Deepika Padukone: “মা না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না…” অবসাদ নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন

Untitled-design-3-7

মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড থেকে হলিউড সর্বত্র ছেয়ে রয়েছেন দীপিকা পাডুকোন। বলিউডে প্রথম সারির তারকাগুলির মধ্যে রয়েছে তিনি। তবে এক সফল অভিনেত্রী হয়েও তিনি কেন অবসাদে ছিলেন, এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তাঁকে সবসময় তাঁর ডিপ্রেশন নিয়ে খোলাখুলি বলতে শোনা গিয়েছে। কিছুদিন আগেও তাঁকে তাঁর অবসাদ নিয়ে বলতে শোনা গিয়েছিল। অভিনেত্রী এটাও জানিয়েছিলেন যে, এই জার্নিতে তিনি পাশে পেয়েছিলেন তাঁর পরিবারকে। বিশেষ করে মা-কে। তাঁর ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার পিছনে তাঁর মা কেই কৃতিত্ব দিয়েছেন।

আরও পড়ুন: হ্যান্ডলুম পোশাকে বলিউড তারকাদের কেমন দেখাচ্ছে, একনজরে দেখে নিন

তিনি আগেই নিজের মুখে জানিয়েছিলেন যে, কীভাবে একসময় ভেঙে পড়েছিলেন তিনি। তিনি বর্তমানে একটি মানসিক স্বাস্থ্য প্রোগ্রামের জন্য তামিলনাড়ুতে রয়েছেন, ফলে আবারও মানসিক অসুস্থতার সঙ্গে তাঁর লড়াই সম্পর্কে এখন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি তখন তাঁর কেরিয়ারের ভালো জায়গাতেই ছিলেন, তবুও তিনি অবসাদে ভুগছিলেন। আর সেসময় তিনি নিজেই জানতেন না যে তিনি অবসাদে ভুগছেন। আর সেসময় দীপিকার মা তাঁর ডিপ্রেশনের লক্ষণ বুঝতে পেরেছিলেন ও তাঁকে সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন। তাই তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, যদি তাঁর মা মানসিক অবস্থার কথা না জানত, তবে দীপিকা আজ এই অবস্থায় থাকতে পারতেন না। ফলে তাঁর ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার পিছনে তাঁর মায়ের কত বড় অবদান রয়েছে, তা তিনি সংবাদমাধ্যমে শেয়ার করেছেন।

প্রসঙ্গত, দীপিকার হাতে বর্তমানে অনেক আকর্ষণীয় সিনেমা রয়েছে। তাঁকে পরবর্তীতে জন আব্রাহাম ও শাহরুখ খানের সঙ্গে পাঠান ছবিতে দেখা যাবে, যা ২৫ জানুয়ারী, ২০২৩ এ মুক্তি পাবে। এছাড়াও পরবর্তীতে, তিনি নাগ অশ্বিন পরিচালিত প্রজেক্ট কে-তে প্রভাস এবং দিশা পাটানির বিপরীতে অভিনয় করবেন। এছাড়াও দীপিকাকে আমেরিকান কমেডি ফিল্ম দ্য ইন্টার্ন-এ অমিতাভ বচ্চন এবং হৃতিক রোশনের সঙ্গে দেখা যাবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share