Ajay Devgn & Kiccha Sudeep Twit case : “হিন্দি রাষ্ট্রভাষা নয়…”, সুদীপ-অজয় ভাষা-যুদ্ধে টুইট কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

ajay-devgan-siddaramaiah-2

মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দিই কি রাষ্ট্রীয় ভাষা…এ নিয়ে টুইট বিতর্কে জড়িয়েছেন বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকা অজয় দেবগন ও কিচ্চা সুদীপ। সেই বির্তকে এবার নিজের মতামত দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি কন্নড় অভিনেতা সুদীপকে সমর্থন করে অজয় দেবগনের মতামতকে সরাসরি চ্যালেঞ্জ করলেন। সিদ্দারামাইয়ার টুইট, হিন্দি কখনওই ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল না, নেই, হবেও না। তিনি লেখেন, একজন কন্নড় হিসেবে তিনি গর্বিত। ভারতের ভাষা-বৈচিত্র্যকে সম্মান জানানো উচিত প্রত্যেক ভারতবাসীর। সব ভাষারই নিজস্ব ঐতিহ্য রয়েছে।

সম্প্রতি একটি দক্ষিণী ছবি নিয়ে সুদীপ বলেন, “সবাই বলছে কন্নড় ইন্ডাস্ট্রিতে সর্বভারতীয় ছবি তৈরি হয়েছে। আমি একটু সংশোধন করতে চাই। হিন্দি আর রাষ্ট্রভাষা নেই। বলিউড আজকাল সর্বভারতীয় ছবি বানাচ্ছে। ওরা সাফল‍্য পাওয়ার জন‍্য তেলুগু, তামিলে ছবির ডাবিং করাচ্ছে। কিন্তু তাও লাভ হচ্ছে না।” এই শুরু। 

[tw]


[/tw]

এমনিতে বলি-বিতর্ক থেকে সাধারণত দূরে থাকা অজয় দেবগন সুদীপের এ কথা মানতে পারেননি। নিজের টুইটার হ্যান্ডেলে হিন্দিতে অজয় সুদীপের কাছে প্রশ্ন রাখেন, যদি হিন্দি সত্যি রাষ্ট্রীয় ভাযা না হয় তবে সুদীপ কেন নিজের ছবি হিন্দিতে ডাবিং করে রিলিজ করেন।
অজয় সুদীপকে ট্যাগ করে লেখেন, “কিচ্চা সুদীপ ভাই, যদি হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা না হয়, তাহলে তুমি কেন তোমার মাতৃভাষায় তৈরি ছবি হিন্দিতে ডাবিং করে রিলিজ করো? হিন্দি আমার মাতৃভাষা, এবং আমাদের রাষ্ট্রীয় ভাষা এবং সেটা থাকবেই। জন গণ মণ।”

অজয়ের (Ajay Devgn) টুইটে পালটা জবাব দেন সুদীপও, অভিনেতা জানান তিনি যে প্রেক্ষাপটে কথা বলেছেন সেটা আলাদা। অজয় দেবগন হয়তো তাঁকে ভুল বুঝছেন। কোনও রকম তর্ক বির্তক করার ইচ্ছে তাঁর নেই। সামনাসামনি অজয়ের সঙ্গে দেখা হলে তিনি পুরোটা বুঝিয়ে বলবেন। শেষে সুদীপ টুইট করে অজয়ের উদ্দেশে লেখেন, “আমি নিজের দেশের সব ভাষাকে সম্মান করি। আমি চাই এই বিতর্কটা এখানেই শেষ হোক, আমি যেমনটা বলেছি ওই প্রেক্ষাপটটা আলাদা ছিল। অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাকে।” সুদীপের এই টুইটের আগেই দুতারকার অভিমত নিয়ে সরগরম নেটপাড়া। কেউ নিয়েছে অজয়ের পক্ষ কেউ আবার সমর্থন জানিয়েছেন সুদীপের মন্তব্যকে।

সুদীপের শেষ টুইটের কিছু ঘণ্টা কাটতে না কাটতেই অবশ্য অজয় (Ajay Devgn)নিজের মন্তব্য থেকে সরে এসে লেখেন, “ধন্যবাদ সুদীপ আমার এই ভুলবোঝাটা ঠিক করে দেওয়ার জন্য, আমি সবসময় মনে করি আমরা এক ইন্ডাস্ট্রি। আমারা সব ভাষাকেই সম্মান করি, পাশাপাশি আশা করি অন্যান্য ভাষার লোকেরা আমাদের সম্মান করবে।”

কিন্তু বৃহস্পতিবার এই প্রেক্ষাপটে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর টুইট আবার নতুন করে বিতর্ককে উস্কে দিল। বেশ কয়েকদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দেশের প্রধান ভাষা হিসেবে হিন্দির পক্ষে সাওয়াল তোলেন। সেই সময় বিরোধিতা করেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share