মাধ্যম নিউজ ডেস্ক: এই সপ্তাহের মাধ্যমে স্নাতক স্তরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার (CUET 2023) রেজিস্ট্রেশন শুরু করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২০২২ সালের ডিসেম্বরে এই নিয়ে নোটিস জারি করেছে এনটিএ। সেই নোটিস অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে রেজিস্ট্রেশন। কুয়েট ইউজি-র অফিসিয়াল ওয়েবসাইট cuet.samarth.ac.in– তে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন যোগ্য প্রার্থীরা।
ইউজিসি চেয়ারম্যান জগদেশ কুমার বলেন, “প্রশ্নপত্র এবং বিষয় সংখ্যায় কোনও বদল হবে না। পরীক্ষার্থীরা ৬টি বিষয় নির্বাচন করতে পারেন। এর মধ্যে থাকতে পারে একটি বা দুটি ভাষা। একটি সাধারণ পরীক্ষা নেওয়া হবে। অসমিয়া, বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু ভাষায় নেওয়া হবে পরীক্ষা।”
রেজিস্ট্রেশনে কী কী তথ্য লাগবে?
- সক্রিয় মোবাইল নম্বর
- ফটোগ্রাফের স্ক্যানড কপি
- সিগনেচারের স্ক্যানড কপি
- পরিচয়পত্র
- দশম শ্রেণির মার্ক শিটের স্ক্যানড কপি
- যদি কাস্ট সার্টিফিকেট থাকে তবে তার স্ক্যানড কপি
- দ্বাদশ শ্রেণির মার্ক শিটের স্ক্যানড কপি
কী করে আবেদন করবেন?
- cuet.samarth.ac.in অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান।
- হোমপেজে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন।
- লগইন তথ্য দিয়ে রেজিস্টার করুন।
- আবেদনপত্রটি ফিলআপ করুন।
- আবেদন ফি অনলাইনে জমা করুন।
- সাবমিট বাটনে ক্লিক করুন।
- পেজটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে হার্ডকপি রেখে দিন।
ইউজিসি চেয়ারম্যান টুইটে লিখেছেন, কুয়েট ২০২৩ (CUET 2023) এর যে পরীক্ষা ২১ থেকে ৩১ মে-র মধ্যে হওয়ার কথা, তার আবেদন প্রক্রিয়া শুরু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। যে শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট দিতে হয়। ২০২৩ এর কুয়েট-র ফলাফল প্রকাশিত হতে পারে জুন মাসে।
আরও পড়ুন: ধৃত জঙ্গি আগে স্কুলশিক্ষক ছিলেন! প্রথমবার ‘পারফিউম বম্ব’ উদ্ধার কাশ্মীরে
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি যদি জুলাই মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তা হলে, অগাস্টের ১ তারিখ থেকেই ২০২৩ সালের শিক্ষাবর্ষ শুরু করা যেতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে প্রায় ১০০০টি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হচ্ছে, যার মধ্যে ৪৫০ থেকে ৫০০টি কেন্দ্র প্রতিদিন ব্যাবহার করা হবে।
Leave a Reply