FIFA World Cup 2022: লিকোভিচের হাতেই আটকে গেল জাপান! শেষ আটে ক্রোয়েশিয়ার সামনে ব্রাজিল

skysports-dominik-livakovic_5987703

মাধ্যম নিউজ ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচ, টানটান উত্তেজনা। কাতার বিশ্বকাপে এই প্রথম ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়াকে টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে গেল জাপান। তবে আর এগোতে পারেনি সূর্যোদয়ের দেশ। ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিকোভিচের হাতেই শেষ হয়ে গেল জাপানের স্বপ্নের দৌড়। আল জানাউব স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জাপানকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। জয়ের নায়ক ডমিনিক লিভাকোভিচ। 

আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

গোল্ডেন গ্লাভস

পেনাল্টি সেভের হ্যাটট্রিক। ডমিনিক লিভাকোভিচের গোল্ডেন গ্লাভস আটকাল তিনটে পেনাল্টি শট। শুরুতেই পরপর মিনামিনো এবং মিতোমার শট বাঁচান। ০-২ তে পিছিয়ে পরে জাপান। দ্বিতীয় শট লিভায়া পোস্টে মারায় লড়াইয়ে ফিরে এসেছিল জাপান। গোল করে দলকে দৌড়ে রাখেন আসানো। কিন্তু মায়া ইয়োশিদার শট আবার ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন ক্রোট কিপার। লিভাকোভিচের দুই হাত শেষ আটে তুলল রাশিয়া বিশ্বকাপের রানার্সদের। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন নিকোলা ভ্লাসিচ, মার্সেলো ব্রোজোভিচ এবং মারিও পাসালিচ।‌

আরও পড়ুন: ৪-১ গোলে সাউথ কোরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

জাপানের লড়াই

এক দল গ্রুপ পর্ব পেরবে, অনেকেই ভাবেননি। কারণ গ্রুপে জার্মানি, স্পেনের মতো মহাশক্তিশালী দেশ। অথচ দুই প্রবল পরাক্রমী প্রতিপক্ষকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল জাপান। এদিন গত বিশ্বকাপের রানার্স, ইউরোপের পাওয়ার হাউস ক্রোয়েশিয়ারও চোখে চোখ রেখে লড়াই করে জাপান।  শুরুতে এগিয়েও গিয়েছিল তাঁরা। কিন্তু ইভান পেরিসিচ গোল করে ম্যাচে সমতায় ফেরান ক্রোটদের। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফয়সালা হয়নি। যার জেরে ম্যাচের ৯০ মিনিট ফলাফল ছিল ১-১। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ম্যাচের ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। সেখানেই জাপানের স্বপ্নভঙ্গ। এশিয়ার দলটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পা রেখেছে ক্রোয়েশিয়া। শেষ আটে ব্রাজিলের মুখোমুখি মদ্রিচ,পেরিসিচরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share