JEE Main: পিছিয়ে গেল জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা, জানুন নতুন সময়সূচী 

JEE_Main

মাধ্যম নিউজ ডেস্ক: ফের পিছিয়ে গেল জেইই মেইনের (JEE Main 2022) দ্বিতীয় সেশনের (2nd Session) পরীক্ষা (Exam)। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) এক আধিকারিক জানান, ২৪-২৮ জুলাই হবে পরীক্ষা। এর আগে ২১-৩০ জুলাই পরীক্ষার দিন ধার্য ছিল।

আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা (CUET) এবং জেইই মেইনের পরীক্ষার মধ্যে খানিকটা সময়ের ব্যবধান রাখার জন্যেই এই সিদ্ধান্ত। ২০ জুলাই শেষ হয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রথম অধ্যায়। 

এক আধিকারিকের মতে, “দুটি পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান প্রয়োজন ছিল। তাতে পরীক্ষার্থীরা সুষ্ঠভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। ২০ জুলাই শেষ হয়েছে কুয়েট। একদিন পরেই জয়েন্ট মেইন শুরু হলে পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারত না পরীক্ষার্থীরা। তাই এই ব্যবস্থা। সবকিছু ভেবেচিন্তেই ২৪ জুলাই অবধি পেছানো হয়েছে জয়েন্ট মেইন পরীক্ষার ডেট।”

আরও পড়ুন: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন? 

পরীক্ষার দু-তিন দিন আগেই দেওয়া হবে অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীরা jeemain.nta.nic.in or nta.ac.in – এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড।

আরও পড়ুন: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত  

জয়েন্ট এন্ট্রান্স মেইনের প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছিল ২৩ জুন। শেষ হয়েছিল ২৯ জুন। ১২ জুলাই পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। ১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় ৩০০ – র মধ্যে সর্বোচ্চ নম্বর ৩০০ – ই পেয়েছে। এই ১৪ জন প্রথম স্থান অধিকারীর মধ্যে একজনই মহিলা পরীক্ষার্থী ছিলেন। তাঁর নাম স্নেহা পারেক। 

আরও পড়ুন: পেছাচ্ছে না নীট পরীক্ষা, জানিয়ে দিল এনটিএ, অ্যাডমিট ডাউনলোড কীভাবে?

জেইই মেইন ২০২২ পরীক্ষা দু’টি সেশনে এনটিএ পরিচালনা করছে। প্রথমটি ২০২২ সালের জুন মাসে এবং দ্বিতীয়টি ২০২২ সালের জুলাই মাসে নেওয়া হচ্ছে। পরীক্ষার প্রথম সেশন ২৩ জুন থেকে ২৯ জুন নেওয়া হয়েছিল। দ্বিতীয়টি নেওয়া হবে ২৪-২৮ জুলাই।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share