JEE Advanced Result 2022: প্রকাশিত হয়েছে জেইই অ্যাডভান্সডের ফল, জয়জয়কার বাংলার 

JEE_Advanced_Result_2022

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফল (JEE Advanced Result 2022) প্রকাশ করেছে আইআইটি বম্বে (IIT Bombay) । দেশজুড়ে মোট ১,৫৫,৫৩৮ পড়ুয়া এই পরীক্ষায় বসেছিলেন। র‍্যাঙ্ক করেছেন ৪০,৭১২ জন। এদের দেশের ২৩টি আইআইটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ১৬,৫৯৮ জন। আইআইটি বম্বে জোন থেকে দেশের মধ্যে প্রথম হয়েছেন আরকে শিশির। সারা দেশে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন আইআইটি দিল্লি জোনের তনিষ্কা কাবরা। 

জেইই অ্যাডভান্সডের তালিকায় এবার জয়জয়কার বাংলার পড়ুয়াদের (Bengali Students Shine in JEE Advanced)। এ রাজ্যের একাধিক পড়ুয়া সারা দেশের নিরিখে দুরন্ত ফলাফল করেছে। 

আরও পড়ুন: আজই প্রকাশিত হতে চলেছে জেইই অ্যাডভান্সড- এর ফল, দেখবেন কী করে?

আইআইটি ভুবনেশ্বর জোনে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তন পড়ুয়া জাহ্নবী সাউ। ৩৬০ নম্বরের মধ্যে ২২৮ নম্বর পেয়ে তাঁর সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৫৮। আইআইটিতে পড়ার ইচ্ছে জাহ্নবীর ছেলেবেলা থেকেই। জাহ্নবী বলেন, “নবম শ্রেণি থেকে ফিটজিতে প্রশিক্ষণ নিচ্ছি। এত বছর যে কঠোর পরিশ্রম করেছি, তারই ফল পেলাম।” আইআইটি দিল্লি অথবা বম্বেতে পড়তে চান জাহ্নবী। পছন্দের বিষয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং।  

এছাড়াও রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন বার্নপুরের হরশিৎ সিং। দেশের মধ্যে তাঁর র‍্যাঙ্ক ১১২। আগামী দিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে  চান হরশিৎ। দেশের সেরা পাঁচটি আইআইটির মধ্যে যে কোনও একটিতে পড়তে চান তিনি। 

আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

উত্তরবঙ্গের আর এক পড়ুয়া হিমাংশু শেখর দেশে ১৯৩তম স্থানে রয়েছেন। হিমাংশু, আইআইটি দিল্লি বা কানপুরে ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং নিয়ে পড়াশোনা করতে চান। এছাড়াও ডিপিএস রুবিপার্ক স্কুলে ৪১ জন ছাত্রছাত্রী অ্যাডভান্সডে র‍্যাঙ্ক করেছেন। এঁদের মধ্যে ১৯ জন প্রথম ১০ হাজারে রয়েছেন। সাউথ পয়েন্ট, লা মার্টিনিয়ার স্কুলও জানিয়েছে, তারাও পড়ুয়াদের ফলে খুশি। স্কুলের মুখ উজ্জ্বল করেছেন পড়ুয়ারা। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share