IPL 2022: করোনায় সংক্রামিত মিচেল মার্শ, ভর্তি হাসপাতালে

mitch-marsh_ipl_delhi_capitals

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জন্য খারাপ খবর। দলের অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শের (Mitchell Marsh) শরীরে করোনা(corona positive) সংক্রমণ ধরা পড়েছে। সূত্রের খবর, তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে। তাঁর শরীরে করোনার কিছু উপসর্গ রয়েছে। 

সোমবার রাতে এমনটাই জানান হল দিল্লি ক‍্যাপিটালসের পক্ষ থেকে। এছাড়াও দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দিল্লি দলের বেশ কিছু সদস‍্য করোনায় আক্রান্ত। তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং তাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন।’  

এর আগে দিল্লির দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। রবিবার বাকিদের দ্বিতীয় আরটিপিসিআর টেস্ট (RT-PCR) রিপোর্ট নেগেটিভ এলেও মার্শের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি আইসোলেশনে (covid isolation) রয়েছেন। কমপক্ষে আগামী ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে মার্শকে। এই মুহূর্তে দিল্লির দলটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪।

এর ফলে, বুধবার দিল্লি ক্যাপিটালস-পঞ্জাব কিংস ম্যাচ (DC vs PBKS) অনিশ্চিত হয়ে পড়েছে। অনিশ্চয়তা তৈরি হয়েছে আইপিএল নিয়েও। গত মরশুমেও ভারতেই শুরু হয়েছিল আইপিএল। মাঝপথে বিভিন্ন দলের ক্রিকেটার ও সদস্যদের করোনা ধরা পড়ায় স্থগিত করে দিতে হয় এই এই টুর্নামেন্ট। পরবর্তী পর্ব অনুষ্ঠিত হয় সংযুক্ত আবর আমিরশাহীতে। কোভিডের কারণেই এবার বিভিন্ন শহরে আইপিএল (IPL 2022) না করে মহারাষ্ট্রে আইপিএল-এর লিগের ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)।    

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share