Lionel Messi: এমবাপে ও বেঞ্জেমাকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

messi

মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির মুকুটে ফের নয়া পালক। ফিফার (FIFA The Best Award 2023) বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপ তাঁর হাতে ওঠার পর গোটা বিশ্বেই তাঁর ভক্তরা আবেগে ভেসেছিল। এবার নয়া পালক জুড়ল লিওনেলের মুকুটে। এই লড়াইয়ে ছিলেন ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমা। বর্ষসেরা হওয়ার যোগ্য দাবিদার ছিলেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক-সহ কাতারে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপেও। তবে সকলকে টেক্কা দিয়ে দিয়েছেন ফুটবলের রাজপুত্র।

বর্ষসেরা ফুটবলার মেসি

বর্ষসেরার খেতাব হাতে উঠল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। তবে এর আগেও ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন লিওনেল মেসি। ২০১৯ সালে এই শিরোপার অধিকারী হয়েছিলেন তিনি। এছাড়াও ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ সালেও এই পুরস্কার জিতেছিলেন তিনি। ফলে মোট ৭ বার ফিফার বর্ষসেরার পুরস্কার পেলেন মেসি। ২০১৬ সাল থেকে ফিফা একক ভাবে এই পুরস্কার দিয়ে আসছে। তার আগে অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই পুরস্কার দিত ফিফা।

এমবাপে ও বেঞ্জেমাকে ছাপিয়ে মেসির

আড়াই মাস আগেও মেসির কাছে রানার-আপ হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল এমবাপেকে। আর এই বর্ষসেরা পুরস্কারের ক্ষেত্রেও প্রথমেই মেসি। কারণ বর্ষসেরা ফুটবলারের তালিকায় থাকা আরও দু’জন হলেন কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জেমা। মেসির সঙ্গে সব থেকে বেশি টক্কর এমবাপের। বিশ্বকাপে সব থেকে বেশি গোল (৮) করে সোনার বুট জিতেছেন এমবাপে। কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি তিনি। ফিফার বর্ষসেরার তালিকায় এমবাপেকেও টেক্কা দিয়ে গেলেন মেসি।

অন্যদিকে ২০২২ সাল ভালো গিয়েছে বেঞ্জেমার। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপের আগেই চোট পান বেঞ্জেমা। ফলে বিশ্বকাপে খেলতে পারেননি এই স্ট্রাইকার। আর এবারে বেঞ্জেমাকেও ছাপিয়ে গেলেন মেসি। মেসি এই পুরস্কার জেতার ক্ষেত্রে ৫২ পয়েন্ট পেয়েছেন। এমবাপে পেয়েছেন ৪৪ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বেঞ্জেমার পয়েন্ট ৩৪।

ফিফা অ্যাওয়ার্ডের তালিকা দেখুন একনজরে

বর্ষসেরা খেলোয়ার (পুরুষ) লিওনেল মেসি

বর্ষসেরা খেলোয়ার (মহিলা) অ্যালেক্সিয়া পুতেলাস

বর্ষসেরা কোচ (পুরুষ) লিওনেল স্কালোনি

বর্ষসেরা কোচ (মহিলা) সারিনা উইগম্যান

বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ) এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা গোলরক্ষক (মহিলা) মেরি ইরাপ্স

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share