Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • IPL 2024: আজ নামছে কেকেআর, কামিন্সদের সামলাতে প্রস্তুত স্টার্ক, কী পরিকল্পনা গম্ভীরের?

    IPL 2024: আজ নামছে কেকেআর, কামিন্সদের সামলাতে প্রস্তুত স্টার্ক, কী পরিকল্পনা গম্ভীরের?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2024) দ্বিতীয় দিনে আজ, শনিবার ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচেই আইপিএলের অন্যতম দুই দামি ক্রিকেটার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের (KKR vs SRH) দ্বৈরথ দেখার অপেক্ষায় কলকাতার ক্রিকেটপ্রেমীরা। শনিবারের ম্যাচে ইডেনে থাকবেন শাহরুখ খান। নাইট কর্তৃপক্ষের তরফে ঘোষণা না করা হলেও সিএবি সূত্রে জানা গিয়েছে, কিং খান থাকছেন মাঠে।

    উদ্বোধনী ম্যাচে জয়ী চেন্নাই

    শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুকে ছয় উইকেটে হারাল চেন্নাই। টসে জিতে বেঙ্গালুরু করেছিল ১৭৩/৬। বিনিময়ে চেন্নাই আট বল আগে থাকতেই ১৭৬/৪ করে ম্যাচ জিতে নিয়েছে। এই ম্যাচে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান শুরুতেই আগুনে স্পেল করে বেঙ্গালুরু দলকে ধ্বংস করেছেন। তিনি একাই চার উইকেট নেন। ম্যাচের সেরাও ওপার বাংলার পেসার।

    কামিন্স-স্টার্ক দ্বৈরথ

    শনিবারের ম্যাচে কেকেআরের (KKR vs SRH) হয়ে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে নিঃসন্দেহে স্টার্ককে নিয়ে। আইপিএলের ইতিহাসে নজির ভাঙা ক্রিকেটার ৯ বছর পর আইপিএলে ফিরে কেমন খেলেন তা দেখতে মুখিয়ে অনেকেই। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে তাঁর বোলিং কেমন হয় তা আলোচনার বিষয়। কেকেআরের পেস বিভাগে স্টার্ক এবং আন্দ্রে রাসেলই কেবল অভিজ্ঞ। তাঁদের কোনও বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। ম্যাচের আগের দিন স্টার্ক বলেছেন, “নতুন-পুরনো দু’ধরনের বল নিয়ে কাজ করছি। শনিবারের ম্যাচের জন্য অপেক্ষা করে রয়েছি। ইনিংসের শুরুতে নতুন বলে বিপক্ষকে ধাক্কা দেওয়ার জন্য কিছু পরিকল্পনা রয়েছে। ডেথ বোলিংয়ের জন্যও তৈরি হচ্ছি। ইয়র্কার এবং বলের বৈচিত্র রাখছি। দুটো অস্ত্রই আমার হাতে রয়েছে।” অন্যদিকে, আইপিএলের (IPL 2024) দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার কামিন্স রয়েছেন হায়দরাবাদে। বিশ্বজয়ী অধিনায়ক তিনি। 

    অতীত রেকর্ড

    আইপিএলে (IPL 2024) মুখোমুখি সাক্ষাতে কলকাতার (KKR vs SRH) রেকর্ড ভালো হলেও, এ বার হায়দরাবাদ দলে অনেক বদল রয়েছে। কলকাতায় দু’বছর আগে খেলে যাওয়া প্যাট কামিন্স সে দলের অধিনায়ক। এ ছাড়াও ট্রেভিস হেড, হেনরিখ ক্লাসেন, এডেন মার্করাম, ওয়ানিন্দু হাসরঙ্গের মতো ক্রিকেটার রয়েছেন। দেশীয়দের মধ্যে ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, রাহুল ত্রিপাঠীরা রয়েছেন। তবে কলকাতার অধিনায়ক শ্রেয়স অবশ্য আত্মবিশ্বাসী। ম্যাচের আগে বলেছেন, “দলের বোলিংকে বিভাগকে দেখলে বুঝতে পারি কত অভিজ্ঞতা রয়েছে। দুটো আইপিএল খেলা মানেই অভিজ্ঞতা থাকবে। সবে মরসুমের শুরু। কার মানসিকতা কী রকম সেটা বোঝার সময় এখনও রয়েছে। বেশি ভবিষ্যতের দিকে তাকাতে চাই না।” স্টার্ককে নিয়ে তিনি বলেছেন, “স্টার্ক আসায় অনেক সুবিধা হয়েছে। পাওয়ার প্লে, মাঝের ওভার বা শেষের দিকেও ওকে ব্যবহার করতে পারি। বিশ্বকাপ জিতে অনেক আত্মবিশ্বাসী হয়ে এসেছে। অনেক অভিজ্ঞতা রয়েছে। তরুণদের জন্যেও ভালো।” ব্যাটিংয়ে অধিনায়ক শ্রেয়স ছাড়াও নীতীশ রানা, গুরবাজ, ভেঙ্কটেশ ও রিঙ্কু তো রয়েছেনই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: শুরু আইপিএল ২০২৪, ধোনির নেতৃত্ব ছাড়াই নামছে চেন্নাই! চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোহলিরা

