Lalita Lajmi: ৯০ বছর বয়সে প্রয়াত গুরু দত্তের বোন প্রখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমি

oiuyt

মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্রবীণ শিল্পী ললিতা লাজমি (Lalita Lajmi), সোমবার ১৩ ফেব্রুয়ারি ৯০ বছর বয়সে মারা যান তিনি।  প্রখ্যাত অভিনেতা ও লেখক গুরু দত্তের বোন ছিলেন ললিতা লাজমি (Lalita Lajmi)। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘তারে জমিন পর’। দেশ বিদেশে প্রশংসিত এই সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল আর্ট টিচার ভূমিকায়। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের পক্ষ থেকে লাজমির (Lalita Lajmi) মৃত্যুর খবরটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে লেখা হয়েছে, ‘শিল্পী ললিতা লাজমির মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। লাজমি একজন স্ব-শিক্ষিত শিল্পী ছিলেন যার শাস্ত্রীয় নৃত্যের প্রতি গভীর আগ্রহ ছিল। তাঁর কাজে ছাপ ছিল বিষণ্ণতা এবং কর্মক্ষমতার। যেমন এই শিল্পকর্মটি, নাম ‘ডান্স অফ লাইফ অ্যান্ড ডেথ’।’ যা শিল্প-বিশেষজ্ঞদের কাছে এক অমর সৃষ্টি হয়ে থেকে যাবে।

প্রয়াত শিল্পীর ব্যক্তিগত জীবন 

ললিতা (Lalita Lajmi) বিয়ে করেছিলেন ক্যাপ্টেন গোপী লাজমিকে। তাঁদের একমাত্র কন্যা সন্তান ২০১৮ সালে মারা যান। নাম ছিল কল্পনা লাজমি। মেয়ের মৃত্যুশোক সহ্য করতে হয়েছিল ললিতাকে। পরপর হারিয়েছিলেন ভাই গুরু দত্ত, ভাইয়ের বউ গীতা দত্ত ও তাঁদের দুই ছেলে তরুণ আর অরুণকেও। ব্যক্তিগত জীবন খুব সুখের ছিলনা তাঁর। ললিতা লাজমির মৃত্যু সংবাদে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন শিল্পী সমাজ।

আরও পড়ুন: আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, চরিত্রে অভিনয় প্রয়াত পপ-তারকার ভাইপোর!

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share