মাধ্যম নিউজ ডেস্ক: ৭৫- এ পা দিল স্বাধীন ভারত (75th Independence Day)। গোটা দেশ মেতেছে উৎসবে। দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিফলন উঠে এসেছে একের পর এক সিনেমায়। বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে সিনেমা, যাতে বলা হয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সিনেমার মাধ্যমে দেশবাসীর স্বদেশ চেতনাকে জাগ্রত করা হয়েছে বহুবার। এমন বহু হিন্দি ছবি (Patriotic Cinema) রয়েছে যা, আট থেকে আশির অনুগামীদের অনুপ্রাণিত করে। তা এক নজরে দেখে নিন।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে গাড়িতে পতাকা লাগানোর কথা ভাবছেন? তাহলে আগে জানুন এই নিয়ম
লক্ষ্য: ১৮ বছর আগে মুক্তি পাওয়া এই গানটির জনপ্রিয়তা এক চুলও কমেনি। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ নিয়ে তৈরি সিনেমা। এক সেনা আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক রোশন। ‘কাল্ট ক্লাসিক’ – এর তকমা পেয়েছে সিনেমাটি। ফারহান আখতারের নির্দেশনায় এই সিনেমাটি দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে।
রাজী: এখনও যদি এই সিনেমাটি না দেখে থাকেন, তাহলে এখনই দেখুন। এক ভারতীয় ‘র’ এজেন্ট, যিনি দেশের স্বার্থে এক পাকিস্তানি সেনা পরিবারে বিয়ে করেন। তাঁর জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমা। অভিনয় করেছেন আলিয়া ভাট এবং বিকি কৌশল। এই দুই অভিনেতার অসাধারণ অভিনয় দেখতে অবশ্যই দেখতে হবে সিনেমাটি। নেটফ্লিক্সে গিয়ে এখনই দেখে আসুন।
আরও পড়ুন: জাতীয় পতাকা উত্তোলন করবেন? জানুন কী করবেন আর কী করবেন না
ভুজ, প্রাইড অফ ইন্ডিয়া: স্বাধীনতা দিবসে দেখার জন্যে অন্যতম ভালো সিনেমা। ১৯৭১ সালের ভুজ এয়ার বেস অ্যাটাককে কেন্দ্র করে এগোয় গল্প। অভিনয় করেছেন অজয় দেবগান, নোরা ফাতেহি এবং সোনাক্ষ্মী সিনহা। ডিজনি+ হটস্টারে গিয়ে দেখতে পারেন সিনেমাটি।
দ্য লেজেন্ড অফ ভগৎ সিং: বিপ্লবী ভগৎ সিং- এর জীবনের গল্প নিয়ে তৈরি সিনেমাটি। দেশের সেবায় জীবন দিয়েছিলেন ভগৎ সিং। রাজকুমার সন্তোষীর নির্দেশনায় ভগৎ সিং – এর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগান। জিও সিনেমায় দেখতে পাবেন এই সিনেমা।
উড়ি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক: দেশত্মবোধক সিনেমা যদি পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি একবার অবশ্যই দেখা উচিৎ। ২০১৬ সালের ভারতীয় সেনার উড়ি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তৈরি সিনেমাটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিকি কৌশল। দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে।
Leave a Reply