CBSE scholarship: একক কন্যা সন্তানদের স্কলারশিপ দিচ্ছে সিবিএসই, দশম শ্রেণির আবেদন শুরু

cbse

মাধ্যম নিউজ ডেস্ক: একক কন্যা সন্তানদের একটি স্কিম (CBSE scholarship) রয়েছে সিবিএসই বোর্ডের। ২০১৯ সালে সিবিএসই বোর্ড ‘সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ স্কিম’ চালু করেছে। মেধাবী অবিবাহিতা শিক্ষার্থী, যারা বাবা মায়ের একমাত্র সন্তান তারা এই বিশেষ বৃত্তি পাওয়ার যোগ্য। মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার, মেধাকে উৎসাহ দেওয়া এবং তাদের বাবা-মায়ের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য এই প্রকল্পের ব্যবস্থা।     

১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে দশম শ্রেণির ছাত্রীদের বৃত্তির জন্যে আবেদনের প্রক্রিয়া। চলবে ১৪ নভেম্বর অবধি। ২১ অক্টোবর থেকে ২১ নভেম্বর অবধি চলবে ভেরিফিকেশন। CBSE.nic.in– এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। এই স্কলারশিপে বছরে ২৪,০০০ টাকা করে পাবে ছাত্রীরা।

আরও পড়ুন: দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে   

বোর্ড বৃত্তি স্কিমে অংশগ্রহণের যোগ্যতার মানদণ্ডও নির্ধারণ করেছে। মানদণ্ড অনুসারে, সিবিএসই বোর্ডের দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর অর্জনকারী সমস্ত একক ছাত্রী বৃত্তির জন্য আবেদন করতে পারে। এগুলি ছাড়াও, আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই সিবিএসই বোর্ডের অধিভুক্ত স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে হবে। টিউশন ফি ১৫০০ টাকার বেশি হওয়া যাবে না। পরবর্তী দু’বছরে, এই ধরনের স্কুলে টিউশন ফিতে মোট বৃদ্ধি ১০ শতাংশের বেশি হবে না। এরপরে ওই ছাত্রীরা দ্বাদশ শ্রেণিতে ৫০% নম্বর পেলে ফের তাঁরা পাবেন এই স্কলারশিপ।

আরও পড়ুন: ১১ অক্টোবর শুরু হচ্ছে নীট ইউজি কাউন্সেলিং- এর রেজিস্ট্রেশন, কী করে করবেন ফর্ম ফিলআপ?  

কী করে আবদেন করবেন? 

প্রথমেই www.cbse.nic.in ওয়েবসাইটে চলে যেতে হবে।

এবার সেখানে গিয়ে Single girl child scholarship X-2022 REG’-এ ক্লিক করতে হবে।

এবার নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।

এবার আবেদন বা পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share