে খেলতে নামার আগে  ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে কালকের ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঞ্জাবের কাছে। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বা রেকর্ড কোনওটাই প্রীতির অনুকূলে নয়। বীর-ই সেখানে বাজিগর। 

    পারস্পরিক দ্বৈরথ

    আইপিএলে পারস্পরিক দ্বৈরথে শাহরুখ খানের কেকেআর প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের চেয়ে এগিয়ে রয়েছে। ৩২টির মধ্যে কেকেআরের জয় ২১টিতে, পাঞ্জাব জিতেছে ১১টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে কেকেআর এগিয়ে ৩-২ ব্যবধানে। ইডেনে দুই দলের শেষ ৮টি দ্বৈরথের সাতটিতেই শেষ হাসি হেসেছে কেকেআর।

    বোলিং চিন্তা

    পাঞ্জাব ম্যাচের আগে গৌতম গম্ভীরের একটাই চিন্তা নাইটদের বোলিং পারফরম্যান্স। এই প্রসঙ্গে ম্যাচের আগের দিন রমনদীপ সিং বলেন, ‘আমাদের প্রত্যেকের কাজ কী এবং ভূমিকা ঠিক কী, তা বুঝিয়ে দেওয়া হয়েছে। দল আমাকে যেভাবেই ব্যবহার করুক, নিজের সেরাটা সবসময় দিতে চাই। গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ার মূলত ঠিক করেন স্ট্র্যাটেজি কী হতে পারে। গৌতম গম্ভীর দলের সকলকে একসূত্রে বেঁধে রেখেছেন। তাঁর জন্যই টিম আজ এই জায়গায়। আমাদের সবাইকে মানসিক ভাবে উজ্জীবিত করেন তিনি। তবে বোলিং নিয়ে একটু ভাবছি আমরা।’

    স্টার্ক-কে নিয়ে জল্পনা

    পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে মিচেল স্টার্ককে নিয়ে বাড়ছে জল্পনা। আরসিবি ম্যাচের শেষ ওভারে দলকে প্রায় ডুবিয়ে দিচ্ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। প্রতি ম্যাচেই একাধিক রান দিচ্ছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩ উইকেট ছাড়া তেমন সাফল্য নেই। অন্য একটি ম্যাচে দু”উইকেট নিলেও প্রচুর রান দেন। ফর্মের পাশাপাশি স্টার্কের চোট নিয়েও। বেঙ্গালুরুর বিরুদ্ধে জেতার পরের দিন বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। বুধবার থেকে পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু অনুশীলনে বল করতে দেখা যায়নি স্টার্ককে। বাঁ হাতের আঙুলে চোট আছে অজি পেসারের। তাই ম্যাচের আগে কোনও ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় স্টার্ককে। তাঁর বিকল্প তৈরি রাখতে চাইছে নাইট ম্যানেজমেন্ট। পাঞ্জাবের বিরুদ্ধে দুষ্মন্ত চামিরাকে প্রথম একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। নেটে দীর্ঘক্ষণ বল করেছেন চামিরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India Women Cricket Team: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে ভারতের মহিলা দল

    India Women Cricket Team: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে ভারতের মহিলা দল

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল জ্বরে কাঁপছে ভারত (India Women Cricket Team)। আইপিএল শেষ হলেই সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারও প্রস্তুতি সারছেন রোহিত-বিরাটরা। এরই মাঝে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ পৌঁছল ভারতের মহিলা ক্রিকেট দল। কোনওভাবেই পচা শামুকে পা কাটতে রাজি নয় হরমনপ্রীতরা। সেই করণেই পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে প্রতিদেশী দেশে পা রেখেছে ভারত।

    সফরের গুরুত্ব

    চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশেই বসবে মহিলা (India Women Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তারই প্রস্তুতি হিসেবে এই সফরকে দেখছে ভারত। এই সফরে বাংলাদেশের বিরুদ্ধেই পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে হরমনপ্রীত, তিতাস সাধুরা। প্রথম ম্যাচ আগামী রবিবার, ২৮ এপ্রিল। এই মুহূর্তে খুব একটা ভাল জায়গায় নেই বাংলাদেশ মহিলা দল। ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে শেষ ৮টি আন্তর্জাতিক ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি হোম সিরিজে পরাজিত হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর ২টি ওয়ান ডে ম্যাচে পরাজিত হন নিগার সুলতানারা। তাই ভারতের বিরুদ্ধে ভাল ক্রিকেট উপহার দিতে চায় বাংলাদেশ।

