Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ICC World Cup 2023: মহাষ্টমীতে ‘বিরাট’ দাপট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জয় ভারতের

    ICC World Cup 2023: মহাষ্টমীতে ‘বিরাট’ দাপট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাষ্টমীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেল ভারতীয় ক্রিকেট দল (ICC World Cup 2023)। হাড্ডাহাড্ডি এই ম্যাচে জেতার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছাল বিরাট কোহলি-রোহিত শর্মারা।চলতি বিশ্বকাপে এনিয়ে পরপর পাঁচটি ম্যাচ জিতল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিনের ম্যাচ জেতার ফলে সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র কার্যত নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের এমন দূর্দান্ত পারফরম্যান্সে ১২ বছর পরে আবার বিশ্বকাপ জয়ের (ICC World Cup 2023) স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয়রা। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করেন বিরাট কোহলি। তাঁর হাত ধরেই নিউজিল্যান্ডকে দুরমুশ করল ভারতীয় দল।

    প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ২৭৩ রান

    প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৭৩ রান তোলে। ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান ড্যারেল মিচেল। অন্যদিকে ৭৫ রানের ইনিংস খেলে তাঁকে যোগ্য সঙ্গত দেন রাচীন রবীন্দ্র। এই দুই ক্রিকেটারের ১৫০ রানের পার্টনারশিপে অনেকটাই এগিয়ে যায় নিউজিল্যান্ড। পরবর্তীকালে শেষ ১০ ওভারে নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট (ICC World Cup 2023) তুলে নেন মোহাম্মদ শামি। প্রসঙ্গত এটাই বিশ্বকাপে তাঁর প্রথম ম্যাচ ছিল। অন্যদিকে কুলদীপ যাদব দুটি উইকেট পান।

    ৪ উইকেটে জয় ভারতের

    ধর্মশালার মাঠে ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে বেশ আক্রমণাত্মক খেলা শুরু করে ভারতীয় দল (ICC World Cup 2023)। অধিনায়ক রোহিত শর্মা ৪০ বলে ৪৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এর পর অবশ্য ভারতীয় দলের রানের গতি বেশ খানিকটা কমতে শুরু করে। ভারতের টপ অর্ডারে  ব্যাটসম্যানরা এদিন হতাশই করেন। শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের মতো খেলোয়াড়রা পরপর আউট হতে থাকেন। চাপ বাড়তে থাকে ভারতীয় দলের ওপর। এমন সময় শক্ত হাতে খেলার রাশ ধরেন বিরাট কোহলি। নিজের মেজাজেই তিনি ইনিংসকে সাজাতে থাকেন। আটটি চার এবং দুটি ছক্কা সহযোগে ৯৫ রানের ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে বিরাটের সেঞ্চুরি ৪৮টি। আজকে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। ৪৮ ওভারেই হাতে ৪ উইকেট বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত (ICC World Cup 2023)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক! অপরাজেয় কিউইদের হারাতে বদ্ধপরিকর ভারত

    ICC World Cup 2023: নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক! অপরাজেয় কিউইদের হারাতে বদ্ধপরিকর ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই দলই অপরাজেয়। প্রথম চারটি ম্যাচে প্রতিপক্ষকে ঘায়েল করেছে ভারত ও নিউজিল্যান্ড। অষ্টমীতে পাঁচে পাঁচ করার লক্ষ্য নিয়েই পুনেতে নামবে দুই দল। ভারতের কাছে বড় ধাক্কা বিশ্বকাপে নিউজিল্যান্ডের ম্যাচ থেকে ছিটকে গেলেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি দলের সঙ্গে ধরমশালায় যাচ্ছেন না। ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে। 

    কেমন আছেন হার্দিক

    শুক্রবার বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করার সময় বাঁ-গোড়ালিতে চোট লাগে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। অল-রাউন্ডারকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’  

    ভারতীয় বোর্ডের তরফে আরও বলা হয়েছে, ‘লাগাতার বিসিসিআই মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন (হার্দিক)। (সেই পরিস্থিতিতে) ২০ অক্টোবর (শুক্রবার) দলের সঙ্গে ধরমশালার বিমানে উঠবেন না হার্দিক। উনি সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে ভারত (২৯ অক্টোবর ম্যাচ আছে)।’

