Neet Counselling 2022: ১১ অক্টোবর শুরু হচ্ছে নীট ইউজি কাউন্সেলিং- এর রেজিস্ট্রেশন, কী করে করবেন ফর্ম ফিলআপ?

NEET

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১১ অক্টোবর থেকে নীট ইউজি-র কাউন্সেলিং (Neet Counselling 2022)- এর রেজিস্ট্রেশন শুরু হবে। এমনটাই জানিয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC)। এই কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে সর্বভারতীয় কোটার ১৫ শতাংশ আসনে, সমস্ত ডিমড/ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে, ইএসআইসি/ এএফএমএস প্রতিষ্ঠানগুলিতে, এইমস ও জিপমার কলেজগুলিতে ডাক্তারি পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। 

আরও পড়ুন: এবার থেকে ফের একটি টার্মেই পরীক্ষা নেবে সিবিএসই, জানুন এই নিয়মগুলি

এই বিষয়ে জেনে রাখুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

  • নীট এর সর্বভারতীয় কাউন্সেলিং প্রক্রিয়া এই বছর চারটি পর্যায়ে হবে। প্রথম রাউন্ডের কাউন্সেলিং (Neet Counselling 2022) শুরু হবে ১১ অক্টোবর। প্রার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ১৭ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফল ঘোষণা করা হবে আগামী ২১ অক্টোবর।
  • নীট ইউজি-র কাউন্সেলিং (Neet Counselling 2022) প্রক্রিয়াতে নিজেদের নাম নথিভুক্ত করা, টাকা জমা দেওয়া, বিকল্প বাছাই ও নিশ্চিত করা, বরাদ্দ আসনের ফল দেখা, বরাদ্দ করা কলেজগুলিতে রিপোর্টিং করা-এই সমস্ত ধাপগুলি ঠিকঠাক সম্পূর্ণ করতে হবে।  
  • এমসিসি সমস্ত সরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে সর্বভারতীয় আসনের ১৫ শতাংশ আসন ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করে। এ ছাড়াও, ডিমড ও সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের, ইএসআইসি/ এএফএমএস এর সমস্ত প্রতিষ্ঠানের, এইমস, জিপমার ও বিএসসি নার্সিং প্রোগ্রামের ১০০ শতাংশ আসনের জন্য কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করে।
  • মোট চারটি রাউন্ডে কাউন্সেলিং হবে। প্রথম দুটি রাউন্ড ছাড়া, মপ-আপ রাউন্ড ও স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কাউন্সেলিং করা হবে ।
  • নীট ইউজি কাউন্সেলিং (Neet Counselling 2022) প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ৫০ পার্সেন্টাইল নম্বর এবং এসসি/ এসটি/ ওবিসি প্রার্থীদের ৪০ পার্সেন্টাইল নম্বর পেতে হবে। নীট-এর রেজাল্টের উপর করেই এনটিএ সর্বভারতীয় ১৫ শতাংশ সংরক্ষিত আসনের মেধাতালিকা প্রকাশ করে। 
  • নীটের কাউন্সেলিংয়ে (Neet Counselling 2022) অংশগ্রহণ করতে, যে নথিগুলি নিয়ে যেতে হবে, সেগুলি হল-  নীটের ২০২১ এর রেজাল্ট বা যে স্থান অধিকার করেছিলেন তার চিঠি, দশম শ্রেণির রেজাল্ট ও সার্টিফিকেট, দ্বাদশ শ্রেণির রেজাল্ট ও সার্টিফিকেট, একটি সরকার প্রদত্ত সচিত্র প্রমাণপত্র, ৬-৮টি পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), বিশেষ ভাবে সক্ষমতার সার্টিফিকেট (যদি থাকে), প্রভিশনাল অ্যালটমেন্টের চিঠি। প্রার্থীদের নথিগুলি আসল ও ফটোকপি করে কাউন্সেলিংয়ের সময় নিয়ে যেতে হবে।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

প্রথমে mcc.nic.in– এই ওয়েবসাইটটিতে যান। 

হোমপেজে  ‘UG Medical Counselling’ – এই লিঙ্কটিকে ক্লিক করুন। 

একটি রেজিস্ট্রেশন লিঙ্ক দেখতে পাবেন। তাতে ক্লিক করুন। 

লগইন করুন।

আবেদন পত্রটি ফিলআপ করে, নথি আপলোড করুন।

আবেদন ফি জমা দিন। 

ফর্মটি সাবমিট করে দিন। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share