    IPL 2024: শুরু আইপিএল ২০২৪, ধোনির নেতৃত্ব ছাড়াই নামছে চেন্নাই! চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোহলিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুক্ষণের অপেক্ষা। শুরু হতে চলেছে ক্রিকেট-বিনোদনের মহাযজ্ঞ আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিযোগিতা শুরুর ২৪ ঘণ্টা আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। প্রথম ম্যাচেই নতুন অধিনায়কের সামনে বিরাট কোহলির দল। কোহলি অবশ্য নিজেও অধিনায়ক নন। ধোনি-কোহলির দ্বৈরথ দেখার অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরা। 

    নেতা নন ধোনি!

    গত বার আইপিএল জেতার পরে ধোনি জানিয়েছিলেন, হাঁটুর চোট ভোগালেও সমর্থকদের কথা ভেবে অন্তত আর এক বছর তিনি খেলবেন। এ বার প্রতিযোগিতার আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। তার পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। হয়তো এ বারই শেষ বার খেলবেন ধোনি। সেই কারণে পরবর্তী অধিনায়ক তৈরি করে যেতে চাইছেন। কঠিন পরিস্থিতিতে কীভাবে দলকে চালাতে হয়, হাতে ধরে তা ঋতুকে শিখিয়ে দিতে চান ধোনি। এ বার চেন্নাইয়ের দলে বেশ কয়েক জন অলরাউন্ডার রয়েছেন। রবীন্দ্র জাডেজা, মইন আলি, মিচেল স্যান্টনারের পাশাপাশি রাচিন রবীন্দ্রকেও নিয়েছে তারা। রয়েছেন ড্যারিল মিচেল। শার্দূল ঠাকুর পুরনো দলে ফিরেছেন। দীপক চাহারও খেলবেন। ধোনির সঙ্গে অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে পাবে চেন্নাই।

    বিরাট-টার্গেট

    অন্য দিকে আরসিবির দলেও এ বার অলরাউন্ডার বেশি। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে রয়েছেন ক্যামেরন গ্রিন। তা ছাড়া আলজারি জোসেফ, রিচি টপলি, লকি ফার্গুসনেরা থাকায় দলের পেস আক্রমণ শক্তিশালী হয়েছে। আকাশ দীপ ভারতীয় সাজঘরের স্বাদ পেয়েছেন। রয়েছেন মহম্মদ সিরাজ। আর সবাইকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ফাফ ডুপ্লেসি। বেশ কিছুদিন পর মাঠে নামবেন কোহলি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলে ফিরতে গেলে বিরাটকেও যে টি-টোয়েন্টি আসরে ভাল পারফর্ম করতে হবে তা পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই। তাই রানে ফেরার তাগিদ থাকবে কিং কোহলির মধ্যে। 

    আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

    সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন এআর রহমান, সোনু নিগম, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। গানের পাশাপাশি আছে নাচের অনুষ্ঠান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: নির্বিষ আক্রমণ, আফগানদের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট হাতছাড়া ভারতের

    India vs Afghanistan: নির্বিষ আক্রমণ, আফগানদের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট হাতছাড়া ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: সুযোগ ছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে না পারায় নিট ফল শূন্য। হাতে পেনসিল নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে । আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan) বিশ্বকাপের যোগ্যতা (World Cup Qualifier) অর্জন পর্বের ম্যাচে এক পয়েন্ট নিয়েই খুশি হতে হল সুনীল ছেত্রীদের। এই প্রথম পয়েন্ট পেল আফগানিস্তান। আর তিনটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে দুয়ে উঠে এল ভারত।

    যোগ্যতা অর্জনকারী ম্যাচ (India vs Afghanistan)

    বৃহস্পতিবার মধ্যরাতে ২০২৬ ফিফা বিশ্বকাপ (World Cup Qualifier) তথা এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জনকারী ম্যাচে সৌদি আরবের আভায় ভারত মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের (India vs Afghanistan)। ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। ফলত, তুলনায় দুর্বল প্রতিপক্ষ পেয়েও গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া করল সুনীল ছেত্রীর দল। অথচ নির্বিষ এই ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল ভারত। সেই সুযোগ হেলায় হারিয়েছেন নিখিল পুজারি, মনবীর সিংরা। ম্যাচে উল্লেখযোগ্য ছাপ রাখতে পারেননি সুনীল। একাধিকবার ক্রস ভেসে এলেও, গোল হয়নি।

    আরও পড়ুুন: ফের দিল্লিতে তলব সুকান্ত-শুভেন্দুকে, কেন জানেন?

