World Cancer Day: বিশ্ব ক্যানসার দিবসে চলতি বছরের থিম কী জানেন?

cancer

মাধ্যম নিউজ ডেস্ক: সারা পৃথিবী ব্যাপী ক্যানসার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের গবেষণায় দেখা যাচ্ছে, মৃত্যুর সবথেকে বড় কারণগুলির মধ্যে ক্যানসার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই মারা যান ক্যানসারে। ডাক্তারদের মতে, সঠিক চিকিৎসা পদ্ধতি, লাইফ স্টাইল এগুলো ঠিকঠাক থাকলে পরাস্ত করা যায় এই মারণ রোগকে। এবং অবশ্যই সময় মতো এই রোগকে চিহ্নিত করতে হবে।

ক্যানসারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয়। ডাক্তার, স্বাস্থ্য কর্মী, ক্যানসার রোগীরা এই দিনে একসঙ্গে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করার বার্তা দেন।

কবে থেকে পালিত হয় বিশ্ব ক্যানসার দিবস

বিশ্ব ক্যানসার দিবস পালন শুরু হয়েছে, ৪ ফেব্রুয়ারি ২০০০ সাল থেকেই। ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং এর প্রতিরোধ কী ভাবে সম্ভব তা আলোচনা করতে ২০০০ সালের ৪ ফেব্রুয়ারি প্যারিসে একটি সম্মেলনের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করেন ডাক্তার, স্বাস্থ্য কর্মী সমেত ক্যানসার রোগীরাও। ক্যানসার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ওই সম্মেলনে। এর প্রতিরোধ যে মানুষের হাতের মুঠোয় সেটাও বলা হয় ওই সম্মেলনে। এরপর থেকে প্রতি বছর ৪ ফেব্রুয়ারি সারা বিশ্বব্যাপী ক্যানসার দিবস পালন করা হয়।

বিশ্ব ক্যানসার দিবসে এবছরের থিম কী

পরপর তিন বছর ক্যানসার দিবসের থিম থাকছে “Close The Care Gap”, ২০২২ থেকে শুরু হয়েছে চলবে ২০২৪ অবধি। ক্যানসার রোগীদের যত্ন, পরিচর্যা খুব প্রয়োজনীয়। ক্যানসার রোগীদের পরিচর্যায় খামতি থাকলে কী কী ক্ষতি হয়? সে বিষয়েও বার্তা দেওয়া হবে এই থিমের মাধ্যমে।  

কী কী অনুষ্ঠান হবে বিশ্ব ক্যানসার দিবসের

The Union for International Cancer Control (UICC) বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে চলতি বছরে। জানা গেছে শিক্ষামূলক অনুষ্ঠানও হবে, অংশগ্রহণ করবে বিভিন্ন ছাত্র ছাত্রীরা, আবার প্রচার অভিযানও চলবে এইদিন। মানুষকে বোঝানো হবে ক্যানসারের খুঁটিনাটি দিকগুলি এবং কীভাবে এই মারণ রোগের প্রতিকার সম্ভব তাও প্রচার করা হবে বলে জানা গেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share