IND vs NZ: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

INDvsNZ

মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতল ভারত। ১২ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছে মেন ইন ব্লু- এর দল। শুভমন গিলের ডাবল সেঞ্চুরিই ভারতকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছে। ৩৪৯ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য কিউইদের সামনে রাখে ভারত। শুরুতে খুব ভালো খেলতে পারেনি নিউজিল্যান্ড। তবে খেলার শেষে ঘুরে দাঁড়ান মিশেল স্যান্টনার ও মিশেল ব্রেসওয়েল। একটা সময় প্রতিযোগিতা টান টান হয়ে ওঠে। ভারতের জয়ও অনিশ্চিত হয়ে পড়ে। তবে শেষ হাসিটি হাসে ভারতই। ভারতকে ফের লড়াইয়ে ফেরায় মহম্মদ সিরাজের বোলিং। নিজের শেষ ওভারে দুটি উইকেট তুলে নেন তিনি।

 

রোহিত শর্মা- শুভমান গিল (IND vs NZ) সাধারণত আজকাল ম্যাচ ওপেন করেন। এদিনও ওপেনে সিনিয়র-জুনিয়র এই কম্বিনেশনই ভরসা রাখে ম্যানেজমেন্ট। রোহিত ৩৮ বলে ৩৪ করে আউট হয়ে যান। এরপরে ডেটে খেলেন গিল। বছর তেইশের পাঞ্জাবের ব্যাটার গত রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে, ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এদিন শুরু করলেন। তিরুঅনন্তপুরমের মতোই আজ ব্যাট করেন গিল। এদিন দ্বিশত রান তোলেন গিল। দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই নিয়ে তাঁর তৃতীয় সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেট দলে কম সময়েই তারকা হয়ে উঠলেন শুভমান।

আরও পড়ুন: রাহুল-আথিয়ার বিয়ে, সেজেছে সুনীলের বাড়ি, দেখুন ছবি

গিলের সঙ্গে জুটি (IND vs NZ) বেঁধে ৫৩ বলে ৬৫ রান স্কোরবোর্ডে যোগ করেছেন সূর্য কুমার যাদব। ড্যারি মিচেলের বলে স্যান্টনারের হাতে ক্যাচ তুলে ফিরে যান। সূর্য যখন ফেরেন, তখন ভারতের স্কোর ২৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৫। এরপর গিল পাশে পান হার্দিক পাণ্ডিয়াকে। ভারতের এই অলরাউন্ডার ছয়ে নেমেছিলেন এদিন।   

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share