Coal India Recruitment: ৫৯ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি কোল ইন্ডিয়ার, বেতন ২ লক্ষ অবধি, জানুন বিস্তারিত

Coal_India

মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited Recruitment 2022)। সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের রাঁচি অফিসে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট (ই৪)/ মেডিকেল স্পেশালিস্ট (ই৩), সিনিয়র মেডিকেল অফিসার (ই৩) পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা দেরি না করে আবেদন করে ফেলুন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। 

আরও পড়ুন: সিজিএলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন, জানুন বিস্তারিত             

প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। 

প্রার্থীদের আবেদনপত্রটি নির্ধারিত ফরম্যাটে পূরণ করে এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘General Manager (Personnel/Recruitment), Recruitment Department, Central Coalfields Limited, Room No. 303, 2″d floor, Damodar Building, Darbhanga House, Ranchi-834001’। 

আরও পড়ুন: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য: 

পদের নাম: সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট (ই৪)/ মেডিকেল স্পেশালিস্ট (ই৩),সিনিয়র মেডিকেল অফিসার (ই৩) 

শূন্যপদের সংখ্যা: ৫৯ 

কাজের স্থান: রাঁচি

আবেদন শুরু: বর্তমানে চলছে

আবেদনের শেষ তারিখ: ২২.১০.২০২২

শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন

বেতনক্রম: ৬০,০০০- ২,০০,০০০ টাকা 

বয়স সীমা: জেনারেল/ইউআর বিভাগের প্রার্থীদের জন্য ৪২ বছর।সিনিয়র মেডিকেল অফিসার/ মেডিকেল স্পেশালিস্ট (ই৩): জেনারেল/ইউআর-এর জন্য বয়স সীমা ৩৫ বছর।

যোগ্যতা: সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট (ই৪)-জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন এবং পালমোনারি মেডিসিনের জন্য ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা সহ এমবিবিএস ডিগ্রি/ ডিএনবি সহ অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাকেও ন্যূনতম যোগ্যতার মধ্যে ধরা হবে। মেডিকেল স্পেশালিস্ট (ই৩)- জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন এবং পালমোনারি মেডিসিনের জন্য ন্যূনতম এমবিবিএস ডিগ্রি/ ভারতের মেডিকেল কাউন্সিল দ্বারা অনুমোদিত একটি স্বীকৃত প্রতিষ্ঠান/কলেজ থেকে পিজি ডিগ্রি/ ডিএনবি। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাকেও ন্যূনতম যোগ্যতার মধ্যে ধরা হবে। সিনিয়র মেডিকেল অফিসার (ই৩)- মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত একটি স্বীকৃত ইনস্টিটিউট/কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share