Dharmendra: নেটিজনের প্রশ্ন ছিল ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন? কী জবাব দিলেন ধর্মেন্দ্র?     

oiu

মাধ্যম নিউজ ডেস্ক: নেটিজনের প্রশ্ন ছিল ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিলেন অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। প্রসঙ্গত, বুধবার শোলে ছবির বীরু তাঁর আগামী ছবি ‘তাজ: রয়াল ব্লাড’ -এর লুক প্রথম প্রকাশ্যে আনেন এবং  ট্যুইটারে তা  শেয়ার করেন। সেখানে তিনি বলেন, এই ছবিতে আমি সেখ সেলিম চিস্তির ভূমিকায় অভিনয় করতে চলেছি। এটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, আপনাদের শুভকামনা চাইছি। মুহুর্তের মধ্যে ভরে যায় তাঁর কমেন্ট সেকশন। অসংখ্য অনুরাগী এবং ভক্ত নিজেদের মতামত জানাতে থাকেন। প্রত্যেকেই যখন তাঁর নতুন ছবির সাফল্য কামনা করে নিজেদের মতামত দিচ্ছেন ঠিক তখনই এক নেটিজেন ট্রল করে বলেন, ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন?

কী উত্তর দিলেন অভিনেতা

ধর্মেন্দ্র (Dharmendra) এই প্রশ্নটি লক্ষ্য করেন এবং উত্তরও দেন। ওই নেটিজেনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, জীবন হল একটি সংগ্রাম। প্রত্যেক ব্যক্তিকেই জীবন সংঘর্ষ করতে হচ্ছে। আপনি, আমি কেউ বাদ নেই এই সংগ্রামে। বিশ্রাম নিলেই জীবনের স্বপ্নগুলো সব শেষ হয়ে যাবে। তখন জীবনের যাত্রাপথ বলে আর কিছুই অবশিষ্ট থাকবেনা।

মুহুর্তের মধ্যে তাঁর এই রিপ্লাই নেটিজেনদের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এবং প্রত্যেকেই প্রশংসা করতে থাকেন তাঁর এই মন্তব্যের।

তাঁর এই মন্তব্যে একজন নেটিজেন বলেন, বিনম্রতা খুব প্রয়োজন আজকের দিনে। আপনি এভাবেই পারস্পরিক ভালবাসা ছড়িয়ে যান। আপনি কোটি কোটি মানুষের রোল মডেল। অন্য একজন বলেন দূর্দান্ত উত্তর দিয়েছেন স্যার, আপনার অনুরাগী হয়ে আমরা গর্বিত।

চলতি বছরে ‘তাজ: রয়াল ব্লাড’-এর পাশাপাশি ধর্মেন্দ্রকে (Dharmendra)  দেখা যাবে ‘রকি অউর রানী কী প্রেম কাহিনী’ ছবিতেও। করন জোহরের নির্দেশনায় বর্তমানে কাজ চলছে এই ছবির। ছবি মুক্তি পাওয়ার কথা এবছরের ২৮ জুলাই।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share