    সুযোগ কাজে লাগাতে ব্যর্থ

    এদিন গোল খেয়েই মাঠ ছাড়তে হওয়ার উপক্রম হয়েছিল ভারতের (India vs Afghanistan)। খেলার ৬২ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের আকবরি। তিনি স্কোয়ার পাস বাড়িয়ে দেন পোপালজেকে। রাহুল বেকের দুর্দান্ত পারফরমেন্সের জেরে গোলে ঢোকেনি বল। এদিন লিস্টন কোলাসো ডান দিকের উইং থেকে বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ইগর স্টিমাচের ছেলেরা।

    ম্যাচ শুরুর ৭৯ মিনিটের মাথায় শুভাশিস বসুর একটা হেডের পরে গোল হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল। তবে বল অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ায় গোল হয়নি। এই ম্যাচ (World Cup Qualifier) থেকে শিক্ষা নিয়ে ভুলভ্রান্তি শুধরে টিম ইন্ডিয়া হোম লেগে মাঠে নামবে বলে আশা করা যায়। ফিরতি লেগের ম্যাচ (India vs Afghanistan) রয়েছে ২৬ মার্চ গুয়াহাটিতে। এই ম্যাচে সুনীল ছেত্রীর দল কামব্যাক করতে পারে কিনা, তা-ই দেখার। প্রসঙ্গত, এ নিয়ে টানা পাঁচটি ম্যাচের একটিতেও জয় পায়নি সুনীল ছেত্রীর ফুটবল দল। প্রত্যাশিতভাবেই পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সুনীলের দলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • MS Dhoni: আইপিএল শুরুর আগের দিন চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, দায়িত্বে কে এলেন?

    MS Dhoni: আইপিএল শুরুর আগের দিন চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, দায়িত্বে কে এলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুরু হচ্ছে ১৭তম আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অগণিত ক্রিকেট ভক্তের চেন্নাই সুপার কিংস-কে সমর্থনের একটাই কারণ, তা মহেন্দ্র সিং ধোনি। সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এ বার আর অধিনায়ক থাকছেন না চেন্নাইয়ের। তাঁর বদলে নতুন অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল শুরু হওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগেই এমন ঘোষণা করল চেন্নাই। বৃহস্পতিবার, চেন্নাইয়ে আইপিএল অধিনায়কদের যে ফটোশুট হয়েছে, সেখানেও ধোনির বদলে দেখা গিয়েছে রুতুরাজকে।

    ২০২২ সালেও বদল হয়েছিল চেন্নাইয়ের অধিনায়ক

    প্রসঙ্গত, আইপিএলে ধোনি (MS Dhoni) বেশি দিন অধিনায়ক থাকছেন না, এটা আগেই বোঝা গিয়েছিল। তাঁর উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়েও জল্পনা চলছিল দীর্ঘদিন। প্রথম থেকেই শোনা যাচ্ছিল পরবর্তী অধিনায়ক রূপে রুতুরাজের নাম। বৃহস্পতিবার সেই জল্পনাই সত্যি হল। ২৭ বছর বয়সি রুতুরাজ এশিয়ান গেমসে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন। তবে এবারই প্রথম নয়। ২ বছর আগে, ২০২২ সালের প্রতিযোগিতা শুরুর ঠিক আগেই এ ভাবে রবীন্দ্র জাডেজাকে আচমকা অধিনায়ক করা হয়েছিল চেন্নাইয়ের। তবে পরিকল্পনা সফল হয়নি। জাডেজার নেতৃত্বে চেন্নাই একের পর এক ম্যাচে হারতে থাকে। মাত্র আটটি ম্যাচের পরেই জাডেজাকে সরিয়ে ফের দায়িত্বে ফেরেন ধোনি (MS Dhoni)। প্রসঙ্গত, সেবার ধোনি নিজেই জাডেজাকে অধিনায়ক করেছিলেন বলে জানা যায়।