    হার্দিকের পরিবর্তে কে

    সেই পরিস্থিতিতে ধরমশালায় হার্দিকের পরিবর্তে ভারতীয় দলে কে ঢুকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। হার্দিক দলে না থাকায় রোহিত শর্মাকে বাড়তি ব্যাটার বা বাড়তি বোলার খেলাতে হবে। ধরমশালায় ম্যাচ হওয়ায় মহম্মদ শামি দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাদ যেতে পারেন শার্দুল ঠাকুর। সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনও ঢুকতে পারেন। আর ট্রেন্ট বোল্টদের বিরুদ্ধে বাড়তি ব্যাটার চাইলে দলে ঢুকবেন সূর্যকুমার যাদব। কিন্তু সেক্ষেত্রে ৫০ ওভার করার জন্য মাত্র পাঁচজন থাকবেন। শার্দুল ফর্মে না থাকায় সেটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে রোহিতদের কাছে। এমনিতে এবার বিশ্বকাপের জন্য ভারত-নিউজিল্যান্ড ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুই দলই চারটি করে ম্যাচ খেলেছে। ১০০ শতাংশ রেকর্ড বজায় রেখেছে। অষ্টমীতে যে দল ম্যাচ জিতবে, সেই দল সেমিফাইনালের দিকে এককদম এগিয়ে যাবে। 

    আরও পড়ুন: বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের! জানেন কেন সোনালি ব্যাজ পরলেন গিল?

    শীর্ষ স্থানের লক্ষ্যে ভারত

    বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ জিতেও লিগ টেবিলের শীর্ষে ওঠা হয়নি ভারতের। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে বিরুদ্ধে টানা চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে টিম ইন্ডিয়া। পয়েন্টের নিরিখে নিউজিল্যান্ডকে ছুঁয়ে ফেললেও নেট রান-রেটে পিছিয়ে থাকতে হয় রোহিত শর্মাদের। ভারতের নেট রান-রেট +১.৬৫৯। ভারত আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই থেকে যায়। আপাতত লিগ টেবিলে শীর্ষস্থান নিজেদের দখলেই রাখে নিউজিল্যান্ড। তারাও চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে জয় তুলে নিয়েছে। ৪ ম্যাচে নিউজিল্যান্ডের সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। তাদের নেট রান-রেট +১.৯২৩। ধরমশালায় কিউইদের হারাতে পারলে তবেই লিগ টেবিলে শীর্ষস্থানে উঠবে রোহিত-ব্রিগেড।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • IND VS AUS: রবিবার অজিদের মুখোমুখি ভারত, ডেঙ্গিতে কাবু শুভমন, চেন্নাইতে বৃষ্টির আশঙ্কা

    IND VS AUS: রবিবার অজিদের মুখোমুখি ভারত, ডেঙ্গিতে কাবু শুভমন, চেন্নাইতে বৃষ্টির আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। চলতি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে রবিবার অস্ট্রেলিয়ার (IND VS AUS) মুখোমুখি হবে ভারতীয় দল। ১২ বছর পরে বিশ্বকাপের আসর বসেছে দেশের মাটিতে। শেষবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে। সেবার কাপ ওঠে মহেন্দ্র সিং ধোনির হাতেই। ভারতীয় সময় দুপুর দুটো নাগাদ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি দেখা যাবে চেন্নাইয়ের এম.এ চিদম্বরম স্টেডিয়ামে। ভারত বনাম অস্ট্রেলিয়া (IND VS AUS) ম্যাচকে ঘিরে ক্রীড়া প্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা রয়েছে।

    ডেঙ্গিতে কাবু দলের সুপারস্টার শুভমন গিল

    অস্ট্রেলিয়ার (IND VS AUS) বিরুদ্ধে বড় ম্যাচের আগেই ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল। তবে এখনও তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়নি। শুক্রবারে তাঁর রক্তে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর শরীর দুর্বল রয়েছে। এমতো অবস্থায় গোটা ম্যাচের ধকল নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে কিনা সেটাই এখন ভাবাচ্ছে রাহুল দ্রাবিড়দের!

