Hockey World Cup 2023: স্পেনকে ২-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

hoky2

মাধ্যম নিউজ ডেস্ক: স্পেনকে  ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে হকি বিশ্বকাপের অভিযান শুরু করল হরমনপ্রীতের ভারতীয় দল (Indian Hockey Team)। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক সিং প্রথম দুই কোয়ার্টারে দুইটি গোল করেন। এই দুই গোলের সুবাদেই জয় পায় ভারত। ম্যাচের শেষ কোয়ার্টারে অভিষেক ১০ মিনিটের জন্য হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বটে। তবে তা সত্ত্বেও স্পেন লাভের লাভ কিছুই করতে পারেনি। ভারতের জমাটি রক্ষণ ও গোলকিপার হিসাবে পাঠক বেশ নজর কেড়েছেন।

প্রথম থেকেই ম্যাচে দাপট ভারতের

প্রথম ম্যাচেই জয় পেয়ে আত্মবিশ্বাসী ভারত। কারণ ধারেভারে স্পেন বেশ শক্তিশালী দল ছিল। গত কয়েকটা মাস স্পেনের বিরুদ্ধে ভারতের ফল মোটেও ভাল ছিল না। শেষ পাঁচ বারের সাক্ষাতে ভারত জিতেছিল মাত্র এক বার। প্রতি বারই এই দু’দলের খেলা থাকলে গোলের বন্যা বইতে দেখা যায়। শুক্রবার রাউরকেল্লার বীরসা মুন্ডা স্টেডিয়ামে তাই ম্যাচ শুরু হয়েছিল সমানে সমানে। হিসাব কষেই খেলতে নেমেছিল ভারত। স্পেনকে খুব বেশি আক্রমণে উঠতে দেয়নি। নিজেরাও সুযোগ বুঝে তা কাজে লাগিয়ে গোল করার চেষ্টা করেছে। বল বেশি নিয়ন্ত্রণে রেখেছিল ভারত। 

আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

এ দিন প্রথম থেকেই ভারত চাপে রাখতে শুরু করে স্পেনকে। প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় তারা। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অমিত রোহিদাস। তিনি ওড়িশারই ছেলে। স্থানীয় ছেলের গোলের উদ্বেল হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। ২০ হাজার দর্শকাসনের একটিও খালি ছিল না ভারতের খেলার সময়। অমিত বিশ্বকাপে ভারতের হয়ে ২০০তম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় ভারত। একক দক্ষতায় দুর্দান্ত গোল করেন হার্দিক। বাঁ দিক থেকে একাই বল টেনে এনে ঢুকে পড়েছিলেন স্পেনের ডি বক্সে। সেখান থেকে ক্রস করতে যান। তা বাঁচাতে গিয়ে স্পেনের এক ডিফেন্ডারের স্টিকে লেগে বল গোলে ঢুকে যায়।

ইংল্যান্ডকে হারানো লক্ষ্য

ম্যাচ শেষে ভারতীয় কোচ বলেন, ‘ছেলেরা বেশ ভাল ডিফেন্স করেছে। শুরুটা আমরা বেশ ভালভাবেই করলাম। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করার অনুভূতিটা বেশ ভাল। তবে এই ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আমরা এবার পরের ম্যাচ নিয়ে ভাবব এবং পরিকল্পনা তৈরি করব।’ স্পেনকে হারিয়েও গ্রুপ ‘ডি’-তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন হরমনপ্রীতরা। ইংল্যান্ডই ওয়েলশকে হারিয়ে আপাতত গ্রুপ শীর্ষে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share