    ৫ ম্যাচের টি-২০ সিরিজের সূচি

    প্রথম টি-২০: ২৮ এপ্রিল, রবিবার (সিলেট, সন্ধ্যা ৬টা)
    দ্বিতীয় টি-২০: ৩০ এপ্রিল, মঙ্গলবার (সিলেট, সন্ধ্যা ৬টা)
    তৃতীয় টি-২০: ২ মে, বৃহস্পতিবার (সিলেট, ১টা ৩০)
    চতুর্থ টি-২০: ৬ মে, সোমবার (সিলেট, ১টা ৩০)
    পঞ্চম টি-২০: ৯ মে, বৃহস্পতিবার (সিলেট, সন্ধ্যা ৬টা)

    ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, দয়ালান হেমলতা, সজীবন সজনা, রিচা ঘোষ (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমনজ্যোৎ কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, শোভনা আশা, রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: কেকেআর-এর খেলা দেখে রাতে বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন দিল পূর্ব রেল

    IPL 2024: কেকেআর-এর খেলা দেখে রাতে বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন দিল পূর্ব রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) সাড়া জাগিয়ে শুরু করেছে কেকেআর। সামনেই ইডেনে তিনটে ঘরের ম্যাচ খেলবে নাইটরা। ইডেনে কলকাতার ম্যাচ মানেই অন্য উন্মাদনা। খেলা পাগল বাঙালি ভিড় করে ময়দানে। তবে ইডেনে রাতে ম্যাচ হলে একটাই চিন্তা থাকে বাড়ি ফেরা। অত রাতে বাস বা গাড়ি খুব কম মেলে। তবে এর আগে রাতে কলকাতার খেলা হলে বিশেষ মেট্রো পরিষেবার কথা জানানো হয়েছিল। এবার বাড়ি ফেরা নিয়ে চিন্তা দূর করতে এগিয়ে এলো পূর্ব রেল (Eastern Railway) ।

    বিশেষ ট্রেন

    পূর্ব রেলের মুখ্য (Eastern Railway) জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আজ জানিয়েছেন, কেকেআরের আসন্ন তিনটি ম্যাচ মাঠে গিয়ে দেখার ক্ষেত্রে আর বাড়ি ফেরার চিন্তা করতে হবে না। ওই ৩ দিনই বিশেষ ইএমইউ ট্রেন পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। ওই দিনগুলিতে রাত ১১টা ৫০ মিনিটে একটি ১২ কোচের ইএমইউ ট্রেন প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদী বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি , মধ্যমগ্রাম হয়ে বারাসত পৌঁছবে। এ ছাড়া ওই দিনগুলিতেই অপর একটি ১২ কোচের ট্রেন মধ্যরাতে ১২ টা ০২ মিনিটে বিবাদী বাগ থেকে ছেড়ে বারুইপুর পৌছবে রাত ১টা ৩২ মিনিটে। ট্রেনটি বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে। যেহেতু ইডেনের কাছে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন, সেই কারণে সেখান থেকে ট্রেন ধরতে সুবিধা হবে দর্শকদের। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সমর্থকদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

    ঘরের মাঠে দুরন্ত কেকেআর

    কলকাতা নাইট রাইডার্স ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় (IPL 2024)  এখন দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস (৭ ম্যাচে ১৪ পয়েন্ট)। ফলে পরের দুটি হোম ম্যাচ জিতলেই প্লে-অফের দিকে এক পা বাড়াবে শ্রেয়স আইয়ারের দল। নাইটদের নেট রান রেট ১.২০৬। ২৬ এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের।  কলকাতা-পাঞ্জাব লড়াইয়ে বারবার অন্য মাত্রা যোগ করে মাঠে বীর-জারা শাহরুখ খান ও প্রীতি জিন্টার উপস্থিতি। ২৯ এপ্রিল অর্থাৎ আগামী সোমবার নাইটদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ১১ মে মুম্ব ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলবে কেকেআর। পাঞ্জাব ও দিল্লি ম্যাচ খেলে কেকেআর যাবে মুম্বই। অ্যাওয়ে ম্যাচে নামার আগে আগামী দুটি ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া নাইটরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL 2023-24: ব্যর্থ রক্ষণ, ক্ষুব্ধ কোচ হাবাস! সেমিফাইনালের ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর বার্তা মোহনবাগানের