    চেন্নাইতে বৃষ্টির আশঙ্কা

    শনিবার সন্ধ্যাতেও চেন্নাইতে বৃষ্টিপাত হয়েছে, যা নিয়ে আশঙ্কায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা! ভারত-অস্ট্রেলিয়া (IND VS AUS) ম্যাচ কি ভেস্তে যাবে বৃষ্টির কারণে? তবে এক্ষেত্রে আবহাওয়া দফতর বলছে যে চেন্নাইতে ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭০ শতাংশ। যদিও বা বৃষ্টিপাত হয় তবে তা হবে বিকাল ও সন্ধ্যার দিকে হবে। এমনিতে শনিবার সন্ধ্যায় বৃষ্টির কারণে গোটা মাঠ কভারে ঢাকা রয়েছে। এর ফলে অনুশীলন বিঘ্নিত হয়েছে দু’দলেরই। মাঠ কর্মীদের বারবার জল বের করার চেষ্টা করতেও দেখা গিয়েছে। প্রস্তুতি ম্যাচেও বৃষ্টির কারণে ভেস্তে যায় ভারতের দুটি ম্যাচ। কোনওরকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই রোহিত শর্মারা এবার খেলতে নামছেন অজিদের বিরুদ্ধে। প্রকৃতির উপর কারও হাত নেই। এখন দেখার রবিবারের ম্যাচেও বৃষ্টি প্রভাব ফেলতে পারে কিনা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: সুনীলের পেনাল্টি নিয়ে বিতর্ক! বেঙ্গালুরুর কাছে হারলেও দলের খেলায় খুশি ইস্টবেঙ্গল কোচ

    ISL 2023-24: সুনীলের পেনাল্টি নিয়ে বিতর্ক! বেঙ্গালুরুর কাছে হারলেও দলের খেলায় খুশি ইস্টবেঙ্গল কোচ

    মাধ্যম নিউজ ডেস্ক: সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ১-২ গোলে হার ইস্টবেঙ্গলের। তবে জোর করে পেনাল্টি পাইয়ে দেওয়া হল বেঙ্গালুরুকে। সেই গোলেই সমতা ফেরান সুনীল, এমনই দাবি ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রতের। বুধবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এক গোলে এগিয়ে গিয়েও, তিন পয়েন্ট হাতছাড়া করেছে লাল হলুদ। নওরেম মহেশের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এর চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে সমতা ফেরান সুনীল ছেত্রী। যে পেনাল্টি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জাভি হার্নান্ডেজের বিশ্বমানের গোল ম্যাচে পার্থক্য গড়ে দেয়। 

    কী বললেন কুয়াদ্রত

    ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কুয়াদ্রত বলেন, ”আমার ভাল লাগছে যে, আমরা আজ সব দিক থেকেই আধিপত্য বিস্তার করেছি। বেঙ্গালুরু যেখানে চারটে শট মেরেছে, সেখানে আমরা ১২টা শট মেরেছি। এর মধ্যে দুটো শট আমরা লক্ষ্যে রাখতে পেরেছি। এই সংখ্যাটা আমাদের বাড়াতে হবে। তবে আমার দলের ছেলেদের কোনও দোষ দেব না। তাদের চাপে ফেলতেও চাই না আমি। সমর্থকদের এবং আমাদেরও সবাইকে বুঝতে হবে, ফুটবল এ রকমই। বক্সের মধ্যে কে কী রকম খেলছে, তার ওপর নির্ভর করে সব কিছু। ওরা দুটো শট গোলে রেখেছে, দুটো থেকেই গোল পেয়েছে। আমরা কিন্তু অনেক সুযোগ হাতছাড়া করেছি। সুনীল আজ খুবই স্মার্টগেম খেলেছে। পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও সন্দেহ রয়েছে আমার। আমাদেরও এই ম্যাচে ও গত ম্যাচে নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। এই দুটো পেনাল্টি পেলে হয়তো আমরা অন্য জায়গায় থাকতাম।” 

    লাল-হলুদ সমর্থক দেখে অভিভূত

    প্রাক্তন ক্লাবের ঘরের মাঠে অন্য দল নিয়ে নামার অনুভূতি প্রসঙ্গে এ দিন আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি-র কোচ কুয়াদ্রত জানান, ”বেঙ্গালুরুর সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। এখানে এসে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তবে এই ম্যাচে বেঙ্গালুরুকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম, যা সম্ভব হয়নি। অন্য ক্লাবে চলে যাওয়া সত্ত্বেও এখানকার সমর্থকেরা যে এখনও আমাকে ভালবাসে, শ্রদ্ধা করে, তা দেখে খুব ভাল লাগছে।” 

