মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আর এই এই ম্যাচে ১ উইকেটে হেরে পাকিস্তানের সামনে সেমিফাইনালের (ICC ODI World Cup 2023) দরজা যে বন্ধ হয়ে গেল, তা বলা যেই পারে। পাকিস্তানের হাতে আর লিগ পর্বে তিনটে ম্য়াচ পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে যদি তাদের শেষ চারে উঠতে হয়, তাহলে বিশাল রান রেটে শুধুমাত্র এই তিনটে ম্যাচ জিতলেই হবে না, বাকী দলগুলোর জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে।
কারা শেষ চারে
আপাতত পয়েন্ট টেবিলের পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং নিউ জিল্যান্ড খুব সহজেই সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলতে পারবে। বাকী থাকল চতুর্থ স্থান। এই জায়গাটার জন্যই প্রত্যেকটা দল লড়াই করছে। পাকিস্তানকে এখন যদি সেমিতে উঠতে হয়, তাহলে বাকী ম্যাচগুলো বড় রান রেটে জেতার পাশাপাশি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার ফলাফলের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে।
ম্যাচের সেরা শামসি
এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। এদিনও ব্যর্থ পাকিস্তানের ওপেনিং জুটি। ৩৮ রানেই দুই ওপেনার সাজঘরে। হাল ধরেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। কিন্তু দুজনেই শুরুটা ভাল করলেও বড় ইনিংস গড়তে পারেননি। অর্ধশতরান করেন বাবর। পাকিস্তানের রান আড়াইশোর গণ্ডি পেরল,সাউদ শাকিল এবং শাদাব খানের জন্য। ষষ্ঠ উইকেটে শাকিলের সঙ্গে শাদাবের ৮৪ রানের জুটি পাকিস্তানকে মোটামুটি একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়। শাকিল অর্ধশতরান করেন।
Tabraiz Shamsi weaved his magic at Chepauk and scalped four Pakistan batters 👏
It helps him win the @aramco #POTM 🎉#CWC23 | #PAKvSA pic.twitter.com/sAqrSj4o7X
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 27, 2023
পাকিস্তানের ২৭১ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৮ বলে ৫ রানের দরকার ছিল মার্কব়্যামদের। আর শেষ উইকেটের আশায় মরিয়া হয়ে উঠেছিল পাকিস্তান। তবে শেষ হাসি হাসলেন শামসিরাই। যখন ৯ উইকেট হারিয়ে চড়চড়িয়ে বাড়ছে প্রোটিয়াদের স্নায়ুর চাপের পারদ, তখন ঠান্ডা মাথায় ম্যাচ জেতালেন ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ ও শামসি। পাকিস্তানের বিরুদ্ধে শামসির শিকার বাবর আজম, ইফতিকার আহমেদ, শাউদ শাকিল ও শাহিন আফ্রিদি। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। দলকে সাফল্য় এনে দিতে পেরে স্বাভাবিকভাবেই খুশি শামসি। ম্য়াচ শেষে তিনি বলেন, “আমাকে এটা করতেই হত। অনেকসময় আমাদের হাতে কিছু থাকে না। আজকে ভাগ্য সঙ্গ দিয়েছে আমার। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার রান করলাম। দলকে জেতাতে পেরে সত্যিই ভালো লাগছে। ”
আরও পড়ুন: ছুঁয়ে দেখছেন না মাছ-মাংস! বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন বিরাট?
পয়েন্ট টেবিলের শীর্ষে
এই জয়ের ফলে ভারতকে টপকে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ভারতের মতোই তাদের ১০ পয়েন্ট হলেও রান রেট ২.০৩২। ভারতের থেকে অনেকটাই বেশি। এই জয়ের পিছনে কাণ্ডারি একজনই। তিনি কেশব মহারাজ। ৪১তম ওভারে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে যখন এডেন মার্করাম ৯১ রানে ফিরে গেলেন, তখন কার্যত খাদের কিনারায় দক্ষিণ আফ্রিকা। আর কোনও প্রতিষ্ঠিত ব্যাটার ক্রিজে ছিলেন না। হাতে প্রচুর বল ছিল, কিন্তু বাকি ২১টি রান তোলার মতো ব্যাটারের অভাব ছিল। সেখান থেকে বুক চিতিয়ে লড়াই করলেন মহারাজ, লুনগি এনগিডি এবং তাবরেইজ শামসি। দলকে শেষ হাসি হাসালেন তাঁরাই।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply