India Sri Lanka: আজ প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হার্দিকরা! জেনে নিন কখন কোথায় ম্যাচ?

Team-India

মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা টি ২০ সিরিজ (India Sri lanka)। দুই দল খেলবে মোট তিনটি ম্যাচ। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। মূলত ২০২৪ বিশ্বকাপকে পাখির চোখ করেই দল গোছানোর চেষ্টা হচ্ছে। তাই টি ২০ দলে তারুণ্যের ঝলক স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে টি ২০ বিশ্বকাপ তো এখনও ১৮ মাস দেরি। তাহলে এতো তাড়াহুড়ো করার কি প্রয়োজন? তাছাড়া এই বছর অক্টোবর নভেম্বরে দেশের মাটিতে বসবে ৫০-৫০ বিশ্বকাপের আসর। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টি ২০ সিরিজের কি কোনো প্রয়োজন ছিল? এতে তো ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো লাভ হবে না। কারণ বিসিসিআই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, একদিনের বিশ্বকাপের জন্য ২০ জনের প্রাথমিক স্কোয়াড তৈরি হয়ে গিয়েছে। সেই দলে করা করা থাকতে পারেন, তা জানাই। এই টি ২০ সিরিজের পারফরম্যান্স কিন্তু ওয়ান ডে বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনে সেভাবে  বিবেচিত হবে না। 

পরিসংখ্যানের বিচারে এগিয়ে ভারত

টি ২০ সিরিজে ভারত এগিয়ে। পরিসংখ্যান হার্দিকদের পক্ষে। এখনও অবধি দুই দল এই ফরম্যাটে  ১৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত জিতেছে ১৫টি। তাছাড়া আইসিসি টি ২০ রাঙ্কিং এ ভারত যেখানে এক নম্বরে, সেখানে শ্রীলঙ্কার স্থান অষ্টম। তাই ঘরের মাঠে এই সিরিজ সহজে জেতা উচিত টিম ইন্ডিয়ার। তবে, টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট দলের সিনিয়রদের কার্যত ছুটি করে দেওয়া হয়েছে। দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশের তরুণ প্রজন্মের উপরে। এই সিরিজটা ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে, তা বলাই বাহুল্য। এই শ্রীলঙ্কাই ভারতীয় ক্রিকেট দলকে গত বছর এশিয়া কাপে (Asia Cup 2022) পরাস্ত করেছিল। তারপর ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের রানার্স আপ দল পাকিস্তানকে (Pakistan) হারিয়ে খেতাব জয় কর করে। এবার শ্রীলঙ্কা ভারতের তরুণ ব্রিগেডের বিরুদ্ধে খেলতে নামবে। 

আরও পড়ুন: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

নয়া কিট স্পনসর

শ্রীলঙ্কার বিপক্ষে টি ২০ সিরিজে আগেই ভারতীয় দল পেয়ে গেল নতুন কিট স্পনসর। টাইটেল স্পনসর বাইজুস থাকলেও কিট প্রস্তুতকারী সংস্থা এমপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল। তার বদলে কিট প্রস্তুতকারী সংস্থা হিসেবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হল কেকেসিএল (KKCL)। তাদেরই ব্র্যান্ড কিলার-এর লোগো লাগানো জার্সি পরেই মাঠে নামবে আজ থেকে ভারতীয় ক্রিকেটাররা। 

কখন, কোথায় ম্যাচ

দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ৩, ৫ ও ৭ জানুয়ারি যথাক্রমে মুম্বই, পুণে ও রাজকোটে তিনট বিশ ওভারের ম্যাচ আয়োজিত হবে। এরপর গুয়াহাটি, কলকাতা ও তিরুঅন্ততপুরমে যথাক্রমে ১০, ১২ ও ১৫ জানুয়ারি তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। টি-টোোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে আর দুপুর ২টো থেকে হবে একদিনের ম্যাচগুলি। ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share