    বেঙ্গালুরুর মাঠেও এক ঝাঁক লাল-হলুদ সমর্থক দেখে অভিভূত কুয়াদ্রাত বলেন, ”ম্যাচের পর আমরা সমর্থকদের কাছে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসি। সব ম্যাচেই সমর্থকদের সাহায্য পাচ্ছি আমরা। ওরা আমার নাম লেখা একটা জ্যাকেটও উপহার দিয়েছে আমাকে। আমার খুবই ভাল লেগেছে। তবে ওদের জয় এনে দিতে না পেরে খুব খারাপ লাগছে। আশা করি, আমাদের ছেলেদের পারফরম্যান্স ওদের গর্বিত করবে। এই ম্যাচে আমাদেরই তিন পয়েন্ট পাওয়ার কথা ছিল।”

    আরও পড়ুন: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

    প্রথম হার ইস্টবেঙ্গলের

    চলতি আইএসএলে এটাই প্রথম হার ইস্টবেঙ্গলের। প্রথম দু’টি ম্যাচে অপরাজিত থাকলেও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে গিয়ে হারতে হল লাল-হলুদকে। লিগে পাঁচ নম্বরে রয়েছে কার্লেস কুয়াদ্রতের দল। এ বারের লিগে প্রথম জয় পেল বেঙ্গালুরু। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সুনীলেরা আট নম্বরে। লিগ শীর্ষে রয়েছে মোহনবাগান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Cup 2023: মাস্টার ব্লাস্টারকে মেগা সম্মান আইসিসির, বিশ্বকাপ জুড়ে চরম উন্মাদনা

    World Cup 2023: মাস্টার ব্লাস্টারকে মেগা সম্মান আইসিসির, বিশ্বকাপ জুড়ে চরম উন্মাদনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি, কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে বিশেষ সম্মান প্রদান করল। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) সালের খেলায় গ্লোবাল অ্যাম্বাসাডর হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। এবারের উদ্বোধনী ম্যাচ আমেদাবাদে অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরুর আগেই ট্রফি নিয়ে মাঠে ঢুকবেন স্বয়ং সচিন। প্রতিযোগিতার অনুষ্ঠান ঘোষণা করবেন তিনিই। তাই হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। ক্রিকেট প্রেমীদের বিশ্বকাপ নিয়ে প্রবল উত্তেজনার সঞ্চার হয়েছে। বিশ্বজুড়ে সচিন ভক্তদের মধ্যে এই সম্মানকে ঘিরে এখন চরম উন্মাদনা।

    ওয়াক আউট করার সম্মান পাবেন সচিন(World Cup 2023)

    পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) সালের ট্রফিতে ওয়াক আউট করার সম্মান পাবেন সচিন তেন্ডুলকারক। সারা বিশ্বে তেন্ডুলকারকে মাস্টার ব্লাস্টার বলা হয়। ভারতের প্রথম ম্যাচ শুরু ৮ অক্টোবর। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত।

    সচিনের বক্তব্য

    এবার ভারতের ঘরের মাঠেই বিশ্বকাপ (World Cup 2023) ম্যাচ। আইসিসির বক্তব্যের সপক্ষে সচিন বলেন, “সেরা দলগুলি বিশ্বকাপ খেলবে। অনবদ্য ম্যাচ দেখার আশায় রয়েছি। নতুন প্রজন্মের কাছে এই বিশ্বকাপ ম্যাচের আনন্দ, অনুপ্রেরণার সঞ্চার করবে। এই বিশ্বকাপের খেলা দেখে, আশাকরি অনেক নতুন ছেলে-মেয়েরা খেলার প্রতি আকর্ষণ অনুভব করবেন। দেশের হয়ে তাঁরা সর্বোচ্চ স্তরে উঠে নিজেদের স্বপ্ন পূরণ করবে।”

    আইসিসির বক্তব্য

    আইসিসির বিপণন এবং যোগাযোগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং জানিয়েছেন, “এই বিশ্বকাপের (World Cup 2023) উদ্বোধনী অনুষ্ঠানে সচিন তেন্ডুলকারকে গ্লোবাল অ্যাম্বাসাডর হিসাবে পেয়ে দারুণ ভাবে আনন্দিত আমরা।” সেই সঙ্গে আরও বলেন, “এই বিশ্বকাপ এবারে অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে।”

