FIFA World Cup: বিশ্ব ফুটবল যুদ্ধে দল ঘোষণা আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালের

messi-argentine-2

মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন বিশ্বকাপের (FIFA world cup) জন্য দল (team) ঘোষণা করে দিল আর্জেন্টিনা (Argentina)। শুধু মেসির দেশ নয় পর্তুগাল ও স্পেন কাতার বিশ্বকাপের দল ঘোষণা করল শুক্রবার।
প্রত্যাশিত খেলোয়াড়দের দিয়েই এবারের বিশ্বকাপের দল সাজালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আগেই দল ঘোষণা করেছিল ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড। শুক্রবার ২৬ জনের স্কোয়াড জানিয়ে দিলেন স্কালোনি। দলে তেমন কোনও চমক নেই। কোপা আমেরিকা জয়ী সদস্যদের ওপরে তিনি ভরসা রেখেছেন। তবে অনেকের মনে প্রশ্ন ছিল আনফিট পাওলো ডিবালা আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা পান কিনা! যাবতীয় আশঙ্কা উড়িয়ে কাতারের মাটিতে মেসির পাশে কাপ যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে ডিবালাকে। তার ওপর ভরসা রেখেছেন কোচ স্কালোনি।

ফেভারিট আর্জেন্টিনা

এবারে ফুটবল বিশ্বকাপে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। মনে করা হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহা তারকার বাড়ির ক্যাবিনেটে প্রায় সব ট্রফি মজুত রয়েছে। নেই শুধু ফিফার ট্রফি। তাই অধরা মাধুরী ছোঁয়ার জন্য মরিয়া মেসি। আর্জেন্টিনার কোচ ও কয়েকজন সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই কাতারে পৌঁছে গিয়েছেন। মূলত পরিবেশ ও পরিস্থিতি যাচাই করতে তাদের আগেভাগে মরুভূমির দেশে পৌঁছে যাওয়া বলে মনে করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে আর্জেন্টিনা দলের সদস্যরাও কাতারে পৌঁছবেন।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আর্মানি, জেরোনিমো রুলি

ডিফেন্ডার : নহেল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জেরমান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিজান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত

মিডফিল্ডার: রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্ডেজ, এজেকুয়েল পালাসিও

ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন করেয়া, পাওলো ডিবালা, লিওনেল মেসি

আরও পড়ুন: ভারতীয় দলকে চোকার্স তকমা! জানেন কী বললেন কপিল দেব?

স্পেনের দল

দল ঘোষণা করেছে স্পেনও। স্প্যানিশ কোচ লুইস এনরিকেও বিশ্বকাপের জন্য ২৬ জন সদস্যের নাম জানিয়ে দিয়েছেন। তিনি তারুণ্যের উপর জোড় দিয়েছেন।

গোলরক্ষক: রবার্ত স্যাঞ্চেস, ডেভিড রায়া, উনাই সিমন।

ডিফেন্ডার: সেজার আথপিলিকুয়েতা, দানি কার্বাখাল, এরিক গার্সিয়া, হুগো গুইয়ামন, পাউ তোরেস, আয়মেরিক লাপোর্তে, জর্ডি আলবা, হোসে গায়া।

মিড ফিল্ডার: কার্লোস সোলার, মার্কোস লোরেন্তে, রদ্রি, গাভি, সের্খিয়ো বুস্কেৎস, পেদ্রি, কোকে।

ফরওয়ার্ড: ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো আসেনসিয়ো, পাবলো সারাবিয়া, দানি অলমো, আনসু ফাতি, নিকো উইলিয়ামসন, ফেরেন তোরেস।

টিম পর্তুগাল

কাতারের মাঠে নিজের পাঁচ নম্বর বিশ্বকাপ খেলতে নামবেন ৩৭ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৬ সালে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেন রোনাল্ডো। তারপর কেটে গেছে ১৬ বছর। পেরিয়ে গেছে তিনটি বিশ্বকাপ। তবু বিশ্বকাপের সোনার ট্রফি জেতা হয়নি তাঁর। অনেকের মতে এটাই হয়ত তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাই এবার ট্রফি চাই রোনাল্ডোর।

গোলরক্ষক: রুই প্যাট্রিসিওই, ডিওগো কোস্টা, জোসে সা

ডিফেন্ডার: পেপে, রুবেন ডিয়াজ, জ্যাও কানস্যালো, নুনো মেন্ডেজ, ডিওগো ড্যালট, অ্যান্টোনীয় সিলভা, রাফ্যাল গুরেরো।

মিড ফিল্ডার: ভিটিনহা, বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, রুবেন নেভারস, ড্যানিলো পেরেইরা, পালহিনহা, জ্যাও মারিও, ওটাভিও, ম্যাথিউ নুনেজ, উইলিয়াম

ফরওয়ার্ড: জ্যাও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফ্যাল লিও, আন্দ্রে সিলভা, গোনক্যালো রামোজ, রিকার্ডো হোর্তা

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share