Asia Cup 2022: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

viratkohli

মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোর-এ ভারতকে হারিয়ে মধুর বদলা নিল পাকিস্তান। পাঁচ উইকেটে রোহিতদের হারায় বাবর আজমের দল। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তানের সর্বাধিক রান তাড়া করে জয়। গত রবিবারই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে একই মাঠে একই ভাবে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও এশিয়া কাপের ফাইনালে ওঠার পথ এখনও বন্ধ হয়নি রোহিতদের কাছে। কাল, মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারাতে পারলে ফাইনালের দিকে এগিয়ে যাবে ভারত। হারাতে হবে আফগানিস্তানকেও। 

রবিবার, দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে ১৮১ রান করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে সেই রান তুলে নেয় পাকিস্তান। পাঁচ উইকেটে ম্যাচ জেতে বাবররা। প্রথমে ব্যাট করে কোহলির অর্ধশতরানের দৌলতে ১৮১ রানের ভাল টার্গেট খাড়া করে ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুল শুরুটা ভাল করেছিল। প্রথম ১০ ওভারে ভারতের ভাল রান ওঠে। কিন্তু মাঝের ওভারে পর পর উইকেট পড়ায় রানের গতি বেশ খানিকটা কমে যায়। নতুবা ভারতের রান ২০০-এর কাছে পৌঁছে যেত। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম আউট হয়ে গেলেও পাকিস্তানের রানকে এগিয়ে নিয়ে যান মহম্মদ রিজওয়ান।

আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

পাক তারকা মহম্মদ রিজওয়ানের দাবি, হার্দিক পান্ডিয়ার মন্ত্র কাজে লাগিয়েই ভারতের বিরুদ্ধে ব্যাট করেছেন তিনি।  ৫১ বলে ৭১ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। হার্দিক যেভাবে আগের ম্যাচে চাপের মধ্যে শান্তভাবে ব্যাট করে গিয়েছিল তা-ই রপ্ত করার চেষ্টা করেছেন রিজ, এমনটাই অভিমত পাক উইকেট কিপারের। এদিন কিপিংয়ের সময় পিঠে চোটও পান রিজওয়ান। তবে পাকিস্তানের জয় সহজ ছিল না। ১৭.৩ ওভারে ফুল আউটসাইড অফ ডেলিভারি করেছিলেন রবি বিষ্ণোই। সেই বল স্লগ সুইপ করতে গিয়েছিলেন আসিফ। কিন্তু বলটা তাঁর ব্যাটের উপরের দিকের কানা লেগে সোজা শর্ট থার্ডের উপরে উঠে যায়। কিন্তু, ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্নায়ুর লড়াইয়ে হেরে গিয়ে ক্যাচটি মিস করেন আর্শদীপ। ম্যাচটাও ফস্কে যায় ভারতের হাত থেকে। 

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হারায় আফগানিস্তানকে।  রবিবার ভারত ৫ উইকেটে হারে পাকিস্তানের বিরুদ্ধে। এখন যদি ভারত পরপর দুটো ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে জয় পায় আর পাকিস্তান যদি শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারায় তাহলেই আবার আগামী রবিবার বাইশ গজে ভারত-পাকিস্তান মহারণ দেখবে ক্রিকেট বিশ্ব। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share