PV Sindhu: চিনা প্রতিদ্বন্দ্বীর থেকে জয় ছিনিয়ে সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

3rladun_pv-sindhu-afp_625x300_13_July_22

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুর (PV Sindhu) মুকুটে যোগ হলো আরো একটি নয়া পালক। চিনা প্রতিযোগিকে হারিয়ে সিঙ্গাপুর ওপেন (Singapore Open) চ্যাম্পিয়ন হলেন তিনি। ভারতের মুখ আবারও বিশ্বের দরবারে উজ্জ্বল করল ভারতীয় খেলোয়াড়। চিনা প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে (Wang Zhi Yi) হারিয়ে ট্রফি জিতলেন তিনি। দুই প্রতিযাগিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন পি ভি সিন্ধু। ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন তিনি।

এটি চলতি বছরে সিন্ধুর তৃতীয় খেতাব। কেরিয়ারের প্রথম সিঙ্গাপুর ওপেন খেতাব জিতলেন তিনি। এদিন চিনা শাটলার গেমের শুরুটা বেশ ভালোই করেছিলেন। দুই পয়েন্টে এগিয়ে থাকলেও সিন্ধু তারপর টানা ১৩ পয়েন্ট করেন। সেখান থেকে আর প্রথম গেমে ফিরতে পারেননি চিনা শাটলার। সিন্ধু ১৩-২ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় ওয়াং কয়েকটি পয়েন্ট জিতলেও পরে জয় সিন্ধুরই হয়। ২১-৯ ব্যবধানে প্রথম গেম জিতে যান ভারতীয় শাটলার।

এরপর দ্বিতীয় ম্যাচে চিনা শাটলার কে এক অন্যরূপেই দেখা যায়। এই ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। প্রথমেই এগিয়ে যান ৬-০ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় গেমের বিরতিতে ৩-১১ ব্যবধানে পিছিয়ে থাকেন সিন্ধু। সেখান থেকে কয়েকটি পয়েন্ট জিতলেও কোনও লাভ হয়নি কারণ পরে ১১-২১ পয়েন্টে দ্বিতীয় গেমে জয়লাভ করেন ওয়াং ঝি ই।

এরপর তৃতীয় ম্যাচে আবার সিন্ধু তাঁর নিজের ছন্দে ফিরে আসেন। হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের মধ্যে। টানা পয়েন্ট জিততে থাকেন দুই শাটলার। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন সিন্ধু। ২১-১৫ পয়েন্টে গেম জেতেন তিনি। দু-বারের অলিম্পিক্স পদকজয়ী এই শাটলার শেষপর্যন্ত চিনা প্রতিদ্বন্দ্বীর থেকে জয় ছিনিয়ে নেন। আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস শুরু হতে চলেছে। এবার সিন্ধুর নজর কমনওয়েলথ গেমস এর দিকে। সোনার পদক জেতাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

তাঁর এই জয়লাভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ট্যুইটারে পি ভি সিন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন।

[tw]


[/tw]

 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share