মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই ফের টি-২০ বিশ্বকাপ (U19 Women’s T20 World Cup)। তবে সেই মঞ্চ সিনিয়রদের নয়। এখানে সেরা পারফরম্যান্স মেলে ধরার সুযোগ পাবেন অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটাররা। টি-২০’র জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তা দেখেই এবার অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ শুরু করছে আইসিসি (ICC)। প্রতিযোগিতা শুরু ১৪ জানুয়ারি। ফাইনাল হবে ২৯ জানুয়ারি। মোট ১৬টি দেশ আইসিসি’র এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ১১টি আইসিসি’র পূর্ণ সদস্য দেশের পাশাপাশি পাঁচটি অ্যাসোসিয়েটস দেশও খেলবে। ১৫ দিন ধরে হবে মোট ৪১টি ম্যাচ। প্রত্যেকদিন হবে হবে চারটি করে ম্যাচ। ম্যান্ডেলার দেশের দুটি শহর বেনোনি ও পোচেস্ট্রুমে প্রথম অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের আসরে ভারত অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
আরও পড়ুন: ‘‘রজার তোমার টেনিসের প্রেমে পড়েছি সেই কবে থেকে…’’, আবেগে ভাসলেন সচিন
১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। একটি গ্রুপ থেকে প্রথম তিনটি দল উঠবে সুপার সিক্সে। সেখানে ‘এ’ গ্রুপের দলগুলি খেলবে ‘ডি’ গ্রুপের যোগ্যতা অর্জনকারী দলগুলির বিরুদ্ধে। আর ‘বি’ গ্রুপের দলগুলির লড়াই হবে ‘সি’ গ্রুপের উন্নীত দলগুলির সঙ্গে। এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে রোয়ান্ডা ও ইন্দোনেশিয়ার মতো দেশ। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমেরিকা। ‘বি’ গ্রুপে লড়াই হবে ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে ও রোয়ান্ডা। ‘সি’ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত সহ ‘ডি’ গ্রুপের বাকি দলগুলি হল দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ড। সুপার সিক্সেও যেহেতু দু’টি গ্রুপ বিন্যাস করে খেলা হবে, তাই নক-আউট পর্বের আগে ভারত-পাকিস্তান মহারণের কোনও সম্ভাবনা থাকছে না।
আরও পড়ুন: ‘‘২৪ ঘণ্টার মতো কেটে গেল ২৪টা বছর…’’, টেনিসকে বিদায় জানালেন ‘রাজা’ রজার
কোন গ্রুপে কোন দল
‘এ’ গ্রুপ: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমেরিকা
‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে, রোয়ান্ডা
‘সি’ গ্রুপ: আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
‘ডি’ গ্রুপ: ভারত, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি, স্কটল্যান্ড
গ্রুপ পর্বে ভারতের ম্যাচ
১৪ জানুয়ারি: ভারত-দক্ষিণ আফ্রিকা (বেনোনি)
১৬ জানুয়ারি: ভারত-সংযুক্ত আরব আমিরশাহি (বেনোনি)
১৮ জানুয়ারি: ভারত-স্কটল্যান্ড (বেনোনি)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply