Indian Hockey Team: ঘানাকে ১১-০ গোলে হারিয়ে কমনওয়েলথ গেমসে অভিযান শুরু ভারতীয় হকি দলের

manpreetsinghhockeycwg_1200x768

মাধ্যম নিউজ জেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) পুরুষদের হকিতে দারুণভাবে তাঁদের যাত্রা শুরু করল ভারত (India)। ১১টি গোল করে উড়িয়ে দিল ঘানার (Ghana) হকি দলকে। রবিবার কমনওয়েলথ গেমসে পুল বি-এর ম্যাচে ভারত পরাজিত করল ঘানাকে। এদিন ভারতের সামনে ঘানা হকি দল এক মুহূর্তও টিকতে পারেনি। একটি গোলও করতে পারেননি তাঁরা। গতকালের ম্যাচে ভারতীয় হকি দল ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে দেখছে। চলেছে একের পর এক গোল। এর উত্তরে একটিও গোল করতে পারেনি ঘানা।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

তবে কমনওয়েলথ গেমসে এখনও সোনা পাওয়া হয়নি। তাই তাঁদের এরপরের লক্ষ্যই সোনা জয় করা। তাই এদিন প্রথম থেকেই দুর্দান্ত পারফর্ম করতে শুরু করে মনপ্রীত সিংরা। ম্যাচের প্রথম গোলটি করেন অভিষেক। এরপরেই পেনাল্টি কর্নার পান হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) এবং একে কাজে লাগিয়ে প্রথম কোয়ার্টারের দ্বিতীয় গোলটি করেন। তৃতীয় গোলটি করেন শামসের (Shamsher)। দ্বিতীয় কোয়ার্টারে অক্ষদ্বীপ সিং (Akashdeep Singh) ও যুগরাজ সিং  (Jugraj Singh) একটি করে গোল করেন। তৃতীয় কোয়ার্টারে আরও চারটি গোল করে ভারত। গোল করেন হরমনপ্রীত সিং, নীলকান্ত শর্মা, বরুণ কুমার ও যুগরাজ সিং। এই তৃতীয় কোয়ার্টারেই হরমনপ্রীত তাঁর দ্বিতীয় গোলটি করেন। বরুণ পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে গোল করতে পারেন। এরপেই চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ম্যাচের ১০ নম্বর গোলটি করেন মনদ্বীপ সিং (Mandeep Singh)। তারপর ম্যাচের ফাইনাল গোলটি করেন হরমনপ্রীত সিং। প্রথম ম্যাচেই হ্য়াটট্রিক করে ফেললেন তিনি।

[tw]


[/tw]

আরও পড়ুন: অর্থের জন্য খেলা ছেড়েছিলেন দাদা! জানুন কী বললেন কমনওয়েলথে বাংলার সোনার ছেলে অচিন্ত্য

এরপরেই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন ভারতীয় হকি দল। তবে ঘানার বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের অনেকটা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলে মনে করছে সবাই। এদিন ঘানার বিরুদ্ধে বড় ব্যবধানে জয়লাভে পুরো দেশবাসী উচ্ছ্বসিত। আজকের ম্যাচে ভারতীয় দল কেমন খেলবেন তারই অপেক্ষায় বসে রয়েছে দেশবাসী। ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ৮ টা নাগাদ আজকের ম্যাচ শুরু হবে।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share