KK Last Song Release: মৃত্যুর পর মুক্তি পেল কেকে-এর গাওয়া শেষ গান, আবেগপ্রবণ ভক্তরা

gulzar

মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে মুক্তি পেল কেকে (KK)-এর শেষ রেকর্ড করা গান। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন হিন্দি সিনেমা ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’র (Sherdil The Pilibhit Saga) গান, ‘ধূপ পানি বাহনে দে’ (Dhoop Paani Bahne De)। বিখ্যাত গীতিকার গুলজার (Gulzar) এই গানটি লিখেছেন এবং শান্তনু মৈত্র সুর দিয়েছেন ও গানটি গেয়েছেন কেকে। ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’র প্রথম এই গানটি  সোমবার মুক্তি পায়।

আরও পড়ুন: চোখের জলে শেষ বিদায়, মুম্বাইয়ের ভারসোভায় পঞ্চভূতে বিলীন কেকে

এই গানের ভিডিও-তে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), নীরজ কবি ( Neeraj Kabi) ও সায়নী গুপ্ত (Sayani Gupta) রয়েছেন। এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর ভক্তরা, কারণ এটি কেকে-র গাওয়া শেষ গান। গানটি ইউটিউবে আসার পরেই ভক্তরা শোকপ্রকাশ করেছেন। এক ভক্ত বলেছেন, “তাঁর কণ্ঠস্বর যে স্বস্তি দেয়, তা অতুলনীয়। বিশ্বাস করা কঠিন যে, আমরা তাঁর কাছ থেকে আর নতুন কোনও গান পাব না। যখনই আমরা তাঁর গান শুনি, আমি অনুভব করতে পারি যে তিনি আমাদের সঙ্গেই আছেন।” অন্য একজন বলেন, “তাঁর গান শোনার পর আমার চোখের জল থামাতে পারিনা।”

আরও পড়ুন: জেনে নিন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-এর বিষয়ে কিছু অজানা তথ্য

কেকে-এর মৃত্যুতে শোকপ্রকাশ করে গুলজার সাহিব বলেছেন, “সৃজিত আমার বড় উপকার করেছেন, শুধুমাত্র ‘শেরদিল’-এর মত সুন্দর সিনেমায় গান লেখার জন্য নয়, আমি তাঁর জন্যেই অনেক বছর কেকে-এর সঙ্গে দেখা করতে পেরেছি। এই গানটির রেকর্ডিংয়ের সময়, কেকে তাঁর বহু পুরনো গান, ‘মাচিস’ (Maachis) এর ‘ছোড় আয়ে হাম’ গানটি গেয়েছিলেন। এই গানটি শোনার পর আমার মন খুশিতে ভরে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় যে, এটিই তাঁর গাওয়া শেষ গান হয়ে থাকল। তিনি যেন এই গানটি গাইতে এসেই আমাকে বিদায় জানিয়ে গেলেন।”

উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। আধুনিকীকরণ ও মানুষ-পশুর দ্বন্দ্ব, এর ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে সিনেমাটি।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share