Ranbir-alia: বাবার বাগদানের দিনেই বিয়ের অনুষ্ঠান ছেলের

ranalia

মাধ্যম নিউজ ডেস্ক:সময়ের হাত ধরে কেটে গিয়েছে ৪৩টা বছর। ফের আনন্দে ভাসছে কপূর খানদান। ১৯৭৯ সালের ১৩ এপ্রিল বাগদান হয় ঋষি-নীতুর (Neetu kapoor)। তাই এই তারিখটিকেই বেছে নেওয়া হল। বাবার বিয়ের দিনেই শুরু হয়ে যাচ্ছে ছেলে রণবীর কপূরের বিয়ের অনুষ্ঠান। 
বি-টাউনের (B-town)হাই-প্রোফাইল এই বিয়ের তুমুল হইচইয়ের মধ্যেই গোপন এই তথ্য ফাঁস করলেন স্বয়ং পাত্রের মা,নীতু কপূর।
অতীতের সেই স্মৃতি রোমন্থন করে ইনস্টাগ্রামে (instagram)আংটি বদলের ছবি পোস্ট করেছেন ঋষি-ঘরনি। অভিনেত্রী লিখেছেন, “বৈশাখীর প্রিয় স্মৃতি। ৪৩ বছর আগে, ১৯৭৯ সালের ১৩ এপ্রিল আমাদের বাগদান হয়েছিল।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)

এত বছর পরে একই দিনে বিয়ের অনুষ্ঠান শুরু ঋষি-নীতুর একমাত্র ছেলে রণবীরেরও। সাত পাকের তারিখ নিয়ে বিস্তর ধোঁয়াশা ছড়ালেও প্রথম থেকেই শোনা যাচ্ছিল ১৩ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে বিয়ের আগের নানা অনুষ্ঠান। পঞ্জাবি রীতি মেনে চলবে গায়ে হলুদ,সঙ্গীত, মেহেন্দি। 
সূত্রের খবর, রীতি মাফিক বিয়ের অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত ঋষিকে শ্রদ্ধা জানাতে এক বিশেষ পুজোর আয়োজন করবে কপূর ও ভট্ট পরিবার। কপূর পরিবার  বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে থাকলেও আলিয়ার কাকা রবীন ভট্ট জানান, সব প্রস্তুতি ঠিকমতোই চলছে। তবে বিয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছেন রণবীর-আলিয়া। শোনা যাচ্ছে, সঙ্গীতে নিজের সিনেমা ‘রাজি’র গানে নাচবেন আলিয়া। আলিয়ার সঙ্গীতে পারফর্ম করবেন তাঁর প্রিয় বন্ধু অনুষ্কা রাজন। পারফর্ম করবেন আলিয়ার বোন শাহিন ভট্টও। অন্যদিকে বাবা ঋষি কপূরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাঁর গানে মা নীতুর সঙ্গে  পা মেলাবেন রণবীর। চেম্বুরের পারিবারিক বাংলোতে রণবীর ও আলিয়ার সঙ্গীতানুষ্ঠানে থাকবেন পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। চার-পাঁচদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share