    আইসিসির রাষ্ট্রদূতদের অল-স্টার-লাইনআপ

    বিশ্বকাপে (World Cup 2023) দর্শকদের অতরিক্ত উন্মাদনার জন্য এবং ভক্তদেরকে আরও আকর্ষণীয় করে তুলতে, আইসিসি খ্যাতনামা খেলোয়াড়দের নিয়ে একটি লাইনাপ তৈরি করেছে। এই লাইনআপে থাকছেন, ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার স্পিন তারকা মুথাইয়া মুরালীধরণ, নিউজিল্যান্ডের রস টেলর, ভারতের সুরেশ রায়না, মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ এবং পাকিস্তানের অল রাউন্ডার মহম্মদ হাফিজ। ফলে এই সবটা মিলিয়ে দর্শকদের মধ্যে তীব্র উচ্ছ্বাস যে চোখে পড়বে তা বলাই বাহুল্য।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asian Games: এশিয়ান গেমসে পাকিস্তানের পর দুরমুশ বাংলাদেশ, এক ডজন গোল ভারতীয় হকি দলের

    Asian Games: এশিয়ান গেমসে পাকিস্তানের পর দুরমুশ বাংলাদেশ, এক ডজন গোল ভারতীয় হকি দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার এশিয়ান গেমসে পাকিস্তানকে গুনে গুনে দশ গোল দিয়েছিল ভারতের হকি দল (Asian Games)। এবার সোমবারের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করা গোলের সংখ্যাকেও ছাপিয়ে গেল ভারতীয় দল। এক ডজন গোলে পরাস্ত হল বাংলাদেশ। এর পাশাপাশি দিন হ্যাট্রিকও করলেন অধিনায়ক হরমনপ্রীত এবং মনিন্দর সিংহ। এতদিন চলছিল গ্রুপ পর্বের লড়াই। সেই পর্বে নিজেদের পাঁচটি ম্যাচই জিতল ভারত। গ্রুপের সর্বোচ্চ জায়গায় থেকে সেমিফাইনালে উঠল হরমনপ্রীতরা। গ্রুপ পর্বের ম্যাচে মোট ৫৮টি গোল করেছেন ভারতীয় খেলোয়াড়রা।

    সোনা জয়ের লক্ষ্যে ভারতের হকি দল

    যেভাবে ভারতীয় দল (Asian Games) এগোচ্ছে তাতে এশিয়ান গেমসে সোনা জয় নিশ্চিত বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ভারত ছিল এ গ্রুপে, অন্যদিকে বি গ্রুপের ম্যাচ এখনও শেষ হয়নি। তাই সেমিফাইনালে কার বিরুদ্ধে ভারত খেলবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে সেমিফাইনালে মালয়েশিয়া কিংবা চিনের মুখোমুখি হতে পারেন হরমনপ্রীতরা। যে গতিতে ভারতীয় দল এশিয়ান গেমসে এগিয়ে চলেছে তাতে তাদের আটকানো খুব কঠিন বলেই মনে করছে ক্রীড়া মহলের একাংশ। যে কোনও এশিয়ান (Asian Games) টিমগুলোর ক্ষেত্রেই ভারতকে রোখা সহজ হবে না। তা সে গতবারের চ্যাম্পিয়ন জাপান, চিন কিংবা কোরিয়ার মত দেশ হোক। সেমিফাইনালে ওঠার ধাপ অবশ্য পাকিস্তানকে ১০ গোল দিয়েই পূরণ করে ফেলে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাই নিয়মরক্ষার লড়াই।

    ম্যাচের খুঁটিনাটি

    শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে ভারতীয় দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্ণার থেকে থেকে গোল করেন হরমনপ্রীত (Asian Games)। দু মিনিট পরে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতীয় হকি দলের অধিনায়ক। এভাবেই শেষ হয় প্রথম কোয়ার্টার। অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টারেও ৬-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত। এরপর ৮-০ গোলে শেষ হয় ভারতের তৃতীয় কোয়ার্টার এবং চতুর্থ কোয়াটার যখন শেষ হয় তখন দেখা গেল বাংলাদেশ ১২ গোল খেয়ে ফেলেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games: চিনা দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে টেবিল টেনিসে পদক জয় দুই বঙ্গ ললনার  

    Asian Games: চিনা দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে টেবিল টেনিসে পদক জয় দুই বঙ্গ ললনার  

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের মাটিতে দাঁড়িয়ে চিনকেই ধরাশায়ী করল দুই বঙ্গ কন্যা। এশিয়ান গেমস (Asian Games) টেবিল টেনিসে মেয়েদের ডাবলসের সেমিফাইনালে উঠে আপাতত ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন এই দুই টেবিল টেনিস খেলোয়াড়। নৈহাটির এই দুই কন্যা হারিয়েছেন চিনের বিশ্বচ্যাম্পিয়ন জুটি জেন মেং এবং ওয়াং ইয়াদিকে। এই চেন মেং টোকিও অলিম্পিক্সের জোড়া সোনা জয়ী। ওয়াংয়ের সঙ্গে জুটি বেঁধে মাস কয়েক আগে ডারবানে বিশ্বচ্যাম্পিয়নও হয়েছেন।

