Commonwealth Games: আজ পাঁচটি সোনার হাতছানি! কমনওয়েলথের শেষ দিনে ভারতের বাজি সিন্ধু, শরথকমলরা

sindhu

মাধ্যম নিউজ ডেস্ক: আজ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) শেষ দিন। দেখতে দেখতে এই মাল্টি স্পোর্টস ইভেন্টের ১০ টা দিন পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত চলতি গেমসে ভারত মোট ৫৫টি পদক পেয়েছে। পদক তালিকায় পাঁচ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ভারতে এসেছে ১৫টি পদক। আজ  শেষ দিনে ভারতের সামনে পাঁচটি সোনা জয়ের হাতছানি। বিশেষ নজরে থাকবেন পিভি সিন্ধু-লক্ষ্য সেন-শরথকমলরা। একইসঙ্গে এ বারের কমনওয়েলথ গেমসের শেষ দিনে নজর রাখতে হবে পুরুষ হকি দলের ফাইনালে এবং ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের মতো ইভেন্টেও। একনজরে এদিন ভারতীয়দের খেলা:

ব্যাডমিন্টন

মহিলাদের সিঙ্গলস ফাইনাল – পিভি সিন্ধু বনাম মিশেল লি (দুপুর ১.২০)

পুরুষদের সিঙ্গলস ফাইনাল – লক্ষ্য সেন বনাম এনজি ইয়ং জে (দুপুর ২.১০)

পুরুষদের ডাবলস ফাইনাল – সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি বনাম লেন বেন-ভেন্ডি সিন (বিকেল ৩)

টেবল টেনিস

পুরুষদের সিঙ্গলস ব্রোঞ্জ পদক ম্যাচ – সাথিয়ান গণশেখরন বনাম পল ড্রিঙ্কারহল (বিকেল ৩.৩৫)

পুরুষদের সিঙ্গলস ফাইনাল – অচিন্ত্য শরথকমল বনাম লিয়াম পিচফোর্ড (বিকেল ৪.২৫)

হকি

পুরুষদের ফাইনাল – ভারত বনাম অস্ট্রেলিয়া (বিকেল ৫)

আরও পড়ুন: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিন ভারতীয় অ্যাথলিটরা নামবেন ৬টি ইভেন্টে। তার মধ্যে ৫টি পদক নিশ্চিত। আর একটি ম্যাচে ব্রোঞ্জ এলে ওই ৬টি ইভেন্টেই পদক প্রাপ্তি হবে ভারতের। আর তা হলে এ বারের কমনওয়েলথ থেকে মোট ৬১টি পদক নিয়ে দেশে ফিরবেন ভারতীয় অ্যাথলিটরা। 

অন্যদিকে কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রুপোতেই এ বারের মতো সন্তুষ্ট থাকতে হল ভারতকে। সোনা জেতা হল না। দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হল না। হরমনপ্রীত কৌরের দল হারল ৯ রানে। অধিনায়ক হরমন নিজে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। জেমাইমা রদ্রিগেসও ৩৩ রান করেন। কিন্তু শেষ দিকে অভিজ্ঞ কোনও ব্যাটার না থাকার ফল ভুগতে হল। অস্ট্রেলিয়ার আট উইকেটে ১৬১ রানের জবাবে ভারত করে ১৫২ রান। 

প্রায় জেতা খেলা হেরে স্বভাবতই খুশি নন হরমনপ্রীত। পদক গ্রহণের সময় তাঁর চেহারাতে দুঃখের ছাপ ছিল স্পষ্ট। হরমনের আক্ষেপ, “আমি জানি আমরা স্বর্ণ পদক জয়ের খুব কাছাকাছি ছিলাম, একটুর জন্য সোনা হাতছাড়া হল।” পরে সেরার সেরার কাছে হার মেনে নিয়ে হরমনপ্রীত জানান, দলের লড়াইয়ে তিনি গর্বিত। পাশাপাশি এই  পদক পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share