England vs India: ইতিহাস ভারতীয় মহিলাদের! ২৩ বছর বাদে ইংল্যান্ডে সিরিজ জয় ঝুলনদের

harmanpreet-sixteen_nine

মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডে ইতিহাস ভারতের মেয়েদের। ২৩ বছর বাদে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১৯৯৯ সালে শেষ বার ইংল্যান্ডে (INDWvsENGW) ওয়ান ডে সিরিজ জেতে মেয়েরা। বুধবার হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur)  শতরানে ভর করে  তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ভারত। এবার শনিবার লর্ডসের মাটিতে সিরিজের শেষ ম্যাচ জিতে ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতের। লর্ডসেই শেষ ম্যাচ খেলবেন বাংলার মেয়ে ভারতের কিংবদন্তি মহিলা পেসার ঝুলন গোস্বামী। সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর তাঁর সতীর্থেরা।

এদিন  টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোন্স। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অধিনায়ক হরমনপ্রীতের ‘হারিকেনে’ ভর করে ৫ উইকেটে ৩৩৩ রান তোলে ভারত। ১১১ বলে অপরাজিত ১৪৩ রান করেন হরমনপ্রীত। প্রথমে দ্রুত উইকেট পড়ে গেলেও ঝড়ের আন্দাজ কেউ করতে পারেননি। প্রথমে একটু সময় নিলেও শেষের দিকে রীতিমতো ঝড় তোলেন। তাঁর ইনিংসে ছিল চোখ ধাঁধানো  ১৮টি চার ও চারটি ছয়। শেষ ১১ বলে ৪২ রান করেন হরমনপ্রীত। তার মধ্যে ছিল ৬টি চার ও ৩টি ছয়। ভারতের ৩৩৩ রানকে টার্গেট করে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৪৫ রানে। ৮৮ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাল জয় পায় ভারত। কমনওয়েলথ গেমসের মতো অনবদ্য পারফর্ম করেন রেনুকা সিং ঠাকুর। ১০ ওভারে ৫৭ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। ঝুলন উইকেট না পেলেও রান আটকান। ৭ ওভারে দিয়েছেন মাত্র ৩১ রান।

ম্যাচ শেষে হরমনপ্রীত কৌর বলেন, “আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই এখানে এসেছিলাম। লক্ষ্যপূরণ হল। আমি নেতৃত্ব উপভোগ করছি। সঙ্গে প্রতিটি ম্যাচকেও উপভোগ করি। ব্যাটিং সহজ ছিল না। আমি সময় নিয়ে হার্লিনের সঙ্গে পার্টনারশিপ তৈরি করি। একবার ক্রিজে সেট হওয়ার পর নিজের খেলাটা খেলে গেছি। বোলিংয়ে যখনই দরকার তখনই কেউ না কেউ উইকেট নিয়েছেন।” প্রথম ওয়ান ডে জিতে, সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেছিলেন, ‘এই সিরিজ ঝুলুদির জন্য। আমরা সর্বস্ব দিয়ে খেলব।’ কথা রাখলেন সতীর্থরা। এক ম্যাচ বাকি থাকতেই ঝুলনকে সিরিজ উপহার দিলেন তাঁরা। তবে এখনই সেলিব্রেশন নয়। হোয়াইটওয়াশের পর লর্ডসেই হবে উৎসব।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share