Salman Khan: ‘‘৩০ এপ্রিল খুন হবেন সলমন খান’’! পুলিশকে হুমকি-ফোন করে শ্রীঘরে ‘নাবালক’

salman

মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের যোধপুর থেকে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে হঠাৎই ফোন। নিজেকে রকিভাই পরিচয়ে ওই ব্যক্তি জানান, ৩০ এপ্রিল নাকি খুন হতে চলেছেন সলমন খান (Salman Khan)। হুমকি ফোন আসার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। হুমকিদাতা একজন নাবালক বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে সলমনের নিরাপত্তায় কোনওরকম খামতি রাখছে না প্রশাসন।

কে এই রকি ভাই ?

সূত্রের খবর, যোধপুরের বাসিন্দা রকি ভাই। স্বঘোষিত গো-রক্ষক সে। মুম্বই পুলিশ জানিয়েছে, আগামী ৩০শে এপ্রিল সলমন খানকে (Salman Khan) খুন করা হবে, এমন হুমকি দিয়েছে যোধপুরের এই গো-রক্ষক। যদিও আদতে নাবালক এই হুমকিদাতা, তাই তার হুমকিকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নয় পুলিশ, তবে তদন্তের খাতিরে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসেও ই-মেল মারফত সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি এসেছিল

প্রসঙ্গত, গত মাসে ই-মেল মারফত সলমনকে (Salman Khan) প্রাণে মেরে ফেলার হুমকি এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর তরফে। এবার নিজেকে রকি ভাই বলে দাবি করা এক ব্যক্তি সোজা মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে সলমন খানকে (Salman Khan) মেরে ফেলার হুমকি দিয়েছে। প্রসঙ্গত, গত মাসেই যোধপুর থেকে গ্রেফতার করা হয় ধাকড়রাম রামলাল সিয়াগ নামক এক ব্যক্তিকে, যাঁর ফোন থেকে প্রাণনাশের হুমকি ইমেলে পাঠানো হয়েছিল সলমন খানকে (Salman Khan)। সেই ইমেলে লেখা হয়েছিল, সিধু মুসেওয়ালার মতোই পরিণতি নাকি হতে চলেছে সলমন খানের। পুলিশ তদন্তে জানতে পারে, প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবাকেও হুমকি ইমেল পাঠিয়েছিলেন ওই ব্যক্তি। শুধু তা-ই নয়, আগ্নেয়াস্ত্র আইনেও ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে সর্দারপুরা পুলিশ স্টেশনে। মুসেওয়ালার মৃত্যুকাণ্ডে সন্দেহভাজন লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের সঙ্গে রকি ভাইয়ের কোনও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

বাড়ানো হয়েছে সলমন খানের (Salman Khan) নিরাপত্তা

লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সলমনকে (Salman Khan) হত্যার ছক কষেছে, সে প্রমাণ পুলিশের হাতে এসেছে আগেই। অভিনেতার সুরক্ষা নিশ্চিত করতে তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা প্রদান করা হয়েছে। অন্যদিকে সলমনের ব্যক্তিগত দেহরক্ষীরাও সদা তৎপর অভিনেতার সুরক্ষায় যাতে কোনও ফাঁক না থাকে তা নিশ্চিত করতে। নিজের সুরক্ষার জন্য মোটা টাকা খরচ করেছেন দাবাং খান। নিশান পেট্রোল এসইউভি, বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন অভিনেতা, সঙ্গে রাখছেন লাইলেন্সড বন্দুক।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share