    ISL 2023-24: ব্যর্থ রক্ষণ, ক্ষুব্ধ কোচ হাবাস! সেমিফাইনালের ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর বার্তা মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: ডুরান্ড কাপ, লিগ শিল্ড জয়ের পর মোহনবাগানের পাখির চোখ আইএসএল (ISL 2023-24) খেতাব ধরে রাখা। সেই লড়াই ধাক্কা খেয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ওড়িশার কাছে ২-১ গোলে হার মানতে হয়েছে সবুজ মেরুন শিবিরকে। কিন্তু এখনই আশাহত হতে নারাজ মোহন কোচ হাবাস। ফিরতি লেগে ঘরের মাঠে সমর্থকদের মন ভরানোর অপেক্ষায় মোহনবাগান। মঙ্গলবার ম্যাচ শেষে অবশ্য দলের ছেলেদের আত্মতুষ্টির কথাও বললেন হেড মাস্টার হাবাস।

    আত্মতুষ্টির ফল

    কোচ হাবাস বলেন, ‘‘ওড়িশার ম্যাচে একাধিক ফুটবলারের ব্যক্তিগত ভুলের জন্যই আমাদের হারতে হল। আমি কাউকে কাঠগড়ায় তুলতে চাই না। দলগত ভাবে ভুল করলে কঠিন হয়ে পড়ে লড়াই। আমাদের রক্ষণে অনেক ভুল হয়েছে। বোঝাপড়া ছিল না। ফুটবলারদের মধ্যে দূরত্ব প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। এই কারণেই দ্বিতীয় গোলটা খেতে হয়। ওই সময়ে হেক্তরের প্রয়োজন ছিল এক জন সেন্ট্রাল মিডফিল্ডারের সাহায্য। কিন্তু ওর ২৫ মিটারের মধ্যে কেউ ছিল না।’’দলের আত্মতুষ্টি নিয়েও সরব হন হেডস্যার। তাঁর কথায়, ‘‘লিগ-শিল্ড জয়ের পরে সম্ভবত আমাদের শিবিরে একটু গা ছাড়া মনোভাব এসে গিয়েছিল। এটা অবশ্য খুবই স্বাভাবিক একটা ঘটনা। ফুটবলে এ রকম ঘটেই থাকে। প্রথমে গোল করে এগিয়ে গিয়েও ম্যাচে নিজেদের ধরে রাখতে পারিনি আমরা। ’’

    আরও পড়ুন: ওড়িশার কাছে ২-১ ব্যবধানে হার! আইএসএল ফাইনালে যেতে কী করতে হবে মোহনবাগানকে?