    ২০২৩ সালে ফের ধোনির নেতৃত্বে দাপট দেখায় চেন্নাই

    গত বছর ২০২৩ সালে ফের ধোনির (MS Dhoni) অধিনায়কত্বে দাপট দেখাতে থাকে চেন্নাই। ১৬তম আইপিএল-র ফাইনালে ওঠে তারা এবং গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চম ট্রফি জিতে নেয়। সম্প্রতি অনুশীলনে ধোনিকে দেখা যাচ্ছিল বড় চুলে। ক্রিকেট ভক্তদের মনে ভাসছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপের স্মৃতি। বড় চুলের ধোনিকে ঘিরে যে নস্ট্যালজিয়া, সেটাই যেন ফিরে আসছিল সমর্থকদের মনে। ২০২৪ আইপিএল-র কাপ হাতে ধোনি, ভাবতে শুরু করেছিলেন অনেকেই। তবে তা আর হল না। ধোনি যেভাবে অধিনায়কত্ব ছাড়লেন, সেভাবেই কি পরের মরসুমে আইপিএল-ও ছেড়ে দেবেন? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মাহি ভক্তদের মনে। সময়ই এই প্রশ্নের উত্তর দেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আফগানদের বিরুদ্ধে সরাসরি জয়ই লক্ষ্য ভারতের

    World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আফগানদের বিরুদ্ধে সরাসরি জয়ই লক্ষ্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম বার বিশ্বকাপ ফুটবলের আসরে যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifiers) তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছে ভারত। সেই লক্ষ্যকে সামনে রেখেই বৃহস্পতিবার মধ্যরাতে সৌদি আরবের আভায় আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে খেলতে নামছেন সুনীল ছেত্রীরা। একাধিক ফুটবলার না থাকা দুর্বল আফগানিস্তানকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে অটল ইগর স্টিম্যাচের ছাত্ররা। 

    কোথায় ভারত

    ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত এই মুহূর্তে যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifiers) নিজেদের গ্রুপে তিন নম্বরে রয়েছে। কুয়েতের সঙ্গে গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে তারা। আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে দু’টি ম্যাচে জয় সুনীলদের পরের ধাপের জন্য এগিয়ে দেবে। বৃহস্পতিবারের পর ২৬ মার্চ গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতি ম্যাচ সুনীলদের। স্টিম্যাচ মনে করছেন, বৃহস্পতিবারের লড়াই কঠিন। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে আফগানিস্তান যে রকম খেলেছিল, তার চেয়ে এখন ওরা অনেক উন্নতি করেছে। তাই এই ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’ ইগরের কথায়, ‘‘আফগানিস্তানের কোচ অ্যাশলি আমাদের দলের অধিকাংশ ফুটবলারকেই খুব ভাল করে চেনেন। এএফসি এশিয়ান কাপের সময় থেকেই এই ম্যাচের জন্য ও দলকে তৈরি করছে।’’

    অতীত রেকর্ড

    ফিফা ক্রমতালিকায় সুনীলরা রয়েছেন ১১৭তম স্থানে। আফগানিস্তান ১৫৮ নম্বরে। আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ভারতের ফল ভালই। আগে দুই দলের মধ্যে ১১ বার সাক্ষাতে ভারত জিতেছে ৭ বার। আফগানিস্তান জিতেছে ১ বার, ৩ বার খেলা অমীমাংসিত থেকেছে। তবু শেষ মুহূর্ত পর্যন্ত আফগানদের লড়াই করার ক্ষমতা রয়েছে, এ কথা ভালই জানেন সুনীলরা। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সুনীল বলেছেন, ‘‘আফগানিস্তান আগ্রাসী ফুটবল খেলে। কারণ, অ্যাশলি এই ধরনের ফুটবলই খেলান।’’ এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের যন্ত্রণা যে এখনও কাঁটার মতো বিঁধে রয়েছে তাঁর মনে, গোপন করেননি ভারত অধিনায়ক। বলেছেন, ‘‘এএফসি এশিয়ান কাপে যা হওয়ার হয়ে গিয়েছে। কাজটা কঠিন হলেও আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’’ 

    কখন শুরু ম্যাচ

    সৌদি আরবের আভায়, বৃহস্পতিবার রাত ১২.৩০ (তারিখ অনুযায়ী, শুক্রবার ০০.৩০) থেকে ভারত-আফগানিতান ম্যাচের শুরু। আফগানিস্তান বনাম ভারত, লাইভস্ট্রিম দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। ভারত ও আফগানিস্তানের ফুটবল সম্পর্কের শুরু সেই ১৯৪৯ সালে, কাবুলে নিজেদের মধ্যে এক ফ্রেন্ডলি সিরিজের মাধ্যমে। এর পরেই দিল্লিতে ১৯৫১-র এশিয়ান গেমসে প্রথম সরকারি ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। গত এক দশকে দুই দেশই ফুটবলে উন্নতি করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের ফুটবল-দ্বৈরথ দর্শকদের মন কেড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • Delhi Capitals: ফের বাইশ গজে, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পদে ফিরলেন ঋষভ পন্থ