    দুজনেই নৈহাটির বাসিন্দা

    পদক জিতে দেশকে গর্বিত করেছেন যে দুই বঙ্গ ললনা, ঘটনাচক্রে তাঁরা দুজনেই নৈহাটির বাসিন্দা। নৈহাটি রেল স্টেশনের এক ও চার নম্বর গেটের কাছে বাড়ি সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়ের। এদিন চিনা জুটি (Asian Games) চেন মেং এবং ওয়াং ইয়াদিকে ১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯ পয়েন্টে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন এই দুই বাঙালি। এই পদক জয়ের সঙ্গে সঙ্গে ইতিহাস গড়েছেন নৈহাটির এই দুই ক্রীড়াবিদ।

    চিনা ললনাদের পরাস্ত করলেন বঙ্গ ললনারা

    এর আগে কোনও দিন টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে পদক জেতেনি ভারত। এতদিন কোয়ার্টার ফাইনালে বরাবর দাপট দেখিয়েছেন চিনের খেলোয়াড়রা। সেখানেই চিনা ললনাদের পরাস্ত করে ইতিহাস গড়ে ফেললেন নৈহাটির এই দুই ললনা। এশিয়ান গেমসে শনিবার দুটি সোনা এসেছে। একটি শ্যুটিং এবং অন্যটি টেনিস থেকে। রুপো এসেছে দুটি। ব্রোঞ্জ একটিতে। হাংঝৌ থেকে ফোনে সুতীর্থা বলেন, “পদক জেতার লক্ষ্যেই এখানে এসেছিলাম। বিশ্বসেরাদের হারিয়ে সেটা করতে পারছি বলে স্বপ্নের মতো লাগছে।” ঐহিকার কথায়, “অনেকদিন ধরেই আমরা চিনাদের কাছে লড়ে হারছি। তাতেই অভিজ্ঞতা বেড়েছিল। তা থেকেই এই জয়। এই আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালের গন্ডি টপকানোই এখন একমাত্র লক্ষ্য।” প্রসঙ্গত, এই দুজনেরই টেবিল টেনিসের হাতেখড়ি কোচ মিহির ঘোষের কাছে।

    আরও পড়ুুন: ‘দিল্লি চলো’ হুঙ্কার ছেড়ে নিজের রাজ্যেই ক্লাবের অনুদান বন্ধ করলেন মমতা!

    ভারতীয় টিমের (Asian Games) কোচ বাগুইহাটির সৌরভ চক্রবর্তী। ফোনে তিনি বলেন, “গোংশু ক্যানাল স্পোর্টস পার্কের জিমন্যাসিয়ামে যেখানে টিটি হচ্ছে, সেখানে চিনারা টেবিলে নামলেই, গ্যালারি থেকে চিৎকার ভেসে আসে – জো চিন, যার অর্থ কাম অন চায়না। আজ সুতীর্থারা যখন চিনাদের বিরুদ্ধে নামে, তখন আমরা পাল্টা চেঁচাতে থাকি, জো ইন্ডিয়া বলে। তাতে দর্শকরা একটু দমে যায়।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: গুনে গুনে ১০ গোল! পাকিস্তানকে দুরমুশ করে হকির সেমি ফাইনালে ভারত

    Asian Games 2023: গুনে গুনে ১০ গোল! পাকিস্তানকে দুরমুশ করে হকির সেমি ফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারত পাকিস্তানের ম্যাচে টানটান উত্তেজনা বলে কিছুই ছিল না। তার কারণ একতরফা ম্যাচে ভারত গোল করেই যাচ্ছিল। ব্যবধান এত বেশি হতে থাকে যে পাকিস্তানের পক্ষে সমতা ফেরানো অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত ১০-২ গোলে পরাস্ত হল পাকিস্তান। ওয়াকিবহল মহলের মতে, ভারত পাকিস্তানের কোনও ম্যাচেই এর আগে এত গোল হয়নি। তাই শনিবার হকির ইতিহাসে নতুন ইতিহাস গড়ল ভারতীয় দল। একথা বলাই যায়। 

