ISL: কলকাতা ডার্বিতে ২-০ গোলে বাজিমাৎ মোহনবাগানের

ATK

মাধ্যম নিউজ ডেস্ক: আরও একটা ডার্বি। ইস্টবেঙ্গলের খাতায় আরও এক হারের ‘দাস্তা’। ২-০ গোলে জিতল মোহনবাগান (ISL)। এই নিয়ে সাতটি ম্যাচে ইস্টবেঙ্গলকে হারালো এটিকে মোহনবাগান। আজকের ম্যাচেও প্রথম পর্বের খেলার মত দীর্ঘক্ষন এটিকে মোহনবাগানকে আটকে রেখেছিল লাল হলুদ শিবির। শুরুর দিকে মাঠে দাপিয়েছে ইস্ট বেঙ্গল। শেষ পর্যন্ত ফিরে এল একই ছবি।

ম্যাচের অ, আ, ক, খ…    

ম্যাচের প্রথমার্ধে খাপ খুলতে না পারলেও দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে মনবীরের ব্যাক ফ্লিক পোস্টে লেগে ফেরে (ISL)। কিন্তু তারপর ম্যাচের দায়িত্ব নিয়ে নেন  মন্টেনেগ্রোর স্ট্রাইকার স্লাভকো ডেমিয়ানোভিচ। এরপর ইস্টবেঙ্গল ম্যাচে ফেরার চেষ্টা করেছিল কিন্তু একবারও বিশাল কাইথের পরীক্ষা নিতে পারেনি তারা।

আরও পড়ুন: চিনা ঋণের ফাঁদে পড়ে আর্থিক সংকটে বহু দেশ, চিন্তিত আমেরিকা    

এরপর ম্যাচের একদম শেষ দিকের অতিরিক্ত সময়ে আরেকটি বিপদজনক আক্রমণ তুলে আনে এটিকে মোহনবাগান (ISL)। কিয়ান নাসিরির শট কোনোক্রমে বাঁচান কমলজিৎ। কিন্তু ফিরতি বলে গোল করেছেন পেট্রাটোস। এই জয়ের পর লিগ টেবিলের তিন নম্বরে নিজেদের অবস্থান নিশ্চিত করে নিলেন জুয়ান ফেরান্দোরা।

প্রথমার্ধে ইস্টবেঙ্গলের সুহের এবং মহেশ হাফ চান্স পেয়েছিলেন। কিন্তু দুই দলের ডিফেন্স বিশেষ ভুল না করায় আসল গোল আসেনি (ISL)। তবে মেজাজ ছিল আগুনে। রেফারিকে বেশ কয়েকবার হলুদ কার্ড বের করতে হল। ৫২ মিনিটের মাথায় দিমিত্রি র শট পোস্টে লেগে ফিরে এল। এরপর হঠাৎ করেই গ্লেনকে তুলে নিয়ে পুটিয়াকে নিয়ে আসা হল।

৬৭ মিনিটে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। দিমিত্রি কর্নার থেকে ফ্লিক করেন মনবীর (ISL)। স্লাভকো হেডে বলটা ঘুরিয়ে দিলেন। পোস্টে লেগে ফিরে এলেও আবার সেই তিনি বল জালে পাঠিয়ে দিলেন। তারপর জার্সি খুলে সেলিব্রেশন সার্বিয়ান তারকার। আজ ব্রেন্ডন হামিল ফিট থাকলে তিনি খেলতেন কিনা সন্দেহ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share