Asia Cup Hockey 2022: মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র করেও এশিয়া কাপ হকি ফাইনালের দোরগোড়ায় ভারত

india-vs-malaysia

নিউজ মাধ্যম ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2022) হকিতে মালয়েশিয়ার বিরুদ্ধে (Ind vs Mas) ৩-৩ ব্যবধানে ম্যাচ ড্র করল ভারত (India)। এশিয়া কাপ হকির সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে আটকে গেল ভারত। অল্পের জন্য সরাসরি ফাইনালে পৌঁছতে পারল না টিম ইন্ডিয়া।

তবে শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে জাপানকে পরাজিত করে ভারত।জাপানের কাছে একবার পরাজিত হওয়ার পর সুপার ফোরের প্রথম ম্যাচে তাদের থেকে জয় ছিনিয়ে নিয়ে যেন হারের যোগ্য জবাব দেন ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে আটকে গেল ভারত।

এদিন ম্যাচের ৫৬ মিনিট পর্যন্ত ভারত লিডে ছিল। কিন্তু মালয়েশিয়ার প্লেয়ার রাজি রহিম শেষ মুহূর্তে গোল করে ভারতের সঙ্গে ম্যাচ ড্র করে। প্রথম কোয়ার্টার থেকেই ভারত পিছিয়েছিল। কোনও গোলই করতে পারেনি ভারত। অন্যদিকে ১২ মিনিটে গোল করেন রহিম। ছ’মিনিটে একটি পেনাল্টি কর্নার পেয়েছিল মালয়েশিয়া। রহিম ১২, ২১ ও ৫৬ মিনিটে পেনাল্টি কর্ণার পেয়েছিল। অন্যদিকে ভারত দুটি গোল খেয়ে যায়।

আরও পড়ুন: ১৬-০! ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপ হকির ‘সুপার ৪’-এ ভারত

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ফের গোল করে মালয়েশিয়া। এবারও পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন রহিম। ভারত দ্বিতীয় কোয়ার্টারেও গোল করতে পারেনি। পেনাল্টি কর্ণার পেলেও তা কাজে লাগাতে পারেনি ভারত।

এরপর তৃতীয় কোয়ার্টারের ৩২ মিনিটে বিষ্ণুকান্ত সিংহের গোলে এগিয়ে আসে ভারতীয় দল। এরপর ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল মিস করে ভারত। তৃতীয় কোয়ার্টারের শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত।

এরপর চতুর্থ কোয়ার্টারে এসভি সুনীল ৫৩ মিনিটে গোল করেন। ২ মিনিট পর নিলাম সঞ্জীপ ৫৫ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষ মুহূর্তে, খেলা শেষের ঠিক তিন মিনিট আগে গোল করে ভারতের বিরুদ্ধে সমতা ফেরায় মালয়েশিয়া।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ইমামির, নাখুশ সমর্থকদের একাংশ

মঙ্গলবার সুপার ফোরের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে।প্রসঙ্গত, সুপার ফোরের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া জাপানকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে এবং প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়ার সাথে ২-২ এ ড্র করেছে। বেশি গোলের জন্য দক্ষিণ কোরিয়া সুপার ফোর তালিকার শীর্ষে অবস্থান করছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share