    Delhi Capitals: ফের বাইশ গজে, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পদে ফিরলেন ঋষভ পন্থ

    মাধ্যম নিউজ ডেস্ক: গাড়ি দুর্ঘটনার পর ১৪ মাসের দীর্ঘ লড়াই শেষে ক্রিজে ফিরছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রায় বছর দেড়েক গাড়ি দুর্ঘটনার কারণে মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু আইপিএল (IPL 2024) শুরুর আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস সার্টিফিকেট পেয়ে গিয়েছেন তিনি। বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই সরকারিভাবে পন্থকে দলের অধিনায়ক ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।  

    পন্থেই আস্থা দিল্লির

    দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেট প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, পন্থ (Rishabh Pant) ফিরলে তিনিই হবে অধিনায়ক। আর সেটাই হল। মঙ্গলবার রাতে ঋষভকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিল দিল্লি ম্যানেজমেন্ট। দলের সহ কর্ণধার পার্থ জিন্দাল বলেন, ‘আমরা ঋষভ পন্থকে আনন্দের সঙ্গে আমাদের অধিনায়ক হিসেবে স্বাগত জানাচ্ছি। ভয়ডরহীনভাবে ও সবসময় ক্রিকেট খেলেছে এবং এটা ও সুস্থ হওয়ার লড়াইয়েও দেখিয়েছে। ও দলের সঙ্গে ম্যাচ খেলতে হেঁটে আসছে এটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি।’ দিল্লির অপর কর্ণধার কিরণ কুমার গ্র্যান্ডিও একই কথা বলেন। তিনি বলেন, ‘নিজের জীবনের অন্যতম চ্যালেঞ্জিং সময়ে ঋষভ দুর্দান্ত লড়াই করেছে। আমার কোনও দ্বিধা নেই যে ওর কামব্যাকের ফলে ওর সতীর্থরা মানসিক দিক থেকে চাঙ্গা থাকবে এবং নতুন মরশুমের দিকে তাকিয়ে থাকবে। অধিনায়ক ঋষভ পন্থ তোমাকে আমাদের শুভেচ্ছা।’

    পন্থের প্রত্যাবর্তন

    ২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন পন্থ (Rishabh Pant)। ১৪ মাস তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেননি। তবে আইপিএলের (IPL 2024) মাধ্যমেই তিনি ক্রিকেটে প্রত্য়াবর্তন ঘটাতে চলেছেন। বিশাখাপত্তনমে জোরকদমে দিল্লির হয়ে অনুশীলন সারার পাশাপাশি পন্থ কিন্তু সতীর্থ, কোচ পন্টিংয়ের সঙ্গে বেশ খোশমেজাজে আড্ডাও দেন। ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের মরশুম শুরু করছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই পন্থের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। লোকসভা নির্বাচনের জন্য আইপিএল-এর প্রথম পর্বে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) অবশ্য দিল্লিতে ম্যাচ খেলতে পারবে না। 

    আরও পড়ুন: রাত থেকেই ভিজছে শহর, আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • KKR: ‘যখন ছেড়ে যাব, তখন দল থাকবে অন্য উচ্চতায়’, কেকেআর ছাড়া নিয়ে কী বললেন গম্ভীর?

    KKR: ‘যখন ছেড়ে যাব, তখন দল থাকবে অন্য উচ্চতায়’, কেকেআর ছাড়া নিয়ে কী বললেন গম্ভীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘড়িতে তখন বিকেল ৪টে সায়েন্স সিটি থেকে ধাপার মাঠ পর্যন্ত বাইপাসের ধারে থিকথিক করছে ভিড় বেগুনি রঙের জার্সি চারদিকে। হঠাত কী হল? আইপিএল (IPL 2024) শুরু হতে তো এখনও দেরি। আর ইডেন চত্বর হলেও কথা ছিল। কিন্তু এ তো বাইপাস! খোঁজ নিয়ে জানা গেল সোমবার সন্ধ্যায় বাইপাসের ধারে একটি হোটেলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সি উদ্বোধন হতে চলেছে। নাইটদের ঘিরে সমর্থকদের এহেন জমায়েত শেষ কবে দেখা গিয়েছিল মনে পড়ছে না। আসলে নাইট শিবিরে গৌতম গম্ভীরের আগমনের সঙ্গেই যেন ভাগ্য ফিরে এসেছে এমনটাই বিশ্বাস সমর্থকদের।

