IPL 2023: আইপিএলের ঢাকে কাঠি! মঞ্চ মাতাবেন অরিজিত সিং, মাঠে মুখোমুখি গুজরাট-চেন্নাই

ipl

মাধ্যম নিউজ ডেস্ক: করোনার জেরে জৌলুসে ভাঁটা পড়েছিল। এবার পুরোনো জাঁকজমক নিয়ে ফিরছে আইপিএল। চার বছর পর আইপিএল দেখবে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আজ, শুক্রবার আইপিএলের ঢাকে কাঠি পড়ছে। উদ্বোধনী ম্যাচেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ধোনির সিএসকে এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

ঝলমলে উদ্বোধন

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে রং-বাহারি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হবে ষোড়শ আইপিএল। বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্দানা পারফর্ম করবেন। সুরের ছন্দে মঞ্চ মাতাবেন অরিজিত সিং। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনিও। লেজার শো, ড্রোন- সবমিলিয়ে আলোর ফোয়ারা ছুটবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

চেন্নাই-গুজরাট লড়াই জমজমাট

হার্দিক বরাবরই ধোনিকে তাঁর মেন্টর হিসেবে উল্লেখ করে এসেছেন। অনেকেই ধোনির অধিনায়কত্বের সঙ্গে হার্দিকের অধিনায়কত্বের মিল খুঁজে পাচ্ছেন। গতবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন হার্দিক। এবারও ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যেই খেলতে নামছে তাঁর দল। গতবার দু’টি সাক্ষাতেই সিএসকে-র বিরুদ্ধে জয় পেয়েছিল গুজরাট। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই খেলতে নামছেন হার্দিকরা। তবে আইপিএলের মঞ্চে চেন্নাই বরাবর শক্ত দল। আর ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন খুব কম ভারতীয়ই তোলেন। আহমেদাবাদেও ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়কের অনুরাগীর সংখ্যা কম নেই। 

আরও পড়ুন: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

কোথায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ:-
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (আহমেদাবাদ)।

কখন শুরু হবে অনুষ্ঠান:-
সন্ধ্যা ৬টায় শুরু হবে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন:-
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রশ্মিকা মন্দানা, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং।

কখন শুরু হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।

কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ:-
ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে।

অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
আইপিএলের ম্যাচগুলি জিও সিনেমা অ্যাপে দেখা যাবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share