Shah Rukh Khan: শাহরুখ নয়, তাঁর বডিগার্ডকে মুম্বই বিমানবন্দরে আটক করেছিল শুল্ক দফতর!

shah

মাধ্যম নিউজ ডেস্ক: সবসময়ের জন্যই খবরের শিরোনামে থাকেন বলিউড বাদশা (Shah Rukh Khan)। তবে গতকাল থেকে যেন তাঁকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল, গতকাল শাহরুখ খানকে মুম্বই বিমানবন্দরে সাময়িক আটক করে শুল্ক দফতর। শুধুমাত্র আটকই করেনি। চলেছে জিজ্ঞাসাবাদও। খবরে এসেছিল, তাঁর কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ি ছিল। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাঁকে। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকেও সাময়িক আটক করা হয় বহুমূল্য সামগ্রী থাকার কারণে। কিন্তু আজ শোনা যাচ্ছে, অন্যই কথা। জানা গিয়েছে, শাহরুখকে নয়, তাঁর বডিগার্ডকে শনিবার আটক করেছিল এয়ার ইন্টিলেজেন্স ইউনিট।

মুম্বই শুল্ক দফতরের আধিকারিকরা কী বললেন?

কাস্টমস বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কাস্টমস নিয়ম লঙ্ঘনের জন্য খানের দেহরক্ষী রবি সিংকে আটক করেছিল এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)। তাঁরা শাহরুখ খানকে (Shah Rukh Khan) আটক করেননি। তাঁরা আরও জানান, বডিগার্ড রবি লাগেজ নিয়ে এসেছিলেন, তখন তাকে ৮ নম্বর গেটে চেক করার জন্য থামানো হয়েছিল। চেকিংয়ের সময়, লাগেজ চেকিং পয়েন্টে, দেহরক্ষীর কাছ থেকে দুটি বিলাসবহুল ঘড়ি এবং চারটি খালি ঘড়ির বাক্স পাওয়া যায়। এটি ছাড়াও, তাঁর লাগেজে একটি আই ওয়াচ সিরিজ ৮- এর একটি খালি বাক্সও ছিল। তবে যদিও এর শুল্ক চোকানো হয়েছে শাহরুখ খানের ক্রেডিট কার্ড দিয়েই। শুল্ক (Customs) বাবদ ৬.৮৩ লক্ষ টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ‘টাইগার ৩’-তে ফের একসঙ্গে ‘করণ-অর্জুন’! কবে শ্যুটিং শুরু করবেন বাদশা?

গতকাল থেক এই শোনা যাচ্ছিল যে, শাহরুখ খানকে (Shah Rukh Khan) মুম্বই বিমানবন্দরে থামিয়ে শুল্ক দফতর জিজ্ঞাসাবাদ করেছিল। তবে কাস্টমস জানিয়েছে যে, বলিউড অভিনেতাকে মোটেও আটক করা হয়নি এবং কোনও প্রশ্নও করা হয়নি। তাঁকে শুধু শুল্ক পূরণ করতে বলা হয়েছিল, যা তিনি দিতে সম্মত হয়েছিলেন।

প্রসঙ্গত, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। শারজা ইন্টারন্যাশন্যাল বুক ফেয়ারে বিশেষ সম্মান জানানো হয় অভিনেতাকে। অনুষ্ঠান সেরে চার্টার জেট ভিটিআর-এসজি’তে চেপে শনিবার ভোররাতে মুম্বইয়ে ফেরেন বাদশা। আর তারপরেই গুঞ্জন রটেছিল যে, তাঁকে (Shah Rukh Khan) মুম্বই বিমানবন্দরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু আজ এসব গুঞ্জনে জল ঢেলে শুল্ক দফতর স্পষ্ট জানিয়ে দেয়, গতকাল তাঁকে আটক করাই হয়নি। দুবাই থেকে আসার পরেই শাহরুখ খান এবং তাঁর ম্যানেজার পূজা দাদলানি বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়েছিলেন। তবে পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত শাহরুখ খানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share