মাধ্যম নিউজ ডেস্ক: নয়া জার্সির উদ্বোধন করল টিম ইন্ডিয়া। আসন্ন টি-টোয়েন্টির আগেই নতুন জার্সি আসার সম্ভাবনা ছিল। রবিবার সেই জার্সির উদ্বোধনে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমারকে দেখা গেলেও, ছিলেন না বিরাট কোহলি। বিরাটের অনুপস্থিতির পর থেকেই ফের নয়া বিতর্ক দানা বেঁধেছে। আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপে নতুন জার্সি পরেই মাঠে নামবেন মেন ইন ব্লু। ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে ট্যুইট করে নতুন এই জার্সি উদ্বোধনের খবর জানানো হয়েছে। ভারতের ক্রিকেট দলের কিট স্পনসর এমপিএল একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং স্ট্যান্ড বাই ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে। এই স্বপ্নের জার্সির প্রচারে অংশ নেওয়ার আবেদন জানান তাঁরা। ভিডিও-র সঙ্গে সমর্থকদের উদ্দেশে লেখা হয়েছে, আপনাদের ছাড়া এই খেলায় আনন্দ নেই। আপনারাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিসিসিআইয়ের সঙ্গে আপনারাও সমর্থন করুন। আপনাদের সেরা মুহূর্তগুলো ভাগ করে নিন। নতুন জার্সি সম্পর্কে খুব বেশি কিছু খোলসা করেনি ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর।
আরও পড়ুন: আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০, জেনে নিন কখন, কোথায় দেখতে পারবেন ম্যাচ
নতুন এই জার্সি নিয়ে সোস্যাল মিডিয়ায় জোর আলোচনা হচ্ছে। কেউ এই নতুন জার্সি দেখে বাহবা দিচ্ছেন। কেউ আবার সমালোচনা করে বলেছেন, নতুন জার্সিতে কমলার ছোঁয়া থাকলে ভাল হতো।অনেক ক্রিকেটপ্রেমীর মতে, নতুন জার্সিতে ক্রিকেটারদের মানসিক পরিবর্তন ঘটবে।
প্রসঙ্গত, ২০০৭ সালে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টি-টোয়েন্টি কাপ ভারতের ঘরে আর আসেনি। ২০২১ সালে টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে খারাপ পারফম্যান্স করেছিল টিম ইন্ডিয়া। আমির শাহিতে অনুষ্ঠিত বিশ্বকাপ গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল ভারত। স্বভাবতই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা ভালোভাবেই এ বছর সেই বিষয়টি বুঝতে পারছে। তাই রোহিত শর্মা ও বিরাটের উপর বাড়তি দায়িত্ব থাকছে। এশিয়া কাপে খারাপ ফর্ম থাকায় টিম ইন্ডিয়া যথেষ্ট চাপের মধ্যে রয়েছে।
অস্ট্রেলিয়ার ফাস্ট ও বাউন্সি পিচে স্কোর যে করা সহজ হবে না তা টিম ইন্ডিয়া ভালো মতোই জানে। চোট সারিয়ে যশপ্রীত বুমরা মাঠে ফেরায় ভারতীয় দল কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply