মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। অবশেষে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল (CBSE Results 2022) প্রকাশ করল কেন্দ্রীয় বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। অন্যান্য বোর্ডগুলি ফল প্রকাশ করে দিলেও, দেরি করছিল সিবিএসই। এদিকে কলেজগুলিতে ভর্তিও শুরু হয়ে গিয়েছে। তাই এই নিয়ে পড়ুয়াদের এবং অভিভাবকদের চিন্তার শেষ ছিল না। সেই দুশ্চিন্তার অবসান হল আজ।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির
পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। পাশের নিরিখে ছাত্রদের থেকে এগিয়ে আছেন ছাত্রীরা। মেয়েদের পাশের হার যেখানে ৯৪.৫৪ শতাংশ, সেখানে ছাত্রদের পাশের হার ৯১.২৫ শতাংশ। রূপান্তরকামী পরীক্ষার্থীদের ১০০ শতাংশই পাশ করেছেন। এবছর ৩৩ হাজার ৪৩২ জন ৯৫ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন।
আরও পড়ুন: জেইই মেইন সেশন ২ – এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত
cbse.gov.in এবং result.cbse.nic.in – এই লিঙ্কে রেজাল্ট দেখতে পারবেন সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, দুটি ওয়েবসাইটে রোল নম্বর এবং স্কুলের নম্বর ব্যবহার করে রেজাল্ট ডাউনলোড করা যাবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, দুপুর ২টোর পরেই প্রকাশ করা হবে দশম শ্রেণির ফল। উমঙ্গ এবং ডিজিলকার অ্যাপে দল দেখা যাবে।
কেরলের তিরুঅনন্তপুরমে রেকর্ড সংখ্যক ছাত্র-ছাত্রী পাশ করেছেন। সেখানে পাশের হার ৯৮.৮৩%। তারপরেই রয়েছে বেঙ্গালুরু। সেখানে পাশের হার ৯৮.১৬%। চেন্নাই রয়েছে তৃতীয় স্থানে। পাশের হার ৯৭.৭৯%। দিল্লিতে পাশের হার ৯৬.২৯%। পাশের সংখ্যা সবচেয়ে কম উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সেখানে পাশের হার ৮৩.৭১%।
[tw]
#cbseresults2022 #cbse
परिणाम निम्नलिखित वेबसाइट पर देखे जा सकते हैं।https://t.co/16nMSr3Ebghttps://t.co/0VvP4tTmWShttps://t.co/KD8IRHkYDu@dpradhanbjp @EduMinOfIndia @mygovindia @PIBHindi @PTI_News @AkashvaniAIR @DDNewslive pic.twitter.com/oCPnbapFBS— CBSE HQ (@cbseindia29) July 22, 2022
[/tw]
১৫ জুন শেষ হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কোভিড অতিমারি ফের হানা দিতে পারে এই ভয়ে, শিক্ষাবর্ষকে দু’ভাগে ভাগ করা হয়েছিল। প্রতিটি টার্মে ৫০ শতাংশ করে সিলেবাস সম্পূর্ণ করা হয়েছিল। তাই দুটি টার্মের আলাদা আলাদা ফল প্রকাশ করেছে সিবিএসই। প্রথম টার্মের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার দুই টার্ম মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করল বোর্ড।
Leave a Reply