    সেমিফাইনালে ভারত

    পাকিস্তানকে দুরমুশ করে মিলল সেমিফাইনালে (Asian Games 2023) যাওয়ার ছাড়পত্রও। আপাতত চারটি ম্যাচে ভারতের পয়েন্ট রয়েছে ১২। প্রথম অর্ধে ভারতীয় দল চারটি গোল করে পাকিস্তান তখনও কোনও গোল শোধ করতে পারেনি। অবশেষে খেলা শেষ হতে দেখা যায় পাকিস্তান দুটি গোল করতে পেরেছে এবং ভারত দশটি। প্রথম থেকেই ভারত আক্রমনাত্মকভাবে খেলতে থাকে। খেলার নয় মিনিটের মাথাতেই প্রথম গোল করেন মনদীপ। এরপরে পাকিস্তান পেনাল্টি কর্নার (Asian Games 2023) পেলেও সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। 

    ম্যাচের খুঁটিনাটি

    এরই মাঝে পাকিস্তানের গোলকিপার ভারতের এক খেলোয়াড়কে ডি বক্সের মাঝে ফেলে দেন। খেলার নিয়ম অনুযায়ী পেনাল্টি (Asian Games 2023) হয়। পেনাল্টি থেকে গোল করেন হরমোন প্রীত। দ্বিতীয় কোয়ার্টার থেকে আবার এগোতে শুরু করে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমোন প্রীত। তৃতীয় কোয়ার্টারে ফের গোল করেন হরমোন প্রীত। পরে পাকিস্তান একটি গোল শোধ করে কিন্তু কয়েক মুহূর্তের জন্যই। পরবর্তীকালে ভারত ফের ব্যবধান বাড়িয়ে নেয় এবার গোল করেন বরুণ। তৃতীয় কোয়ার্টারে শেষে পাকিস্তানকে আরও একটি গোল করতে দেখা যায় এদিন কিন্তু ফের দুটি গোলে এগিয়ে যায় ভারত। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি থেকে আবারও গোল করেন বরুণ কুমার। ম্যাচের (Asian Games 2023) শেষে দেখা যায় পাকিস্তান ৮ গোলে পিছিয়ে!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: ‘চক দে’! বাংলার মেয়ে তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা ভারতের 

    Asian Games 2023: ‘চক দে’! বাংলার মেয়ে তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার মেয়ে তিতাসের তীরেই ঘায়েল শ্রীলঙ্কা। এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জয় ভারতের। কমনওয়েলথে পারেনি তারা। কিন্তু এশিয়ান গেমসের মঞ্চে কোনওরকম ভুল করেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। চুঁচুড়ার তিতাস সাধুর হাত ধরে সোনার স্বপ্ন সফল হল হরমনপ্রীতদের। এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস রচনা করল ভারতের মেয়েরা। সোশ্যাল সাইটে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। 

    দুরন্ত তিতাস

    এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। মন্ধানা এবং জেমাইমা রডরিগেজের ব্যাটে ভর করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৬ রান ওঠে। ব্যাট হাতে ৪৫ বলে ৪৬ করেন মন্ধানা এবং ৪০ বলে ৪২ করেন রডরিগেজ। বাংলার মেয়ে রিচা ঘোষ একটা ছয় মেরে ৯ রানে আউট হয়ে যান। ব্যর্থ হয়েছেন অধিনায়ক হরমনপ্রীতও। রিচা ব্যর্থ হলেও বাংলার আর এক মেয়ে কাঁপিয়ে দিয়েছেন। চার ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। শ্রীলঙ্কার টপ অর্ডারকে একাই আউট করেন তিনি। সেই ধাক্কা সামলাতে পারেনি শ্রীলঙ্কা। চুঁচুড়ার মেয়ের দুরন্ত বোলিংয়েই নতিস্বীকার করেছেন শ্রীলঙ্কার মেয়েরা।

    দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকাররা ওভারপ্রতি ছয়ের উপর রান দিচ্ছিলেন। ম্যাচ নিয়ে যাচ্ছিল লঙ্কানরা।  প্রথম ওভারেই ১২ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ভারতীয় সমর্থকদের মনে চাপ বাড়ার আগেই অবশ্য তিতাস এসে রানের গতিতে ব্রেক লাগিয়ে দিলেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন হাসিনি পেরেরা (২২ বলে ২৫)। দ্বিতীয় সোনা জয়ের ফলে পদক তালিকায় উন্নতি হয়েছে ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ১১টি পদক নিয়ে হংকংয়ের সঙ্গে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছে ভারত। পদক তালিকার শীর্ষে চিন। ৩২টি সোনা, ১৩টি রুপো ও ৫টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ৫০টি পদক জিতে ফেলেছে তারা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Asian Games 2023: মেলায় বেলুন ফাটানো দিয়ে শুরু, রুপোজয়ী মেহুলির সাফল্যে গর্বিত পরিবার

