Lionel Messi: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

messi(1)

মাধ্যম নিউজ ডেস্ক: বিসিসিআইয়ের সচিব জয় শাহ পেলেন মেসির (Lionel Messi) অটোগ্রাফ দেওয়া একটি জার্সি। এই অপ্রত্যাশিত উপহারে স্বভাবতই খুশি হয়েছেন অমিত শাহের পুত্র। এই গ্রহের সবথেকে জনপ্রিয় ফুটবলার তিনি। কয়েকদিন আগেই ৩৬ বছর পরে আর্জেন্টিনার স্বপ্ন সার্থক হয়েছে, ফাইনালে ফ্রান্সকে ৪-২ গোলের ব্যবধানে হারাতে পেরেছে মেসি (Lionel Messi) বাহিনী। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ভারতবর্ষেও অগণিত মেসি (Lionel Messi) সমর্থক প্রার্থনা করেছিলেন যাতে তাঁর হাতে বিশ্বকাপ ওঠে। বিশ্বকাপে ফাইনালের দিন সকাল থেকেই নানা জায়গায় প্রার্থনা-যজ্ঞ অনুষ্ঠিত হতে থাকে, টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে এমবাপে ফ্রান্সকে কিছুটা দাঁড় করিয়ে ফেলেছিলেন তখন আবার ভারতবর্ষে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয় যে এবারও বুঝি তবে অধরা থেকে যাবে বিশ্বকাপ। কিন্তু শেষ হাসিটা মেসিই (Lionel Messi) হাসলেন।

প্রজ্ঞান ওঝার ইনস্টাগ্রাম পোস্ট

জয় শাহকে পাঠানো কিংবদন্তি ফুটবলারের পাঠানো জার্সি উপহার সামনে আসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞা ওঝার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই। ছবিতে এদিন মেসির (Lionel Messi) অটোগ্রাফ দেওয়া জার্সি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিসিসিআই সচিব জয় শাহ এবং প্রজ্ঞান ওঝাকে। এই ছবি নিজের ইনস্টাগ্রাম আকাউন্টে পোস্ট করেন প্রজ্ঞান ওঝা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় পোস্টটি এবং অসংখ্য অনুরাগী এই পোস্ট নিয়ে কমেন্ট করতে শুরু করেন। বিশ্ব ফুটবলে এই মুহূর্তে ভারতবর্ষের স্থান ১০৬ হলেও বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনা এদেশে ব্রাজিল বা আর্জেন্টিনার থেকে কোনও অংশে কম নয়, প্রসঙ্গত, জনসংখ্যার দিক থেকে  আর্জেন্টিনার মোট জনসংখ্যার থেকে অনেক বেশি ভারতীয় এদেশে ফুটবল অনুরাগী রয়েছেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share