    গম্ভীরের সঙ্গে ফিরবে ট্রফি ভাগ্য

    গৌতম গম্ভীরের নেতৃত্বেই দুবার আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হয় কেকেআর (KKR)। গম্ভীরের সঙ্গে যেন ট্রফি ‘ভাগ্য’ও চলে গিয়েছিল কলকাতার। না হলে ফাইনালে উঠেও কেন ট্রফি এল না! এমনটাই মনে করেন অনেকে। ২০১৪ সালে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এ বার কেকেআর মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। সমর্থকদের প্রত্যাশা, এ বার ট্রফিও ফিরবে।  নতুন মরসুমের জন্য আশাবাদী কেকেআর শিবির। এ দিন শহরের এক পাঁচ তারা হোটেলে কেকেআরের নতুন মরসুমের জার্সি উন্মোচন হয়। কেকেআরের মেন্টর হিসেবে নতুন সফর শুরুর আগে অনেক কিছুই বললেন নাইট মেন্টর গম্ভীর।

    কী বললেন গম্ভীর

    টিম ম্যানেজমেন্টকে নিয়ে গম্ভীর বলেন, ‘আমাকে মানিয়ে নেওয়া খুবই কঠিন। ধন্যবাদ জানাতে হয় শাহরুখ খান এবং ভেঙ্কি মাইসোরকে। বছরের পর বছর আমার নানা আবদার মিটিয়েছেন। প্লেয়ার হিসেবে যোগ দেওয়ার সময় যা বলেছিলেন, এ বারও শাহরুখ তাই বলেছেন। শাহরুখ বলেছেন-এটা তোমার টিম, ভাঙবে-গড়বে, সব তোমার উপর।’ কেকেআর-এর ট্রফি প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমি কেকেআরকে সাফল্য দিইনি, কেকেআর আমাকে সফল করেছে। কেকেআর আমাকে লিডার বানিয়েছে। একটা বিষয়ে সকলকে আশ্বস্ত করতে চাই, আমি যখন কেকেআর ছাড়ব, টিমটা দুর্দান্ত জায়গায় থাকবে।’

    নাইট নেতা শ্রেয়সের আশা

    এই মরসুমে ট্রফি জয়ের জন্য আশ্বস্ত করেছে নাইট নেতা শ্রেয়স আইয়ারও। সোমবার ইডেনের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন শ্রেয়স। প্রায় পৌনে দু’ঘণ্টার সেশনে বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। এমনকী, বাউন্সারে স্কুপ শটও খেলেছেন। যা দেখে উচ্ছ্বসিত নাইট ভক্তরা। রাতে টিম হোটেলে কেকেআরের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে শ্রেয়স বলেন, ‘আমি সবে দিন দুয়েক হল কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছি। তবে দারুণ একটা দল হাতে পেয়েছি। এই দলের নেতৃত্ব দিতে পারছি বলে আমি সম্মানিত।’ এদিনের অনুষ্ঠানে কেকেআর নাইট ক্লাব প্লাস মোবাইল অ্যাপও উদ্বোধন করা হয়। যে অ্যাপে ক্রিকেটার ও দলের সমস্ত খুঁটিনাটি তথ্য, ছবি, ভিডিও, পরিসংখ্যান হাতে পাবেন কেকেআর অনুরাগীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Football Team: লক্ষ্য আফগান বধ, বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে স্টিমাচের নয়া ভাবনা

    Indian Football Team: লক্ষ্য আফগান বধ, বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে স্টিমাচের নয়া ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার ২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifier) খেলায় ভারতের (Indian Football Team) মুখোমুখি হবে আফগানিস্তান। ইতিমধ্যেই সৌদি আরবের আভায় পৌঁছেছে ২৫ জনের ভারতীয় ফুটবল দল। সেই দলে মোহনবাগানের আটজন ফুটবলার রয়েছে। ইস্টবেঙ্গলের রয়েছে মাত্র একজন, মহেশ সিং। আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের জন্য নতুন ফুটবলারদের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন ইগর স্টিমাচ। অন্যদিকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবেও ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। 