    Asian Games 2023: মেলায় বেলুন ফাটানো দিয়ে শুরু, রুপোজয়ী মেহুলির সাফল্যে গর্বিত পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯ তম এশিয়ান গেমসে (Asian Games 2023) ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুপো পেয়েছেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ। মেহুলি ছাড়াও ছিলেন ভিনরাজ্যের রমিতা জিন্দাল ও আশি চৌকসি। চিনে আয়োজিত এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক এল শ্যুটিং থেকে। সেটাও বাংলার মেয়ের হাত ধরে। দলগতভাবে হলেও বাংলার মেয়ের জন্য গর্বিত গোটা রাজ্যবাসী। টিভির পর্দায় মেয়ের খেলা থেকে পদক পাওয়া দেখে হুগলির বাড়িতে বসে চোখ জুড়িয়েছেন মেহুলির পরিবারের লোকজন।

    মেহুলির কবে থেকে এয়ার রাইফেলে হাতেখড়ি?

    হুগলির বৈদ্যবাটির ১৫ নম্বর ওয়ার্ডের কামারপাড়ার মেয়ে মেহুলি। ২০১৩ সালে মেহুলির এয়ার রাইফেলে হাতেখড়ি। ২০১৪ থেকে রাজ্যস্তরে স্কুল চ্যাম্পিয়নশিপে যোগ দেন তিনি। মাত্র তিন বছরের মধ্যে রাজ্য স্কুল প্রি-ন্যাশনালে একাধিক সাফল্যের পর ২০১৭ তে ন্যাশনালে ন’টি পদক মেহুলিকে ভাল শ্যুটিংয়ের জন্য প্রেরণা জুগিয়েছিল। সেই সময় অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকারের অ্যাকাডেমিতে অনুশীলন করতেন মেহুলি। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে তিনি সুযোগ পান। বর্তমানে হায়দরাবাদের গগন নারাং অ্যাকাডেমিতে অনুশীলন করেন তিনি। ২০২১ থেকে সেখানেই থাকেন। প্রতিদিন প্রায় আট ঘণ্টা অনুশীলন করেন। তাঁর বর্তমান কোচ বিবস্বান গঙ্গোপাধ্যায়।

    মেয়ের সাফল্য নিয়ে কী বললেন পরিবারের লোকজন?

    মেহুলির দিদা বলেন, ছোটবেলায় মেলায় গিয়ে বেলুন ফাটাত মেহুলি। আমার কাছে আবদার করেছিল রাইফেল কিনে দেওয়ার। প্রথমে একটা পুরানো এয়ার রাইফেল কিনে দিই। ওর বিষয়টি নিয়ে আগ্রহ দেখেই ওকে শ্যুটিং-এ ভর্তি করানো হয়। ও আরও অনেক বড় হোক, এটাই চাই। বাবা নিমাই ঘোষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তিনি  বলেন, মেয়েটা ভালই ফল করছে। তবে, ও যে রকম খেলে, সেরকম শুরুর দিকটা ভাল হয়নি। তবে, ওর এই সাফল্যের জন্য খুব ভাল লাগছে। আর মা মিতালি ঘোষ বলেন, ব্যক্তিগত ইভেন্টে না পারলেও দলগত ইভেন্টে (Asian Games 2023) জয়ী হয়েছে। মেয়ের জন্য গর্ব হচ্ছে।

    পুজোর উদ্বোধনে মেহুলি!

    পাড়ার মেয়ে এশিয়ান গেমসে (Asian Games 2023) শ্যুটিং-এ ভারতের প্রতিনিধিত্ব করছেন। মান রেখেছেন তিনি। জিতেছেন রুপোর পদক। তাঁকে নিয়ে গর্বের শেষ নেই এলাকাবাসীর। তাই তাঁরা ঠিকই করে ফেলেছেন, পাড়ার পুজোর উদ্বোধন করবেন মেহুলি-ই। এক প্রতিবেশী বলেন, পাড়ার পুজো এ বার ২৫ বছরে পড়েছে। তার উদ্বোধন করবে মেহুলি-ই। ওই তো আমাদের তারকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share