Boycott Pathan: ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্ক! পাঠান সিনেমা বন্ধের হুমকি

pathan-dec15

মাধ্যম নিউজ ডেস্ক: ‘পাঠান’ সিনেমা নিয়ে তৈরি হচ্ছে একের পর এক বিতর্ক। এ বার তাতে নয়া উপাদান যোগ করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এই সিনেমার বেশরম রং গানটিতে দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক দানা বেঁধেছে তাঁর পোশাকের রং নিয়েও। মঙ্গলবারই সোশ্যাল মাধ্যমে মুক্তি পেয়েছে এই গানটি। গানের দৃশ্য শেয়ার করেই ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। এই হ্যাশট্যাগ দিয়ে পাঠানকে বয়কট করার ডাক দিয়েছেন অনেকে।

যা নিয়ে বিতর্ক

গানের একটি দৃশ্যে দীপিকাকে একটি গেরুয়া রঙের মনোকিনিতে দেখা গিয়েছে। আবার গানের নাম রাখা হয়েছে ‘বেশরম রং’ আর এইখানেই চটেছেন অনেকে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র তো সাফ জানিয়েছেন দীপিকা যেভাবে পোশাক পরে এই গানে অভিনয় করেছেন তা অত্যন্ত অভব্য। দীপিকা যে পোশাক পরে আছেন তার রং নিয়েও উঠেছে প্রশ্ন। মন্ত্রী সাফ জানিয়েছেন, গানে যেসব অভিব্যক্তি রয়েছে তা জঘন্য মানসিকতার পরিচয় বহন করছে। বলেছেন, শাহরুখ ও দীপিকা অভিনীত পাঠান সিনেমার বেশরম রঙ গানটিতে যে দৃশ্য দেখানো হয়েছে তা খুবই কুরুচিকর এবং আপত্তিকর দৃশ্য। তিনি আরও জানান, যদি এই সিনেমা থেকে এই পোশাক পরিহিত দৃশ্য পরিবর্তন না করা হয় তাহলে পাঠান সিনেমাটিকে রাজ্যে মুক্তি দিতে দেবেন না তিনি। এই সিনেমার পোশাক ও দৃশ্যের পরিবর্তন করা দরকার বলে ট্যুইট বার্তায় জানান নরোত্তম। সেখানে তিনি দীপিকা পাড়ুকোনকে কটাক্ষ করে বলেছেন টুকরো টুকরো গ্যাংয়ের সমর্থক তিনি। তাই এই ধরনের কাজ করতে তাঁর আটাকাচ্ছে না। ভারতীয় সংস্কৃতির অপমান এই দৃশ্য।

আরও পড়ুন: শাহরুখ খানের বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে যাওয়া নিয়ে কী বললেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র

ছবি বন্ধের ডাক

হিন্দু মহাসভার তরফে এই গানের বিরোধিতা করা হয়েছে। সংগঠনের সভাপতি স্বামী চক্রপানি মহারাজ একটি ট্যুইট করে জানিয়েছেন,’শাহরুখ খান অভিনীত পাঠান ছবির ‘বেশরম রঙ’ গানটিতে গেরুয়া ও হিন্দু সংস্কৃতির অপমান করা হয়েছে। এখন কি সেন্সার বোর্ড ঘুমাচ্ছে? আমরা সিনেমাটি নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি। হিন্দুসভা এই গানের বিরোধিতা করবে।’ পোশাক নিয়ে সুর চড়িয়েছে সংস্কৃতি বাঁচাও মঞ্চ। তাদের তরফেও দাবি করা হয়েছে, ওই গানে দীপিকার পোশাক সরাসরি গেরুয়া পোশাকের অবমাননা। আর তাদের মঞ্চ কিছুতেই এসব বরদাস্ত করবেনা। সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষ জুড়ে ‘পাঠান’-কে বয়কট করার ডাক দিয়েছেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share