Ranji Trophy: বাংলাকে সমর্থনের জন্য বিশেষ উদ্যোগ সিএবির! টিকিট ছাড়াই ইডেনে প্রবেশ করতে পারবেন দর্শকরা

eden

মাধ্যম নিউজ ডেস্ক: কোনও টিকিট ছাড়াই রঞ্জি ট্রফি (Ranji Trophy Final) ফাইনাল ম্যাচ দেখতে পাবেন ইডেনে। বাংলার হয়ে সমর্থনের জন্য বিশেষ উদ্যোগ সিএবির (CAB)। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রঞ্জি ফাইনাল ম্যাচে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে ইডেনে (Eden Gardens)। গেট নম্বর তিন ও চার এবং ১৭ নম্বর গেট দিয়ে মানুষ টিকিট ছাড়াই মাঠে ঢুকতে পারবেন।

ঘরের মাঠে খেতাব জয়ের হাতছানি

বৃহস্পতিবার থেকে বাংলা রঞ্জি ফাইনাল খেলতে নামবে সৌরস্ট্রের বিরুদ্ধে। ছন্দে থাকা মনোজরা এবার খেতাব পেলে ৩৪ বছর পরে ফের চ্যাম্পিয়ন হবে বাংলা।  ১৯৮৯-৯০ মরশুমে শেষবার রঞ্জি ট্রফি জিতেছিল বাংলা। ইন্দোরে সেমি ফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়েছে মনোজরা। দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা জানিয়েছেন, তাঁরা ফাইনালে অল আউট ঝাঁপাবেন। দলনায়ক মনোজ তিওয়ারি বলেন, বাংলা খেতাব জিতলে তিনি মাঠেই অবসর ঘোষণা করবেন।

মাত্র দুবার চ্যাম্পিয়ন

২০১৯-২০ সালের রঞ্জি মরসুমে শেষবার রঞ্জির ফাইনালে উঠলেও, সৌরাষ্ট্রের বিরুদ্ধে হেরে খালি হাতেই ঘরে ফিরতে হয়েছিল বাংলা দলকে। এবারও ফাইনালে প্রতিপক্ষ অবশ্য একই হলেও ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলার সুযোগ পাবে বাংলা। ঘরের মাঠে ফের রঞ্জি জয়ের হাতছানি বাংলার সামনে। এই নিয়ে ১৫ বার রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে বাংলা দল। মুম্বইয়ের পর সব থেকে বেশি ফাইনাল খেলার নজির দিল্লির সঙ্গে যৌথভাবে বাংলার। দিল্লিও পনেরো বার ফাইনাল খেলেছে। এর আগে ১৪ বার ফাইনাল খেলে মাত্র দুবার চ্যাম্পিয়ন হতে পেরেছে বাংলা দল। ১২ বার রানার্স হয়েছে। বাংলা যে দু’বছর চ্যাম্পিয়ন হয়েছে সেই দুটি রঞ্জি ফাইনাল খেলা হয়েছিল ইডেনে।

আরও পড়ুন: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

বিনামূল্যে ক্রিকেটের নন্দন কাননে 

এবারও ইডেনে জয় পেতে মরিয়া বাংলা। সেই ম্যাচের জন্য অভিনব উদ্যোগ নিল বঙ্গ ক্রিকেট সংস্থা সিএবি (CAB)। সেই ম্যাচে মনোজ তিওয়ারিদের হয়ে গলা ফাটানোর জন্য বঙ্গ ক্রিকেটপ্রেমীরা বিনামূল্যেই ক্রিকেটের নন্দন কাননে প্রবেশ করতে পারবন। সোমবার সিএবির তরফে জানানো হয় ফাইনাল ম্যাচে ইডেনের বেশ কিছু ব্লকে দর্শকরা কোনও অর্থ ব্যয় না করেই প্রবেশ করতে পারবেন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) জানান, ‘ক্লাব হাউসের দুই পাশের বি, সি ব্লক এবং কে, এল ব্লক সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে যাতে তাঁরা মাঠে এসে ঘরের দলের হয়ে গলা ফাটাতে পারেন। আমরা চাই যাতে দর্শকরা বিপুল পরিমাণে মাঠে এসে দলের জন্য গলা ফাটান, দলকে সমর্থন জানান।’

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share