মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) তৃতীয় দিনে জমজমাট বার্মিংহ্যাম। প্রতিযোগিতা শুরুর পর প্রথম রবিবারেই ঠাসা ক্রীড়াসূচি ভারতের। ক্রিকেট-হকি-বক্সিং-স্কোয়াশ ছাড়াও রয়েছে ভারোত্তোলন প্রতিযোগিতা। কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনের মূল আকর্ষণ ভারত-পাকিস্তানের দ্বৈরথ। ভারতের মেয়েরা মাঠে নামবেন চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।
টুর্নামেন্ট যাই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি আকর্ষণ থাকে। কমনওয়েলথ গেমসে এবারই যোগ হয়েছে মেয়েদের ক্রিকেট। ২০ ওভারের ফরম্যাট। এজবাস্টন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (INDWvPAKW)। দু দলই হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া।সেই ম্যাচে অজিদের কাছে হার মানে ভারত। পাকিস্তান গ্রুপ এ-তে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বার্বাডোজের কাছে। ভারতকে সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বার্মিংহ্যামে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচের জন্য সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। সুতরাং, হাউসফুল এজবাস্টন দেখার সম্ভাবনা।
রবিবারই মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় পুরুষ হকি দলও তাঁদের কমনওয়েলথ অভিযান শুরু করবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ঘানা। কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের তৃতীয় দিনের সূচি দেখে নিন —
ক্রিকেট
ভারত বনাম পাকিস্তান (বিকেল ৩.৩০)
সাঁতার
পুরুষদের ২০০ মিটার বাটালফ্লাই- হিট থ্রি: সজন প্রকাশ (বিকেল ৩.০৭), পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক- হিট ৬: বিকেল ৩.৩১
জিমন্যাস্টিক
পুরুষদের অলরাউন্ড ফাইনাল- যোগেশ্বর সিংহ (দুপুর ১.৩০)
ব্য়াডমিন্টন - মিক্সড টিম কোয়ার্টার ফাইনাল (রাত ১০)
বক্সিং
৪৮-৫০ কেজি (লাইট ফ্লাইওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: নিখাত জারিন (বিকেল ৪.৪৫)
৬০-৬৩.৫ কেজি (লাইট ওয়েল্টারওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: শিভা থাপা (বিকেল ৫.১৫)
৭১-৭৫ কেজি (মিডলওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: সুমিত (সোমবার রাত ১২.১৫)
৯২ কেজি (সুপার হেভিওয়েট): সগর (সোমবার রাত ১)
হকি (পুরুষ)
ভারত বনাম ঘানা (রাত ৮.৩০)
ভারোত্তোলন ৬৭ কেজি ফাইনাল
জেরেমি লালরিনুনগা (দুপুর ২)
মহিলাদের ৪৯ কেজি বিভাগে ফাইনাল
পপি হাজারিকা (সন্ধে ৬.৩০)
পুরুষদের ৭৩ কেজি বিভাগে ফাইনাল
অচিন্ত্য শিউলি (রাত ১১)
স্কোয়াশ
মহিলাদের সিঙ্গলস: জোৎস্না চিনাপ্পা (সন্ধে ৬)
পুরুষদের সিঙ্গল: সৌরভ ঘোষাল (সন্ধে ৬.৪৫)
টেবিল টেনিস
মহিলাদের দলগত সেমিফাইনাল: রাত ১১.৩০
পুরুষদের কোয়ার্টার ফাইনাল: দুপুর ২টো
+ There are no comments
Add yours