    ঘুরে দাঁড়াবে দল

    ভুবনেশ্বরে ২-১ গোলে জিতে ফাইনালে (ISL 2023-24) ওঠার দৌড়ে কিছুটা এগিয়ে গিয়েছে ওড়িশ। মোহনবাগানকে ফাইনালে উঠতে হলে আগামী ২৮ এপ্রিল, রবিবার যুবভারতীতে সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ওড়িশার বিরুদ্ধে জিততেই হবে। দু’গোলের ব্যবধানে জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে লিগ-শিল্ড জয়ীরা। ১-০ গোলে জিতলেও ফাইনালে ওঠার সম্ভাবনা আশা বেঁচে থাকবে মোহনবাগানের। কারণ, সে ক্ষেত্রে সেমিফাইনালের দুই পর্ব মিলিয়ে ফল ২-২ হবে। তখন অতিরিক্ত সময় খেলা হবে। তাতেও ফয়সালা না হলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে। হাবাস বলছেন, ‘‘আমি বিশ্বাস করি, কলকাতায় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমাদের আছে।’’ একই সুর শোনা গিয়েছে অধিনায়কের গলাতেও। ম্যাচ শেষে কলিঙ্গ স্টেডিয়াম ছাড়ার সময় শুভাশিস বলেন, ‘‘রবিবারের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো। কলকাতায় সকল দর্শকদের সামনে দাপটের সাথে খেলে আইএসএলের ফাইনালে পৌঁছাব। প্রথমদিকে আমরা এগিয়ে ছিলাম। তবে গোল হজম করার পর সমস্ত কিছু বদলাতে শুরু করেছিল। আমরা জেতার মতোই খেলেছিলাম। কয়েকদিন আগে মুম্বইকে হারিয়ে আমরা যেভাবে শিল্ড জিতেছি, ঠিক তেমনভাবেই সমস্ত ফ্যানসদের সামনে ওডিশা দলকে হারিয়ে আমরা ফাইনাল নিশ্চিত করব।’’  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL 2024: ওড়িশার কাছে ২-১ ব্যবধানে হার! আইএসএল ফাইনালে যেতে কী করতে হবে মোহনবাগানকে?

    ISL 2024: ওড়িশার কাছে ২-১ ব্যবধানে হার! আইএসএল ফাইনালে যেতে কী করতে হবে মোহনবাগানকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নের জগত থেকে বাস্তবের মাটিতে ফিরে এল মোহনবাগান। কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস চেয়েছিলেন, ভারতীয় ফুটবলে সবুজ-মেরুন শিবিরের দাপট অক্ষুণ্ণ রাখতে। কিন্তু আইএসএল (ISL 2024) নক আউট পর্যায়ে ওড়িশা এফসি-র কাছে প্রথম পর্বের সেমিফাইনালে ১-২ ব্যবধানে হেরে গেল মোহনবাগান। ঘরের মাঠে খেলার সুবিধা সম্পূর্ণ কাজে লাগাল ওড়িশা। এদিন ওড়িশার হয়ে দুটি গোল করেন কার্লোস ডেলগার্ডো ও রয় কৃষ্ণ।

    ম্যাচে দাপট ওড়িশার

    আইএসএলের (ISL 2024) লিগ পর্বে এই ওড়িশাকে হারাতে পারেনি সবুজ-মেরুন শিবির। এএফসি কাপে এই ওড়িশার বিরুদ্ধেই গোলের মালা পরতে হয়েছে। এদিন কিন্তু আড়াই মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল মোহনবাগান। আড়াই মিনিটের মাথায় দিমিত্রির তোলা কর্নার কিক থেকে দুর্দান্ত হেডার মনবীরের। ওড়িশার জালে জড়িয়ে গেল বল। এক মুহূর্তে সবুজ-মেরুন সমর্থকরা ভেবেছিলেন এবার হয়তো ওড়িশার গাঁট কাটাতে পারবেন শুভাশিসরা। কিন্তু সময় গড়াতেই ম্যাচ থেকে ক্রমশ যেন হারিয়ে যেতে থাকে সবুজ মেরুন শিবির। ধাক্কাটা এল ম্যাচের ১১ মিনিটেই। ঠিক যেভাবে মোহনবাগান গোল করেছিল, অনেকটা সেভাবেই গোল করে সমতা ফেরালেন কার্লেস ডেলগার্ডো। সমতা ফেরানোর পর ওড়িশাই যেন ধীরে ধীরে প্রাধান্য বাড়ানো শুরু করে ম্যাচে। ফল মেলে ম্যাচের ৩৯ মিনিটে। এবার মোহনবাগানের একসময়ের ঘরের ছেলে রয় কৃষ্ণই যেন ভিলেন হয়ে উঠলেন সবুজ-মেরুন সমর্থকদের জন্য। কার্যত একাই হেক্টরকে কাটিয়ে সবুজ-মেরুনের জালে বল জড়িয়ে দিলেন কৃষ্ণ। 

    দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক হয়ে যায় ওড়িশা। মূলত প্রতিআক্রমণমূলক ফুটবল খেলতে শুরু করেন লোবেরার ছেলেরা। গোলের সুযোগ তৈরি করলেও সাফল্য পায়নি কোনও দলই। ৬৭ মিনিটে মাথা গরম করে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহন স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে। ১০ জনের মোহনবাগান আরও চাপে পড়ে যায়। আবার ৭৪ মিনিটে ডেলগার্ডো বক্সের মধ্যে হাতে বল লাগালে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দু’দলই ১০ জনে হয়ে যায়। তাতেও বিশেষ সুবিধা করতে পারেননি মোহনবাগান।

    ফাইনালে যেতে কী করতে হবে

    ২৮ এপ্রিল প্রথম সেমিফাইনালের ফিরতি লেগে যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ওড়িশা। আইএসএল-এর (ISL 2024) নিয়ম অনুযায়ী দু’টি লেগের পরে যে দলের গোল সংখ্যা বেশি থাকবে তারা জিতবে। গোল সংখ্যা সমান থাকলে হবে টাইব্রেকার। সেদিন ওড়িশাকে এক গোলের বেশি ব্যবধানে হারাতে পারলেই মোহনবাগান ফাইনাল খেলার যোগ্যতা পাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কারা, বৈঠকে নির্বাচকরা, কী ভাবছেন রোহিত-দ্রাবিড়?

    T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কারা, বৈঠকে নির্বাচকরা, কী ভাবছেন রোহিত-দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দল ঘোষণার আগে বৈঠকে বসতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিসিসিআই নির্বাচক প্রধান অজিত আগরকর। দেশে এখন আইপিএল জ্বর। তার মধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে বিসিসিআইকে। উল্লেখ্য, আইসিসি-র নিয়ম অনুসারে, আগামী ১ মে-এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে।

    কবে হতে পারে বৈঠক

    আগামী ২৭ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোহিত শর্মা, অজিত আগরকর এবং নির্বাচনী কমিটির (T20 World Cup) বাকি সদস্যদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হবে। এই বৈঠকের পরই বিশ্বকাপের জন্য ১৫ জন সদস্যের নাম ঘোষণা করা হবে। ওই সময় রোহিত শর্মাও দিল্লিতে উপস্থিত থাকবে। আগামী শনিবার, ২৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে। এই ম্যাচটি দিল্লিতে হবে।

    আরও পড়ুন: কর্নাটকে লাভ জিহাদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে নাড্ডা

    দলে কারা কারা

    আগামী ৫ জুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপে ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপরই আস্থা রাখছেন নির্বাচকরা। সমর্থকদেরও প্রথম পছন্দ রোহিত-কোহলি জুটি। দুজনেই চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন। পেস আক্রমণে মহম্মদ শামির না থাকাটা ভারতীয় দলের কাছে ধাক্কা। তবে ক্যারিবিয়ান পিচে যশপ্রীত বুমরাহ ছাড়া ভারতের পেস বিভাগ এখনও অনিশ্চিত। সিরাজের সঙ্গে অর্শদীপ সিং প্রথম পছন্দ। চলতি আইপিএলে গতির ভেলকি দেখানো মায়াঙ্ক যাদবেরও দলে ঢোকার সম্ভাবনা রয়েছে। স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা,  কুলদীপ যাদবের সঙ্গে যুজবেন্দ্র চাহাল দলে যোগ দেবে কি না তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। চলতি আইপিএল টুর্নামেন্টে পারফরম্যান্সের নিরিখে হার্দিক পান্ডিয়া বা ঈশান কিষাণ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবে কি না তা নির্ভর করবে। উইকেটরক্ষক হিসেবে দলে কে থাকছেন, সেটি ঠিক করতেও ভারতকে সমস্যায় পড়তে হচ্ছে। ‘বুড়ো’ বয়সেও কব্জির জোর দেখাচ্ছেন দীনেশ কার্তিক, তার সঙ্গে লড়াইয়ে আছেন ঋষভ পান্ত, লোকেশ রাহুল, ইষাণ কিষান ও সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটাররা। ভাল পারফরম্যান্স করছেন ধ্রুব জুরেলও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share