Naatu Naatu: ইতিহাস সৃষ্টি ‘আরআরআর’-এর! অস্কারে সেরা মৌলিক গানের নমিনেশন পেল ‘নাটু নাটু’

murder_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: ঐতিহাসিক! আন্তর্জাতিক মঞ্চে ফের এস এস রাজামৌলির জয়জয়কার। এবারে অস্কারেও মনোনীত হল পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর (RRR) নাটু নাটু (Naatu Naatu) গান। যা প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করে টিম আরআরআর। প্রসঙ্গত, এর আগে ভারতীয় ছবির গান হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জেতে নাটু নাটু।  গোল্ডেন গ্লোব সম্মানের পর এবার অস্কার জয়ের হাতছানি।

ইতিহাস সৃষ্টি ‘আরআরআর’-এর!

মঙ্গলবার ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (95th Academy Awards) জন্য মনোনীত সিনেমাগুলির নাম ঘোষণা করা হয়। এবার মোট ২৩টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা স্ক্রিন প্লে, সেরা অভিনেতা ও অভিনেত্রী, সেরা গান, সিনেমাটোগ্রাফি, ইত্যাদি বিভাগ। আর এসএস রাজামৌলির এই ব্লকবাস্টার ছবির ‘নাটু নাটু’ গানটি ‘সেরা মৌলিক গান’-এর দৌড়ে সেরা পাঁচে জায়গা করে নিতে সফল হয়েছে। ইতিহাস রচনা করে দেশে অভাবনীয় সম্মান এনেছে নাটু নাটু। 

এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির গান ‘নাটু নাটু’-র ঝুলিতে এসেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও। এই গানটির কম্পোজার এমএম কীরাবাণি এবং গায়ক কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ। নমিনেশন জিতে নেওয়ার পর ইতিমধ্যেই ট্যুইট করা হয়েছে ‘আরআরআর’ টিমের তরফে। ছবির অফিসিয়্যাল ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়- “আমরা ইতিহাস গড়েছি। অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ৯৫তম অস্কারের আসরে নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।”

প্রসঙ্গত, সেরা গানের বিভাগে নাটু নাটু গানকে ‘অ্যাপ্লস’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘লিফট মি আপ’, ‘দিস ইজ লাইফ’-এর মত জনপ্রিয় চারটি গানের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আগামী ১২ই মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বার্ণাঢ্য আসর। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share