মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয় ভারত। এ বছর স্বাধীনতার ৭৫ বছর পালন করবে দেশ। প্রতিটি দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন। বছরের এই দিনটি দেশবাসীর কাছে কোনও উৎসবের থেকে কম না। প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে স্বাধীনতা দিবসের উদযাপন।
বছরের এই দিনটিকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গান। যে সমস্ত দেশনায়কেরা নিজেদের জীবনের পরোয়া না করে দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের স্মরণার্থে বহু গান রচিত হচ্ছে ভিন্ন ভাষায়, ভিন্ন সুরে। স্বাধীনতা দিবস উপলক্ষে দেখে নিন, সেরা দেশাত্মবোধক গানগুলি (Patriotic Songs)।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে গাড়িতে পতাকা লাগানোর কথা ভাবছেন? তাহলে আগে জানুন এই নিয়ম
অ্যায়ে মেরে ওয়াতানকে লোগো
লতা মঙ্গেশকরের কন্ঠে এই গানে আজও দেশবাসী আবেগপ্রবণ হয়ে পড়েন। গানটি লিখেছেন কবি প্রদীপ, সুর দিয়েছেন সি রামচন্দ্র। ১৯৬২ সালে ভারত- চিন যুদ্ধে দেশের যে জওয়ানরা প্রাণ দিয়েছেন তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এই জ্ঞান লেখা হয়েছিল।
দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে, কার্মা
‘আইকনিক’ বলিউডি গানগুলির মধ্যে এটি অন্যতম। ছবিটিতে অভিনয় করেছেন দীলিপ কুমার, নুতন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, নাসিরুদ্দীন শাহ। ১৯৮৬ সালে মুক্তি পায় সিনেমাটি। গানটি শুনে এখনও দেশপ্রেমীদের মন উদ্বেলিত হয়।
আরও পড়ুন: জাতীয় পতাকা উত্তোলন করবেন? জানুন কী করবেন আর কী করবেন না
মা তুঝে সালাম, বন্দে মাতারাম
এ আর রহমান কখনও আমাদের নিরাশ করেন না। মেহবুবের লেখা এই গানটি বন্দেমাতরম অ্যালবামে ১৯৯৭ সালে মুক্তি পায়। ‘নন ফিল্মি’ এই অ্যালবামটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পায়।
রঙ দে বসন্তি, রঙ দে বসন্তি
রঙ দে বসন্তির এই টাইটেল ট্র্যাকটি অত্যন্ত জনপ্রিয়। স্বাধীনতা দিবসের দিন শোনার মতো এই গানের জুড়ি মেলা ভার। এ আর রহমানের সুরে গানটি গেয়েছেন ডালের মেহেন্দি এবং কেএস চিত্রা।
কান্ধো সে মিলতে হ্যায় কান্ধে, লক্ষ্য
লক্ষ্য সিনেমার বহু জনপ্রিয় গানের মধ্যে এটাও একটি। ২০০৪ সালে মুক্তি পায় সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, প্রীতি জিন্টা। ১৯৯৯ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের ওপর তৈরি।
আয়ে ওয়াতান, রাজী
এই গানে চোখের জল পড়বে না, এরম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রাজী সিনেমায় গানটি গেয়েছেন অরিজিত সিং এবং সুনিধি চৌহান। গানের একটি লাইন “ম্যায় যাহা রাহু, জাহামে ইয়াদ রাহে তু”- ভারতীয়দের ‘ভারত’ -এর প্রতি গর্ব বোধ জাগিয়ে তোলে। তারা যেখানেই যাক, ভারত মনে থাকবেই।
চাক দে ইন্ডিয়া, চাক দে ইন্ডিয়া
‘কুছ কারিয়ে’ – গানের এই অংশটা অনুপ্রেরণা দিয়েছে বহু মানুষকে। সিমিত আমিনের নির্দেশনায় ‘চক দে ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। চক দে ইন্ডিয়া সিনেমাটিই শুধু নয়। ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিনেমার গানগুলিও।
অ্যায়সা দেশ হ্যায় মেরা, ভীর যারা
ভীর যারা -র এই গানটির মাধ্যমে পাকিস্তান এবং ভারত সংস্কৃতিগতভাবে আলাদা হয়েও কতটা এক, তা দেখানো হয়েছে।
Leave a Reply