    স্টিমাচের ভাবনা

    ম্যাচ প্রসঙ্গে দলের হেড কোচ ইগর স্টিমাচ বলেছেন, “আমরা সৌদি আরবে ম্যাচ জেতার জন্য নামব। আমরা এই মুহূর্তে বড় কিছু করার কথা ভাবছি না। চেষ্টা করব প্রথম থেকেই ম্যাচে আক্রমণে নামার। আফগানিস্তান সব রকমের ব্যবস্থা করেছে যাতে আমাদের চাপে ফেলা যায়। কিন্তু আমরা লড়াই করব। আমাদের পাখির চোখ বিশ্বকাপের যোগ্যতা অর্জন (FIFA World Cup Qualifier) পর্বে তৃতীয় পর্যায়ের ছাড়পত্র আদায় করা।” সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (Indian Football Team) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ইগর বলেছেন, ‘‘ম্যাচ আভার স্থানীয় সময় রাত আটটা থেকে। ফুটবলাররা যাতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে তার জন্য অনুশীলন সূচিতে পরিবর্তন করেছি।’’ তিনি উচ্ছ্বসিত প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া অময় রানাওয়াড়ে, জয় গুপ্ত ও ইমরান খানকে নিয়ে। বলেছেন, ‘‘অময়কে জাতীয় দলে নেওয়ার পরিকল্পনা দীর্ঘ দিন ধরেই ছিল। কিন্তু ও চোট পাওয়ায় তা সম্ভব হয়নি। আক্রমণভাগে জয় অসাধারণ। ইমরানের অন্তর্ভুক্তিতে মাঝমাঠ আরও শক্তিশালী হয়েছে।’’

    গ্রুপে ভারতের স্থান

    বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ‘এ’ গ্রুপে (FIFA World Cup Qualifier) ভারতের সঙ্গে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তান। গত নভেম্বরে কুয়েত-কে তাদের ঘরের মাঠে ১-০ হারান সুনীলরা। কিন্তু কাতারের কাছে ০-৩ হেরে গিয়েছিলেন। দু’টি ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করে এই মুহূর্তে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। কুয়েতের সংগ্রহেও তিন পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে ভারতের (-২) চেয়ে এগিয়ে থাকায় (৩) তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় পর্বে যোগ্যতা অর্জনের লক্ষ্যে আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচেই বড় ব্যবধানে জিততে মরিয়া সুনীলরা। ২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সৌদি আরবে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত (Indian Football Team)। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় শুরু খেলা। ২৬ মার্চ গুয়াহাটিতে ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ সুনীলদের। 

    আরও পড়ুন: কলকাতায় এলেন মিচেল স্টার্ক, নড়বড়ে শ্রেয়স, কেকেআর-এর অনুশীলনে ঝোড়ো ব্যাটিং সল্টের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: কলকাতায় এলেন মিচেল স্টার্ক, নড়বড়ে শ্রেয়স, কেকেআর-এর অনুশীলনে ঝোড়ো ব্যাটিং সল্টের

    IPL 2024: কলকাতায় এলেন মিচেল স্টার্ক, নড়বড়ে শ্রেয়স, কেকেআর-এর অনুশীলনে ঝোড়ো ব্যাটিং সল্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে এলেন আইপিএলের (IPL 2024) সব থেকে দামি পেসার, বিশ্বজয়ী মিচেল স্টার্ক। রবিবার রাতেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) শিবিরে যোগ দিলেন তিনি।  ইতিমধ্যেই কেকেআর ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে। রবিবার অনুশীলন ম্যাচও খেলন তারা। ইডেনে খেলার সুযোগ পেয়ে খুশি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ফিল সল্ট। অনশীলন ম্যাচে ঝোড়ো ব্যাটিং করলেন তিনি। তবে প্রস্তুতি ম্যাচে দলনেতা শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স চাপে রাখল কেকেআর কর্তৃপক্ষকে।

    নাইট শিবিরে স্টার্ক

    ন’বছর পর আইপিএলে (IPL 2024) ফিরছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসারকে এর আগে ২০১৮ সালে ৯ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছিল কলকাতা (Kolkata Knight Riders)। কিন্তু সে বার খেলেননি স্টার্ক। তিনি শেষ বার আইপিএলে খেলেছিলেন ২০১৫ সালে। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন স্টার্ক। দু’মরসুমে নিয়েছিলেন ৩৪টি উইকেট। এবার আইপিএল নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে নাইট রাইডার্স। রবিবার নাইট শিবিরে যোগ দিলেন স্টার্ক। তাঁকে পেয়ে চাঙ্গা কেকেআর শিবির। কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেনে। 

    সল্টের ঝোড়ো ব্যাটিং

    রবিবার ইডেনে একটি প্রস্তুতি ম্যাচ খেলে কেকেআর। অনুশীলন ম্যাচে কেকেআর-কে (Kolkata Knight Riders) দু’টি টিমে ভাগ করা হয়েছিল। টিম গোল্ড এবং টিম পার্পল। টিম গোল্ড ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান করে। ঝোড়ো ব্যাটিং করেন ফিল্ট সল্ট। ৭টি ছক্কার হাত ধরে ৪১ বলে ৭৪ রান করেন তিনি। এছাড়া ৩২ বলে ৫০ করেন নীতীশ রানা। রিঙ্কু সিং ১২ বলে ৩০ রান করে ফিনিশিং টাচ দেন। ২৩৮ রান তাড়া করতে নেমে ২৩২ রান করে টিম পার্পল। ৫ রানে ম্যাচটি তারা হেরে যায়।

