মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের নভেম্বরে কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। ৯২ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মুসলিম অধ্যুষিত দেশে হবে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022)। কাতারে (Qatar) মদ বিক্রি হয়। তবে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা (Beer Policy) রয়েছে। এই পরিস্থিতিতে ফিফা ও বিশ্বকাপের আয়োজকদের ভেবেচিন্তে পা ফেলতে হচ্ছে। বিশ্বের বেশিরভাগ ফুটবল দর্শক বিশেষ করে ইউরোপিয়ান ও লাতিন আমেরিকান দর্শকরা বিয়ার পান করতে করতে ফুটবল দেখায় অভ্যস্ত। কিন্তু কাতারে স্টেডিয়ামের ভিতরে বিয়ার নিষিদ্ধ। পানীয় প্রস্তুতকারক সংস্থা বুডউইজার আবার বিশ্বকাপের অন্যতম স্পনসর।
ফিফা ও আয়োজকদের আশা, ফুটবল মহাযুদ্ধের সাক্ষী থাকতে ১২ লক্ষ দর্শক কাতারে যাবেন। ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ ওই পানীয় প্রস্তুতকারী সংস্থা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিফা বিশ্বকাপে দর্শকাসনে বসে ফুটবলপ্রেমীরা বুডউইজার জিরো ও বুডউইজার পান করতে পারবেন। এতেই মনে করা হচ্ছে, দর্শকাসনে নন-অ্যালকোহলিক পানীয় পান করতে হবে ফুটবলপ্রেমীদের। তবে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রক্ষনশীল কাতারে বান্ধবী নিয়ে এসে বিশ্বকাপ দেখার সম্ভবনায় দাঁড়ি টেনেছে উদ্যোক্তা দেশ। কাতারের প্রচলিত আইন অনুযায়ী হোটেলে স্ত্রী ছাড়া অন্য কোনও নারীর সঙ্গে চেক ইন করায় নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বিশ্বকাপ এর সময়েও। এবার বিয়ারে কোপ পড়লে দর্শকদের মনোরঞ্জনে খামতি থেকে যাবে বলে মনে করছে ক্রীড়া ট্যুরিজম সংস্থাগুলি। তাই নিয়মে কিছু বদল আনতে চাইছে ফিফা। আর্থিক চুক্তি ও স্পনসরদের কথাও ভাবতে হচ্ছে তাদের।
কাতারে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের বড় বড় ইভেন্ট হয়ে থাকে। তার মধ্যে অন্যতম ছিল ২০১৯ সালে অনুষ্ঠিত ক্লাব ওয়ার্ল্ড কাপ। তখনও বিশেষ অ্যালকোহল পলিসি তৈরি করা হয়েছিল। ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় সুরাপ্রেমীদের জন্য ড্রিঙ্কিং জোন তৈরি করা হয়েছিল দোহার কাছেই একটি গল্ফ ক্লাবে। সেখানে বিয়ার মিলেছিল শহরের নামী হোটেলগুলির তুলনায় অনেকটাই কম দামে। এবার সেরকম কিছু করার কথাই ভাবা হচ্ছে।
উল্লেখ্য, ২৯টি দল নিয়ে গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বাকি ৩ দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজানো হয়। শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। ৩২টি দল নিয়ে ফুটবল বিশ্বযুদ্ধ শুরু হবে ২১ নভেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
+ There are no comments
Add yours