    এদিন কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়ে ইংরেজ ব্যাটার বলেন, “টপ অর্ডারে ব্যাট করে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। দলকে জেতাতে চাই। পেশাদার ক্রিকেটার হিসাবে আমার দায়িত্ব প্রত্যাশার চাপ সরিয়ে খেলা। আমি জানি এখানে সমর্থকেরা জয়ের অপেক্ষায় আছে। শহরে যে ভাবে আমাকে আহ্বান জানানো হয়েছে, তাতে আমি আপ্লুত।”

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    শ্রেয়সের দুর্বল ব্যাটিং

    আইপিএলে (IPL 2024) এবার কেকেআর-কে নেতৃত্ব দিতে চলেছেন শ্রেয়স আইয়ার। অথচ রবিবার প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স নিয়ে কিছুটা চাপেই থাকবে নাইটরা। এদিন শ্রেয়স নড়বড় করে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত ১৮ বলে ২২ রান করে আউট হয়ে যান। বাঁ-হাতি স্পিনার সুয়াশ শর্মার বলে ফিল সল্ট তাঁকে স্টাম্পড আউট করেন। এদিন অফ স্টাম্পের বাইরের বল একেবারেই খেলতে পারছিলেন না শ্রেয়স। স্পিনারদের বলেও নড়বড় করতে দেখা যায় তাঁকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WPL 2024: ১৬ বছরে বিরাটরা পারেনি, বেঙ্গালুরুকে ট্রফি দিলেন মান্ধানারা! ডব্লুপিএলে চ্যাম্পিয়ন আরসিবি

    WPL 2024: ১৬ বছরে বিরাটরা পারেনি, বেঙ্গালুরুকে ট্রফি দিলেন মান্ধানারা! ডব্লুপিএলে চ্যাম্পিয়ন আরসিবি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাটরা পারেননি, বেঙ্গালুরুকে ট্রফি দিল মান্ধানার দল। ১৬ বছর ধরে চেষ্টা করেও আইপিএল জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মেয়েদের আইপিএলের (উইমেন্স প্রিমিয়ার লিগ) দ্বিতীয় সংস্করণেই চ্যাম্পিয়ন আরসিবি। বাংলার রিচা ঘোষ চার মেরে ম্যাচ জেতালেন। রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রানে অল আউট হয়ে যায় দিল্লি। এরপর ব্যাটে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই জয় তুলে নেন স্মৃতি মান্ধানারা। পরপর দুবার ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকে গেল দিল্লি ক্যাপিটালসের।

    ম্যাচ আপডেট

    রবিবার প্রথমে ব্যাট করে দিল্লি। শেফালি বর্মা যে গতিতে শুরু করেছিলেন, তাতে বড় রান হবে বলে মনে হচ্ছিল। ৭ ওভারে ৬৪ রান তুলে নিয়েছিল দিল্লি। অষ্টম ওভারে বল করতে আসেন সোফি মলিনক্স। ওই ওভারেই খেলা ঘুরে যায়। প্রথম বলে শেফালি আউট হয়ে যান। তৃতীয় বলে আউট জেমাইমা রদ্রিগেজ। চতুর্থ বলে বোল্ড এলিস ক্যাপ্সি। এক ওভারে তিন উইকেট তুলে দলকে চালকের আসনে বসিয়ে দেন মলিনক্স। ধাক্কা সামলাতে পারেনি দিল্লি। ১১৩ রানে অল আউট হয়ে যায় তারা। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। 

    রান তাড়া করতে নেমে ছোট টার্গেট থাকায় ঠান্ডা মাথায় ব্যাটিং করেন আরসিবির দুই ওপেনার স্মৃতি মন্ধনা ও সোফি ডিভাইন। ওপেনিং জুটিতে ৪৯ রানের পার্টনারশিপ করে জয়ের ভিত গড়ে দেন দুজনে। ডিভাইন ৩২ রান করে আউট হওয়ার পর স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান স্মৃতি ও এলিস পেরি। ৮২ রানে দ্বিতীয় উইকেট পড়ে আরসিবির। ৩১ করে আউট হন অধিনায়ক স্মৃতি মন্ধনা। এরপর বাকি কাজটা অভিজ্ঞতার পরিচয় দিয়ে পূরণ করে পেরি ও রিচা ঘোষ। ১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। এলিস পেরি ৩৫ ও রিচা ঘোষ ১৭ রানে অপরাজিত থাকেন। এবারের প্রতিযোগিতায় নজর কাড়লেন বাংলার রিচা। ১০ ম্যাচে ২৫৭ রান করলেন তিনি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share